"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ০৮ ( শেয়ার করো তোমার জানা সেরা ইলিশ রেসিপি। )

in hive-129948 •  3 years ago  (edited)
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

Contest-8.png


মরা বাঙালি, মাছে -ভাতে বাঙালি। আর বাঙালির সবথেকে প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মানেই জিভে জল আসার মত একটি ব্যাপার। আর এই মাছ যে শুধুমাত্র স্বাদের দিক থেকে অন্যতম তা কিন্তু নয় , এর সাথে জড়িয়ে রয়েছে বাঙালির কিছু সংস্কৃতি ও ঐতিহ্য।

বাঙালি বরাবরই মত ভোজন রসিক। তাইতো যে কোনো খাবারই বাঙালিরা নানা স্বাদের, নানাভাবে তৈরি করে থাকে। আর ইলিশ হলে তো কথাই নেই । শত ধরণের রেসিপি তৈরি করা যায় ইলিশ মাছ দিয়ে ।যেমনঃ ইলিশ পোলাও, সরিষা ইলিশ, ভাপে সরিষায় ইলিশ, সরিষা ভুনায় ইলিশ, ইলিশ মাছের মালাইকারি, দই ইলিশ, ইলিশ রোস্ট, ইলিশ মাছের ডিমে মিষ্টিকুমড়া, কুমড়া পাতায় নোনা ইলিশ আরোও কত কি যে আছে বলে শেষ করা যাবে না। ওইসব রেসিপি গুলো অঞ্চল কিংবা স্বাদের দিক থেকে ভিন্ন হতে পারে। আর ঐ সকল রেসিপি গুলো হয়তো অনেকেরই অজানা। তাই আমাদের এইবারের কনটেস্ট এর আয়োজন করা হয়েছে। শেয়ার করো তোমার জানা সেরা ইলিশ রেসিপি। এখানে আপনি আপনার পছন্দের ইলিশের রেসিপিটি সকলের কাছে তুলে ধরতে পারেন ।

এবারের কনটেস্টে আপনাদের সকলের অংশগ্রহণের কামনা করছি। আশা করছি আপনারা সকলেই আপনাদের জানা সেরা ইলিশের রেসিপি আমাদের কাছে তুলে তুলে ধরবেন।


নির্দেশিকাঃ


  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার প্রিয় ইলিশ রেসিপি নিয়ে কমপক্ষে ১০০ ওয়ার্ডের পোস্ট করবেন।
  • Plagiarism নিষিদ্ধ , Plagiarism পাওয়া গেলে অংশগ্রহন বাতিল করা হবে।
  • আপনার পোস্টটিতে ইলিশ রেসিপির পরিপুর্ণ বর্ণনা দিতে হবে ছবি সহ।।
  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
  • অংশগ্রহনের সময় সীমা ২৭ ই অক্টোবর, ২০২১ ইং, দুপুর ১২টা পর্যন্ত।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-8 এবং # hilsha-recipe এই দুটি ট্যাগ ব্যবহার করবেন।
  • বানান ভুলের ব্যাপারে সচেতন থাকুন।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার প্রতিযোগিতার পোস্টের লিংক টি এই পোস্টের নিচে কমেন্ট করে, আপনার আংশগ্রহন নিশ্চিত করবেন।

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ১২ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ১০ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ৮ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ৬ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ৪ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলী দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksExecutive AdminAll administrative works
@rex-sumonAdmin Quality ControllerControl the quality of entire community
@hafizullahAdmin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@moh.arifAdmin Bangladesh RegionAll administrative works in Financial field of steemit in Bangladesh region
@shuvo35Admin Bangladesh RegionAll administrative works in Social Networking
@winklesAdmin India RegionAll administrative works in India region


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ২৮ ই অক্টোবর , ২০২১ ইং রোজ বৃস্পতিবার। ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে , বাংলাদেশ সময় রাত ৯ টাই । আমাদের কমিউনিটির DISCORD CHANNEL এর voice Hangout এর মাধ্যমে।


আশা করছি আপনারা সবাই কনটেস্ট এ অংশগ্রহণ করবেন।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  3 years ago (edited)

খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। আমাদের মাঝে উৎসাহের সঞ্চার করানোর জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই।

আশা করছি এবার ইলিশ মাছে জমে যাবে সব, অংশগ্রহন হবে দারুণ।

অনেক ভালো একটি প্রতিযোগিতা আর খুব ভালো ইউনিক একটা টপিক চইজ। সবার জন্য অগ্রিম শুভ কামনা রইলো।আমি নিজেও চেষ্টা করবো পারটিসিপেট করার।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ব্যতিক্রম কনটেস্ট ইলিশ মাছের রেসিপি। এবার জমে যাবে, মেতে উঠবো হাঁড়িপাতিলের ছনছনানীর শব্দে।আর ইলিশের দাম তো আরো বেড়ে যাবে এই সপ্তাহে আকাশচুম্বী। তাই আজকেই ইলিশ কিনে নিয়ে রান্না শুরু করি,ঝটপট।
ধন্যবাদ আরিফ ভাইকে সুন্দর একটি কনটেস্ট আয়োজন করার জন্য।
অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

নিসন্দেহে এটি সুন্দর একটি প্রতিযোগিতা এর মাধ্যমে যেমন আমরা ইলিশের হরেক রকমের রান্না দেখব সেই সাথে বিশ্বদরবারে ইলিশের পরিচিতিও বাড়বে। তবে কষ্টের কথা হচ্ছে হলে থাকার দরুন এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সুযোগ হবেনা আমার।

বাহ, খুব সুন্দর রেসিপি প্রতিযোগিতা।আমি অনেক দিন থেকে আশা করেছিলাম,যে কবে রেসিপি প্রতিযোগিতার আয়োজন করা হবে।কিন্তু একদম মনের মতো প্রতিযোগিতা।আমি অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করবো।

ভাইয়া, খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। ইলিশ আমাদের জাতীয় মাছ। হে মাছ রান্নার রেসিপি অনেকে অনেক রকম ভাবে উপস্থাপন করবে বলে আমি বিশ্বাস করি। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব ইনশাল্লাহ।

এরকম প্রতিযোগিতার অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার জন্য আমার বাংলা কমিউনিটির এডমিন দাদা এবং মডারেটর দাদাদের সকলকে আমার অনেক ভালোবাসা আমি অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।

খুব সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছে আমার বাংলা ব্লগ কমিউনিটি। ইলিশ মাছ বাঙালির সর্বকালের প্রিয় একটি খাবার। এ প্রতিযোগিতার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের রেসিপি দেখতে পাবো। সবাই তাদের পছন্দের মজার মজার রেসিপি শেয়ার করবে। আমিও চেষ্টা করবো আমার নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। সকলের জন্য শুভকামনা রইলো।

এইবার মনে হচ্ছে সত্যি সত্যি কান্না করতে হবে। কারণ সবাই এতো দারুণ দারুণ রেসিপি দিবে আর আমার দেখেই খেতে ইচ্ছে করবে। তবে তাও আমি খেতে পারবো না।
কিযে কষ্ট লাগছে ভেবেই।
তবে আনন্দ ও লাগছে কারণ এতে করে অনেক নতুন কিছু শিখতেও পারবো।

আমি তো খুব একটা রান্নাবান্না পারিন। তবে কনটেস্ট দেখে অংশগ্রহণ করতে ইচ্ছে করছে। আমি যদি পারি তাহলে অবশ্যই কনটেস্ট অবশ্য অংশগ্রহণ করবো এবং এই কনটেস্ট এর কারণে অনেক নতুন নতুন রেসিপি দেখতে পারবো।

আমি অলরেডি ইলিশ মাছ আনার কথা বলে দিয়েছি। ইনশাআল্লাহ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবো। সেই চেষ্টায় করছি। ধন্যবাদ।

খুবই সুন্দর একটা প্রতিযোগিতা দিয়েছেন ভাই আপনারা। গতকাল হ্যাংআউট এর মাধ্যমে শুনে পোস্টটি রিস্টিম করেছিলাম। তবে পোস্টটি সম্পুর্ণ পড়া হয়েছিল না। তবে এখন পড়ে দেখলাম খুব দারুন একটা প্রতিযোগিতা। আশা করি এই প্রতিযোগিতায় সকল নিয়ম কানুন মেনে এবার আমি পার্টিসিপেট করব।

অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। অনেক কিছু শিখতে পারব এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের থেকে।

এটি খুব সুন্দর একটি প্রতিযোগিতা। আশাকরি সকলেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আমি অবশ্যই আমার সেরা রেসিপি নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।

এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমি গতকাল আমাদের বাজারে গিয়ে দেখে মাছের দোকান গুলোতে একটি ইলিশ মাছ নেই এবং এখন নাকি ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না।ইলিশ আমার খুব প্রিয় মাছ এবং আমার পুরো জীবন জুড়ে শুধু একটি মাছ খাই যা হচ্ছে ইলিশ মাছ কিন্তু দুঃখের বিষয় এই সামার ফ্রিজেও সংরক্ষণ নেই।তারপরেও প্রানপনে চেষ্টা করব অংশগ্রহণ করার জন্য♥

অপেক্ষায় থাকলাম মজার মজার ইলিশের রেসিপি দেখার জন্য। শুভেচ্ছা রইল সকলের জন্য।

ধন্যবাদ ভাইয়া এতে সুন্দর একটা কনস্টেট প্রতিযোগিতা আয়োজন করার জন্য।সবার জন্য অনেক শুভচ্ছো রইল।

বাহ এটি একটি দুর্দান্ত প্রতিযোগিতা, বন্ধুদের সাথে ভাগ করা প্রতিটি রেসিপি গড়ে সত্যিই সুস্বাদু, এবং গত কয়েক সপ্তাহে আমার কিছু রেসিপি আছে যা আমি এই সম্প্রদায়ের মধ্যে শিখতে পারি, আশ্চর্যজনক

চেষ্টা করবো অংশ গ্রহন করার। ধন্যবাদ

খুবই সুন্দর কন্টেস্টের আয়োজন করেছেন এডমিন প্যানেল থেকে, কনটেস্টে আমার খুবই ভালো লেগেছে, আমি অবশ্যই এই কনটেস্টে অংশগ্রহণ করব। আশা করি আমরা সবাই কনটেস্টে অংশগ্রহণ করব। অসংখ্য ধন্যবাদ আমার বাংলা ব্লগ পরিবারের এডমিন প্যানেলকে।

খুবই অসাধারন একটি উদ্যোগ

দারুন একটা উদ্যোগ। আমার মনে হয় যারা রান্না নিয়ে এক্সপেরিেন্ট করতে ভালোবাসেন তাদের জন্য একটা বড় সুযোগ এটা। আমার মাথা তেও একটু একটু আইডিয়া আসছে। চেষ্টা করবো কাজে লাগানোর।

অনেক সুন্দর একটা প্রতিযোগিতা। বাঙালিরা হলো খাদ্য রশিক। তাই তাদের খাবারের নিত্যদিনের স্বাদ বাড়িয়ে তোলে না ধরনের মাছ। তবে এর মধ্যে ইলিশ হলো সবার সেরা। ইলিশ দিয়ে তৈরি নানা ধরনের খাবার যেন খাওয়ার রুচিটাকে আরও একটু বাড়িয়ে তোলে। অনেক সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আমি অবশ্যই চেষ্টটা করব অংশগ্রহন করার জন্য।
ধন্যবাদ সবাইকে।

এটা খুব ভালো একটি প্রতিযোগিতা এতে অংশ গ্রহণ করতে পারলে খুব ভালো লাগতো।

আমাদের বি বাড়িয়াতে ইলিশ মাছ পাওয়া যায় না তাও আমি চেষ্টা করবো অংশ গ্রহণ করার।

সবার জন্য শুভকামনা রইলো।

খুবই সুন্দর একটি কনটেস্ট এর আয়োজন করা হয়েছে। আমাদের জাতীয় মাছ ইলিশ। আমি অবশ্যই এই কনটেস্ট জয়েন করব এবং বিজয়ী হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।

আমার অংশগ্রহণ

image.png

https://steemit.com/hive-129948/@isratmim/by-isratmim

  ·  3 years ago (edited)

এই প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ।

IMG_20211025_142401.jpg
https://steemit.com/hive-129948/@alauddinpabel/5kl3et

আমার অংশগ্রহন

IMG-20211025-WA0061.jpg

https://steemit.com/hive-129948/@naimuu/3n3c1b-or-or

  ·  3 years ago (edited)

খুব মজা হয়েছে । প্রথম বার মাছ রাঁধলাম।

20211025_153940.jpg

দাদা, প্রতিযোগিতায় অংশগ্রহণ এর লিংক

https://steemit.com/hive-129948/@isha.ish/or-or-by-isha-ish-or-or-benifit-shy-fox

আমার অংশগ্রহণ এই প্রতিযোগিতায়
https://steemit.com/hive-129948/@tania69/3k8cof-shy-fox

image.png

ইনশাআল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করবো।

আমার অংশগ্রহন

IMG-20211025-WA0089.jpg

https://steemit.com/hive-129948/@aflatunn/xs9j9

IMG_20211026_063530.jpg

প্রতিযোগিতায় অংশগ্রহণ এর পোস্ট লিংক

https://steemit.com/hive-129948/@simaroy/or

রেসিপি তে আমার অংশগ্রহণ

https://steemit.com/hive-129948/@steem-for-future/2yfg7p-shy-fox

IMG_20211026_155402.jpg

ইলিশ মাছের রেসিপি আমার অংশ গ্রহণ👇

IMG_20211026_163352.jpg

https://steemit.com/hive-129948/@rayhan111/5ktenq-rayhan111

আমার প্রতিযোগিতায় অংশগ্রহণের লিংক:-

https://steemit.com/hive-129948/@hayat221/75g7d6-ll-shy-fox

আমার অংশগ্রহণঃ-

IMG_0179ে.jpg

https://steemit.com/hive-129948/@sangram5/ll-shy-fox


সেরা ইলিশ রেসিপি কনটেস্ট এ আমার অংশগ্রহণ এর পোস্ট লিংক


https://steemit.com/hive-129948/@nusuranur/2yfclc-or-or-or-or-or-or


IMG_20211026_230208.jpg


আমার অংশগ্রহণ

https://steemit.com/hive-129948/@sshifa/or-or-by-shifa

20211026_223447.jpg

IMG_20211025_155937.jpg

আমার পোস্ট লিংক

https://steemit.com/hive-129948/@green015/or-or

আমার অংশগ্রহণের লিংক
https://steemit.com/hive-129948/@bidyut01/3wt8mj-10-beneficiary-to-shy-fox

আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@abir10/7qcze5-or-or-or-or

আমার অংশগ্রহণের পোষ্টের লিংক :-
https://steemit.com/hive-129948/@alokroy647/4bazzd

এটা খুব ভালো একটি প্রতিযোগিতা এতে অংশ গ্রহণ করতে পারলে খুব ভালো লাগতো।আমি ব্যসত কারনে অংশ গ্রহণ করতে পারতেছি না

আমার অংশগ্রহন লিংক:
https://steemit.com/hive-129948/@oishi001/4w9uz4-or-or-shy-fox-or-or

Loading...

আমার অংশ গ্রহন ...

IMG_20211031_193052.jpg

https://steemit.com/hive-129948/@khan55/5wjplu-khan55

আলহামদুলিল্লাহ, অবশেষে আমিও অংশগ্রহণ করতে সক্ষম হলাম ------
📱 "আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা-৮ (শেয়ার করো তোমার জানা সেরা ইলিশ রেসিপি) 10% Benefit of shy-fox.

image.png

খুব ভাল ছবি, ভাই। 👍

আমার অংশগ্রণ এর লিঙ্ক :
https://steemit.com/hive-129948/@swagata21/or