মিষ্টি কুঁমড়া ও আলুর মিশ্রণে ব্রয়লার মুরগী রান্না বাই @moarif 10% beneficial shy-fox.

in hive-129948 •  3 years ago 

20220520_175713.jpg

হ্যালো,

20220519_204327.jpg

আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যবৃন্দগণ আপনারা সবাই কেমন আছেন।আশা করছি ভালো আছেন,আর আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যবৃন্দ ভালো থাকুক সেটাই আমি একান্ত কাম্য করি।আপনাদের পাশাপাশি আমি ও ভালো আছি।তো আজকাল ভীষণ গরম অনুভব করতেছি।মনে হচ্ছে দুই এক পসলা বৃষ্টি হলে আবহাওয়া ও পরিবেশটা ঠাণ্ডা লাগতো।যাইহোক, সবার সুস্থতা কামনা করছি এই গরমের বিভিন্নরকম অসুখ থেকে আল্লাহপাক সবাইকে দূরে রাখুক।আমিন।

20220519_204208.jpg

তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো মিষ্টি কুঁমড়ার সাথে মুরগীর মাংসের একটা ব্যতিক্রমধর্মী রেসিপি।

এই মিষ্টি কুঁমড়ার সাথে মুরগীর রেসিপি তৈরি করতে কিছু উপাদানের প্রয়োজন হয় তা আমি আপনাদের মাঝে উল্লেখ করছি:

উপকরণপরিমাণ
ব্রয়লার মুরগী৫০০- গ্রাম
মিষ্টি কুঁমড়াঅর্ধেক
হলুদের গুড়াপরিমাণমত
জিরা গুড়াপরিমাণমত
লবণপরিমাণমত
এলাচ১০-টা
দারূচিনিপরিমাণমত
পেঁয়াজের কুঁচিপরিমাণমত

সর্বপ্রথম আমি মিষ্টি কুমড়া ও আলুকে কেঁটে টুকরো টুকরো করে একটা পাতিলে ও পেলেটে নিলাম।তাঁরপরে এইগুলারে ভালো করে ধুঁয়ে নিলাম।

20220519_193934.jpg

20220519_194036.jpg

এরপরে আরেকটা পেলেটে সবগুলা মসলাজাতীয় উপাদানগুলো নিয়ে রাখলাম।

20220519_200337.jpg

20220519_200343.jpg

দেন আরেকটা পেলেটে মাংসের টুকরো গুলো নিয়ে রাখলাম।মাংসের টুকরোগুলোর ভিতরে হলুদ ও লবণ মিশিয়ে রাখলাম।

20220519_200449.jpg

20220519_200537.jpg

20220519_200656.jpg

20220519_200641.jpg

এইবার রান্নার পালা চুলার উপরে একটা কড়াই বসিয়ে একে শুকিয়ে নিলাম তাঁরপর এর মাঝে তেল ঢেলে দিলাম।তেল দেয়ার পর এক এক পেঁয়াজরে কুঁচি, লবণ, হলুদের গুড়া, জিরা গুড়া ও কাঁচা মরিচ দিয়ে এইগুলারে ভালো করে নাড়াচড়া করিয়ে ভাজি করে নিলাম।

20220519_200519.jpg

20220519_200749.jpg

20220519_200812.jpg

20220519_200851.jpg

20220519_200926.jpg

20220519_200841.jpg

যখন দেখলাম ভাজি শেষ তখন মাংসের টুকরো গুলো দিয়ে মাসলাজাতীয় উপাদানগুলোর ভিতরে ভাজি করে নিলাম।আর যখন দেখলাম মাংসের ভাজি শেষ তখন কড়াইর ভিতরে মিষ্টি কুঁমড়ার টুকরো ও আলুর টুকরো গুলো দিতে লাগলাম।দেন সবগুলারে ভালো করে মিশিয়ে নিলাম।তাঁরপর ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য।প্রায় পাঁচ মিনিট ঢাকনা দেয়ার পর ঢাকনা তুলে নিলাম।দেন এর মাঝে একটু পানি দিয়ে দিলাম।এইবার আবার ঢাকনা দিয়ে রাখলাম পাঁচ মিনিটেরজন্য।

20220519_201004.jpg

20220519_201004.jpg

20220519_201127.jpg

20220519_201123.jpg

20220519_201522.jpg

20220519_201610.jpg

20220519_201917.jpg

20220519_201904.jpg

20220519_202117.jpg

20220519_201141.jpg

পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়ে আবার একটু পানি দিয়ে দশ মিনিট পর দেখি আমার মিষ্টি কুঁমড়ার সাথে আলু দিয়ে মুরগীর রান্নার কাজ শেষ।

20220519_202722.jpg

20220519_201938.jpg

20220519_202518.jpg

20220519_202402.jpg

অবশেষে আমি রান্নার ইতি টানলাম।

20220519_204154.jpg

20220519_204146.jpg

@moarif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু মনি আপনি তো অনেক সুস্বাদু করে মিষ্টি কুঁমড়া ও আলুর মিশ্রণে ব্রয়লার মুরগির গোস্তো রান্না করেছেন, আপনার আজকের রেসিপিটি আমার কাছে একটু ইউনিক লেগেছে, কার আমি এখন পর্যন্ত এভাবে রান্না করে খাইনি, তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছে, তাই খুব শীঘ্রই বাসায় একদিন ট্রাই করবো, এছাড়াও আপনার উপস্থাপনা অনেক সুন্দর লেগেছে আপনার, শুভকামনা রইলো আপনার জন্য।

মিষ্টি কুমড়া ও আলুর মিশ্রণে আপনি অনেক চমৎকার ভাবে বয়লার মুরগির মাংস রান্না আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি বলতে আমি আলু দিয়ে অনেকবার বয়লার মুরগির মাংস রান্না খেয়েছি কিন্তু আপনার মত করে এরকম ভাবে মিষ্টি কুমড়া দিয়ে কখনো খাওয়া হয়নি। রেসিপিটি আমার কাছে একদম ইউনিক লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

একবার ট্রাই করে দেখতে পারেন।

কুমড়া দিয়ে ব্রয়লার মুরগী রান্নার খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। আপনি ঠিকই বলেছেন মিষ্টি কুমড়া দিয়ে ব্রয়লার মুরগী রান্না একটি ব্যতিক্রমধর্মী রান্না। আমি এর আগে কখনও দেখিনি। আজ আপনার থেকে প্রথম দেখলাম। তবে দেখে মনে হচ্ছে স্বাদ কিছুটা ভিন্ন হলেও খেতে খারাপ লাগবে না ,ভালোই লাগবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

জ্বি খেতে অনেক সুস্বাদু হয়েছে।

আপনি মিষ্টি কুঁমড়া ও আলুর মিশ্রণে ব্রয়লার মুরগীর রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি খুবই সুন্দর করে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে আমাকে উৎসাহিতকরণের জন্য।

বয়লার মুরগি সাধারণত খেতে ভালো লাগে। মিষ্টি কুমড়া ও আলু মিশ্রণে আপনি রান্না করেছেন। দারুন ভাবে ফুটে উঠেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল। এটি বেশ দারুন ছিল।

জ্বি খেতে ও অনেক সুস্বাদু ছিলো।

আজও আলু দিয়ে বয়লার মুরগি ভুনা করেছিলাম বয়লার মুরগি খেতে আমার খুবই ভালো লাগে তবে মিষ্টি কুমড়া দিয়ে বয়লার মুরগী রান্না করে খাওয়ার অভিজ্ঞতা একদমই নেই রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছিল বাসায় একবার ট্রাই করে দেখতে হবে এভাবে

জ্বি একবার ট্রাই করে দেখেন মজা পাইবেন।

মিষ্টি কুঁমড়া ও আলুর মিশ্রণে ব্রয়লার মুরগী রান্না রেসিপি দারুন হয়েছে ভাইয়া। আলু দিয়ে মুরগির মাংস খেয়েছি অনেক। তবে মিষ্টি কুমড়া দিয়ে ব্রয়লার মুরগির মাংস কখনো খাওয়া হয়নি। আপনি অনেক সুন্দর ভাবে এই মজার রেসিপি উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আমার পোষ্ট পড়ে এত সুন্দর মন্তব্য রাখার জন্য।

আমি সাধারণত আলু দিয়ে মুরগি খেতে খুবই পছন্দ করি। তবে মাঝে মাঝে মিষ্টি কুমড়া দিয়েও খাওয়া হয়। আপনি খুবই সুন্দর ভাবে আজকে আলু এবং মিষ্টি কুমড়া দিয়ে ব্রয়লার মুরগীর রেসিপি তৈরি করেছেন। যা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি উপস্থাপন করার জন্য।

মনে হচ্ছে দুই এক পসলা বৃষ্টি হলে আবহাওয়া ও পরিবেশটা ঠাণ্ডা লাগতো

ঠিক বলেছেন ভাইয়া গরমের পরিমাণ টা এতটাই বেশি হয়েছে গত কয়েকদিন যাবত তাতে আমাদের মনে হচ্ছে কিছু পরিমাণে বৃষ্টি হলে অনেক ভালো হতো।

আপনার শেয়ার করা মিষ্টি কুমড়ো আলুর মিশ্রণে বয়লার মুরগির মাংস রান্না করার পদ্ধতিটি আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া। আমি যখন ঢাকাতে থাকতাম তখন এই ধরনের রেসিপি সবথেকে বেশি খাওয়া হতো।

ও আচ্ছা তাই।

অনেকেই মিষ্টি কুমড়া খুব একটা পছন্দ করে না। তবে মিষ্টি কুমড়া আমার কাছে বেশ ভালো লাগে। এর সাথে মুরগির মাংস হলেতো আর কোন কথাই নেই। এ ধরনের রেসিপি আমার কাছে বেশ ভাল লাগে ভাই। আপনি খুব সুন্দর করে রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ধাপের বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

মিষ্টি কুঁমড়া আমারও অনেক আগে থেকেই পছন্দের।

ঠিকই বলেছেন এই গরমের ভেতরে একটি বৃষ্টি নামলে যেন মনে হয় শান্তি ।আলু দিয়ে মুরগি রান্না করে খেয়েছি তবে কখনো মিষ্টি কুমড়া দিয়ে মুরগি রান্না করে কোনদিনও খাইনি। আপনি মিষ্টি কুমড়ো আলুর মিশ্রণে খুব সুন্দর করে মুরগী রান্নার রেসিপি শেয়ার করেছেন আপনার কাছ থেকে নতুন রেসিপি শিখতে পারলাম।

একবার ট্রাই করে দেখতে পারেন।

মিষ্টিকুমড়া আমার যেহেতু খুবই পছন্দের তাই মিষ্টি কুমড়া যেকোনো রেসিপি আমার কাছে ভালো লাগে। আপনি আজকে মিষ্টি কুমড়া ও আলু দিয়ে বয়লার মুরগির রান্না করেছেন রেসিপি আমার কাছে ভালো লেগেছে। এরকম রেসিপি বাড়িতে থাকতে মাঝে মাঝেই খাওয়া হতো আর খেতেও ভালো লাগতো।

জ্বি খুবই সুস্বাদু একটা খাবার।

মিষ্টি কুমড়া এবং আলু দিয়ে আপনি খুবই সুন্দর ভাবে মুরগির মাংস রান্না করেছেন দেখতে বেশ লোভনীয় লাগছে এবং ধাপগুলো আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য।