আজ - পহেলা শ্রাবণ | ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের সাথে আমার কাটানো একটি দিন সম্পর্কে শেয়ার করব। চলুন শুরু করা যাক।
দিনটি হচ্ছে শুক্রবার। অন্য সকল দিন থেকেই দিনটি আমার কাছে একটু ভিন্ন রকম ও বিশেষ। কেননা অন্য সকল দিনগুলোতে আমি খুবই অগোছালো থাকি। কিন্তু শুক্রবার আমি চেষ্টা করি নিজেকে গুছিয়ে রাখার। অবশ্য আগেকার শুক্রবার আর এখনকার শুক্রবার অনেক ব্যতিক্রম বটে। আমি এখানে আগেকার শুক্রবার বলতে বুঝিয়েছি সেই সময়কার কথা যখন করোনাভাইরাস নামে এই ভাইরাসটি পৃথিবীতে ছিল না। এই ভাইরাসের কারণে আমাদের দৈনন্দিন জীবনের অনেক রুটিনে পাল্টে গেছে। যাই হোক সেই কথা বাদ দেই। আমি চেষ্টা করি শুক্রবারে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠের। ঘুম থেকে উঠে নাস্তা করে নিই।
এটি আমার আজ সকালের নাশতা চিকেন তন্দুরি দিয়ে পরটা। বাসায় তৈরি। অন্য কোন দিন আপনাদের সাথে এর রেসিপি শেয়ার করব।
নাস্তা করে আমাকে যেতে হয় বাজারে কেননা শুক্রবার মানেই আমাদের বাসায় জমিয়ে খাওয়া দাওয়া। তাই প্রতি শুক্রবার আমাকে কমবেশি বাজারে যেতে হয়। আমি যদিও চাই যে একদিন বেশি বাজার করে ফ্রিজে রেখে দিতে তবে এটিতে আমার মা রাজি নয়। কেননা সে ফ্রিজের মাছ-মাংস তেমন একটা পছন্দ করে না। যাই হোক বাজার থেকে এসে কিছুক্ষণ টিভি দেখি না হয় মোবাইল নিয়ে বসে পড়ি।
টিভি দেখার সময়
মোবাইল হাতে নিলে আমার আবার সময় জ্ঞান সম্পর্কে হুশ থাকেনা। কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় তা বুঝতেই পারিনা। এরপর তাড়াহুড়া করে গোসল করতে যাই। গোসল করে এসে কোনমতে পাঞ্জাবীটা পরে মসজিদে চলে যায় নামাজ পড়তে।
মসজিদে যাওয়ার সময়
আমাদের এলাকার মসজিদটা আমাদের বাসার একদমই পাশে। আমাদের মুসলিম সমাজে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ ও বরকতময়। মসজিদ থেকে এসে খাওয়া-দাওয়া করে একটু বিশ্রাম নিয়।
বিকালের দিকে হাঁটতে বের হয় ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে যাই।
আড্ডা দিয়ে চেষ্টা করি সন্ধ্যার আগে বাসায় ফিরে আসতে। আর এইভাবেই কাটে আমার সারাদিন টি।আমার সারা দিনের কাটানো সময় গুলোকে আপনাদের কাছে খুবই সংক্ষিপ্ত ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি সকলের ভাল লাগবে।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |
সুন্দর ছিল আপনার দিনটি। ভাই দুঃখের কপাল আজকের নামাজ টা আদায় করতে পারিনি।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বুঝলাম সবমিলিয়ে ভালোই সময় কাটছে আপনার। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit