আমার পরিচয়

in hive-129948 •  3 years ago 

received_1007720143376556.jpeg

আমি মো: মিঠু খন্দকার। আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেড়া উপজেলায়। চারজন সদস্য মিলে আমাদের পরিবার। আমরা দুই ভাই। আমি ছোট। আমার বাবা একজন কৃষক এবং মা গৃহিনী। নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্য আমি।আমি একটি বেসরকারী পলিটেকনিক থেকে পড়াশোনা শেষ করেছি। 2013 সালে আমার পড়াশোনার ক্যারিয়ার শেষ হয়েছে।

FB_IMG_16284518084571025.jpg

received_530782058166376.jpeg
পড়াশোনা শেষ করে চাকরি না পাওয়ায় দেশে আর থাকা হয়নি। জীবিকার তাগিদে চলে আসতে হয়েছে দেশ ছেড়ে সুদূর সৌদি আরবে। এখানকার আবহাওয়া দেশের আবহাওয়ার সঙ্গে একেবারেই অমিল। দেশে যেমন শীতকাল গ্রীষ্মকাল সহ আরো ছয় ঋতু বিদ্যমান রয়েছে। আবার শীত এবং গরমের তীব্রতা ও খুব কম। কিন্তু সৌদি আরবে ঋতুর এমন বৈচিত্র বিদ্যমান নেই। এখানে গরমের প্রাধান্য বেশি। চারদিক মরুভূমিময়। ফলে খেজুর গাছের পরিমাণ এখানে বেশি রয়েছে। সৌদি আরবে আসার সময় বিপুল পরিমাণ অর্থ খরচ হয়। এজন্য সারাদিন কাজ করতে হয়। পরিবারের সকল সদস্যের ভরণপোষণের দায়িত্ব এখন আমার কাঁধে। এ জন্য আরাম-আয়েশের জীবন পরিত্রান করে বেছে নিয়েছি সেই কষ্টময় কর্মের জীবন। এই কষ্টময় জীবন তখনই সার্থক হবে যদি ভালোভাবে আমি আমার পরিবারের ভরণপোষণের দায়িত্ব টা সঠিক ভাবে পালন করতে পারি।যাই হোক ভবিষ্যতে আমার দেশের জন্য কিছু একটা করতে পারি।

FB_IMG_16285185654559510.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার জন্য শুভকামনা রইল। আশা করি আপনি আপনার পরিবারের প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া,😍😍

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আমাদের সাথেই থাকুন।

ওকে ভাইয়া দোয়া রাখবেন 😍

স্বাগতম আমার বাংলা ব্লগে।

জি ভাইয়া আপনাদের সহযোগিতা পেলে আমার কাছে আরো সহজ হবে 🥰🥰

আমাদের কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। চেষ্টা করুন আমাদের সঙ্গেই থাকার জন্য। শুভেচ্ছা রইল।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ । একটু সহযোগিতা করলে এই প্লাটফর্মে কাজ করো আমার জন্য খুব সহজ হয়ে যাবে 😍😍😍