কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করা যায় ইউটিউব ইনকাম তা নিয়ে আলোচনা করব

in hive-129948 •  2 years ago 

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায়, এগুলোর বিষয়ে যদি আপনি অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায় খুঁজছেন, তাহলে কিভাবে ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় করা যায় সে বিষয়ে জেনে রাখা টা আপনার জন্য লাভ দায়ক হতে পারে | আজ দেশ-বিদেশে হাজার হাজার ইউটিউবার রয়েছেন যারা নাকি কেবল নিজের ইউটিউব চ্যানেল থেকে এত টাকা উপার্জন করছেন যে তাদের অন্য কোন কাজ বা চাকরি করার কোন প্রয়োজন হচ্ছে না | তাছাড়া এই ইউটিউবার গুলি নিজেদের ইউটিউব চ্যানেল টিকেই business হিসেবে চালিয়ে মাসে হাজার হাজার টাকা আয় করছেন, অনেকরা তো প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ইউটিউবে করছে | কিন্তু এইটা তাদের কাজ এবং কষ্টের জন্য তারা পাচ্ছেন এখন যদি আপনিও কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করা যায় এই ধারণা নিয়ে আছেন তাহলে তার জবাব বা সমাধান আমার কাছে অবশ্যই আছে এখানে আমি আপনাদের ইউটিউব থেকে আয় করার সহজ উপায় একবারে সহজ ভাবে বুঝিয়ে দেবো, ইউটিউব থেকে আয় করার পদ্ধতি এমনিতে অনেক সহজ কিন্তু যদি আপনি এই ব্যাপারে কিছুই না জানেন তাহলে আপনার শুরুতে অসুবিধা হতে পারে, তাই আমি আপনাকে ইউটিউবে ইনকাম করার জন্য কি কি করতে হবে কিসের প্রয়োজন হবে এবং কিভাবে নিজের ইউটিউব চ্যানেল business স্টার্ট করবেন তা শিখিয়ে দেব |

Youtube.png

চলুন জেনে নেওয়া যাক এই আর্টিকেল থেকে আমরা আজকে কি কি শিখতে যাচ্ছি..

ইউটিউব থেকে আয় করার পদ্ধতি কি ?
ইউটিউব থেকে একই পরিমাণ টাকা নিজের পকেটে এ তোলা যায় ?
ইউটিউবে কামানো টাকা উত্তোলনের পদ্ধতি কি?

আমি আপনাকে এটাও বলে দিই নিচে আমি যা যা বিষয়ে আপনাকে বলব সেগুলো ভালো করে পড়বেন, এক এক করে ভালো করে জিনিসগুলো পড়লে আপনি সবটি বুঝতে পারবেন অল্প সময় দেন জিনিসগুলো বুঝেন আপনিও একদিন সাক্সেস্ফুল ইউটিউবার অবশ্যই হতে পারবেন এবং ইউটিউবে ইনকাম করতে পারবেন |

ইউটিউব থেকে কি পরিমান টাকা আয় করা যায় ?

ইউটিউব থেকে টাকা আয় করার একমাত্র উপায় হলো নিজের ইউটিউব একাউন্ট বা চ্যানেল video upload করে | হ্যাঁ আপনি ঠিক আছেন নিজের ইউটিউব চ্যানেল বানিয়ে তাতে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন, আর কেবল এক দুই টাকা নয় লোকেরা ইউটিউবে হাজার এবং লক্ষ্য লক্ষ্য টাকা ইনকাম করছেন তবে ইউটিউব থেকে আয় করার উপায় টি শুনতে অনেক সোজা লাগলেও আসলে চ্যানেল শুরু করা থেকে টাকা ইনকাম করা পর্যন্ত আপনাকে অনেকটা পরিশ্রম করতে হয় | ইউটিউব আসলে এমন একটি ওয়েবসাইট যেখানে সব রকমের ভিডিও পাবেন কিছু শিখতে চান যদি টিউটোরিয়াল ভিডিওস সময় কাটানোর জন্য অনেক রকমের ফানি ভিডিওস এবং অন্য সব রকমের ভিডিও আপনি এখানে দেখতে পাবেন | কিন্তু কথা হলো যে ইউটিউব ওয়েবসাইটে এই ভিডিওগুলি কারা দেয় কোথা থেকে এত লক্ষ লক্ষ ভিডিও ইউটিউবে এ আসে, এর জবাব হলো আপনারা আর আমার মত লোকেরা ইউটিউবে ভিডিও আপলোড করতে এই লক্ষ্য লক্ষ্য ভিডিও আমরা ইউটিউবে ওয়েবসাইটে এ গিয়ে দেখতে পারি এখন কথা হল লোকেরা নিজের সময় নষ্ট করে কেন ভিডিও বানিয়ে বানিয়ে ইউটিউবে দেয় তাদের লাভ কি হয় আপনিও তা ভাবছেন তো দেখেন যারা নিজেরা ইউটিউব চ্যানেল বানিয়ে ভিডিও আপলোড করছেন,তারা এমনই এত কষ্ট করছেন তারা নিজের আপলোড করা প্রতি ভিডিও থেকে টাকা ইনকাম করেন আসলে youtube-এর এমন একটি income model করেছেন যাকে “Monetization” বলা হয় |

আর এই মনিটাইজেশন প্রক্রিয়াটি চালু করার পর আপনি লাইফটাইম একটা ইনকাম পেতে থাকবেন| Monetization প্রক্রিয়াটি চালু করার পর আপনার আপলোড করা ভিডিওতে ইউটিউব এবং Google Adsense এর তরফ থেকে কিছু বিজ্ঞাপন (advertisement) দেখানো হয়, এই বিজ্ঞাপন ভিডিও শুরু হবার আগে দেখানো হয়, তাছাড়া আজকাল ভিডিওর মাঝে মাঝে ও বিজ্ঞাপন দেখানো হয়| ইউটিউবে আপনার ভিডিও জনগণ দেখতে থাকবে আর ভিডিও চলাকালীন সময়ে যে অ্যাড দেখানো হবে তা থেকে একটি পরিমাণ টাকা আপনার গুগল এডসেন্স একাউন্টে জমা হতে থাকবে , ইউটিউবে আপনার ভিডিও জনগণ দেখতে থাকবে আর ভিডিও চলাকালীন সময়ে যে অ্যাড দেখানো হবে তা থেকে একটি পরিমাণ টাকা আপনার গুগল এডসেন্স একাউন্টে জমা হতে থাকবে, গুগোল এবং ইউটিউব এর একটি ভাগ গুগোল অ্যাডসেন্স ব্লগার এবং ইউটিউবার দের নিজের ব্লগ বা ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন লাগিয়ে টাকা আয় করার সুযোগ দেয় গুগোল অ্যাডসেন্স এর দ্বারা লোকেরা এতটা টাকা আয় করছেন যে আপনিও ভাবতে পারবেন না | | চলেন এখন আমরা স্টেপ বাই স্টেপ জেনীনি ইউটিউব চ্যানেল বানিয়ে আমরা কিভাবে টাকা আয় করতে পারবো |

ইউটিউব থেকে আয় করার পদ্ধতি জানুন স্টেপ বাই স্টেপ

এটা সত্যি যে ইউটিউব এর দ্বারা ভিডিও আপলোড করে আপনি টাকা আয় করতে পারবেন কিন্তু তা তখনই সম্ভব যখন আপনি ধৈর্য ধরে প্রথমে নিজের ইউটিউব চ্যানেলটি বানাবেন এবং সেট করবেন চ্যানেল বানানোর থেকে টাকা ইনকাম করা অব্দি আপনার অনেকটা কাজ ধৈর্য ধরে করতে হবে | তা করতে পারলেই আপনি অবশ্যই নিজের চ্যানেল থেকে অনলাইনে আয় করা আরম্ভ করতে পারবেন |এবং নিজের ইউটিউব চ্যানেলকে একটা business হিসাবে চলতে পারবেন তাহলে চলুন নিচে আমরা ইউটিউব চ্যানেল দ্বারা টাকা কামানোর জন্য কি কি করতে হবে তা step-by-step জেনে নেই ?

১) ইউটিউব এ নিজের একটি চ্যানেল বানান

নিজের ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় করার ক্ষেত্রে সবচেয়ে প্রথম এবং দরকারি কাজটি হলো নিজের একটি ইউটিউব চ্যানেল বানানো | চ্যানেল বানানোর পর আপনি তাতে নিজের মত ভিডিও তৈরী করে আপলোড করতে পারবেন কিন্তু এখন কথা হল ইউটিউব চ্যানেল কি করে বানাবেন তাইতো, নিজের একটি চ্যানেল বানানোর জন্য আপনার প্রথমে ইউটিউব ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে আপনার প্রথমে নিজের জিমেইল অ্যাকাউন্ট ডিটেইলস আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইউটিউবে লগইন করতে হবে আমি আগেই বলেছি ইউটিউব গুগোল এর একটি সার্ভিস তাই ইউটিউবে লগইন করতে হলে বা একাউন্ট বানাতে হলে আপনার কেবল জিমেইল আইডি আর পাসওয়ার্ড এর প্রয়োজন হবে | আজকাল সবারই একটি জিমেইল অ্যাকাউন্ট আছে আর আপনি নিজের সেই জিমেইল আইডি দিয়ে ইউটিউবে লগইন করে নিতে পারবেন | আপনার যদি গুগল অ্যাকাউন্ট নেই তাহলে ও আপনি জিমেইল এই ওয়েবসাইটে গিয়ে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন , এখন নিজের চ্যানেলে গিয়ে লগইন করে আপনি সরাসরি ভিডিও আপলোড করতে পারবেন | আপনার আলাদা চ্যানেল বানানোর কোন সেরকম প্রয়োজন নেই কিন্তু যদি আপনি নিজের একটি আলাদা ইউটিউব চ্যানেল বানাতে চান তাহলে তা অবশ্যই পারবেন |

ইউটিউব এ চ্যানেল কিভাবে বানাবেন?

চ্যানেল বানানোর জন্য আপনার প্রথমে যা আমি করলাম নিজের ইউটিউব একাউন্টে গিয়ে জিমেইল আইডি দিয়ে লগইন করতে হবে | ইউটিউবে লগইন করার পর আপনি ঠিক করে ডানদিকে প্রেস একটি ছোট আইকন এর লোগো দেখবেন আপনাকে সেই আইকন প্রেস করতে হবে আইকনটিতে ক্লিক করার পর আপনি একটি ছোট্ট মেনু দেখবেন মেনুতে আপনার নাম ও “creator studio” বলে একটি অপশন দেখবেন আপনি Creator studio অপশনটাতে ক্লিক করুন Creator studio তে যাবার পর, আপনি নিজের YouTube channel dashboardদেখবেন এখানে আপনি ওপরে নিজের চ্যানেলের নাম এবং চ্যানেলের সাথে জড়িত সবরকম অপশন পেয়ে যাবেন, এখন নিজের চ্যানেল চালু করতে হলে আপনার প্রথমে একটি কাজ করতে হবে, সেই কাজটি হলো ভেরিফাই ইউটিউব চ্যানেল কে আপনাকে নিজের ইউটিউব চ্যানেলটিকে ভেরিফাই করতে হবে আর তারপর আপনি নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে টাকা আয় করার প্রক্রিয়া শুরু করতে পারবেন | চ্যানেল ভেরিফাই করার জন্য আপনি এখন Channel dashboard এ গিয়ে বামদিকে থাকা অপশনগুলি থেকে চ্যানেল এ ক্লিক করুন চ্যানেল অপশনে ক্লিক করার পর আপনি উপরে ভেরিফাই লিংক দেখবেন আপনি ভেরিফাই লিংকটিতে ক্লিক করুন এবং নিজের চ্যানেলকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিন, তারপর আপনি নিজের চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন আর তাছাড়া ভিডিওতে বিজ্ঞাপন দেখে টাকা আয় করতে পারবেন |
আপনি যদি অন্য নামের নতুন চ্যানেল বানাতে চান তাহলে ইউটিউবে লগইন করে উপরের ডান দিকে প্রোফাইল আইকনে ক্লিক করুন তারপর creator studio অপশনে শেষে “Gear icon” ক্লিক করুন এতে ইউটিউবে স্টার্টিং পেজ খুলে যাবে যেখান থেকে আপনি ক্রিয়েট এনিউ ইউটিউব চ্যানেল অপশনটি পাবেন এখন ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল লিংকটিতে ক্লিক করে নিজের মতামত নাম দিয়ে একটি ইউটিউব চ্যানেল বানিয়ে নিন তো আমি আপনাদের নিজের চ্যানেল কিভাবে বানাবেন তা বললাম চলেন এখন চ্যানেল বানানোর পর কি করতে হবে তা জেনে নিন |

২) নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করুন

চ্যানেল বানানোর পরেই আপনি নিজের ইউটিউব থেকে টাকা আয় করতে পারবেন তা নয় টাকা কামানোর জন্য এখন আপনাকে অনেক কিছুই করতে হবে | আর সেই গুরুত্বপূর্ণ কাজটি হলো নিজের চ্যানেলে ইন্টারেস্টিং ভিডিও বানিয়ে আপলোড করা আমি আগেই বলেছি ইউটিউবে আপনি যা ভিডিও আপলোড করবেন সেগুলো তে বিজ্ঞাপন দেখে আপনি গুগল এডসেন্স আর দ্বারা টাকা আয় করতে পারবেন, আর তাই আপনি কি ভিডিও আপলোড করছেন তা অনেকটাইগুরুত্বপূর্ণ কথা যদি আপনি ইউটিউব থেকে সত্যি টাকা ইনকাম করতে চান তাহলে একটা কথা অবশ্যই মনে রাখবেন আপনি নিজের চ্যানেলে অন্য কারো ভিডিও আপলোড করবেন না | কেবল নিজে বানানো ইন্টারেস্টিং এবং যা ভিডিও দেখে লোকেদের কামে আসবে সেই রকম ভিডিও বানাবেন এবং আপলোড করবেন, তাতে লোকেরা আপনার ভিডিও বেশি করে দেখবে এবং তার ফলে বিজ্ঞাপনও বেশি করে আপনার ভিডিওগুলি তে দেখানো হবে আর আপনার ইনকাম বেশি হবে মনে রাখবেন যদি এমন বিষয়ে ভিডিও বানান যেগুলি লোকেরা জানতে চাই শিখতে চাই বা দেখতে পছন্দ করে তাহলে আস্তে আস্তে আপনার ইউটিউব চ্যানেলে ভিসিটর subscribers এবং ভিউ বাড়বে এবং আপনাকে হতে success কেউ থামাতে পারবে না |

ইউটিউবে কিরকম ভিডিও আপলোড করবো চ্যানেলের টিপস কি হবে?

দেখেন আগে যা আমি বলেছি আপনাকে নিজের ইউটিউব চ্যানেলে এমন টিপস নিয়ে বানাতে হবে যা আজকাল লোকেরা ইন্টারনেটে অনেক সার্চ করেন তাই ইউটিউব চ্যানেলে এমন বিষয় বানাবেন যে বিষয়ে আজকাল মানুষেরা অনেক রুচি এতে আপনার বানানো ভিডিও অনেক লোকেরা দেখার সুযোগ হবে ,আর আপনার টাকা ইনকাম করার সুযোগও বেশি হবে তাছাড়া আপনাকে এটাও মনে রাখতে হবে যে কেবল লোকেরা রুচি কথা টিপস বা বিষয়ে চ্যানেল বানিয়ে ভিডিও আপলোড করলেই হবে না, আপনার সেই বিষয়ে জ্ঞান থাকতে হবে যেই বিষয়ে আপনি ভিডিও বানাবেন ইউটিউবে ইনকাম করতে হলে আপনাকে এমন বিষয়ে ভিডিও বানাতে হবে যে বিষয়ে ইউটিউবে অনেক সার্চ করা হয় এবং যেই বিষয় আপনার অনেক জ্ঞান ও আছে |

আমাদের শেষ কথা
ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায় আমি আপনাদের step-by-step ভালো করে বুঝিয়ে দিলাম এখন আমি আপনাদের একটা অনেক জরুরি কথা বলে দিতে চাই আপনাকে প্রথমে অনেক ভালো করে কাজ করতে হবে, ভালো ভালো ভিডিও বানাতে হবে যাতে লোকেরা আপনার ভিডিও দেখে ভালো পান প্রথমে টাকা আয় করার কথা একদম ভাববেনা চ্যানেল বানিয়ে এক থেকে তিন মাস কেবল মন দিয়ে কাজ করবেন ব্যাস একবার আপনার চ্যানেলে থাকা ভিডিও লোকেদের ভালো লাগলে আপনার সাবস্ক্রাইবার বাড়তে থাকবে আর তখন আপনি নিজের চ্যানেল দিয়ে ভালোমতো টাকা আয় করতে পারবেন ,কিভাবে ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় করা যায় বিষয়টি নিয়ে কোন প্রশ্ন থাকলে আমাকে নিচে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ |

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

কমিউনিটিতে নিউ মেম্বার নেওয়ার নিয়মাবলী:
https://steemit.com/hive-129948/@rme/5h8hue

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:
https://www.rockwerx.us/%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%87%E0%A6%89%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%89%E0%A6%AC-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%86