রূই মাছ দিয়ে লাউ ও পটলের সংমিশ্রণে রান্না ১০% বেনিফেসিয়াল সাই-ফক্স 🦊।

in hive-129948 •  2 years ago 

20220525_220614.jpg

আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যবৃন্দগণ আপনারা সবাই কেমন আছেন।আশা করছি ভালো আছেন,আর আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যবৃন্দ ভালো থাকুক সেটাই আমি একান্ত কাম্য করি।আপনাদের পাশাপাশি আমি ও ভালো আছি।ঈদ পরবর্তী কার্যক্রমে অনেক ব্যস্ততার মাঝে সময় অতিবাহিত করছি।

20220525_220546.jpg

তো আজ ও আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই পরিচিত একটা রেসিপি লাউয়ের সাথে পটলের সংমিশ্রণে রূই মাছ দিয়ে সবজি রান্নার রেসিপি।তো সাধারণত এখন কোন লাউর মৌসুম না তাঁরপরে ও আজকে কারওয়ান বাজারে গিয়েছিলাম সবজি ক্রয় করতে চোখে পড়লো তাই নিয়ে আসলাম।আসলে এখন আমরা শীতকালের সবজি ও গ্রীষ্মকালে ও পেয়ে থাকি।তা হচ্ছে প্রকৃতি ও আবহাওয়ার অনেকটা পরিবর্তনজনিত কারণ।

20220525_221025.jpg

তো আমার লাউয়ের সাথে পটলের সংমিশ্রণে রূই মাছ দিয়ে সবজি রান্না করতে গিয়ে যে সব উপাদানগুলোর সহযোগিতা বা প্রয়োজন হয়েছে হয়েছে তাঁর বর্ণনা নিম্মরূপ:

উপকরণপরিমাণ
লাউআস্তা-১টা
রূইমাছ৭-টুকরো
পেঁয়াজর কুঁচি৫-টা
রসুনের কুঁচি১-টা
হলুদের গুড়াপরিমাণমত
জিরা গুড়াপরিমাণমত
লবণ৩-চা চামচ
কাঁচা মরিচপরিমাণমত
সোয়াবিন তেলপরিমাণমত
পটলপরিমাণমত

20220525_192229.jpg

20220525_201555.jpg

20220525_201404.jpg

20220525_194152.jpg

20220525_194043.jpg

20220525_193313.jpg

20220525_192630.jpg

এইবার রান্নার-ধাপ:

প্রথমত আমি একটি চুলার উপর একটা কড়াই বসিয়ে তা শুকিয়ে নিলাম।এবং কড়াই শুকানোর পর এর মাঝে সোয়াবিন তেল ঢেলে দিলাম।আর তেল গরম হওয়ার পর এর মাঝে পেঁয়াজর কুঁচিসহ সবগুলো মসলাজাতীয় উপাদানগুলো দিয়ে তা ভালো নাড়াচড়া করিয়ে নিলাম।যখন দেখলাম সবগুলো উপাদান ভাজা হয়ে লালচে দেখাচ্ছে তখন এর মাঝে রূই মাছের টুকরোগুলো ঢেলে দিলাম।এবং তা ভালো করে কড়াই ভিতরে মসলাজাতীয় উপাদানগুলোর ভিতরে কসাই বা একটু ভাজি ভাজি করে নিলাম।এরপরে আমি সবজিগুলো এক এক করে দিতে লাগলাম।লাউসহ পটল দিয়ে দিলাম মসলাজাতীয় উপাদানগুলোর ভিতরে।এরপর এইগুলারে ভালো করে নাড়াচড়া করে মিশিয়ে নিলাম মসলাজাতীয় উপাদানগুলোর ভিতরে।

20220525_201744.jpg

20220525_203400.jpg

20220525_201954.jpg

20220525_201856.jpg

20220525_201839.jpg

20220525_202401.jpg

20220525_202258.jpg

20220525_202241.jpg

20220525_202122.jpg

20220525_202420.jpg

20220525_202528.jpg

20220525_202503.jpg

20220525_202651.jpg

20220525_202900.jpg

20220525_202957.jpg

20220525_203027.jpg

আর ভালো করে মিশানোর পর একটু ঢাকনা দিয়ে রাখলাম যেন তাড়াতাড়ি সিন্ধ হয়ে যায়।এইবার ঢাকনা তুলে নিয়ে এর মাঝে হালকা পানি দিয়ে একটু নাড়াচড়া করে আবার ঢাকনা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য।

20220525_203158.jpg

20220525_204104.jpg

20220525_204040.jpg

পাঁচ মিনিটের পর আবার ঢাকনা তুলে আরেকটু পানি দিয়ে এইবার শেষ পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে আগুনের তাপ দিতে লাগলাম।এইবার ঢাকনা তুলে এর মাঝে রূই মাছের টুকরোগুলো দিয়ে দিলাম আবার কিছুক্ষণ তাপ দিয়ে দিলাম।ব্যাচ কিছুক্ষণ পরে দেখি হয়ে গেল আমার রূই মাছের সাথে লাউ ও পটলের সংমিশ্রণে সবজির রান্নার রেসিপি।

20220525_204401.jpg

20220525_204150.jpg

20220525_205655.jpg

20220525_210207.jpg

20220525_210005.jpg

ব্যাচ হয়ে গেল আমার রূই মাছের সাথে লাউ ও পটলের সংমিশ্রণে সবজি রান্নার রেসিপি।*

20220525_205940.jpg

20220525_220935.jpg

@moarif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

লাউ ও পটলের সংমিশ্রনে রুই মাছের দারুন একটি রেসিপি আমাদের উপহার দিলেন ভাই। লাউ দিয়ে মাছ খেতে ভাল লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই রেসিপিটি আমাদের উপহার হিসেবে দেয়ার জন্য। ভাল থাকবেন ভাই

ধন্যবাদ আপনাকে ও।

পটল আমি খুব একটা পছন্দ করি না। তবে পটল ভাজি খেতে বেশ ভালোই লাগে। রুই মাছ আমি অনেক ভালো লাগে আমার। আপনি খুব সুন্দর করে পটল দিয়ে রুই মাছের ঝোল এর রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম ঝোলের রেসিপি গুলো বেশ ভালই লাগে খেতে। খাবার রেসিপি দেখে বোঝা যাচ্ছে বেশ সুস্বাদু হয়েছে। ধন্যবাদ ভাই আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জ্বি খেতে অনেক সুস্বাদু হয়েছিলো।

রূই মাছ দিয়ে লাউ ও পটলের সংমিশ্রণে আপনার বানানো এই রেসিপিটি অসাধারন হয়েছে । খুব ভালো লেগেছে আমার কাছে। খুব সুন্দর করে ধাপে ধাপে এই সুস্বাদু রেসিপিটি তৈরি করেছেন। এক কথায় অসাধারন । অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

অশশেষ কৃতঙ্গতা আপনার প্রতি।

রূই মাছ দিয়ে লাউ ও পটলের রেসিপি দেখে যেন জিভে জল চলে এসেছে। সত্যি আজকে রেসিপি অনেক ইউনিক ছিল। রেসিপি কালার টা বেশ ভালোই ছিল প্রথম ছবিটা। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

জ্বি খেতে ও অনেক ইয়াম্মি ছিল।

লাউ এর সাথে পটল এরকম রেসিপি তো আগে কখনো খাইনি। মাছ দিয়ে লাউ অথবা মাছ দিয়ে পটল অনেক খেয়েছি কিন্তু লাউ ও পটলের সংমিশ্রণে কোন রেসিপি খাওয়া হয়নি। তাই আপনার তৈরি রেসিপি টা আমার কাছে একদম নতুন একটি রেসিপি। নিত্য নতুন রেসিপি দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে ধাপে ধাপে রন্ধনপ্রণালীটি দেখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনার কমেন্টটি মাধ্যমে আমার পোষ্ট এর যথাযথ মূল্যায়ন ফুঁটে উঠেছে।

হাইব্রিড লাউ এখন প্রায় বারো মাসই পাওয়া যায়। কাতল মাছ আমার বেশ পছন্দের একটি মাছ। তবে কখনো এভাবে লাউ পটল দিয়ে খাওয়া হয়নি। আপনার রান্না দেখে মনে হচ্ছে খেতে বেশ মজা হয়েছে। রেসিপিটি ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে।

জ্বি খেতে অনেক সুস্বাদু হয়েছিলো।

একদমই মনের একটা রেসিপি সাথে পরিচিত হলাম। যদিও রুই মাছ আমার খুবই পছন্দের এবং লাউ আমার পছন্দের। কিন্তু কখনো এভাবে লাউ পটল রুই মাছ একত্র করে রান্না করে খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে ভালই লাগছে। খেতে মনে হয় মজার হয়েছিল অনেক ধন্যবাদ আপনাকে।

আসলেই একটা মজাদার রেসিপি ছিলো ভাইয়া।

এভাবে লাউ দিয়ে মাছ অনেক খেয়েছি কিন্তু লাউয়ের সাথে পটল কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছিল। এমনিতেই লাউ আমার খুবই পছন্দের একটি সবজি, তাই আপনার রেসিপিটি দেখে আমার খুবই খেতে ইচ্ছা করছে ভাইয়া। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে মন্তব্য রাখার জন্য।

লাউ দিয়ে রুই মাছ রান্না করে খেতে ভালোই লাগে সাথে আবার আপনি পটল যোগ করেছেন এভাবে কয়েকটা সবজি মিশিয়ে মাছ রান্না করে খেতে হয় খারাপ লাগে না ।আপনি দেখি অনেক ঝোল খেতে পছন্দ করেন আমার মতো। ঝোল খেতে আমিও পছন্দ করি। রান্নার পদ্ধতি খুব সুন্দর করে দেখিয়েছেন ভালো লাগলো আমার কাছে।

জ্বি আমি অনেক ঝোল খেয়ে থাকি।আপনি সত্যিই বলেছেন।

রুই মাছ দিয়ে আপনি খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। আপনার করার রেসিপি আমার অনেক ভালো লেগেছে এত সুন্দর একটি রেসিপি ধাপে ধাপে আমাদের মত উপস্থাপন করার জন্য এবং নিখুঁত ভাবে বর্ণনা করার জন্য আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ ভাই।

পটল আমার তেমন একটা পছন্দ না। তবে লাউ আমার খুব পছন্দের। বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর একটি রেসিপি আমাদের কাছে শেয়ার করেছেন। দেখেই বোঝা যাচ্ছে সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

জ্বি একদম ঠিক বলছেন লাউয়ের জম হচ্ছে চিংড়ী মাছ।

লাউ এবং পটল দিয়ে রুই মাছের মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। যা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। রুই মাছের এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

রুই মাছের যেকোনো রেসিপি অনেক সুস্বাদু হয় আর আপনি রুই মাছ পটল আর আলু দিয়ে রান্না করেছেন যেটা দেখতে অনেক লোভনীয় লাগছে। যে খাবার গুলো দেখতে লোভনীয় থাকে সে খাবারগুলো খেতে অনেক সুস্বাদু হয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

জ্বি অনেক ইয়াম্মি হয়েছে আমার রেসিপিটা।

আপনি রূই মাছ দিয়ে লাউ ও পটলের রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন।দেখে আমার লোভ লেগে গেল। আপনি চমৎকার ভাবে এটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আসলে সত্যি বলতে কি রেসিপিটা ও লোভনীয় ও সুস্বাদু হয়েছিলো।

এখন কোন লাউর মৌসুম না তাঁরপরে ও আজকে কারওয়ান বাজারে গিয়েছিলাম সবজি ক্রয় করতে চোখে পড়লো তাই নিয়ে আসলাম

আসলে ভাইয়া এখন যুগের পরিবর্তন হয়ে গিয়েছে যার কারণে যে কোন সময়ে যে কোন সবজি পাওয়া যায়। লাউ এবং রুই মাছ একত্রিত করে রান্না করলে সেটি খেতে অনেক ভালো লাগে। আপনিও অনেক সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

আসলেই আপনি সত্যি বলেছেন।