💝💝💝ড্রাগন ফল💝

in hive-129948 •  3 years ago 

IMG_20210816_205300.jpg
ড্রাগন ফল গোলাপি খোলসে আবৃত এবং ভিতরে লাল অথবা সাদা অংশে কালোজিরার মত ফোটা ফটো অংশ দ্বারা গঠিত। এই ফল অনেক অনেক চাপ সহ্য করতে পারে সেজন্য গ্রীষ্মকালীন ফল ব্যাপক পরিমাণে চাষ করা হয়। শীতকালীন চার থেকে পাঁচ মাস ছাড়া যে সকল দেশের গরমের পরিমাণ বেশি এবং তাপের পরিমাণ বেশি সে সকল দেশে যখন ফলের চাষ ব্যাপক পরিমাণে হয়।

ড্রাগন ফল আমাদের দেশে পরিচিত না হলেও বাহিরের দেশে এর ব্যাপক প্রসার রয়েছে। এই ফল বেশি পরিমাণে থাইল্যান্ড ও কম্বোডিয়াতে বেশি পরিমাণে জন্মায়।
এই ফলের স্বাদ এবং পুষ্টি গুনাগুন অন্যান্য ফলের তুলনায় অনেক বেশি।
ড্রাগন ফলের গাছ একটা জাতীয় গাছের মতোই। গাছে পাতা থাকে না।

প্রতি 100 গ্রাম ড্রাগন ফলের সাদা বা লাল অংশে 20 মিলি এর ওপরে ভিটামিন সি পাওয়া যায় যা আমাদের শরীরে সারাদিন যতটুকু ভিটামিন-সি ঘাটতি হয় তার চেয়ে বেশি থাকে। অন্যান্য ফলের তুলনায় ভিটামিন-সি অনেক বেশি পাওয়া যায়।

20210820_231305.jpg
ভিটামিন সি বেশি থাকে বিধায় এ রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি মানসিক ক্লান্তি কমায় ।ত্বক সুন্দর রাখে ।ড্রাগন ফল নিয়মিত খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে। ড্রাগন ফলে কোলেস্টেরলের পরিমাণ খুবই কম পরিমাণে থাকে। ওজন কমানোর ক্ষেত্রে ড্রাগন ফল খুব ভালো উপকার করে। কোলন ক্যান্সার এর প্রতিষেধক হিসেবে কাজ করে। যাদের শরীরে উচ্চ রক্তচাপ তাদের জন্য তাইপান প্রতিষ্ঠাতা হিসেবে সেবন কর্নার বর্তমান ভূমিকা রাখে। এছাড়াও ড্রাগন ফলের মধ্যে বিচ্ছিন অংশ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখে যা অন্যান্য ওষুধের মত কাজ করে।

অন্যান্য ফলের মত ড্রাগন ফল ফাইবার বিদ্যমান থাকে ফলে রক্তচাপ এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ড্রাগন ফল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই ফল চাষের ক্ষেত্রে অধিক পরিমাণে ওষুধ বা বিভিন্ন কেমিক্যাল জাতীয় ঔষধের পরিমাণ কম লাগায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অন্যরকম ভূমিকা রাখে। এই ফল মানুষকে কর্মক্ষম রাখতে এবং শরীরের কার্যকারিতা ও কার্যকলাপ সচল রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য সবদিক বিবেচনা করে আমাদেরকে এই ফলের দিকে দৃষ্টি দিতে হবে এবং ব্যাপক ভাবে চাষ করা হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখন অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ড্রাগন ফলের চাষ দিনদিন পরিচিতি পাচ্ছে এবং মানুষের চাহিদা ও আগের তুলনায় বাড়ছে।
20210820_231248.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই ফলটি দেখেছি।দেখতে অনেক সুন্দর কিন্তু খাওয়া হয়নি।

আমি নিজেও খেয়েছিলাম না হঠাৎ করে সেদিন একটা খেয়ে দেখলাম। ফলটি আসলেই রসাল ও সুস্বাদু। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য 😍😍

এই ফলটি বাংলাদেশের জনগণের সাথে বেশি পরিচিত না। কয়েকবছর ধরে এটা বাজারে দেখা যাচ্ছে। দেখতে খুবই সুন্দর। এজন্য কিছুদিন আগে আমি একটি কিনেছিলাম। খেতে সুস্বাদু।

দীর্ঘদিন ধরে চোখের সামনে পড়ছিল অনেকের কাছেই ফলের কথা শুনেছিলাম। আসলেই ফলটি পুষ্টিগুণে ভরপুর। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনার মনোভাব প্রকাশ করার জন্য 😍😍💝

ড্রগন ফলের নাম শুনে আমরা,ব্যাচেলর পয়েন্ট নাটকের পাশা ভাইয়ের কথা মনে পরে গেলো,,সে শুধু বলতো যে, যা আমার জন্যে ড্রাগন টি নিয়ায়, আমি রং চা খাই না😁

হ্যাঁ ভাই ঠিক বলছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ 😁😁😍😍😍🥰

টকটকে লাল রঙের এই রসালো ফলটা দেখতে যেমন সুন্দর খেতেও যেমন সুস্বাদু।শুভ কামনা♥