আজ- ২৬ই কার্তিক ১৪২৮ , বঙ্গাব্দ |বৃহস্পতিবার | হেমন্ত-কাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের সাথে খুব সহজে কিভাবে একই উপকরণ দিয়ে দুই ধরনের পিঠা তৈরি করা যায় তার রেসিপি শেয়ার করব।
ছবিঃ ফুল খাজা।
ছবিঃ শিম ফুল পিঠা।
সকলের এত সুন্দর সুন্দর পিঠা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। তাই আজ বিকেলে তাড়াহুড়া করে পিঠা বানিয়ে নিলাম। এই পিঠাগুলো খুবই সহজ বানাতে।বাসায় থাকা মাত্র ৩ টি উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করা যায়। আর আপনার এমনটা ভাববেন না যে মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি করা পিঠাগুলো অতটা মজাদার হবে না। কিন্তু বাস্তবে তা না পিঠা এগুলা খেতে অনেক মজাদার এবং পিঠাগুলো খেতে এতটাই মুচমুচে যে একপাশ থেকে কামড় দিলে অন্যপাশ ভেঙে যায়। যারা আমার মত ক্রিস্পি জাতীয় খাবার পছন্দ করে তাদের জন্য এটি একদম পারফেক্ট।
এখানে একটি পিঠার নাম হচ্ছে শিম ফুল। যদিও এটি অরজিনিয়াল নাম না। আমাদের আঞ্চলিক ভাষায় এই পিঠটিকে সয় ফুল পিঠা বলে। এখানে সয় বলতে শিমকে বোঝানো হয়েছে। কেননা এই পিঠাটি কিছুটা শিমের ফুলের মত দেখতে।
আর অন্য পিঠাটি নাম হচ্ছে ফুল খাজা। আমি জানিনা এই পিঠাটি নাম কেন ফুল খাজা। তবে আমি মনে করি এটির নাম বেনী খাজা রাখলে ভালো হত। কেননে এটি বানানোর সময় বেনীর মত করে পেচিয়ে পেচিয়ে বানাতে হয়।
যদি ও দুটোই পিঠা একই উপকরণ দিয়ে তৈরি তবে আকৃতি কারণে টেস্ট টা পুরোপুরি ভিন্ন হয়ে যায়।
তো কথা আর না বাড়িয়ে চলুন রেসিপি দিকে যাওয়া যাক -
প্রয়োজনীয় উপকরণঃ
- ময়দা।
- লবণ।
- তেল।
- চিনি।
- ডিম।
প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- প্রথমে একটি বাটিতে ডিম ফাটিয়ে নিব। এবং চিনি ও লবণ দিয়ে দিব।
ধাপ-২ঃ
- চিনি, লবণ ও ডিম একসাথে ভালো ভাবে মেখে নিব।
ধাপ-৩ঃ
- এরপর এতে ময়দা দিয়ে দিব।
ধাপ-৪ঃ
- সবগুলো উপকরণ কে একসাথে ভালোভাবে মেখে নিব। প্রয়োজনে অল্প পানির ব্যবহার করব।
ধাপ-৫ঃ
- এরপর রুটি বেলে নেব।
ধাপ-৬ঃ
- একটি বোতলের ঢাকনা সাহায্যে গোল গোল করে কেটে নেব।
ধাপ-৭ঃ
- বেশ অনেকগুলো গোল তৈরি করে নিয়েছি।
ধাপ-৮ঃ
- নিচের ধাপগুলো অনুসরণ করে ফুল তৈরি করে নিয়েছি।
ধাপ-৯ঃ
- অনেকগুলো ফুলের পিঠা বানিয়ে নিয়েছি।
ধাপ-১০ঃ
- এরপর নিচের ধাপগুলো অনুসরণ করে আরেকটি পিঠা বানিয়ে নিয়েছি।
ধাপ-১১ঃ
- দুই ধরনের পিঠা বানিয়ে নেওয়া শেষ।
ধাপ-১২ঃ
- এখন পিঠা এগুলোকে ভাজার জন্য একটি পাত্রে তেল গরম করে দিব। তেল গরম হয়ে গেলে ফুল খাজা পিঠা তেলে দিয়ে দিব।
ধাপ-১৩ঃ
- কিছুক্ষণ ধরে পিঠে গুলোকে অল্প আঁচে ভেজে নিব।
ধাপ-১৪ঃ
- পিঠা গুলাকে ভিজে নেওয়া শেষে এরকম দেখতে হয়েছ।
ধাপ- ১৫ঃ
- এরপর শিম ফুল পিঠা গুলোকে তেলে দিয়ে দিব।
ধাপ-১৬ঃ
- পূর্বের ন্যায় অল্প আঁচে এবারও পিঠাগুলো কে ভেজে নিব।
ধাপ-১৭ঃ
- পিঠা গুলোর কালার যখন কিছুটা বাদামী হয়ে আসবে তখন নামিয়ে নিব।
ধাপ-১৮ঃ
ধাপ-১৯ঃ
- পিঠে গুলোকে নামানোর শেষে এরকম দেখতে হয়েছে।
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
শীত এর পিঠার কনটেস্ট এর আয়োজন না করা হলে হয়ত এতো সব ইউনিক পিঠার রেসিপি জান্তেই পারতাম না৷ সত্যিই নতুন নতুন কতো রেসিপি যে শিখলাম।
আপনার পিঠার রেসিপি আমি আগে কখনো খেয়ে দেখি নি। এই পিঠা আমার কাছে একদম নতুন। কিন্তু দেখেই বুঝা যাচ্ছে যে পিঠাগুলো খুবই টেস্ট হয়েছে।
শুভকামনা রইল আপনার জন্যে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া অনেক সুন্দর হয়েছে ফুল খাজা ও শিম ফুল পিঠা।
খেতে মনে হয় অনেক টেস্টি হয়েছে ভাইয়া। শিম ফুল পিঠা খেয়েছি তবে ফুল খাজা পিঠা খাওয়া হয়নি।
অবশ্যই আমি বাসায় তৈরি করে খাবো,অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে দুইটি পিঠাই একই রকম খেতে। তবে ডিজাইন টা একটু ভিন্ন রকম।
ধন্যবাদ আপনাকে, এতো সুন্দর মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুল খাজা ও শিম ফুল পিঠা দারুন হয়েছে ভাইয়া। এই পিঠাটি দেখতে একদম শিম ফুলের মতোই লাগছে। গোল রুটি থেকে ধীরে ধীরে ফুল ও পিঠা তৈরি দারুণভাবে উপস্থাপন করেছেন আপনি। তবে এই পিঠাটি আমার কাছে একদমই নতুন মনে হচ্ছে। এর আগে আমি এই পিঠাটি কখনো তৈরি করিনি। আমি অবশ্যই আপনার রেসিপি দেখে এই পিঠাটি তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার পিঠা দুটো দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ মুচমুচে এবং কুরকুড়ে হয়েছে। আপনার পিঠা দুটির নাম আমার খুব পছন্দ হয়েছে ছিম ফুল এবং ফুল খাজা পিঠা । আমি আগে কখন ও এই নাম শুনি নি।আপনি যে নামটির কথা বলেছেন সেই নামটি কিন্তু খারাপ ছিলনা। বেনি খাজা পিঠা। আসলেই বেনির মত লাগছে পিঠাটিকে। খেতে পারলে ভালো হতো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ পিঠাগুলো অনেক মুচমুচে খেতে। এক কথায় বলতে গেলে নিমকির মত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া,সত্যি সুস্বাদু এই পিঠাটি।শিমুল ফুল পিঠা অনেক বার বাসায় খেয়েছিলাম মুচমুচে খেতে অনেক সুস্বাদু। ভাইয়া,এই পিঠা নাম আমাদের এলাকাতে সাচন পিঠা বলে। বিয়ের অনুষ্ঠানে এই পিঠা গুলো বেশি তৈরি করে মেয়ের পক্ষের বাড়িতে।এই পিঠার অন্য এলাকাতে কি নামে পরিচিত সেটা আমি জানি না । তবে শিমুল ফুল পিঠা যদি একটু মচমচে ভাজা হয় তাহলে আরো বেশি খেতে ভালো লাগে।।ভাইয়া,আপনার শিমুল ফুল পিঠাগুলো একদম মচমচে করে ভাজা হয়েছে দেখে খুব খেতে ইচ্ছে করছে।
ধন্যবাদ ভাইয়া, এতো সুস্বাদু পিঠা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের গ্রাম অঞ্চলে ও ছেলে পক্ষের বাড়িতে দেওয়ার জন্য এই পিঠাগুলো বেশি বানানো হয়।
ধন্যবাদ আপনার এত সুন্দর মতামতের জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছাচ ব্যবহার না করেও এত সুন্দর পিঠা আসলেই প্রশংসনীয়। পিঠাটি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে । আমি ব্যক্তিগতভাবে পিঠা খেতে অনেক পছন্দ করি। এই পিঠাটি আজও আমি খাইনি ,আম্মুকে বলতে হবে পিঠাটি তৈরি করার জন্য। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য এখন আমি এটা দেখে দেখে তৈরি করে খেতে পারবো 😊😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাসায় একদিন বানিয়ে দেখতে পারেন, খুবই সহজ আর বেশি উপকরণের প্রয়োজন হয় না পিঠা গুলো বানাতে।
ধন্যবাদ আপনার এত সুন্দর মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের এদিকে এগুলোকে চিনি ছাড়া খাজা বলা হয়। আর এই গুলা আমার কাছে খুবই বেশী মজাদার এবং ভাল লাগ। তার একটি কারণও আছ। তার কারণ হচ্ছে এই বানানো অথবা এই নাস্তা গুলোতে চিনি খুব একটা অতিরিক্ত ব্যবহার করা হয় না। যতটুকু দরকার ততটুকু ব্যবহার করা হয়। আর আমি পিঠাতে মিষ্টি একটু কমই পছন্দ করে অর্থাৎ আমি মিষ্টি কম পছন্দ করি। যার কারণে এই পিঠাগুলো আমার খুবই পছন্দের। রেসিপিটি খুব সুন্দর হয়েছে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও মিষ্টি কম পিঠাগুলো খেতে ভালো লাগে। ফুল খাজা পিঠেতে অনেককেই চিনি সিরাতে দেয় যেটি আমার কাছে ভালো লাগে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ময়দা চিনি ডিম এই ৩ টি মূল উপকরণ দিয়ে অনেক চমৎকার করে পিঠাগুলো তৈরি করা হয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে। একেবারে অল্প উপকরণ দিয়ে এত চমৎকার পিঠা তৈরীর রেসিপি সত্যিই খুব প্রশংসনীয় এবং অনুকরণীয়। যে কেউ খুব সহজেই বাসায় চেষ্টা করতে পারবে কারণ এই সবগুলো উপকরণই প্রায় সবার বাসায় থাকে। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অও,
দারুণ দেখতে লাগছে পিঠাটি।সুন্দর ভাবে ডিজাইন ফুটে উঠেছে।তবে আমার কাছে এর স্বাদ মনে হচ্ছে কিছুটা ছোট নিমকির মতো হবে।যাইহোক পিঠাটি অনেক সুন্দর ও লোভনীয় হয়েছে।ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ দারুণ তো। এইধরনের পিঠা তৈরি সময়সাপেক্ষ একটি ব্যাপার। এবং খাবারের স্বাদই বদলে যায় সেটা যখন বাস্তব জীবনের অন্যকিছুর আকারে তৈরি করা হয়। বেশ সুন্দর ছিল পিঠা টা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার পিঠা রেসিপি দেখে আমার কাছে একটু অবাক লাগলো। আপনি এতো সুন্দর করে পিঠা বানাতে পারেন। আমাদের অঞ্চলে এগুলোকে ডিমের পিঠা বলে। আপনার পিঠার নামটা খুবই সুন্দর চয়েজ করেছেন ফুল খাজা সিম ফুল। এই পিঠা গুলো খেতে কুরকুরে বেশ মজা লাগে। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে আমাদেরকে দেখিয়েছেন। মাত্র তিনটি আইটেম দিয়া ফুল খাজা সিম ফুল পিঠা তৈরি এবং এতে আইটেম কম হলেও পিঠাগুলো বেশ মজাদার হয়। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ রইলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Please consider to approve our witness 👇
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকাল মানেই পিঠা তৈরীর উৎসব। শীতকালে বিভিন্ন ধরনের পিঠা খেতে বেশি ভালো লাগে। সবাই দারুন দারুন পিঠার রেসিপি আমাদের সাথে শেয়ার করছে। আপনার রেসিপি দেখে আমি মুগ্ধ। সত্যিই আপনার রেসিপিটি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে পিঠার ডিজাইনটি আমার কাছে একদমই ইউনিট লেগেছে। আমি এই পিঠা কখনো খাইনি। দেখে মনে হচ্ছে খেতে খুবই মুচমুচে এবং মজাদার হয়েছে। ধন্যবাদ ভাইয়া দারুন একটি পিঠা তৈরীর পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই পিঠা খেতে অনেক সুস্বাদু। এই পিঠা আমাদের বাড়িতে বেশিই তৈরি হয়। মচমচে কামড়িয়ে খেতে দারুন মজা লাগে। তবে খাজাটা খেলেও শিম ফুল পিঠা খাইনি এখনো। যতদূর মনে হচ্ছে এটাও খেতে মচমচে আর টেস্টি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের বাসার এই পিঠা বানানো হয় যখন খুব শীত পরে তখন ।
আপনার রেসিপি থেকে একটু ভিন্ন ভাবেই বানানো হয় আমাদের পিঠা ।পুরা প্রসেসটা সেইম শুধু বানানোর পর চিনির সিরায় ডুবায় ।এইটাই খালি ।আমার অনেক পছন্দের পিঠা যদিও আমি পিঠা কম খাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও!
দুইটা পিঠাই খুব সুন্দর দেখতে লাগছে। আর রেসিপি টাও খুব সহজ। যে কেউ দেখে করতে পারবে। ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
শুভকামনা রইল আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুল খাজা পিঠা কিছুটা খাজার মতো হলেও দেখতে কিন্তু দারুন ,তবে ভাইয়া শিম ফুল পিঠা দেখতে মনে হচ্ছে সত্যি শিম গাছের ফুল , ভাইয়া অসাধারণ আমি এই প্রথম এতো সুন্দর কোনো পিঠা দেখলাম , যেটা আমার কাছে একদম উনিক লাগলো , অনেক কষ্ট হয়েছে এই পিঠা গুলা বানাতে সেটা বুঝা যাচ্ছে। তবে খেতে ও তার কম না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া অনেক সুন্দর ফুল খাজা আর ফুল শিম পিঠা বানিয়েছেন। মনে হয় খেতেই অনেক সুস্বাদু হবে।আর পিঠা গুলো যে ভাবে তৈরি করার ধাপসমূহ অনেক চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন। আপনার রেসিপি দেখে যে কেউ বানাতে পারবে।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুল খাজা ও শিম ফুল পিঠা এগুলো আজকের নতুন দেখলাম ভাইয়া। নতুন ফোনে এত সুন্দর ভাবে ছবিগুলো ফুটে উঠেছে ভাইয়া। সত্তি তিনটি উপকরণ দিয়ে এত সুন্দর পিঠা আমাদের মাঝে তুলে ধরলেন। আসলেই দেখার মত ছিল ভাইয়া। অনেক ভালো লাগলো এবং অনেক কিছু শিখতে পারলাম এবং এটি আমরা বাড়িতে তৈরি করতে পারব খুব সহজে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই সুন্দর নিত্যনূতন পিঠা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এই প্রথম এত সুন্দর পিঠা দেখলাম, কিন্তু আফসোস হতে পারলাম না। শুভকামনা রইল ভাই আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর হয়েছে পিঠা দুটি তবে আমার কাছে বেশি ভালো লেগেছে শিম ফুল পিঠা। আমি আগে কখনও এ ধরনের পিঠা দেখিনি বা নাম শুনিনি। এই প্রথম দেখলাম এবং নাম জানলাম । তবে আমি চেষ্টা করবো দুটি পিঠাই তৈরি করার জন্য আর আপনি যেভাবে বর্ণনা দিয়েছেন তাতে আমার মনে হয় আমি তৈরি করতে পারব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া পিঠা গুলা কিন্তু অসাধারণ ছিল বিশেষ করে শিম ফুল পিঠা আমি কখনোই দেখি নাই ।একটা ব্যাপার কি জানেন না আমি আসলে এখানকার ম্যাক্সিমাম রেসিপি, পিঠা রান্না কেন জানি আগে কখনো করা হয় নাই বা দেখা হয় নাই ।তবে আমি এখন মোটামুটি সম্মৃদ্ধ একটা সময় আসবে যখন এগুলো রান্না পিঠা আমি পরিবারের সবাইকে সবার সামনে প্রেজেন্ট করতে পারব ।এটাই আমার সবচেয়ে বড় পাওয়া যে আমি প্রতিদিন নতুন কিছু শিখছি ।আসলে জীবনের সার্থকতা তো এখানেই প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়া। আমি আজকে কতটুকু শিখলাম পরের দিন তার থেকে বেশি কিছু শেখার চেষ্টা করি এটার মাঝে আমি বেঁচে আছি ।ভালোলাগা লুকায়িত আছে আমার এখানে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের এখানে এই পিঠাগুলোকে বলা হয় ডিমের পিঠা। খেতে খুবই মজাদার ও খুব মচমচে হয়।আপনার পিঠাগুলোও দেখতে খুবই সুন্দর ও মনে হচ্ছে মচমচে হয়েছিল🙂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথম দেখলাম এই পিঠাটা। দেখতে অনেকটা কটকটি ভাজার মতন লাগছে। দেখে মনে হচ্ছে কামড় দিলেই মর্মর করে ভেঙে যাবে। প্রক্রিয়াটি অনেক সুন্দরভাবে দেখিয়েছেন, একেবারে ধাপে ধাপে। পরিবেশনও করেছেন খুব চমৎকার ভাবে। শুভকামনা রইল ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit