"আমার বাংলা ব্লগ "প্রতিযোগিতা -১8 এর ফলাফল প্রকাশ।

in hive-129948 •  3 years ago 

আজ - ১৮ই, চৈত্র , ১৪২৮ , বঙ্গাব্দ | শনিবার | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



Announcement_Cover.png

অন্যান্য কনটেস্টের মতো আমাদের এবারের কনটেস্টেএ অংশগ্রহণকারীর সংখ্যা ছিল অনেক। যেহেতু এটি একটি প্রতিযোগিতা তাই সকলেই ভালো লেখলে ও সকলকে বিজয় করা সম্ভব নয়। এ প্রতিযোগিতায় মোট ৬ জনকে আমরা বিজয়ী হিসেবে বেছে নিয়েছি। যারা কনটেস্ট অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা বিজয়ী হয়েছেন তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা। যারা বিজয়ী হতে পারেননি তারা মন খারাপ করবেন না কেননা আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত বিভিন্ন কনটেস্ট এর আয়োজন করা হয় তাই বলছি এবার বিজয় হতে পারে নি তাতে কি হয়েছে পরেরবার নিশ্চয়ই আপনারা বিজয়ী হতে পারবেন।

কনটেস্টে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল-৪৪ জন।

মোট বিজয়ী হয়েছেন -০৭ জন।

মোট পুরস্কার প্রদান করা হয়েছে - ১২৫ steem

আমার বাংলা ব্লগ " প্রতিযোগিতা -১৪ " যারা sponsor করেছেন তাদের তালিকা নিচে দেয়া হল।


no.usernameammount
1@hafizullah40 steem
2@moh.arif40 steem
3@rupok15 steem
4@alsarzilsiam15 steem
5@brishti15 steem


আমার বাংলা ব্লগ " প্রতিযোগিতা -১৪ " বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হল।


no.post linkusernamepositionprize
1link@monira9991st35 steem
2link@emon422nd25 steem
3link@jibon473rd20 steem
4link@alsarzilsiam4th15 steem
5link@rahimakhatun5th15 steem
6link@ah-agim6th5 steem
7link@tanujaSpecial Prize10 steem

বিজয়ীদের পুরস্কার বিতরণের স্ক্রীনশট

Screenshot_52.png

সকলকে ধন্যবাদ ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিযোগিতার ফলাফল দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। আসলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে আমরা সকলেই আমাদের সুন্দর স্মৃতিগুলো উপস্থাপন করেছি। আমি খুবই আনন্দিত এই প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে। আমি লিখতে ভালবাসি। তাই আমার মনের অগোচরের কথাগুলো আমার লেখার মাঝে উপস্থাপন করেছি। আমার এই লেখা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা আমাকে বিজয়ী করেছেন এজন্য আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি।

সকল বিজয়ীদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার জন্য শুভ কামনা রইলো।

সকল বিজয়ীদের জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা।

খুবই সুন্দর একটি প্রতিযোগিতা ছিল এবং সবার আগ্রহ সত্যিই অবিশ্বাস্য। প্রতিযোগিতার মধ্য দিয়ে অনেক সুন্দর সুন্দর গল্প করার সৌভাগ্য হয়েছে আমার। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল সবার প্রতি রইল ভালোবাসা। এবং যারা বিজয়ী হয়েছে তাদের জন্য শুভকামনা রইল।

প্রতিটা গল্পই অনেক অসাধারন ছিলো অনেক মজা করেছিলাম।প্রতিটা পস্ট পরে।সত্যি বলতে এমন প্রতিযোগিতা আমাদের ছোট বেলাকে খুব করে মনে করিয়ে দেয়। সকল বিজয়িকে অভিনন্দন। 💝

এটা অনেক সুন্দর প্রতিযোগিতা ছিলো। যারা যারা বিজয়ী হয়েছে তারা অনেক সুন্দর গল্প লিখেছে। আমিও অংশগ্রহণ করেছিলাম। ভালো লাগছে অনেক। আরো এমন কনটেস্ট দেখতে চাই। ভাই আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ফলাফল রিপোর্ট তৈরি করার জন্য।

খুবই ভালো একটা কনটেস্ট ছিলো।এই কনটেস্টের মাধ্যমে অনেক মজার মজার অনুভূতি জানতে পেরেছি।ধন্যবাদ এমন একটা কনটেস্টের আয়োজন করার জন্য।ধন্যবাদ

image.png


সুন্দরী প্রতিযোগীতায় অনেকে অংশগ্রহণ করেছিল ভাই। তাদের মধ্য থেকে সেরাদের সেরা সিলেক্ট করা অনেক কষ্টসাধ্য কাজ বলে আমি মনে করি। আর এই কাজটি বৈশিষ্ট্য হবে এবং নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন। যারা যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন। আর যারা যারা বিজয়ী হতে পারেননি তাদের জন্য আরো অনেক সুযোগ রয়েছে। সৎ ভাবে লেগে থেকে কঠোর পরিশ্রম করতে থাকুন।


image.png

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর মধ্যে যারা বিজয় লাভ করেছে তাদেরকে অভিনন্দন।

অভিনন্দন সকল বিজয়ীদের। আসলেই এবারের প্রতিযোগিতায় আমি ব্যক্তিগত ভাবে বিচারক হিসাবে থাকতে পেরে বেশ ভালোই অভিজ্ঞতা হয়েছে কারণ বেশ মজার মজার গল্প জানতে পেরেছি ।

প্রতিযোগিতাটি খুবই মজার ছিল। সকলে অংশগ্রহণ দেখে ভালো লেগেছে এবং যারা বিজয়ী হয়েছে তাদের জন্য রইল শুভকামনা।

সকলের জন্য শুভেচ্ছা রইল। সকলের যেন ভালোভাবে কাজ করতে পারে এই কামনাই করি। আসলে বেশ ভালো লাগছে

বিজয়ী সকল কে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমার বাংলা ব্লগ প্রতিবারই আমাদের সুন্দর সুন্দর কনটেস্ট উপহার দিয়ে থাকে। স্পেশালি আমাদের হাফিজ ভাইকে ধন্যবাদ এমন একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য।

আমার বাংলা ব্লগ কমিউনিটি সবসময় দারুন দারুন কনটেস্ট আয়োজন করে। এই কনটেস্ট গুলোর মাধ্যমে সকলের মেধার বিকাশ ঘটে। বিশেষ করে এই কনটেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল কারণ এই কনটেস্ট এর মাধ্যমে আমরা সকলের মজার মজার গল্পগুলো এবং শৈশবের স্মৃতি গুলো সম্পর্কে জানতে পেরেছি। আমি নিজেও আমার শৈশবের মধুর স্মৃতি শেয়ার করেছিলাম। যাঁরা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।💗💐💗

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

সকল বিজয়ীদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার জন্য শুভকামনা রইল।

বরাবরের মতো এবারও প্রতিযোগিতায় কোন স্থান দখল করতে পারলাম না। তবে আমি হেরে যাওয়ার পাত্র নই। চেষ্টা আমি করতেই থাকব। সফল হই বা না হই তাতে কিছুই যায় আসে না। প্রায় প্রত্যেকটি গল্প আমি পড়েছি। সবাই আসলে ভাল লিখেছেন। ধন্যবাদ সবাইকে।

এবারের প্রতিযোগিতা অন্যান্যবারের থেকে সম্পূর্ণ আলাদা এবং ইউনিক ছিল। প্রথমে আমি ধন্যবাদ জানাবো যিনি এত সুন্দর একটি কনটেন্ট এনেছেন। প্রথম যেদিন এই প্রতিযোগিতার বিষয়বস্তুতে সেদিনই বুঝতে পেরেছিলাম দারুন একটি প্রতিযোগিতা অপেক্ষা করছে আমাদের জন্য ছোটবেলায় বিভিন্ন ধরনের ছোট ছোট মজার ছলে বিভিন্ন কাজ আমরা করেছিলাম বিশেষ করে ছেলেরা ছিল তারা আম লিচু কাঁঠাল গাছের ডাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল চুরি করে খেত সে চুরি করে খেতে গিয়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হত সেগুলো নিয়েই এই প্রতিযোগিতা আয়োজন হয়েছিল । অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আয়োজন করার জন্য।

সকল বিজয়ীদের আমার পক্ষ থেকে জানাই অনেক অভিনন্দন আর প্রাণঢালা ভালোবাসা।

খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেকেরই গ্রীষ্মকালীন ফল খাওয়ার মজার গল্প পড়েছি। যারা যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের এইরকম একটি প্রতিযোগিতায় এতগুলো এন্ট্রির মধ্যে যে আমি প্রথম হয়েছি এটা আমার কাছে অনেক আনন্দের। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের মাঝে এইরকভ প্রতিযোগিতা দেওয়ার জন্য। এবং প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারী কে অভিনন্দন।।

প্রথমেই সবাইকে অভিনন্দন যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতায় প্রাইস পাওয়াটাই বড় কথা নয় অংশগ্রহণ করাটাই বড় বলে আমি মনে করি। আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং তৃতীয় স্থান অধিকার করেছে এটা জেনে খুবই ভালো লেগেছে আমার কাছে। কমিউনিটি সকল এডমিন এবং মডারেটরদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আপনাদের কাছ থেকে পরবর্তীতে আরো এরকম সুন্দর সুন্দর প্রতিযোগিতা আশা করব।

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ১৪ তে প্রত্যেকটি বিজয়ী কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু গল্প পাঠ করতে পেরেছিলাম। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে আমি ধন্যবাদ জানাতে চাই এমন সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

ভাইয়া খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং প্রত্যেকটি জিনিস গুছিয়ে লিখেছেন এই পোস্টের মাধ্যমে। সত্যিই অনেক ইউজার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে দেখে ভালো লাগলো। সকল বিজয়ীদের আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং ভাইয়া আপনার জন্য রইল অনেক ভালোবাসা ও শুভকামনা ❤️।

এই প্রতিযোগিতাটি সত্যিই অসাধারণ ছিল। অনেকের গল্পই আমি পড়েছিলাম এবং গল্প গুলো পড়ে খুবই উপভোগ করেছিলাম। যাইহোক এ প্রতিযোগিতার সকল বিজয়ীকে আমার মনের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমার বাংলা ব্লগ কে ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

যারা বিজয়ী হতে পারেনি তাদের জন্য আমার পক্ষ থেকে প্রাণঢালা সান্তনা রইল। সামনে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সাথে সাথে যেন বিজয়ী হতে পারে।

গৃষ্ম কালীন ফল নিয়ে স্মৃতি বিজড়িত শৈশবের স্মৃতি সবাই কমবেশি শেয়ার করেছেন। যেটা পড়ে অনেক কিছুই জানতে এবং বুঝতে পেরেছি ।এই ধরনের প্রতিযোগিতা আমার কাছে খুবই ভালো লাগে। বিজয়ীদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রতিযোগিতায় যেসকল শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেছেন তাদের জন্য রইল শুভকামনা, প্রতিযোগিতায় যেসকল শুভাকাঙ্ক্ষী বিজয় হয়েছেন তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা স্বাগতম, আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ থেকে প্রতিযোগিতায় এডমিন ও মডারেটর বৃন্দ স্পনসর দিয়ে আমাদেরকে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন তাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা ও শুভকামনা রইল।

খুব সুন্দর প্রতিযোগিতা ছিল। সুন্দর সফলভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন করায় আমার বাংলা ব্লগ পরিবারের ফাউন্ডার এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি এই ধরনের প্রতিযোগিতা সামনের দিনগুলোতে আরো দেখতে পাবো। যাহারা বিজয় হয়েছে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। এত সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই ভাইয়া।

ধন্যবাদ সকল বিজয়ীদের। আর যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সকলকে অভিনন্দন। ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটি কে এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য।