কার্প মাছ দিয়ে মুগডাল রান্না সাই-ফক্স ১০% বেনিফেসিয়াল

in hive-129948 •  3 years ago 

20220507_223556.jpg

আসসালামু আলাইকুম,

20220507_142254.jpg

সবাই কেমন আছেন? আশা করছি সবাই যাঁর যাঁর অবস্থান থেকে খুবই ভালো ও সুস্থ আছেন।আপনাদের দোয়া আমি ও বেশ ভালো আছি।আমাদের এইদিকে খুবই বাতাস বয়ে যাচ্ছে আসলে বাতাসের সাথে নিজের শরীরকে ও জুডিয়ে নিচ্ছি।মনে হচ্ছে কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে।যদি বৃষ্টি নামে তাহলে খুবই ভালো হবে কারণ খুবই গরম অনুভব করতেছি।বৃষ্টি হলে অন্তত কিছুটা গরম কম অনুভূতি হবে।

20220507_223613.jpg

তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কার্প মাছ দিয়ে মুগ ডাল রান্নার রেসিপি।

20220507_223537.jpg

তো কার্প মাছ দিয়ে মুগ ডাল রান্না করতে আমার যেসব উপাদানগুলোর সাহায্য নিতে হয়েছে তাঁর বিস্তারিত নিচে তুলে দরলাম আপনাদের উদ্দেশ্যে।

ক্রমিক নংউপকরণপরিমাণ
০১মুগ ডাল২৫০-গ্রাম
০২কার্প মাছ৪-টুকরো
০৩পেঁয়াজ কুঁচি৪-টা
০৪রসুন বাটা১-টা বড় সাইজ
০৫টমেটো১-টা
০৬কাঁচা মরিচ৪-টা
০৭সোয়াবিন তেলপরিমাণমত

20220515_210527.jpg

20220507_093444.jpg

প্রথমে মুগ ডালগুলারে ভালো করে ধুঁয়ে নিলাম।ভালোকরে ধুঁয়ে একটা টুকরিতে রাখলাম যেন পানি সরে যায়।

20220507_123130.jpg

এরপরে মাটির চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম কার্প মাছের টুকরো গুলো ভাজি করবো বলে।দেন এর মাঝে সরিষার তেল ঢেলে দিলাম।তাঁরপর এক এক করে এর মাঝে কার্প মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এবং তা ভাজি করতে লাগলাম।অবশেষে কার্প মাছগুলোর টুকরো ভাজি করে নিলাম।

20220508_195643.jpg

20220508_195551.jpg

এইবার রান্নার পালা মাটির চুলা উপর একটা পাতিল বসিয়ে দিলাম।এবং এর মাঝে ধোঁয়া মুগ ডালগুলো পাতিলের ভিতরে দিয়ে রাখলাম।তাঁরপরে এক এক করে পাতিলের ভিতরেসবগুলো মসলাজাতীয় উপাদানগুলো দিয়ে এবং পানি দিয়ে চুলার উপর তা বসিয়ে দিলাম সাথে করে পাতিলের উপরে ঢাকনা দিয়ে দিলাম।প্রায় মিনিট সাতেক পর ঢাকনা উঠিয়ে দেখি আমার মুগ ডাল বুথ বুথ করতেছে আগুনের তাপে এরপর আবার ঢাকনা দিয়ে দিলাম যাতে ঝোল একটু শুকিয়ে তা গাঢ় ঝোল হয়।

20220507_093456.jpg

20220507_093444.jpg

20220507_135802.jpg

20220507_135347.jpg

এইবার ঢাকনা উঠিয়ে দেখি ঝোল গাঢ় হয়ে মোটামুটি একটা কালার আসছে দেন এর মাঝে কার্প মাছের টুকরোগুলো ছেড়ে দিলাম।রান্না হয়ে যাওয়া মুগ ডালগুলো অন্য আরেকটি পাতিলে নিয়ে মাটির চুলার ভিতরের কয়লার মধ্যে দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে দেখি মুগডাল একেবারে গাঢ় ঝোল বা ডালে পরিণিত হয়ে গেছে।সর্বশেষ আমি মুগডাল রান্নার ইতি টানলাম।

20220507_135730.jpg

20220507_130617.jpg

20220505_102153.jpg

20220505_095140.jpg

20220505_122743.jpg

20220507_142304.jpg

ব্যাচ এইভাবে হয়ে গেল আমার কার্প মাছ দিয়ে মুগ ডাল রান্না।

20220507_142248.jpg

@moarif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মুগডাল আমার খুবই পছন্দ। আমি মাছের মাথা ছাগলের হাড় সহ আরো অনেক কিছু দিয়েই মাঝে মাঝে মুগ ডাল রান্না করে পরোটা দিয়ে খাই। আপনি আজ অনেক সুন্দরভাবে মুগ ডাল রান্না করে দেখিয়েছেন। আপনার রান্নার কালার যথেষ্ট ভালো হয়েছে। একদম লোভনীয় একটি স্টাইল হয়েছে রান্না। এভাবে রান্না করলেন আর আমাদেরকে দাওয়াত দিলেন না তা তো হয়না। আপনাকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

দাওয়াত রইলো নোয়াখালী আমার বাসায়।

আপনার কার্প মাছ দিয়ে মুগ ডাল রান্নার রেসিপি খুবই চমৎকার হয়েছে। রেসিপিটির কালার এত লোভনীয় হয়েছে যে দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে আমারতো দেখেই খেতে ইচ্ছে করছে ।চমৎকার রান্না করেছেন আপনি। জিভে জল চলে আসার মত ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

মন্তব্য রাখার জন্য ধন্যবাদ।

কার্প মাছ দিয়ে মুগডাল রান্নার রেসিপি খুবই লোভনীয় হয়েছে ভাইয়া। মাছ দিয়ে মুগ ডাল রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে এই মজার রেসিপি তৈরি করেছেন। আপনি আপনার রেসিপি তৈরির সম্পূর্ণ প্রসেস উপস্থাপন করেছেন। মাছ দিয়ে মুগ ডাল রান্নার রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোষ্টে মন্তব্য রাখার জন্য ধন্যবাদ।

কার্ফ মাছ দিয়ে মুগডাল রান্না রেসিপি অসাধারন এবং ইউনিক লেগেছে আমার কাছে।আপনি খুব সুন্দর করে প্রতিটা ধাপ উপস্থাপনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই।

খুবই অসাধারণ লেগেছে আপনার রেসিপি টা। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

প্রিয় ভাইজান আপনার জন্য ও রইল বুকভরা ভালোবাসা।ভালো থাকবেন সবসময়।

মুগ ডাল দিয়ে রান্না যেকোনো তরকারি অনেক সুস্বাদু হয়ে থাকে। আর মাছ দিয়ে রান্না করলে তো কথাই নেই। মুগ ডাল ও কাতল মাছ দিয়ে রান্না করা আপনার শেয়ার ভিতরে ছবিটি সেইরকম হয়েছে। প্রতিটি ফটোগ্রাফার আউটলুকিং টা ছিল চমৎকার। খাবারের ছবি দেখে বোঝা যায় খাবারটা অনেক সুস্বাদু ছিল তাই নয় কি। ধন্যবাদ এধরনের একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এত এত সুন্দরকরে মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

ভাই,কার্প মাছ দিয়ে মুগ ডাল রান্না করেছেন তাও আবার মাটির চুলাতে। আমার তো মনে হচ্ছে আপনার তৈরি কার্প মাছ দিয়ে মুগ ডাল রান্না খেতে ভীষণ সুস্বাদু হয়েছে। এতটাই সুস্বাদু হয়েছে যে পুরো এক প্লেট ভাত সাবাড় করে ফেলে শেষে হাতটাই চেটেপুটে খাওয়ার ইচ্ছে হবে। অনেকদিন হলো মাটির চুলায় রান্না করে খাওয়া হয়নি। আর তাই মনে হচ্ছে মাটির চুলাতে এই রেসিপি রান্না করাতে বোধহয় স্বাদের মাত্রা দ্বিগুণ হয়ে গেছে। আপনার তৈরি রেসিপিটির কালার বেশ দারুন এসেছে। সব মিলিয়ে সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

জ্বি ভাই অনেক সুস্বাদু হয়েছিলো আর আমি ও বেশ ভালোই ভাত ভোজন করেছি মুগডাল ও কাপ মাছের রেসিপি দিয়ে।

মুগ ডাল দিয়ে আপনি অনেক লোভনীয় ও সুস্বাদু মাছের রেসিপি তৈরি করেছেন ভাইয়া। মুগ ডাল দিয়ে মাছের রেসিপি তৈরি করে খেতে সত্যি অনেক ভালো লাগে। আমার মনে হচ্ছে আপনার রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়েছে।মুগ ডাল দিয়ে মাছের রেসিপি কিভাবে তৈরি করতে হয় তা আমাদের মাঝে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

জ্বি খেতে অনেক সুস্বাদু হয়েছিলো।

মুগ ডাল ও কার্ফ মাছ দিয়ে আপনি অনেক সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করার রেসিপি আমার খুব ভালো লেগেছে কারণ মুগডাল আমার অনেক ভালো লাগে। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে নিখুত ভাবে উপস্থাপন করেছেন এবং বর্ণনা করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এত সুন্দর মন্তব্য রাখার জন্য ধন্যবাদ।

ভাইয়া আপনার তরকারি রান্নার কালার টা খুব সুন্দর এসেছে কালার দেখে আমার জিভে জল চলে এসেছে তার মাছ দিয়ে মুগ ডালের রান্না আমার খুব খেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে এটি খেতে খুবই মজাদার ।আমার আম্মু ও মাঝে মাঝে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে খেতে ভালো লাগে ।আপনার রেসিপি দেখে খুব লোভ লাগছিল ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়ের মাছ দিয়ে মুগ ডালের রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

সম্ভব হলে চলে আসেন আপনাকে মুগডাল দিয়ে আপ্যায়ন করবো।

মুগ ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনি কার্প মাছ দিয়ে মুগ ডালের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে বোঝা যাচ্ছে যে অনেক সুস্বাদু হয়েছে। কালারটা মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। সেই সাথে খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। কেন আপনাকে এরকম সুন্দর একটি মুগ ডালের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

অপনি অসম্ভব ভালো মন্তব্য করেছেন।

কার্ফু মাছ দিয়ে মুগ ডাল কখনো খাওয়া হয়নি। কার্ফু মাছ অনেক খেয়েছি কিন্তু কার্ফু মাছ দিয়ে মুগ ডাল রান্না এই প্রথম আপনার পোস্ট দেখতে পেলাম। আপনারাই রান্নার ভাব দেখে মনে হচ্ছে রান্না অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

চির কৃতঙ্গ আপনার প্রতি।

মুগ ডালের মুড়িঘন্ট আমার খুবই পছন্দ। মাছের মাথা দিয়ে বা খাসির মাথা দিয়ে মুগ ডাল রান্না খেতে আমার খুবই ভালো লাগে। এমনকি অনেক সময় মুরগির হাড় দিয়ে এই ডাল রান্না করলেও খুব ভালো লাগে খেতে। আমার তো এতটাই পছন্দ যে আপনার রেসিপির ছবিটি দেখে জিভে জল চলে এসেছে। অনেক ধন্যবাদ ভাইয়া মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে আপনার মতামত প্রকাশ করার জন্য।

কার্প মাছ দিয়ে মুগ ডাউল রান্না আমি কখনো খাইনি। এই প্রথম এই ধরনের রেসিপি দেখলাম। বেশ দারুণ তৈরি করেছেন রেসিপি টা। রেসিপির পরিবেশনা এবং উপস্থাপনা টা ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে।।

ধন্যবাদ আপনাকে।

মুগডালের অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করলেন। আমার কাছে আবার মুগ ডাল রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে পুরো রেসিপিটি উপস্থাপন করেছেন। মনে হচ্ছে খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে। এরকম সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

জ্বি খেতে অনেক সুস্বাদু হয়েছে।

আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করতেছে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে কার্প মাছ দিয়ে মুগডাল রান্না করেছেন । আপনার প্রস্তুত প্রণালি বেশ অসাধারণ। এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের আন্তরিক ধন্যবাদ জানাই।

পরবর্তী সময় মুগডাল রান্না করলে আপনাকে নক দিব ভাইয়া।

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে কার্প মাছ দিয়ে মুগ ডাল রান্নার রেসিপি শেয়ার করেছেন। তবে আমি এই প্রথম কোন মাসের নাম শুনলাম যেই মাসের নাম কিনা কার্প। রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে সুস্বাদু ছিল ।ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই।

কার্প মাছ দিয়ে মুগ ডালের রেসিপি টা দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে। আমি এমন রেসিপি অনেক ভালোবাসি অনেক অনেক দিন এ ধরনের রেসিপি খাওয়া হয়নি দেখে অনেক খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের শেয়ার করার জন্য।

ইনশ্আল্লাহ পরবর্তী সময় আপনাকে দাওয়াত করবো মুগডাল রান্না করলে।

মুগডালের এই মুড়ি গন্ড আমার কাছে বেশ ভালো লাগে। আপনি আজকে কাপ মাছ দিয়ে মুগ ডাল রান্না করেছেন। রেসিপিটি দেখতে বেশ লোভনীয় লাগছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাকে ও অনেক ধন্যবাদ।

ডাবল দিয়ে মাছের লোভনীয় রেসিপি প্রস্তুত করেছেন এ ধরনের রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আমারও অনেক ফেভারেট রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল

জ্বি খেতে অনেক সুস্বাদু হয়েছিলো।

আপনি কার্প মাছ দিয়ে মুগডাল রান্নার রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ মন্তব্য রাখার জন্য।

ওয়াও ভাইয়া আমার পছন্দের একটি খাবারের রেসিপি তৈরি করেছেন ডাউল জাতীয় খাবার খেতে খুবই ভালো লাগে ।
শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার জন্য রইল অনেক অনেক ভালোবাসা।

মুগডাল দিয়ে খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। এমন রেসিপি হলো আর কোনো কিছুর দরকার হয়না।আপনার রেসিপি দেখে বাসায় একবার তৈরি করে দেখবো। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

জ্বি ট্রাই করে দেখতে পারেন।

কার্প মাছ দিয়ে মুগডাল রান্না দেখে আমার এখনি খেতে মন চাচ্ছে। আসলে আপনার রেসিপিটি খুব লোভনীয় লাগছে। আশা করি খেতেও অনেক মজা হয়েছে। আপনার সফলতা কামনা করছি ভাই।

খেতে অনেক সুস্বাদু হয়েছিলো।

কার্প মাছ দিয়ে মুগডালের রেসিপিটি দেখতে বেশ লোভনীয় লাগছে ভাইয়া। খেতে বুঝি খুব মজার হয়েছিলো। আমার কাছে এই রেসিপিটি একদমই নতুন। ভালো লাগলো আপনার শেয়ার করা রেসিপিটি, আমি অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবো। ধন্যবাদ আপনাকে।

জ্বি ট্রাই করে দেখতে পারেন।