কাঁচকি মাছকে মরিচ করে খাওয়া বাই @moarif বেনিফেসিয়াল সাই-ফক্স-১০%

in hive-129948 •  3 years ago  (edited)

20220510_201852.jpg

হ্যালো,

আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য।সবাই কেমন আছেন? আশা করছি সবাই যাঁর যাঁর অবস্থা থেকে ভালো আছেন।ঈদ পরবর্তী সময় সবাই আবার যাঁর যাঁর অবস্থানে ফিরে আসছেন আবার তাই সবাইকে স্বাগতম।যদি ও আমি এখনো আমার কাজ কর্মে ফিরে নাই বাড়িতে অনেক ব্যস্ততার মধ্যে দিন পার করতেছি।তবে আজ ঢাকা ব্যাক করছি আগামিকাল থেকে পুনরায় কর্মে ফিরে যাব।

20220510_201951.jpg

তো আজ ও আমি আপনাদের মাঝে একটি জনপ্রিয় রেসিপি নিয়ে এসেছি।সেটি হচ্ছে কাঁচকি মাছকে মরিচ করে খাওয়ার রেসিপি।

20220510_201821.jpg

তো আমার কাঁচকি মাছের মরিচ করে খাওয়ার রেসিপি তৈরি করতে কী কী উপাদানগুলো সাহায্য বা প্রয়োজন হয়েছে তা নিম্মরূপ:

উপকরণপরিমাণ
কাঁচকি মাছ৩০০- গ্রাম
টমেটো১-টা
হলুদের গুড়াপরিমাণমত
মরিচের গুড়াপরিমাণমত
লবণপরিমাণমত
কাঁচা মরিচ৪-টা
সরিষার তেলপরিমাণমত

আসলে কাঁচকি পেয়েছি আমার বাড়ীর জেঠাতো ভাইর বউয়ের বাপের বাড়ী থেকে।উনি শুনেছেন যে আমি ঢাকা থেকে বাড়িতে আসছি।তাই আমার জন্য বাপের বাড়ীর পুকুর থেকে জাল দিয়ে তুলে আমার জন্য বাড়ীতে আনা।তাই আমার আম্মু আমাকে একটু জাল করে তৈরি করে রান্না করেছেন।

প্রথমে আমি ৩০০ গ্রাম কাঁচকি মাছকে কেঁটে ও ধুঁয়ে একটা বাটিতে নিলাম।যেন পরিষ্কার দেখা যায়।

20220510_202301.jpg

তাঁরপর মাটির চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম।এবং তাতে তাপ দিতে লাগলাম।যখন দেখলাম কড়াই শুকিয়ে গেল তখন এরমাঝে সরিষার তেল ঢেলে দিলাম।আর তেলকে গরম করে নিলাম

20220510_202248.jpg

20220510_202216.jpg

তাঁরপর যখন দেখলাম তেল গরম হয়ে গেছে তখন এর মাঝে আস্তে আস্তে পেঁয়াজ, হলুদের গুড়া, মরিচের গুড়া, কাঁচা মরিচ ও লবণ দিয়ে দিলাম।
20220510_202159.jpg

20220510_202145.jpg

20220510_202131.jpg

20220509_091143.jpg

তাঁরপরে এইগুলাকে ভালো করে নাড়াচড়া করে নিলাম সরিষার তেলের ভিতরে।আর যতক্ষণ না পর্যন্ত মসলাজাতীয় উপাদানগুলো লালচে দেখাচ্ছে না ততক্ষণ পর্যন্ত তেলের ভিতরে নাড়াচড়া করে নিলাম।*

20220510_202104.jpg

যখন দেখলাম মসলাজাতীয় উপাদানগুলো লালচে দেখাচ্ছে তখন এর মাঝে কাঁচকি মাছগুলো ঢেলে দিলাম।এবং এর ভিতরে এইগুালারে নাড়াচড়া করে নিলাম।তাঁরপরে এর ভিতরে আবার টমেটো দিয়ে দিলাম।টমেটো দেয়ার পর এইগুালারে আবার কাঁচকি মাছসহ সব মসলাজাতীয় উপাদানগুলারে নাড়াচড়া করিয়ে নিলাম

20220509_091122.jpg

20220509_091102.jpg

20220509_091045.jpg

20220509_091032.jpg

টমেটোসহ সব মসলাজাতীয় উপাদানগুলোরে নাড়াচড়া করারপর এর মাঝে পানি ঢেলে দিলাম।পানি দেয়ার পর পাঁচ মিনিটের জন্য কড়াইকে ঢাকনা দিয়ে দিলাম।আর পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখি হয়ে গেল আমার কাঁচকি মাছকে মরিচ করে খাওয়ার রেসিপি।

20220509_091017.jpg

20220509_090945.jpg

20220510_202038.jpg

20220509_091000.jpg

সর্বশেষ যখন দেখলাম আমার আমি কাঁচকি মাছ হয়ে গেল তখন কড়াই থেকে আমি আমার কাঁচকি মাছগুলারে ছোট্ট একটা পাতিলে নিয়ে রাখলাম।

20220510_202022.jpg

20220510_201951.jpg

অবশেষে আমি আমার কাঁচকি মাছকে মরিচ খাওয়ার রেসিপির ইতি টানলাম।

20220510_201924.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ছোট মাছ আমার খুব প্রিয়। আপনি খুব সুন্দর করে কাচকি মাছের দোপেঁয়াজো করেছেন। দেখি অত্যন্ত ভালো লাগলো। আপনার রন্ধন প্রক্রিয়া দেখে মনে হচ্ছে অত্যন্ত মজাদার এবং সুস্বাদু হয়েছে। এত অসাধারণ রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

কাঁচকি মাছে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে এবং কাঁচকি মাছ খুব কম সংখ্যক লোক অপছন্দ করে। বিশেষ করে আমি অনেক পছন্দ করি। আর সেই কাঁচকি মাছের রেসিপি খুব সুন্দর ভাবে আপনি আমাদের সাথে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

আপনাকে ও অনেক ধন্যবাদ।

এই রেসিপিটি নাম কেন কাচকি মাছের মরিচ করে খাওয়া বুঝতে পারলাম না। যাই হোক পুকুরের কাচকি মাছ খেতে খুবই সুস্বাদু হয় আপনি গ্রামের বাড়িতে যাওয়া উপলক্ষে খুবই সুস্বাদু একটি মাছের রেসিপি তৈরি করেছেন। যা আসলেই অনেক লোভনীয় লাগছে দেখতে।

ধন্যবাদ।

আপনার রেসিপিটি অনেক সুন্দর হয়েছে।
আর রেসিপির কালারটাতো জাস্ট অসাধারণ হয়েছে। দেখে একটু খাওয়ার ইচ্ছে জাগে গেল ভাইয়া।
দেখে মনে হচ্ছে রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কাচকি মাছেকে মরিচ করে খাওয়ার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

কৃতঙ্গতা প্রকাশ করছি।

ভাই আপনার টাইটেল দেখে আমি একটু অবাক হয়েছি। কাঁচকি মাছকে মরিচ করে খাওয়া টাইটেল পড়ে বুঝতে পারিনি। পরে আপনার পুরো পোস্ট দেখে বুঝতে পারলাম। অনেক মজা পেয়েছি ভাইয়া টাইটেল ও পুরো রেসিপি দেখে। কাঁচকি মাছের রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে।

আমরা এই রেসিপিকে কাচকি মাছের ভুনা বলি।আমার কাছে কাচকি মাছ এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপনার রেসিপির কালার দেখতে অসাধারণ হয়েছে। খেতেও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার জন্য ও রইল শুভ কামনা।

ভাই আপনাকে রেসিপিটা দেখেই জিভে জল চলে এসেছে। রেসিপের কালার খুব অসাধারণ ভাবে ফুটে উঠেছে। রেসিপির কালার দেখলে যে কারো জিভে জল চলে আসবে। ধাপে ধাপে খুব সুন্দর উপস্থাপন করেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য

আপনার কমেন্ট এর দ্বারা আমি উৎসাহিত হই পরবর্তী কোন রেসিপি নিয়ে আসতে আপনাদের মাঝে।

কাচকি মাছ খেতে অনেক সুস্বাদু। কাচকি মাছের গুনাগুন অনেক বেশি। আমি খুব সুন্দর করে কাচকি মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে মনে হয় অর্ধভোজন হয়ে গেল। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার এত সুন্দর মন্ত্যের জন্য অনেক ধন্যবাদ।

কাচকি মাছ আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি মাছ, এটি আমাদের চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে, আপনার আজকের রেসিপিটি অসাধারণ ছিল অনেক ঝাল ঝাল মনে হচ্ছে, ঝাল ঝাল হওয়াতে মনে হচ্ছে আপনার আজকের রেসিপিটি অসাধারণ হয়েছে খেতে।

জ্বি একটু ঝাল করে রান্না খাওয়া।

আলু এবং বেগুন কুচি কুচি করে কেটে কাচকি মাছ রান্না করলে খেতে আরো বেশি সুস্বাদু হয়।এভাবে কাচকি মাছ খেতে আমি খুবই পছন্দ করি। আপনি আজকে অনেক সুন্দর ভাবে পেঁয়াজ এবং টমেটো দিয়ে কাচকি মাছের রেসিপি তৈরি করেছেন। যা দেখে মানুষ খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে কাচকি মাছের এত সুন্দর একটি রেসিপি উপস্থাপন করার জন্য।

আপনার সুপরামর্শের জন্য অনেক কৃতঙ্গ।

টাইটেল দেখে একটু ঘাবরে গেলাম। মাছ কে আবার মরিচ কিভাবে বানায়। পরে দেখি যে না। হয়তো ঝাল করে বানানো হয়েছে তাই এই নাম। ছোট মাছ গুলো ঝাল ঝাল করে খেতেই বেশি ভালো লাগে। খুবই সুন্দর এক রেসিপি শেয়ার করেছেন ভাই। অনেক ভালো লেগেছে আমার কাছে। শুভকামনা রইলো আপনার জন্য।

ধনব্যাদ আপনাকে আপনি এর গুরূত্ব ধরতে পেরেছেন।

ভাই আপনার পোস্টের টাইটেলে রেসিপির নাম দেখে খুবই মজা পেলাম। কাচকি মাছ কে মরীচি করে খাওয়া। এরকম নাম আমি আগে কখনো শুনিনি। তাই আপনার রেসিপিটি আমার কাছে একদম ইউনিক রেসিপি মনে হচ্ছে। আর এই ইউনিক রেসিপি আমাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আমাদের এইদিকে এটাকে মরিচ করে খাওয়া বলে থাকে।

কাঁচকি মাছের খুবই মজার একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি করা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। কাঁচকি মাছ অনেক ভালো লাগে আমার। অনেক সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

ধনব্যাদ আপনাকেও।

আপনি খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। ছোট মাছ আমার কাছে খুব ভালো লাগে বেশি করে পিঁয়াজ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার প্রতি ও অনেক কৃতঙ্গ।

কাচকি মাছের রেসিপি গুলো অনেক মজাদার হয় আর আপনি কাচকি মাছের বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছেন সেটা দেখতে বেশ লোভনীয় ছিল। লোভনীয় কাচকি মাছের নতুন রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া।

ছোট মাছের মধ্যে আমার কাছে কাচকি মাছ অনেক ভালো লাগে। বিশেষ করে আলু বেগুন কাচা মরিচ চিকন করে কেটে রান্না করলে দারুণ মজা লাগে। আপনার রেসিপি দেখতে খুব আকর্ষনীয় লাগছে ভাই। দোয়া ও শুভকামনা আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে কাঁচকি মাছকে অন্য তরকারি দিয়ে খাওয়ার কথা উল্লেখ করার জন্য।

কাচকি মাছকে দারুন একটি রেসিপিতে রুপান্তরিত করেছেন আপনি খুবই সুন্দর হয়েছে এবং সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা করেছেন অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।

আপনার জন ও রইল শুভ কামনা।

ছোট মাছ বরাবরই আমার অনেক ফেভারিট আপনি লোভনীয় ভাবে রেসিপিটি প্রস্তুত করেছেন দেখেই লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই ভারী সুস্বাধু হয়েছিল সুন্দর উপস্থাপনা করেছেন রন্ধনপ্রণালী শুভকামনা রইল আপনার জন্য

জ্বি অনেক সুস্বাদু ছিলো।

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে কাচকি মাছের রেসিপি শেয়ার করেছেন। কাচকি মাছ খেতে অনেক বেশি সুস্বাদু লাগে ।আমার মনে হয় কাচকি মাছ পছন্দ করেনা এরকম মানুষ খুব কমই আছে। আর এই কাজটি মাছ যদি আলু এবং বেগুন দিয়ে চচ্চড়ি করা হয় তাহলে তো আর কোন কথাই নেই ।ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনার কমেন্ট এর মাধ্যমে কাঁচকি মাছ দিয়ে অন্য আরেকটি রেসিপির ধারণা পেলাম।

কাচকি মাছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে ।যা আমাদের জন্য খুবই উপকারী ।আপনি খুবই সুন্দরভাবে কাচকি মাছের রেসিপি শেয়ার করেছেন ।।ধন্যবাদ আপনাকে।।

অনেক কৃতঙ্গতা।

রেসিপি দেখে তো জিভে পানি চলে আসছে খুবই মজার একটি রেসিপি শেয়ার করেছেন। কাচকি মাছ আসলে আমার খুবই পছন্দের তবে আপনার টাইটেল কিন্তু খুবই ভালো ছিল কাচকি মাছের মরিচ করে খাওয়া কালারটা কিন্তু বেশ লোভনীয় ছিল।

ধন্যবাদ ভাইায়া আপনাকে।

আপনি কাঁচকি মাছের রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন।দেখে আমার লোভ লেগে গেল। আপনি চমৎকার ভাবে এটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ।

আপনার দিনগুলা খুবই ব্যস্ততার মধ্যে কাটছে এরইমধ্যে সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন রেসিপিটি হলোসেটি হচ্ছে কাঁচকি মাছকে মরিচ করে খাওয়ার রেসিপি। আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আপনার প্রতিটি রেসিপি আমাদের সামনে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অনেক ধন্যবাদ।