"আমার বাংলা ব্লগ "প্রতিযোগিতা -১২ এর ফলাফল প্রকাশ।।

in hive-129948 •  3 years ago  (edited)

আজ - ৬ ঠা ফাল্গুন, ১৪২৮ , বঙ্গাব্দ | শনিবার | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




Contest-Cover_Final-2.png

ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস তাই সকলের মনের ভাব, ভালোবাসার অনুভূতি অন্যের কাছে প্রকাশ করার জন্য আমরা এই কনটেস্ট এর আয়োজন করেছি। যেখানে আপনারা ছন্দ আকারে অনুভূতিগুলোকে কবিতার মাধ্যমে প্রকাশ সম্ভব হতো ।

এখানে এমন অনেক অংশগ্রহণকারী যারা কখনো কবিতা লিখিনি কিন্তু এই প্রথমবারের মতো কবিতা লিখে এই কনটেস্টে অংশগ্রহণ করেছে। তাদের এমন আগ্রহ আমাদের কাছে সত্যিই প্রশংসনীয়। এই কনটেস্টে অংশগ্রহণকারী প্রত্যেকে বেশ ভালো ভালো কবিতা আমাদের উপহার দিয়েছেন। এই কনটেস্টে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। এবং যারা বিজয়ী হতে পারেননি তাদেরকে বলছি আপনারা হতাশ হবেন না। আমার বাংলা ব্লগ প্রতিনিয়ত বিভিন্ন কনটেস্ট এর আয়োজন করে থাকে। এবারের বিজয় হতে পারেননি তাতে কি হয়েছে পরবর্তীতে নিশ্চিত বিজয়ী হতে পারবেন।

কনটেস্টে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল-৪২ জন।

মোট বিজয়ী হয়েছেন -১৯ জন।

মোট পুরস্কার প্রদান করা হয়েছে - ২৯০ steem।

আমার বাংলা ব্লগ " প্রতিযোগিতা -১২ " যারা sponsor করেছেন তাদের তালিকা নিচে দেয়া হল।


no.usernameammount
1@rme100 steem
2@hafizullah72.5 steem
3@moh.arif72.5 steem
4@rupok15 steem
5@alsarzilsiam15 steem
6@brishti15 steem


কনটেস্টে বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হল।


no.post linkusernamepositionprize
1link@selinasathi11st35 steem
2link@isha.ish1st35 steem
3link@sonia392nd25 steem
4link@munna1012nd25 steem
5link@farhanshadik3rd20 steem
6link@tasonya4th15 steem
7link@engrsayful4th15 steem
8link@alauddinpabel5th15 steem
9link@rita1355th15 steem
10link@tanjima6th10 steem
11link@green0156th10 steem
12link@ah-agim7th10 steem
13link@saymaakter7th10 steem
14link@alamin-islam7th10 steem
15link@kamrul82178th10 steem
16link@roy.sajib8th10 steem
17link@kazi-raihan8th10 steem
18link@ripon408th10 steem
19link@tanujaSpecial Prizespecial gift from @rme

বিজয়ীদের পুরস্কার বিতরণের স্ক্রীনশট


Screenshot_57.png
Screenshot_56.png
Screenshot_55.png

সকলকে ধন্যবাদ ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শুভেচ্ছা রইল সকল বিজয়ীদের এবং যারা অংশগ্রহণ করেছিল তাদেরও অসংখ্য ধন্যবাদ।

আসলে কি বলব এই প্রথম অনেক কষ্ট, ধৈর্য ও শ্রম দিয়ে একটি কবিতা লিখেছি এবং সেটা যে নির্বাচিত হবে কখনও কল্পনাও করিনি। অনেকদিন পর আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে একটি পুরস্কার আমার ঘরে এলো এতে আমি অনেক খুশি ও আনন্দিত। আর এজন্য আমার বাংলা ব্লগ কমিউনিটি ফাউন্ডার এডমিন ও মডারেটরদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।

সকল বিজয়ীদের অভিনন্দন। আর যারা অংশগ্রহণ করে ও পুরস্কার জিততে পারেনি তাদেরকে অনেক ভালোবাসা ও অভিনন্দন। দুঃখের বিষয় অনেক ব্যস্ততার কারণে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি। পরবর্তীতে ইনশাল্লাহ এরকম প্রতিযোগিতা অংশগ্রহণ করার।

খুবই চমৎকার একটি প্রতিযোগিতা ছিল ভাইয়া। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কবিতা পড়ার সুযোগ পেয়েছি। প্রত্যেকে তাদের প্রতিভাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর কবিতা লিখেছিলেন। এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন।💐💐💐

সকল বিজয়ীদের আমার অন্তরের অন্তস্তল থেকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। এবারের কবিতা প্রতিযোগিতায় ভিন্ন ভিন্ন রকমের কবিতা দেখতে পেয়েছি যা সত্যি অভাবনীয় ছিল। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছিলাম এজন্য নিজেকে ধন্য মনে করছি।

আসলে প্রতিযোগিতার মাধ্যমে অনেকগুলো প্রেমের কবিতা বা অনেক প্রেমিক বের হয়ে এসেছে। যারা তাদের মনের প্রস্ফুটিত ভালোবাসা, সেগুলো কবিতার মাধ্যমে উপস্থাপন করেছে। যুগোপযোগী এবং সময় উপযোগী একটি কনটেস্ট ছিল অনেক ভালো লাগলো অনেকগুলো কবিতা পড়তে পেরে এই প্রতিযোগিতার মাধ্যমে।

সকল বিজয়ীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এছাড়া এত চমৎকার একটি প্রতিবেদন তৈরি করার জন্য ভাইয়া আপনার প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা।
♥♥

ভাইয়া, আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ১২ এর অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কবিতা লেখার প্রতি একটা অন্যরকম আগ্রহ জন্মেছে। আমার প্রিয় কমিউনিটি "আমার বাংলা ব্লগ "সব সময় একটা-না-একটা প্রতিযোগিতার আয়োজন করে। আর এই আয়োজনের মাধ্যমে প্রতিটা ইউজারের মধ্যে লুকিয়ে থাক সুপ্ত জ্ঞান গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করে।এই প্রতিযোগিতায় মাধ্যমে আমি নিজেকে তুলে ধরতে পেরেছি কবিতার মাধ্যমে আমি খুব খুশি ।আমি নিজেও জানতাম না আমি কবিতা লিখতে পারি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

প্রেমের কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। সকলেরই কবিতা খুবই ভালো লেগেছে। সবাই অনেক দক্ষতার সাথে সুন্দর সুন্দর কবিতা আমাদের উপহার দিয়েছে। এত সুন্দর একটি আয়োজন করার জন্য এডমিন মডারেটর অসংখ্য ধন্যবাদ এবং প্রতিযোগিতার ফলাফল প্রকাশ দেখে খুবই ভালো লাগলো। সবার প্রতি রইল শুভেচ্ছা।

সবাইকে অভিনন্দন, লেখার ক্ষেত্রে সবার নিজের সর্বোচ্চ দক্ষতা দেখিয়েছেন ভালো লেগেছে কবিতা পড়ে। আর পুরো
আয়োজনের উদ্যোগ যারা নিয়েছেন তাদের জন্য শুভকামনা।

প্রতিযোগিতা -১২ এর ফলাফল প্রকাশটি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। সবার মধ্যে যে প্রতিভাবান অনেক তা এই সুন্দর প্রতিযোগিতার মাধ্যমে ফুটে উঠেছে। ভবিষ্যতে এই ধরনের প্রতিযোগিতা আরো আশা করছি। সকল উইনারদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।

  ·  3 years ago (edited)

বাহ,খুবই সুন্দরভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে।দেখে ভালো লাগলো।সত্যি বলতে আমি তো ভেবেই পাচ্ছিলাম না কি লিখবো,কারণ প্রেম সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই আমার।তারপর ও আমি যেহেতু টুকটাক প্রকৃতি ও বাস্তবতা নিয়ে কবিতা লিখি তাই লিখেই ফেললাম একটি কবিতা।এছাড়া অনেকের কবিতা পড়ে বেশ উপভোগ করলাম।সকল বিজয়ীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।ধন্যবাদ ভাইয়া ।

অভিনন্দন সকল বিজয়ীদের যারা চমৎকার কিছু অনুভূতি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন এবং বিজয়ী হওয়ার সৌভাগ্য লাভ করেছেন।

সর্বমোট 19 জন কে পুরস্কৃত করা হয়েছে। এটার মাধ্যমে আগামীতে আমি মনে করি প্রতিযোগীদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। সকল বিজয়ীদের প্রতি এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন।।

এবং যাঁরা এই প্রতিযোগিতায় sponsor রয়েছেন
তাদের প্রতি রইল অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা। আমার
বাংলা ব্লগ পরিবারের প্রতি এত ভালোবাসা প্রকাশ করার জন্য।

সকল বিজয়ীদের অনেক অনেক অভিনন্দন ৷ সত্যি অসাধারণ একটি প্রতিযোগিতা ছিলো ,যদিও আমি অংশগ্রহণ করিনি ৷ পর্বতীতে এই প্রতিযোগিতা আবার আসলে অবশ্যই অংশ গ্রহণ করবো ৷ এবার একটু সমস্যার জন্য অংশগ্রহণ করিনি ৷ যারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং বিজয়ী হয়েছেন সবার জন্য অনেক অনেক অভিনন্দন ৷

সত্যি বলতে অসম্ভব দারুন একটি প্রতিযোগিতা ছিলো আমরা কবি না তবে বাঙ্গালি তো একটু কবিতা মনের মধ্যে থেকেই যায়।সবার কবিতায় ছিলো মুগ্ধকর। সবাই দারুন করেছিল।আর জারা বিজয়ী হয়েছেন অন্তর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দারুন ভাবে পোস্টি উপস্থাপন করেছেন ভাই।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আমি যে এই প্রতিযোগিতায় বিজয়ী হব কল্পনাও করতে পারিনি। তারজন্য প্রথম বার যখন আমাকে ডাকা হলো ভেবেছি অন্য কারো নাম বলছে। তারপর দ্বিতীয় বার যখন আবার আমার নাম বললো তখন আমি অবাক হয়ে যাই এবং আমাকে যখন কিছু বলতে বলা হলো তখন আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। কারণ আমি এ পর্যন্ত কোনো প্রতিযোগিতায় বিজয়ী হয়নি। আমার কাছে এই জিনিস গুলো খুব ভালো লাগে যে "আমার বাংলা ব্লগ" কয়েক দিন পর পর একেকটা প্রতিযোগিতার আয়োজন করে। আর আমি সেই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারি সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া।

প্রতিযোগিতা টা অসম্ভব ভাল লেগেছিল। আর বিশেষ করে বিজয়ীদের একজন হতে পেরেছে জেনে অনেক ভালো লেগেছিল। আমি তো একদম অবাক হয়ে গিয়েছি আমার নামটা শুনে। কারণ আমি একদমই আশা করিনি যে আমি বিজয়ীদের একজন হতে পারব। নিজে থেকেই কি লিখেছি বলতে পারবোনা। সকল বিজয়ীদের কে অনেক অভিনন্দন। সবার জন্য শুভকামনা রইল।

আসলে প্রতিযোগিতাটি খুব সুন্দর হয়েছে সকলে অংশগ্রহণ দেখে আরো ভাল লাগছিল। আপনার কবিতাটাও আমি পড়েছি খুব ভালো হয়েছে।

এই প্রতিযোগিতাটি সত্যি খুব দারুন ছিল সবার জন্য। সকল বিজয়ীদের জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।

এই প্রতিযোগিতাটি সত্যিই অসাধারণ ছিল। আমি খুব একটা ভালো কবিতা লিখিনা তাই এই প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করতে পারিনি। যাইহোক এই প্রতিযোগিতায় যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলের কবিতাই অসাধারণ হয়েছিল। আমার কাছে সবার কবিতা খুবই ভালো লেগেছিল। যারা যারা এই প্রতিযোগিতায় ভালো স্থান দখল করেছেন তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। এবং আমার বাংলা ব্লগ কে জানাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

যারা যারা নিজের মেধার মাধ্যমে পরস্কার জিতে নিয়েছেন তাদের সাবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আর যারা অংশগ্রহণ করেও স্টিম জিততে পারেন নাই তারারও চেষ্টা চালিয়ে যান। পরবর্তীতে ভালো কিছু হবে। সবার জন্য শুভকামনা রইলো।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

যখন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করছিল মনের ভিতর অন্য রকম একটা অনুভূতি কাজ করছিল। আর দ্বিতীয় বার যখন আমার নাম বলা হলো তখন যে একটা অনুভূতি ছিল সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক ভালো লেগেছিল।

আপনি আপনার যোগ্যতার মাধ্যমে বিজয় হতে পেরেছেন আপনাকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন।

ভাইয়া এই প্রতিযোগিতা আমার মনের মতো ছিলো। কারণ আমি কবিতা লিখতে ও পড়তে খুব ভালো লাগে। আমি এবার আপনাদের দদা ও আমি একসাথে বসে কবিতা পড়েছি। সত্যি বলতে ভাইয়া সবাই খুব সুন্দর কবিতা লিখতে পারে। আমি তো সবার কবিতা পড়ে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল সবাইকে পুরস্কার দেওয়ার। এটা আমার হাতে থাকলে আমি সবাইকে পুরস্কৃত করতাম ভাইয়া। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমার অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ। আর বিজয়ী হতে পারেননি তাদের নিরাশ হওয়ার কারণ নেই।সবার জন্য আমার শুভকামনা রইলো।

আসলে কোনটা রেখে কোনটা নির্বাচন করবে। আসলেই অনেক ভাবার বিষয় ছিল। সকলে অনেক ভালো পোস্ট করেছে।সকল বিজয়ীরদের জন্য শুভকামনা রইল

সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য। আসলেই দারুন একটি প্রতিযোগিতা ছিল সবাই নিজের সেরাটা দিয়ে কবিতা লেখার চেষ্টা করেছে। এবং এই প্রতিযোগিতায় নিজের নামটি সেকেন্ড পজিশনে দেখে খুব ভালো লাগছে আমার। আশা করছি ভবিষ্যতেও অনেক সুন্দর সুন্দর কবিতা সবার মাঝে উপহার দিতে পারব।

আপনাকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন।

চমৎকার একটি প্রতিযোগিতা ছিল এটি ।এই প্রতিযোগিতা আয়োজন এর সাথে সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং সকল বিজয়ীদের কে জানাচ্ছি শুভেচ্ছা ।আশা করি ভবিষ্যতে এধরনের আরো অনেক কনটেস্ট আমরা দেখতে পাব।

নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর কনটেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব।

খুবই ভাল একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিজয়ীদের মধ্যে আমি একজন থাকতে পেরে অনেক অনেক আনন্দিত হয়েছিলাম। এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা এবং সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করার জন্য আমার বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি । এবং সকলের প্রতি ভালোবাসা বিরাজমান রইল।

কবিতা লিখতে পারা সত্যিই অনেক বড় একটি গুণ। কেননা শুধু চেষ্টা করলেই কবিতা লেখা সম্ভব হয় না। এর জন্য দরকার আরও বেশি কিছু। বিজয়ীদের জন্য রইল আমার পক্ষ থেকে শুভেচ্ছা।

আমিও তাই মনে করি কবিতা লিখতে পারাটা অনেক বড় গুণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মতামত করার জন্য।

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-১২ সকল বিজয়ীদের জানাই অভিনন্দন। প্রতিটি কবিতা ছিল সত্যিই অসাধারণ। আমি যে কয়টি কবিতা পড়েছি আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমার বাংলা ব্লগ পরিবারকে ধন্যবাদ।

এভাবেই পাশে থাকবেন। আমরা নিশ্চয়ই প্রতিনিয়ত আরো সুন্দর সুন্দর কনটেস্ট এর আয়োজন করব।

এই প্রতিযোগিতায় নিঃসন্দেহে অনেক লুকায়িত প্রতিভার বিকাশ ঘটেছে। আমার তো খুব ভালো লেগেছে। সত্যি বলতে অনেক ধরনের লেখা পড়েছি। এক এক জনের এক এক রকম কায়দা অনুভুতি প্রকাশের। খুব উপভোগ করেছি পুরো প্রতিযোগিতা । এভাবেই এগিয়ে যাক আমার বাংলা ব্লগ।

প্রথমে জানাই বিজয়ের প্রাণঢালা শুভেচ্ছা। আপনার কবিতাটা খুব সুন্দর হয়েছিল । ঠিকই বলেছেন এ প্রতিযোগিতার মাধ্যমে সকলের মধ্যে থাকা সুপ্ত প্রতিভা গুলো প্রকাশ ঘটেছে।

এইবারের প্রতিযোগিতা টা অসাধারণ ছিল। সবাই প্রায় নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। যাইহোক যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তাদের এবং যারা অংশগ্রহণ করেছে সবাইকে অভিনন্দন। এবং আপনাদের কেউ ধন্যবাদ যারা প্রতিযোগিতা টা স্পনসর করেছেন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে, এভাবে পাশে থাকবেন সবসময়ই।

অবশ্যই 💖💖

এই প্রতিযোগিতায় বিজয়ী সকল সদস্যদের জন্য আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। তাদের কবিতাগুলো সব অসাধারণ ছিলো। আমি কয়েকটা কবিতা পড়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে ।আর সব সময় দাদার প্রতি শ্রদ্ধা রইল আর আমাদের প্রিয় সকল এডমিন মডারেটর এর প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ।

নিজের ভালোবাসার অনুভূতি কবিতার মাধ্যমে শেয়ার করেছেন। অনেকেই আমার কাছে সবার কবিতায় অনেক ভালো লেগেছে। আমিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম সেখানে অষ্টম স্থান অধিকার করেছি। দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে নির্বাচিত করার জন্য। আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগলো ভাই।

এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য দাদাকে অনেক ধন্যবাদ। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন ❤️❤️।। ভালোবাসা রইল সকলের প্রতি।।