লেয়ার মুরগীর সাথে আলু দিয়ে রান্নার রেসিপি বাই @moarif 10% beneficial shy-fox🦊

in hive-129948 •  3 years ago 

20220521_221011.jpg

আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যবৃন্দগণ আপনারা সবাই কেমন আছেন।আশা করছি ভালো আছেন,আর আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যবৃন্দ ভালো থাকুক সেটাই আমি একান্ত কাম্য করি।আপনাদের পাশাপাশি আমি ও ভালো আছি।তো আজকাল ভীষণ গরম অনুভব করতেছি।মনে হচ্ছে দুই এক পসলা বৃষ্টি হয়েছে আবহাওয়া ও পরিবেশটা ঠাণ্ডা লাগতেছে।আসলে কয়েকদিন খুবই গরম অনুভব করতেছিলাম এখন বৃষ্টি হওয়াতে মোটামুটি কিছুটা ঠান্ডা অনুভব করছি।আসলে এই রকম আবহাওয়াই ভালো লাগে আমার কাছে।

20220521_220938.jpg

তো আজ ও আপনাদের মাঝে নিয়ে এসেছি লেয়ার মুরগীর সাথে আলু দিয়ে রান্নার রেসিপি।মুরগী আমরা সবাই কম বেশিই পছন্দ করে থাকি।আসলে মাঝে মধ্যে মুরগীর মাংসের রেসিপি না হলে কি হয়।

20220521_221011.jpg

তো আমার আমার লেয়ার মুরগীর মাংসের সাথে আলু দিয়ে রেসিপি তৈরি করতে যে সব উপাদানগুলোর সহযোগিতা নিতে হয়েছে তাঁর বর্ণনা নিম্মরূপ:

উপকরণপরিমাণ
লেয়ার মুরগী৮-টুকরো
আলু৫-টা
হলুদের গুড়াপরিমাণমত
জিরা গুড়াপরিমাণমত
আদাপরিমাণমত
এলাচ১০-টা
দারূচিনিপরিমাণমত
কাঁচা মরিচ৬-টা
সোয়াবিন তেলপরিমাণমত

20220521_203321.jpg

20220521_201758.jpg

20220521_201936.jpg

20220521_201330.jpg

20220521_200756.jpg

প্রথমত আমি একটি চুলার উপর একটা কড়াই বসিয়ে তা শুকিয়ে নিলাম।এবং কড়াই শুকানোর এর মাঝে সোয়াবিন তেল ঢেলে দিলাম।আর তেল গরম হওয়ার পর এর মাঝে পেঁয়াজর কুঁচিসহ সবগুলো মসলাজাতীয় উপাদানগুলো দিয়ে তা ভালো নাড়াচড়া করিয়ে নিলাম।যখন দেখলাম সবগুলো উপাদান ভাজা হয়ে লালচে দেখাচ্ছে তখন এর মাঝে মাংসের টুকরোগুলো দিতে লাগলাম।এবং তাতে করে সবগুলো মাংসের টুকরোগুলোকে ভালো করে ভাজি বা সিন্ধ করে নিলাম।ভালো করে আগুন দিতে লাগলাম এবং তা ভালো করে সিন্ধ করে নিলাম।

20220521_205453.jpg

20220521_205505.jpg

20220521_205518.jpg

20220521_203853.jpg

20220521_203907.jpg

20220521_203351.jpg

20220521_203402.jpg

20220521_203925.jpg

20220521_203515.jpg

যখন দেখলাম মাংসের টুকরোগুলো ভাজি হয়ে গেছে তখন এর মাঝে আলুর টুকরোগুলো দিতে লাগলাম।এক পর্যায়ে সবগুলো আলুর টুকরোগুারে ভালো মিশিয়ে নিলাম মাংসের এবং মসলাজাতীয় উপাদানগুলোর ভিতরে।তাঁরপরে একটু পানি দিয়ে আগুন বাড়িয়ে দিয়ে পাঁচ মিনিটের ঢাকনা দিয়ে দিলাম।ভালো আগুনের তাপ দিতে লাগলাম।

20220521_203941.jpg

20220521_203713.jpg

20220521_204018.jpg

20220521_204148.jpg

20220521_204003.jpg

পাঁচ মিনিটের পর আবার ঢাকনা তুলে আরেকটু পানি দিয়ে এইবার শেষ দশ মিমিটের জন্য ঢাকনা দিয়ে আগুনের তাপ দিতে লাগলাম।যেহেতু লেয়ার মুরগী তাই একটু সময় নিয়ে রান্না করতে হয়েছে।দশ মিনিট পর যখন দেখলাম।হয়ে গেল আমার লেয়ার মুরগীর দ্বারা আলু দিয়ে রান্নার রেসিপি।

20220521_205136.jpg

20220521_204646.jpg

20220521_205148.jpg

20220521_220837.jpg

20220521_211325.jpg

20220521_211325.jpg

ব্যাচ হয়ে গেল আমার লেয়ার মুরগীর সাথে আলু রান্নার রেসিপি।

20220521_220953.jpg

20220521_220938.jpg

@moarif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

লেয়ার মুরগির সাথে আলুর মিশ্রণ এটা আগে খেতাম তবে এখন মুরগি খয়া বাদ দিয়ে দিয়েছি।আপনার রেসিপিটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর ভাবে প্রতিটা ধাপ গুছিয়ে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইল।

ধন্যবাদ জানাই আপনার ভালো লাগার প্রতি।

কয়েকদিন আসলেই প্রচন্ড গরম পড়েছিলে। আজ সকাল থেকে বৃষ্টি ও ঠান্ডা বয়ে যাচ্ছে। আমারো ভালো লাগে এমন ওয়েদার।

আর মুরগির মাংস আমার অনেক পছন্দের। আপনার রেসিপি টি দেখে লোভ লেগে গেলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

শুভকামনা রইল।

পোষ্ট পড়ে এত সুন্দর মন্তব্য রাখার জন্য ধন্যবাদ আপনাকে।

মুরগি রেসিপি মানেই ভালোবাসা। মুরগির মাংস খেতে আমার বেশ ভালো লাগে। আপনি খুব সুন্দর করে মুরগির মাংসের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ধাপের বর্ণনা শেয়ার করেছেন। আপনার মুরগির মাংসের রেসিপি উপস্থাপনা অনেক ভালো ছিল ভাই। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার জন্য ও রইল শুভ কামনা।

মুরগির মাংস আমার কাছে খুবই ভালো লাগে আর ঝাল যদি একটু বেশি হয় তাহলে তো আর কোন কথাই নেই। খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপনি আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া।

লেয়ার মুরগির রেসিপি আমার অনেক ভালো লাগে। লেয়ার মুরগি দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করেছেন। আপনার লেয়ার মুরগির রেসিপি দেখে আমার খুবই খেতে ইচ্ছা করছে। আপনি খুব সুন্দর ভাবে রেসিপির পুরো ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন সেই সাথে নিখুঁতভাবে বর্ণনা করেছেন। রেসিপির সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাদের ভালো লাগায় আমায় অনুপ্রাণিত করে।

লেয়ার মুরগীর সাথে আলু দিয়ে রান্নার রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না। খেতে অনেক সুস্বাদু হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

অনেক কৃতঙ্গতা।

প্রিয় ভাই আপনার রেসিপিটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার রেসিপি দেখে জিভে জল চলে এসেছে। সুন্দর উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

  ·  3 years ago (edited)

প্রিয় ভাই আপনার কমেন্ট পড়ে অনেক উৎসাহিত হই আমি।

আমি মুরগির মাংস অনেক পছন্দ করি, মুরগির মাংসের সাথে আলু দিয়ে রান্না করলে বেশ ভালো। আপনি চমৎকারভাবে ধাপগুলো উপস্থাপন করেছেন আপনি জন্য রইল অনেক অনেক শুভকামনা।

আমার ও এই রেসিপিটা খুবই পছন্দের।

ঠিক বলেছেন আজকের আবহাওয়া খুব ভালো।
আলু দিয়ে আপনি খুবই সুস্বাদু করে লেয়ার মুরগি রান্না করেছেন। মুরগির মাংসে আলু দিলে খেতে আরো সুস্বাদু লাগে। দেখতেও অনেক লোভনীয় লাগছে।

জ্বি খেতে অনেক সুস্বাদু হয়েছিলো।

অনেক দিনের টানা গরমের পরে আজকের ওয়েদার টা সত্যিই অনেক সুন্দর। আলু দিয়ে আপনার লেয়ার মুরগির রেসিপি বেশ চমৎকার হয়েছে ।আমার কাছে তো বেশ ভালো লেগেছে। লেয়ার মুরগি খেতে বেশ সুস্বাদু লাগে। আপনার রান্নাটি ও বেশ ভালো হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

জ্বি খেতে অনেক সুস্বাদু হয়েছিলো।

আলু ছাড়া যেন মুরগির মাংসের রেসিপি একদম জমে না। অনেক সুন্দর করে ধাপে ধাপে মুরগির মাংসের রেসিপি প্রস্তুত করে আমাদেরকে দেখিয়েছেন আর পরিশেষে লোভনীয় রেসিপি উপস্থাপন করেছেন।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

জ্বি এই আলুই গরীবের আরেক মাংস।

আপনি খুবই চমৎকার ভাবে লেয়ার মুরগি দিয়ে আলু রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল সেই সাথে লোভনীয়। চমৎকার উপস্থাপনের মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ‌‌।

জ্বি খেতে অনেক সুস্বাদু হয়েছিলো।

লেয়ার মুরগির মাংস বরাবরই আমার অনেক ফেভারিট। আলু 🥔 দিয়ে খুব সুন্দর করে রেসিপিটি প্রস্তুত করেছেন দেখেই বোঝা যাচ্ছে রেসিপি থেকে কোন কিছু আশা করেছিলাম

ধন্যবাদ ভাইয়া।

আপনি লেয়ার মুরগীর সাথে আলু দিয়ে রান্নার রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

কৃতঙ্গতা আপনার প্রতি।

মুরগির মাংস খেতে খুবই সুস্বাদু হয়, আমার কাছে ভালো লাগে। তবে বয়লার মুরগি থেকে এই লেয়ার মুরগি খেতে বেশি ভালো লাগে কারন এটার ভিতর কিছুটা দেশি মুরগির স্বাদ পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে লেয়ার মুরগির সাথে আলু দিয়ে রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য

জ্বি লেয়ার খেতে অনেকটা সুস্বাদু হয়ে থাকে।

আসলে কয়েকদিন খুবই গরম অনুভব করতেছিলাম এখন বৃষ্টি হওয়াতে মোটামুটি কিছুটা ঠান্ডা অনুভব করছি

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া গত কয়েক দিন বৃষ্টির পরে ভালই লাগছে গরমের আবহাওয়া টা কমে গেছে।

লেয়ার মুরগির মাংস আমার কাছে ভালই লাগে কেননা এই মাংসগুলো অনেক শক্ত হয়। আপনি খুবই চমৎকার ভাবে আলু দিয়ে লেয়ার মুরগির মাংসের একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।

ধন্যবাদ পোষ্ট পড়ে সুন্দর মন্তব্য রাখার জন্য।