হ্যালো আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? মহান আল্লাহর অশেষ রহমতে আমি ও ভালো আছি। সবার উওরউওর সাফল্য ও সুস্থতা কামনা করি।
আমি মোতাহের হোসেন (আরিফ) এখনো একজন ছাএ বলতে পারেন স্বাধীন বা মুক্ত অথবা ফ্রি একজন বালক।
তো স্টিমিটে আসার পর থেকে আপনাদের সাথে কাজ করে যাচ্ছি এবং যাব ইনশ্আল্লাহ। তো আমি ইতোমধ্যে লেভেল-০৩ অতিক্রম করে এসেছি সাথে করে লেভেল-০৪ এর ও দুইটা ক্লাশ করেছি এবং গতকাল লেভেল-০৪ এর ভাইভা ও দিয়েছি সেক্ষেত্রে আমার সম্মানিত শিক্ষক ও শিক্ষিকাগণরা আমাকে লিখিত পরীক্ষা দেয়ার অনুমতি দান করেন।
তো আমি লেভেল-০৪ হতে যেসব বিষয়ে ধারণা নিতে সক্ষম হয়েছি তা আপনাদের মাঝে আমার লিখিত পরীক্ষার মাধ্যমে তুলে ধরলাম।
প্রশ্ন-০১: p2p কি?
উওর: P2P হচ্ছে Person to Person Transfer একজনের Steemit walet হতে আরেকজনের স্টিমিট ওয়ালেটে Steem Back Dollar (SBD) Steem অথবা TRX transfer কে P2P বলে। আমার বাংলা ব্লগে Buy Sell নিষিদ্ধ কিন্তু গিফট বা ক্যাশ আউট করা যাবে।
প্রশ্ন-০২: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উওর: প্রথমে আমাদের স্টিমিট ওয়ালেটে এ ঢুকে এক্টিভ কী দিয়ে লগইন করবো।তাঁরপর SBD amount অপশন এ ক্লিক করলে ট্রান্সফার অপশনে দেখতে পাব ওইখানে টু এর কলামে অর্থাৎ যাকে পাঠাবো তাঁর আইডি লিখবো সাথে amount এর যত SBD পাঠাবো সেই পরিমাণটা লিখতে হবে।তাঁরপরের অপশন হচ্ছে মেমো ফিল্ড এইটার কাজ হচ্ছে কি জন্য পাঠাবো তা উল্লেখ করতে হবে তাঁরপর next এ ক্লিক করে ওকে দিলে SBD transfer হয়ে যাবে
প্রশ্ন-০৩: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উওর: সর্বপ্রথম আমাদের স্টিমিট ওয়ালেটে এ প্রবেশ করে এক্টিভ কী দিয়ে লগইন করবো।তাঁরপর Steem amount অপশন এ ক্লিক করলে ট্রান্সফার অপশনে দেখতে পাব ওইখানে টু এর ঘরে অর্থাৎ যাকে পাঠাবো তাঁর আইডি লিখবো সাথে amount এর ঘরে যত Steem পাঠাবো সেই পরিমাণটা লিখতে হবে।তাঁরপরের অপশন হচ্ছে মেমো ফিল্ড এইটার কাজ হচ্ছে কি জন্য পাঠাবো তা উল্লেখ করতে হবে তাঁরপর next এ ক্লিক করে ওকে দিলে SBD transfer হয়ে যাবে।
প্রশ্ন-০৪:P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উওর: সর্বপ্রথম আমাদের স্টিমিট ওয়ালেটে এ প্রবেশ করে ওয়ালেটে লগইন করবো।তাঁরপর TRX amount অপশন এ ক্লিক করলে ট্রান্সফার অপশনে দেখতে পাব ওইখানে টু এর ঘরে অর্থাৎ যাকে পাঠাবো তাঁর আইডি লিখবো সাথে amount এর ঘরে যত TRX পাঠাবো সেই পরিমাণটা লিখতে হবে।তাঁরপরের অপশন হচ্ছে মেমো ফিল্ড এইটার কাজ হচ্ছে কি জন্য পাঠাবো তা উল্লেখ করতে হবে তাঁরপর next এ ক্লিক করে ওকে দিলে Tron private key দিয়ে transfer করতে হবে।
প্রশ্ন-০৫: Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উওর: সর্বপ্রথম আমরা আমাদের স্টিমিটে ওয়ালেটে এ প্রবেশ করবো। ওয়ালেটে প্রবেশ করার পর Currency Market এ যাবো তাঁরপর সেখানে buy steem দেখতে পাবো, buy steem এর total এ গিয়ে টোটাল এর ঘরে যত steem back dollar (SBD) কনভার্ট করবো তাঁর amount বসাবো সাথে price বসাবো তাঁরপর buy steem প্রেস করলে SBD থেকে steem এ convert হয়ে যাবে।
প্রশ্ন-০৬: Poloniex Exchange site এ একটি Account Create করুন।
উওর: সর্বপ্রথম কোন একটা ওয়েব বাউজার এ গিয়ে Poloniex site এ প্রবেশ করবো তাঁরপর হচ্ছে Poloniex site এ গিয়ে ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে আইডি সাইন আপ করতে হবে সাথে আইডি ভেরিফাই করব।
প্রশ্ন-০৭: আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।
উওর: প্রথমে Poloniex Exchange site প্রবেশ করবো poloniex Exchange site এ প্রবেশ করার মধ্যে দিয়ে লগইন করে ওয়ালেটে ক্লিক করে ডিপোজিট এ আসবো তাঁরপর সার্চ অপশনে এসে লিখবো স্টিম সাথে করে যে address ও Memo পাব সেটা কপি করবো।স্টিম ওয়ালেটে লগইন করে স্টিম এ যাবো তাঁরপর ট্রান্সফার এ ক্লিক করে টু এর ঘরে কপি করা address টা paste করে দিব দেন next দিয়ে ওকে তে ক্লিক করলে ট্রান্সফার হয়ে যাবে।
প্রশ্ন-০৮: আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।
উওর: প্রথমে Poloniex Exchange site প্রবেশ করবো poloniex Exchange site এ প্রবেশ করার মধ্যে দিয়ে লগইন করে ওয়ালেটে ক্লিক করে ডিপোজিট এ আসবো তাঁরপর সার্চ অপশনে এসে লিখবো TRX সাথে করে যে address ও Memo পাব সেটা কপি করবো।স্টিম ওয়ালেটে লগইন বা ওপেন করে স্টিম এ যাবো তাঁরপর ট্রান্সফার এ ক্লিক করে টু এর ঘরে Switch to tron এ ক্লিক করে কপি করা address টা paste করে দিব দেন next দিয়ে ওকে করে Tron private key দিয়ে ট্রান্সফার করবো।
প্রশ্ন-০৯: Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উওর:
level-4 হতে অর্জিত বিষয়গুলো খুব ভালোভাবেই সাজিয়ে-গুছিয়ে উপস্থাপন করেছেন আপনি। এভাবেই ধারাবাহিকতার সাথে এগিয়ে চলুন। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেকগুলো স্ক্রিনশট দিয়ে পুরো গোলমেলে করে ফেলেছেন।বুঝতেই সমস্যা হয়ে যাচ্ছে।
আপনি আগে level4-test অ্যাকাউন্ট এ স্টিম,এসবিডি,টি আর এক্স সব সেন্ড করেন প্রশ্ন অনুযায়ী।
এরপর আমাকে ম্যানশন করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি আপু আমি পোষ্টটা ইডিট করে দিয়েছি সাথে করে আপনাকে ম্যানশন ও করে দিয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার তো #level4test অ্যাকাউন্ট এ steem,sbd,trx এসব সেন্ড করতে হবে আগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল টেস্ট ফোর এ স্টিম এসবিডি,টআরএকস এইগুলা তো সেন্ড করেছি আপু,
এর বাহিরে কিছু থাকলে আমি ঠিক বুঝতে পারছি না আপু,
প্লিজ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit