বাঙালি জাতি😊 শিল্প-সাহিত্য , সংস্কৃতি ও ঐতিহ্য এ ভরপুর। শিল্প সাহিত্য ও সংস্কৃতি দিনে দিনে তার অবস্থান থেকে উন্নতি 😁হওয়ার তুলনায় অবনতির😒 বেশি হচ্ছে। সেরকম একটা ঐতিহ্যের মধ্যে একটা হচ্ছে নৌকা🧡 বাইচ খেলা।
10 বছর পূর্বে নৌকা বাইচ খেলা যেরকম প্রচলন ছিল এখন আর তেমন নাই বললেই চলে। আধুনিক যুগের ছেলেমেয়েদের কাছে নৌকা বাইচ খেলা কাবাডি খেলার মত বই-পুস্তকে শুধু দেখতে পারবে।
অন্যদিক থেকে বাঙালি জাতিকে বলা হয় মাছে 😀ভাতে বাঙালি। তো এই মাছে~❤️ ভাতে বাঙালি বলার কারণ আছে সেটা হলো আমাদের দেশ নদীমাতৃক দেশ এবং আঁকাবাঁকা নদীর পথ চলার মাধ্যমে আমাদের দেশকে প্রাকৃতিক সৌন্দর্যের🤩 লীলাভূমি তে পরিণত করেছেন। আর এই নদীমাতৃক দেশ হওয়ার কারণে গ্রাম গঞ্জের সহজ সরল😊 মানুষ গুলোর নৌকা বাইচ খেলা অর্থাৎ এই খেলার মাধ্যমে আনন্দে ভরপুর করে তুলেছে। আর এই নদীর শাখা প্রশাখা বেশি এবং নদীর স্রোতধারা খুব ভালোভাবে বিদ্যমান থাকায় নদী তার আপন গতিতে 😁চলতে থাকে। আমাদের দেশের এমন একটা অঞ্চল নেই যে জায়গায় নদ নদীর স্রোতধারা নেই। আর এই কারনেই নৌকা বাইচ খেলা একসময় খুব জনপ্রিয়💞 ছিল এখন আগের তুলনায় অনেক কমে গেছে। এই এই খেলাকে কেন্দ্র করে গ্রামগঞ্জে দোকানপাট মানুষের সমাগম এর পরিমাণ বেড়ে যায় এবং গ্রামের মধ্যে এক চাঞ্চল্যকর🤪 পরিস্থিতি বিরাজ করে। আমাদের গ্রামের মানুষ তাদের নৌকা বাইচ খেলার উপর ভিত্তি করে এবং সবাই একসাথে ওই নৌকার মাধ্যমে প্রতিযোগিতা৮💤 করে নিজেরা আনন্দ করে এবং অন্যদেরকেও আনন্দ দিয়ে থাকে ।এছাড়া অনেক জায়গায় প্রতিযোগিতা করার জন্য বিভিন্ন নিয়ম কানুন রয়েছে।
আর আধুনিক 😃সভ্যতার কারণে নৌকা বাইচ খেলা দিন দিন কমে যাচ্ছে যাচ্ছে এবং ভুলে🤢 যাওয়ার মত। আর পূর্বের মত আগের মতো, যে পরিমাণে খেলা হতো সেই পরিমাণ খেলা এখন আর নেই। আর এই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী🤗🤗 নৌকা বাইচ খেলা কে টিকিয়ে রাখতে হবে এবং পরবর্তী প্রজন্ম যেন সঠিক ভাবে বেড়ে উঠতে পারে এজন্য আমাদেরকে প্রতিবছর একটা নির্দিষ্ট 😊সময়ে নৌকা বাইচ খেলার আয়োজন করে তাদের বুদ্ধি বিকাশ এবং বাঙালি জাতির সংস্কৃতি😄 ও ঐতিহ্য😁 সম্পর্কে সুস্পষ্ট ধারণা পায় সেই দিকে খেয়াল ☺️রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে🤗🥰🥰।
আমি ছোট বেলায় একবার নৌকা বাইচ দেখছিলাম।তারপর আর দেখা হয় নাই। অনেক মজা হয় এই নৌকা বাইচে। পোষ্টটা অনেক সুন্দর হয়েছে। আপনার জম্য শুভ কামনা রইল।
তবে আপনে যদি আপনার পোষ্টে পোষ্ট সম্পৃত কিছু ট্যাগ ব্যবহার করেন তাহলে ভালো হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে🥰 অনেক ধন্নবাদ ,জি ভাই পরবরতে পোস্ট গুলাতে চেস্টা করব😍😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নৌকা বাইচ অনেক মজার একটি খেলা।নদীর পাড়ে দাঁড়িয়ে খেলা দেখতে একটি অন্যরকম অনুভূতি কাজ করে।অনেকদিন হলো এই খেলা দেখা হয়না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টে লোকেশন কোড ব্যবহার করুন। তাহলে পোস্টের কোয়ালিটি বৃদ্ধি পাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আচছা দাদা😍 এরপর থেকে লোকেশন ইয়ুজ করব।আপ্নাকে অনেক ধন্নবাদ 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit