আমার প্রিয় কিছু ফুড এইটেম।

in hive-129948 •  8 hours ago 

আজ- ০৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, শীতকাল।


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে আমার প্রিয় কিছু ফুড আইটেম শেয়ার করব।



কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন । দেবে না জায়গা থেকে শুনতেছি যে চারিদিকে প্রচুর পরিমাণে শীত পড়তেছে । কিন্তু চট্টগ্রামের শীত মনে হয় উধাও হয়ে গিয়েছে । শীতের সিজন মানেই খাওয়া-দাওয়া টা বেশ ভালই জন্য । যদিও আগে আমার তেমন বাইরে খাবার খাওয়া হতো না । কিন্তু ইদানিং বেশ বাইরের খাবার খাওয়া হয় । যদিও আমার বাইরে খাওয়ার প্রতি তেমন একটা আসক্তি কাজ করে না । সাধারণত বাসাতে রান্না করা খাবার আমার ভালো লাগে । তবুও বাইরের কিছু খাবার আমার বেশ প্রিয় সেগুলোর কয়েকটির বর্ণনা নিচে দেওয়া হল । এই সবগুলা খাবারে একইদিনের রেস্টুরেন্টের নয় । বিভিন্ন দিনের খাবার। বিভিন্ন রেস্টুরেন্টে ।

1000057847.jpg

এপিজেডে চট্টগ্রামে সবচেয়ে জনপ্রিয় একটি , রেস্টুরেন্ট পিজ্জা বার্গ এ, এটা ভেবে আজ থেকে দুই সপ্তাহ আগের । পিজ্জা বার্গ , আমাদের বাসার খুব কাছেই ।

1000057846.jpg

আমার আর একটি পছন্দের খাবার হচ্ছেন বাটার নান এবং চিকেন চাপ , সাথে ছিল খাশির কাচ্চিও । এর একটি বাঙালি রেস্টুরেন্টে খেয়েছিলাম৷ সাতটা জাস্ট অসাধারণ ছিল বিশেষ করে বাটার নান আর চিকেন চাপের । এছাড়া ও কাচ্চি টাও ও বেশ ভাল ছিল ।

1000057845.jpg

সালাদ হচ্ছে আমার আরেকটা পছন্দের খাবার । কেশনাট সালাদ হচ্ছে আমার সবচেয়ে প্রিয় । রেস্টুরেন্টে গেল সবচেয়ে বেশি এই খাবার টি ভালো লাগে । এই দিনের কেশনাট সালাদ টিতে বাদামের পরিমাণ বেশ ভালো ছিলো ।

1000057844.jpg

এটা হল সি ফুড বক্স , বেশ ভালো খেতে, এটা আমি প্রথমবারের মতো এখানে খেয়েছিলাম অনেক ভালো লেগেছিল , বিশেষ করে স্কুইড অনেক ভালো লেগেছিল ।

1000055687.jpg

মিষ্টি জিনিসটা আমার তেমন পছন্দ না । তবু মাঝে মাঝে বেশ কয়েকটি খাবার আমার ভালো লাগে । তার মধ্যে আছে ওফেল এবং শেক ।

1000055686.jpg

সব জিনিসটা আমার বেশ ভালো লাগে তবে সেটি যদি চিকেন স্যুপ হয় তখন , বেশ ভালো।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভিন্ন ভিন্ন রেস্টুরেন্টে গিয়ে ভিন্ন ভিন্ন খাবারের ফটোগ্রাফি আজ আপনি শেয়ার করেছেন। আপনি সুন্দর বর্ননা তুলে ধরেছেন। সুন্দর উপস্থাপনা ও সুন্দর খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

ভাইয়া আপনি অনেক মজার মজার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। খাবারগুলো অনেক লোভনীয়। চিকেন স্যুপ কেমন লাগে সেটা আমার জানা নেই কিন্তু চিকেন ফাইটা বেশ পছন্দ করি আমি। সুযোগ পেলে সন্ধ্যার মুহূর্তটা চিকেন ফ্রাই এর সন্ধান করে থাকি। অনেক ভালো লাগলো সুন্দর সুন্দর রেসিপি আর তার সাথে সাথে বর্ণনা দেখে।

ভাইয়া আপনার বেশ কয়েকটি ফুড আইটেম এর ফটোগ্রাফি দেখেই জিভে জল চলে এলো ।বাইরে খাওয়া দাওয়া প্রতি তেমন আসক্তি নেয় । তবে হটাৎ করে বাইরে গিয়ে খাওয়ার মজাই আলাদা। আপনার প্রিয় আইটেম এর মধ্যে আমার ও প্রিয় দুইটি খাবার রয়েছে পিজ্জা বার্গ ও কাচ্চি বিরিয়ানি।

আপনি যে খাবারের ছবিগুলি পোস্ট করেছেন সেগুলি দেখে তো খিদে আরো বেড়ে গেল। এমন সুন্দর সুন্দর খাবারের ছবি দেখলে কার খিদে না বেড়ে থাকে? এত রকম খাবার একসঙ্গে দেখলে লোভ যেন বেড়ে যায়। ছবিগুলি একত্রিকরণ করে আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।

এত সুন্দর একটা লোভনীয় পোস্ট আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও এই খাবারগুলো আমারও ভীষণ প্রিয়। এত সুন্দর সুন্দর খাবারের স্বাদের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। পিজ্জা আমার খুব পছন্দ। ২/৩ দিন আগেও পিজ্জা খেয়েছিলাম। তাছাড়া বাকি ফটোগ্রাফি গুলোও দারুণ হয়েছে। যাইহোক এতো মজার মজার খাবারের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।