আকাশের সৌন্দর্য।steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago  (edited)

আজ- ২ই,কার্তিক | ১৪২৯ , বঙ্গাব্দ | হেমন্তকাল ||


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে আকাশের ফটোগ্রাফি শেয়ার করব।



আকাশ মানে বিশালতা, নীরবতা, নিস্তব্ধতা । সীমিতের মাঝে অসীমতা। কখনো বহুদূর চোখ গেলে ভাবি হয়তো ঔই বুঝি আকাশের শেষ। ওখানে গেলে বুঝি ধরা যাবে আকাশটাকে। কিংবা উঁচু কোনো দালান অথবা মই দিয়ে উঠলেই ছোঁয়া যাবে ওই বিশাল আকাশটার কিছু অংশ । এমনই সব ধারণা ছিল ছোটবেলা আকাশ নিয়ে। তখন আরো ভাবতাম আকাশের মন খারাপ হলে বুঝি আকাশ এভাবে কান্না করে। আর সে কান্নাটায় আমাদের এখানে বৃষ্টি হিসেবে ঝরে পড়ে। এরকম আরো কত সব অদ্ভুত ধারণা ছিল আমার ছোটবেলা আকাশ নিয়ে। তখন নিজের মতো করে নিজের একটা জগত তৈরি করে নিতাম । ছোটবেলা থেকেই আকাশ নিয়ে কৌতুহল আমার একটু বেশিই ছিল। কিন্তু সে সব কৌতূহল সবসময় নিজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অন্য কাউকে কখনোই তা প্রকাশ করা হতো না। আমি আমার মত করেই এই মহাকাশটাকে নিয়ে ভাবতাম।

আকাশের এই ভিন্নতা এবং বিস্তীর্ণ আমাকে বেশ মুগ্ধ করে। কাজের ফাঁকে যখনই আকাশের দিকে চোখ যায় তখন এর বিশালতা আমাকে বেশ ভাবিয়ে তোলে। একই আকাশের নিচে বসবাস করা মানুষ আমরা তবুও আমাদের মধ্যে এত ভেদাভেদ। উঁচু-নিচু, জাত, ধর্ম, বর্ণ কত কিছু না আমরা হিসাব করে থাকি।

আর এই বিশ্বের সবথেকে রহস্যজনক একটি বিষয় হচ্ছে আকাশ। মহাকাশের অনেক কিছুই এখনো আমাদের অজানা। বিজ্ঞানীরা প্রতিনিয়ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিছু কিছু বিষয় সামনে আনতে পারলেও সেসব কিছু মহাকাশের রহস্য উন্মোচনের খুবই সামান্য। বৈজ্ঞানিকরা ধারণা করে আমাদের এত বিশাল মিল্কিওয়ে গ্যালাক্সি সমগ্র মহাকাশের সমুদ্রের ঢেউয়ের ফেনার ন্যায় ক্ষুদ্র। তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের মহাকাশ কতটা বড়। হয়তো এর কোনো শেষ নেই। যাই হোক , আকাশ নিয়ে শত কৌতুহল আমার থাকলেও মহাকাশের বিষয়ক জ্ঞান আমার খুবই সামান্য।



বিভিন্ন ঋতুতে বিভিন্ন সাজে প্রকৃতির মত সেজে ওঠে আমাদের এই বিস্তীর্ণ আকাশ। বিভিন্ন ঋতুতে বিভিন্ন হয়ে উঠে আকাশ। যেমন শরতের নীল আকাশ সাদা তুলার ন্যায় মেঘের ভেলা, শীতের কুয়াশাচ্ছন্ন অস্পষ্ট আকাশ, বর্ষার কালো মেঘে ছেয়ে যাওয়া আকাশ। এছাড়াও দিনের ভিন্ন ভিন্ন সময়ে আকাশের রূপটা ও হয় ভিন্ন ভিন্ন। যেমন ভোরের দিকে আকাশ থাকে হালকা অন্ধকারাচ্ছন্ন, বেলা বাড়ার সাথে আকাশ হয়েছে চকচকে, দুপুরে আকাশ হয়ে ওঠা আরো উজ্জ্বল, বিকেলে হয়ে ওঠে লাল, আর হাজার তারার এক আলোকসজ্জায় সেজে ওঠে রাতের আকাশ।

অন্য সময়ের তুলনায় রাতের আকাশ আমার সব থেকে বেশি পছন্দের। ছোট ছোট তারা গুলো মিট মিট করে জ্বলা এবং গোল ওই উজ্জ্বল চাঁদ দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য হবে।

যাই হোক, আজ আমি আপনাদের সাথে আকাশের সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করতে চলে এসেছি আশা করছে ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের তো চলুন শুরু করি।

IMG_20221012_132607-01.jpeg

আপনার এখানে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন বড় গাছ গুলোর ফাঁকে গাঢ় নীল আকাশের মাঝে একটি লম্বা দাগ রয়েছে। আমি ফটোগ্রাফি করার কিছুক্ষণ আগেই ওই জায়গাটি দিয়ে একটি রকেট গিয়েছে যার কারণে ঐরকম একটি দাগ হয়ে গিয়েছে। যার কারণে ফটোগ্রাফিতে সুন্দর আগের চেয়ে কয়েকগুণ বেড়ে গিয়েছে।

IMG_20221012_132632-01.jpeg

এই ফটোগ্রাফিতে যখন করেছি তখন সময়টা ছিল ঠিক দুপুর। যার কারনে সূর্যটা একেবারে ঠিক মাথার উপর দাঁড়িয়ে আছে। ফটোগ্রাফি করার জন্য একদমই আকাশের দিকে তাকাতে পারছিলামনা এতটাই প্রচন্ড রোদ ছিল তখন। পরবর্তীতে জাস্ট চোখ বন্ধ করে দুই-তিনটি ক্লিক মারি ফটোগ্রাফি ঠিক করার জন্য। আমার এই ফটোগ্রাফিটি খুবই পছন্দের বিশেষ করে সূর্য টির কারণে।

IMG_20221012_132620-01.jpeg

আপনার নিশ্চয়ই ছবিটিতে দেখতে পারছেন গাছের ফাঁক দিয়ে সূর্যটি জ্বলজ্বল করছে আর নীল আকাশের মাঝে ঐ রকেটটার দাগকাটা আছে। আর চারদিকে গাছগুলো একটি ঘেরাও করে আছে।

IMG_20221012_122326-01.jpeg

যে জায়গাটিতে গিয়েছিলাম ঘুরতে জায়গাটি সম্পূর্ণ গাছগাছালিতে ভরা আর গাছগুলো এতটাই উঁচু আর বিশাল যে ভালো করে খোলা আকাশ দেখা যাচ্ছিল না।

IMG_20221018_111740-01.jpeg


Device : oneplus 9r

ফটোগ্রাফিটি দেখে মনে হচ্ছে এটি বুঝি রংতুলি দিয়ে কোন শিল্পীর হাতে আঁকা ছবি। সাদা মেঘ এবং কারেন্টের লাইন গুলোর কারণে ছবিটি বেশ ফুটে উঠেছে।

IMG_20221018_111633-01.jpeg


Device : oneplus 9r

IMG_20221018_111716-01.jpeg

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আকাশ নিয়ে কৌতুহল সকলেরই রয়েছে। সৃষ্টিকর্তার সৃষ্টি গুলোর আকাশ অন্যতম। আকাশের অন্ত খুঁজে পাওয়া অসম্ভব ব্যাপার। আপনার তোলা আকাশের ছবি গুলো দারুন হয়েছে। আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



আকাশ মানেই বিশালতা 🌼। আকাশ মানেই ভালো লাগা, খারাপলাগা। আপনার মতো আমারও ধারণা ছিল ঐ যে আকাশ দেখা যায়, মই দিয়ে নিশ্চয় আকাশটাকে ছোঁয়া যাবে। এই আকাশের নিচেই বসবাস করে মানুষ। অথচ মানুষের মাঝেই কত ব্যবধান! ঠিক দুপুরবেলার আকাশের ফটোগ্রাফিগুলো চমৎকার হয়েছে। নীল আকাশ তারপর উপর প্রচন্ড রোদ এ যেন শরতের আকাশেরই জানান দেয় 🌼

পৃথিবীর সৃষ্টির মালিক হচ্ছে আল্লাহ।আকাশ বলেন সাগর বলেন নদী বলেন পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই সৌন্দর্যের মূর্ত প্রতী। পৃথিবীর বুকে আর আকাশের উপরে আল্লাহ যে সৃষ্টি রয়েছে তা অগণিত সৃষ্টি। যার কোন শেষ নেই। পৃথিবীটা তো সামান্য একটা ক্ষুদ্র থালার সমান। এই সামান্য পৃথিবীতে গাছপালা পশুপাখি আর অন্য কিছু কত সুন্দর। আকাশে যখন তারাগুলো মিটমিট করে জ্বলে অন্ধকার রাতে তখন এক অপরূপ দৃশ্যের সৃষ্টি হয়।আপনি আকাশে সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আপনি আকাশে যে ফটোগ্রাফি গুলো উঠিয়েছেন সত্যিই অনেক চমৎকার হয়েছে।

কখনো বহুদূর চোখ গেলে ভাবি হয়তো ঔই বুঝি আকাশের শেষ। ওখানে গেলে বুঝি ধরা যাবে আকাশটাকে

ছোট বেলায় একবার নদীর পাড়ে গিয়ে দেখি দিগন্তে আকাশ যেন মাটিতে নেমে এসেছে।তখন তো আর অত বুঝতাম না,আমি ওপাশে দৌড়িয়ে গেছি ধরতে।তারপর ওখানে গিয়ে দেখি ওমা আকাশ আবার উপরে উঠে গেছে।হাহাহা আজ হঠাৎ সে কথা মনে পড়ে গেল।অনেক ভাল লাগল আর্টিকেল টি পড়ে।আর ফটোগ্রাফ গুলো দারুন হয়েছে।ধন্যবাদ ভাইয়া আর্টিকেল টি শেয়ারের জন্য।

আসেলই ভাইয়া ছোট বেলায় আকাশকে নিয়ে কতই না মজার ভাবনা চিন্তা ছিলো , যেগুলো এখন মনে পড়লে বেশ ভালোই লাগে ৷ আপনি আকাশের চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন ৷ আকাশের সৌন্দর্যে আমরা মুগ্ধ সবাই ৷ তবুও ভেদাভেদ রয়েছে আমাদের জাত ধর্ম-বর্ণ নিয়ে ৷ ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর কথা ও ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

ছোটবেলা থেকে আকাশের প্রতি আমার ভীষণ কৌতূহল। মাঝে মাঝে আকাশের দিকে অবাক নয়নে তাকিয়ে থাকি। কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে থাকতে অনেক সময় চোখ ঝাপসা হয়ে আসে। আকাশের বিশালতা সব সময় আমাদেরকে অবাক করে। এই দুপুরবেলায় চোখ বন্ধ করে ফটোগ্রাফি করা ছাড়া কোন উপায় নেই। কারণ মাথার ওপর যখন খাড়া সূর্য থাকে তখন আকাশের দিকে তাকিয়ে ফটোগ্রাফি করা প্রায় অসম্ভব। তবে ভাইয়া ফটোগ্রাফি গুলো কিন্তু দারুণ হয়েছে। একেবারে যেন রং তুলি দিয়ে আঁকা প্রকৃতি তুলে ধরেছেন।

আকাশের সৌন্দর্যের কথা বললে শেষ করা যায়না। আকাশের সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। দুপুর বেলায় সূর্যের আলোয় আলোকিত কিরন এর ছবিটি দেখতে অসাধারণ লাগতেছে। আপনার পোস্ট ভিজিট করে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

আকাশকে ঘিরে অনেক তথ্যই অজানা রয়েছে বিজ্ঞানীদের কাছে। পুরো বিশ্বের রহস্য লুকিয়ে রয়েছে এই আকাশ জুড়ে। অসাধারণ হয়েছে ভাই আপনার আকাশের ফটোগ্রাফি গুলো। নীলিমা আকাশ অপূর্ব দেখতে লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ভাইজান কার্তিক মাস চলে এসেছে এখন হেমন্তকাল। শরৎ কাল চলে গেছে তাই একটু দুঃখ মনের মধ্যে কারণ আমি বসন্ত ঋতু আর শরতের ঋতু বেশি পছন্দ করে থাকি কারণ শরৎকাল আসলেই আকাশের সুন্দর সুন্দর মেঘ আর কাশফুলের ফটোগ্রাফি করতে পারি এদিকে বসন্তের কথা তো না বললেই নয়। তবে যাই হোক আপনার ফটোগ্রাফি গুলো আমার খুব ভালো লেগেছে। আকাশের দৃশ্য নীল থাকা মুহূর্তে রকেট গেলে সাদা দাগ হয়ে যায় রকেটের ধোঁয়ায়। আর যেহেতু আকাশে সুন্দর মেঘ আর নীল আকাশ ছিল তাই সাদা দাগটাও বেশ ভালো লাগছে। অসাধারণ ছিল ফটোগুলো।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

ছোটবেলায় আপনার মত এত এলোমেলো চিন্তাভাবনা আমিও করেছি। কখনো মনে হয়েছে গ্রামের শেষ প্রান্তে বুঝি আকাশের শেষ আবার আকাশের কান্না পেলেই বুঝি বৃষ্টি হয় এইসব হাবিজাবি। এই সময়ে এত হাজার হাজার বছর পরেও মহাআকাশের সামান্য কিছু রহস্য উন্মোচন হয়েছে, তাহলে আরো কত সময় লাগবে বাকি রহস্য উন্মোচন করতে, ভাবতেই অবাক হয়ে যাই। আপনি কিন্তু আকাশ যে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম সাজে তার সুন্দর বর্ণনা দিয়েছেন, শরতে একরকম, বর্ষায় একরকম, শীতে একরকম আবার ভোরে একরকম ত বিকেলে আরেকরকম। আপনার শেয়ার করা আকশের ছবিগুলো খুবই চমৎকার হয়েছে। আপনি গাছসহ, গাছছাড়া, কারেন্টের তার সহ বিভিন্ন এংগেলে আকাশের সুন্দর কিছু ছবি তোলে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া।

আসলে ভাই আকাশের সৌন্দর্যময় দৃশ্য যত দেখি ততই যেন ভালো লাগে। এই সৌন্দর্য শেষ নেই। প্রতিদিন যেনো নতুনরূপে আকাশের মাঝে সাদা মেঘগুলো ভেসে বেড়ায়। ছোটবেলা আপনার মত আমারও মনে হতো আকাশের শেষ মাথা ঐ দিকে, দৌড়ে গিয়ে মনে হয় আকাশে শেষ মাথা দেখতে পাব। এরকম মনে হতো। খুবই ভালো লাগলো আজকে আপনার ফটোগ্রাফি।

আজ আপনার পোষ্টের মাধ্যমে আকাশ নিয়ে দারুণ কিছু কথা উপস্থাপন করেছেন। পড়তে পড়তে কখন যে পুরোটা পোস্ট পড়ে ফেললাম বুঝতেই পারিনি।
আর সত্যি এটাই যে আকাশের এত রূপ বৈচিত্রের কথা বর্ণনা করে শেষ করা যাবে না।
শেষের ছবিগুলি সত্যি মনে হচ্ছিল কোন আর্টিস্ট এর আঁকা ছবি। অসাধারণ লাগলো।

সত্যিই ভাইয়া অসাধারণ লিখেছেন ৷ হুম এটা ঠিক সেই শৈশবের ছোটবেলায় আকাশকে নিয়ে ছিল নানা ধরনের চিন্তা ধারণা৷ দূর থেকে দেখতাম ওই বুঝে আকাশটা নিচে পড়ছে ৷ হয়তোবা সেখানে গেলেই আকাশটা ধরতে পারবো কিংবা মইবা কোন উঁচু জিনিস দিয়ে ধরতে পারবো৷ কিন্তু তা আসলে নয় আকাশকে নিয়ে বিজ্ঞানীগণ যত পরীক্ষার নিরীক্ষা তা আসলে জানার বাইরে৷ তবু এখনো এই মহাকাশের ভিতরে কত কিছু অজানা রয়েছে ৷ তা এখনো অজানাই রয়ে গেছে যা হোক আপনি আজকে যে এই আকাশের ফটোগুলো করেছেন৷ সত্যিই অসাধারণ বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে আকাশের রং বিভিন্ন রূপে আমরা দেখতে পাই ৷ ঠিক কয়েকদিন আগেই শরতের আবাহনে নীল আকাশে সাদা মেঘের ভেলা ৷ সত্যিই অসাধারণ আর এখন আসছে হেমন্তকাল অর্থাৎ শীতের সময় এই সময় আকাশের এক নতুন রূপ ধারণ করেছে৷

যাহোক আজকে আপনার লেখার ব্লগ ছিল সত্যিই অসাধারণ৷
অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

ভা্পই নার মত আমিও আকাশ নিয়ে মাঝে মাঝেই চিন্তাভাবনা করি। অথচ মানুষ কত ক্ষুদ্র আর দূর্বল যে মানুষ যদি কিয়ামত পযর্ন্ত গবেষনা করে তাও এই মহাকাষ সম্পর্কে সব জানতে পারবেনা কারন তা অসীম। যাইহোক শরতের এই আকাশের ছবি দারুন হয়েছে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মত।

আর আমি ছোট বেলায় ভাবতাম দূর সীমান্তে যেখানে গ্রামের শেষ ওখানে গেলেই হয়তো আকাশ টা ছুঁতে পাব। এভাবে কত পাগলামি করতাম! আকাশ টা দেখতে অপূর্ব লাগছে ভাই। আমি মাঝে মাঝে দুপুরে তপ্ত রোদের মাঝে দাড়িয়ে এমন আকাশ দেখি। ঐ নীল রং টা এত করে কাছে টানে বলে বোঝাতে পারব না। আর নীলের মাঝে যখন সাদা মেঘ ভেসে বেড়ায় আকাশ টা যেন তার পূর্ণ যৌবন ফিরে পায়। মন ভালো করে দেওয়া একটা পোস্ট ছিল এটা ভাই।

ভাইয়া আকাশ নিয়ে খুব সুন্দর একটি ‍প্রবন্ধ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমি প্রথমে রকেট যাওয়ার দাগ টা দেখতে পায়নি। ভিতরের লেখা গুলো বিস্তারিত পড়তে গিয়ে দেখেছি। চোখ বন্ধ করে যে ছবি গুলো তুলেছেন সে ছবি গুলো অসাধারন হয়েছে। প্রকৃতি সত্যিই অনেক সুন্দর। আমার মনে হয়ে আকাশ নিয়ে আপনার আরেকটি পোষ্ট পড়ে ছিলাম। ধন্যবাদ ভাইয়া।

আপনার কিছু কিছু কথা সঙ্গে আমি একমত পোষণ করছি ভাইয়া, আসলে ছোটবেলায় আমাদের চিন্তাভাবনা অন্যরকম ছিল। ছোটবেলায় আমরা ভাবতাম ওই দূরে বোধহয় আকাশ নেমে গিয়েছে। আবার ভাবতাম মই দিয়ে যদি উপর দিকে উঠা যায় তাহলে হয়তো আকাশকে ধরা যাবে। আসলে আকাশের বিশালতা বলে শেষ করা যাবেনা আকাশের বিশালতা আকাশের মতই সুন্দর। কখনো বৃষ্টি হয়ে সবকিছু ভিজিয়ে দিয়ে যায় আবার কখনো বা প্রচন্ড রৌদ্রের জনজীবন অতিষ্ঠ করে তোলে। বিশেষ করে বর্তমান সময়ে আকাশ দেখতে অনেক বেশি সুন্দর লাগে কারণ এখন সাদা মেঘের ভেলা সেই সাথে পরিষ্কার নীল আকাশ ধুয়ে নিলে যেন এক মিলান মেলা। সুন্দর কিছু আকাশের ফটোগ্রাফির সাথে চমৎকার কিছু কথা আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

জি ভাইয়া আপনি ঠিকই বলেছেন, বিভিন্ন ঋতুতে আকাশ বিভিন্ন প্রকৃতিতে সাজে। আর আমরা আকাশের বিভিন্ন রূপ উপভোগ করি এবং মুগ্ধ হয়। গাঢ় নীল আকাশে রকেট যাওয়ার সাদা দাগটি সুস্পষ্ট ভাবেই আমরা দেখতে পাচ্ছি। নীল আকাশের অতি চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন আপনি। অতি চমৎকার একটি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য প্রিয় ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

জাস্ট অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাইয়া।আমি তো ছবিগুলো তাকিয়ে তাকিয়ে মুগ্ধ হয়ে দেখছিলাম আর উপভোগ করছিলাম।সত্যিই আকাশের মন খারাপ হলে বৃষ্টি হয়ে কান্না করে।আকাশ সম্পর্কে যতই ব্যাখ্যা করা হোক না কেন তা স্বল্প বলে মনে হয় আমার কাছে।সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, ধন্যবাদ আপনাকে।