অনেক সুন্দর কথা লিখেছেন কিন্তু দিনশেষে অসংগতি ছাড়া আমরা চলতে পারি না। এমন একটা সিস্টেমের ভেতর বন্দি হয়ে গেছি যেখানে চারপাশে অসঙ্গতির ভিড়ে সংগতি অসহায় এবং স্থবিরতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে । তখন শর্টকাট ই একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায় সেখান থেকে বের হওয়ার।
RE: আবোল-তাবোল জীবনের গল্প [সঙ্গতি-অসঙ্গতি]
You are viewing a single comment's thread from:
আবোল-তাবোল জীবনের গল্প [সঙ্গতি-অসঙ্গতি]