বসন্তের ফুলের ফটোগ্রাফি (প্রতিযোগিতা - ১৩) আমার অংশগ্রহণ।

in hive-129948 •  3 years ago  (edited)

আজ - ১৭ই ফাল্গুন, ১৪২৮ , বঙ্গাব্দ | বুধবার | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1646140374544.jpg

ধন্যবাদ জানাচ্ছি আমার সহকর্মীদের যারা এত সুন্দর একটি কনটেস্ট এর আয়োজন করেছে। যদিও কনটেস্ট শুরু হয়েছে আরো অনেক দিন আগেই। তবে এতদিন কিছুটা ব্যস্ত থাকার কারণে কনটেস্ট অংশগ্রহণ করা হয়ে ওঠেনি। যাইহোক আজ আমি আপনাদের সাথে এই কনটেস্টে অংশগ্রহণকারী একজন হলাম। আপনারা যারা এই কনটেস্টে অংশগ্রহণ করবে বলে ঠিক করেছেন কিন্তু এখনও করেননি তাদেরকে বলছি আপনাদের হাতে আর মাত্র একটি দিন সময় আছে অংশগ্রহণ করে ফেলুন। এত সুন্দর কনটেস্টে মিস করবেন না।

ফাল্গুন ও চৈত্র দুই মাস হচ্ছে বসন্তকাল। দুই মাস শীতের রুক্ষ শুষ্ক পরিবেশের পর প্রকৃতিকে নতুন রূপে সাজিয়ে তুলতে আসে বসন্ত। শীতকালে ঝরে যাওয়া পাতা কংকালের ন্যায় গাছগুলোতে নতুন প্রাণ ফিরে আসে বসন্ত কালে। প্রত্যেকটা গাছে নতুন পাতা গজাতে থাকে। প্রকৃতি যেনো নতুনরূপে সেজে ওঠে বসন্তকালে। চারপাশের এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়। তাইতো বসন্তকে ঋতুর রাজা বলা হয়।তাই তো বহু কবি লেখকে বসন্তের প্রেমে পড়ে লিখেছেন বহু কবিতা, গান।
বসন্তকালে অন্যতম একটা আকর্ষণ হচ্ছে ফুল। অন্যান্য ঋতুর তুলনায় সবথেকে বেশি ফুল ফোটে বসন্তকালে। তাইতো বসন্তকে ফুলের ঋতু বলে আখ্যায়িত করা হয়েছে।

IMG_20220301_164148-01.jpeg

IMG_20220301_164329-01.jpeg

IMG_20220301_164329__01-01.jpeg


Device : oneplus 9r
Taken on : Wednesday 1-3-2022
W3w Location : https://what3words.com/duck.saints.shrugging

এই ফুলের নাম হচ্ছে চন্দ্রমল্লিকা ইংলিশে যাকে বলে - Chrysanthemum। এটি খুবই পরিচিত একটি ফুল। সারাবিশ্বে এই ফুলের ব্যাপক প্রচলন রয়েছে। এ ফুলটি জাপানের জাতীয় ফুল। এ ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন - সাদা, বেগুনি, সোনালী, লাল আরো অনেক রঙের। এই ফুলের প্রত্যেকটি রঙে খুবই সুন্দর। এ ফুলের বিভিন্ন আকার আকৃতির হয়ে থাকে। সারাবিশ্বে এই ফুলের ব্যাপক চাহিদা রয়েছে।

IMG_20220301_164642-01.jpeg

IMG_20220301_164313__01-01.jpeg

IMG_20220301_164309__01.jpg


Device : oneplus 9r
Taken on : Wednesday1-3-2022
W3w Location : https://what3words.com/duck.saints.shrugging

এই ফুলের নাম হচ্ছে ডায়ান্থাস ফুল। এই ফুলের ব্যাপক প্রচলন রয়েছে আমাদের দেশে। এটি একটি গুচ্ছ ফুল একসাথে অনেকগুলো ফুল একটি গাছে ধরে। ফুলগুলো আকৃতিতে ছোট। ফুল গুলো সাধারণত ছাদের কিংবা বারান্দাতে খুব সহজে রাখা সম্ভব। ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর। এই ফুল গুলো অনেক জাতের এবং রঙের হয়ে থাকে। সাধারণত সাদা, লাল , গোলাপি এবং বিভিন্ন রঙের সংমিশ্রণে হয়ে থাকে। তবে আমার কাছে লাল রঙের ফুলটা বেশি ভালো লাগে।

IMG_20220301_164034__01-01.jpeg

IMG_20220301_164034__01__01-01.jpeg


Device : oneplus 9r
Taken on : Wednesday 1-3-2022
W3w Location : https://what3words.com/duck.saints.shrugging

এই ফুলের নাম হচ্ছে জিনিয়া। এই ফুল টি ও অতি পরিচিত একটি ফুল। বিভিন্ন নার্সারি কিংবা বাগানে প্রায় জায়গায় এই ফুলটি দেখতে পাওয়া যায়। এটি সাধারণত শীতকালে একটি ফুল। বাংলাদেশের এই ফুলের চাষ করা হয়। যে কেউ চাইলে শখ করে ছাদে কিংবা বারান্দাতে খুব সহজে এই ফুল লাগাতে পারে। এই ফুল বিভিন্নজাতের এবং রঙের হয়ে থাকে। তবে আমার কাছে এই হলুদ রং টা বেশি ভালো লাগে।

IMG_20220301_164110__01-01.jpeg


Device : oneplus 9r
Taken on : Wednesday 1-3-2022
W3w Location : https://what3words.com/duck.saints.shrugging

এই ফুলের নাম হচ্ছে কসমস। এর ইংরেজি নাম হচ্ছে garden cosmos। এ ফুলের ব্যাপক প্রজাতি রয়েছে। এই ফুলের প্রায় ২০টি প্রজাতি রয়েছে। এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন সাদা গোলাপি হলুদ লাল বেগুনি আরো অনেক রঙের আছে তবে সেগুলো হয়তো আমার জানা নেই। কিন্তু উজ্জ্বল কমলা এবং হলুদ রঙের কসমস সাধারণত বেশি দেখতে পাওয়া যায়।

IMG_20220301_164911__01-01.jpeg


Device : oneplus 9r
Taken on : Wednesday 1-3-2022
W3w Location : https://what3words.com/duck.saints.shrugging

এ ফুলের নাম আমার জানা নেই তবে দেখতে অনেক সুন্দর। ফুলগুলো খুব ছোট সাইজের। আমি এর আগে অনেক বার এই ফুলগুলো দেখেছি কিন্তু এর নাম আমার মনে নেই।তবে আপনাদের মধ্যে যদি কেউ এ ফুলের নাম জানেন তাহলে অনুগ্রহ করে জানাবেন।

IMG_20220301_164251__01-01.jpeg


Device : oneplus 9r
Taken on : Wednesday 1-3-2022
W3w Location : https://what3words.com/duck.saints.shrugging

এই ফুলের নাম হচ্ছে পিটুনিয়া। ইদানিং আমাদের দেশে এই ফুলগুলো ব্যাপক ভাবে পরিচিত। যদিও এটি আমাদের দেশীয় ফুল না। তবে বাংলাদেশে এখন এই ফুলের চাষ করা হচ্ছে । ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর। এবং এক গাছে বেশ অনেকগুলো ফুল ধরে। অনেক প্রজাতি এবং বিভিন্ন রংয়ের হয় ফুলগুলো। তবে সাধারণত যেসব রঙের ফুল বেশি দেখা যায় সেগুলো হচ্ছে সাদা, লাল, বেগুনি, গোলাপি ও হলুদ সহ আরো অনেক রঙের হয়।

IMG_20220301_164559-01.jpeg


Device : oneplus 9r
Taken on : Wednesday 1-3-2022
W3w Location : https://what3words.com/duck.saints.shrugging

এই ফুলটির নাম আমার জানা নেই তবে এর আগে অনেকবার এই ফলটিকে দেখেছি। গুচ্ছ ফুল এগুলো। অনেকগুলো ফুল একসাথে থাকে। তবে ফুলগুলো দেখতে খুবই সুন্দর। আমার কাছে সব থেকে ভালো লেগেছে বিভিন্ন রঙের ফুল একসাথে হওয়াই।

IMG_20220301_164709__01__01__01.jpg


Device : oneplus 9r
Taken on : Wednesday 1-3-2022
W3w Location : https://what3words.com/duck.saints.shrugging

এই ফুলটি তো আমাদের সকলের অতি পরিচিত গাঁদা ফুল। প্রায় সারা বছরই এ ফুলটির দেখা মেলে। আমাদের দেশে এই ফুলের ব্যাপক প্রচলন রয়েছে। বাণিজ্যিকভাবে এই ফুলের চাষ করা হয়। গাঁদা ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন কমলা, হলুদ, লালচে কমলা। আকৃতির দিক থেকে ও এই ফুল বিভিন্ন রকম হয়ে থাকে কিছু ফুল আছে যেগুলো আকারে কিছুটা বড় আবার কিছু ফুল আছে যেগুলো আকার কিছুটা ছোট । বিয়ে বাড়ি কিংবা বিভিন্ন অনুষ্ঠানের সাজ সজ্জার ক্ষেত্রে ফুল এর ব্যাপক ব্যবহার হয়।

IMG_20220301_164234__01.jpg


Device : oneplus 9r
Taken on : Wednesday 1-3-2022
W3w Location : https://what3words.com/duck.saints.shrugging

এই ফুলের নাম হচ্ছে নয়নতারা। এই ফুলটি ও অতি পরিচিত একটি ফুল। বিভিন্ন বাগান এবং বাসা বাড়ির ছাদে টবে প্রায় দেখা যায় ফুলগুলো। আমার কাছে খুবই ভালো লাগে নয়নতারা ফুল। যদিও এই ফুলের নিজস্ব কোন ঘ্রাণ।


Device : oneplus 9r
Taken on : Wednesday 1-3-2022
W3w Location : https://what3words.com/duck.saints.shrugging

এই ফুলটির নাম আমার জানা নেই। ফুলগুলো দেখতে খুবই সুন্দর। আর এই ফুলগুলো একটি গাছে একটি ফুল ধরে। ফুল গাছটি খুব ছোট এবং ফুলগুলো খুব ছোট। আপনারা কেউ যদি এই ফুলের নাম জানেন তাহলে দয়া করে আমাকে জানাবেন।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
ভাইয়া বসন্তের ফুলের ফটোগ্রাফিক ছবিগুলো অনেক সুন্দর হয়েছে প্রতিটা ছবি আমার কাছে অনেক বেশি প্রাণবন্ত মনে হয়েছে।এই প্রতিযোগিতার মাধ্যমে বসন্তকে আরো গভীরভাবে লালন করা হলো এবার।আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে অনেক সুন্দর হয়েছে আমার মন ছুঁয়ে গেছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা সেইসাথে এত চমৎকার ফটোগ্রাফি করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি♥♥
আসলে এইবার প্রতিযোগিতায় প্রতিযোগির সংখ্যা অনেক কিন্তু ফুলের সংখ্যা নির্দিষ্ট তাই সবার পোস্টেই কিছু কিছু কমন ফুল খুঁজে পাওয়া যায়। তবে আপনার পোস্টে নাম না জানা কিছু ভুল দেখে সত্যি মুগ্ধ হলাম। যে ফুলগুলো আমি নিজেও আগে দেখি নাই। একটা বিষয় অনেক ভালো লাগছে প্রতিযোগিতার সুবাদে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছি। ভাই আপনার ফটোগ্রাফি অনেক ভালো লাগছে। 🤟❣️❣️

ঠিকই বলেছেন ভাই কিছু কমন ফুলে আছে যেগুলো সকলের পোস্টে দেখতে পাওয়া যায়।

জাস্ট অসাধারণ ভাইয়া প্রথমেই আপনাকে চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অভিনন্দন। আপনি অনেক সুন্দর ভাবে বসন্তের অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। সেই সাথে প্রতিটি ফুলের নিচে অনেক সুন্দর বর্ণনা করেছেন দেখছি যার মাধ্যমে আমরা ফুল সম্পর্কে জানতে পারলাম। আপনার এই ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

ওয়াও! ভাইয়া আপনার ফটোগ্রাফি করা প্রত্যেকটা ফুল খুব চমৎকার দেখতে লাগছে। ফটোগ্রাফি তোলার ধরনটা খুব ভাল ছিল তাই আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। আপনি অনেক বৈচিত্র্যময় কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন যা দেখে মনটা ভরে গেল। অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন ভাইয়া।ভাইয়া এই বসন্তে ফোঁটা ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকটা ফুল দেখে বেশ প্রাণবন্ত মনে হচ্ছে। ফুলগুলো দেখে মনটা একদম ভালো হয়ে গেল। সবগুলো ফুলের মধ্যে ডায়ান্থাস ফুলটি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

প্রতিযোগিতার জন্য সবাই এত বেশি ফুলের ফটোগ্রাফি করছে কি বলবো। কিভাবে যে এই ফটোগ্রাফি গুলো বিচার করবে আমি বুঝতে পারছি না। কিছু ফুল কমন হলেও কিন্তু প্রত্যেকের ফটোগ্রাফি কমবেশি খুব ভালো হচ্ছে। আপনিতো অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন দেখছি। ডায়ান্থাস ফুল গুলো আমার কাছে বেশি ভালো লাগে। কারণ এই ফুল গুলো অনেক কালারের হয়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ভাইয়া অসাধারন সব ফুলের ছবি তুলেছেন আর আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই অংশগ্রহণের মাধ্যমে আমরা এত সুন্দর সুন্দর ছবিগুলো দেখতে পেলাম। আমার কিছু পছন্দের ফুলের ছবি আপনি তুলে ধরেছেন ভাইয়া তা দেখে বেশি ভালো লাগতেছে ।এই প্রতিযোগিতায় অংশগ্রহণ দেখে মনে হচ্ছে খুব ভালো কিছু দেখতে পারবো ফলাফলে ।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাইয়া।

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মতামতের জন্য।

কনটেস্টে অংশগ্রহণ এর সুযোগ ই হলো না এবার।কারণ বাসা থেকে নার্সারী বেশ ভালোই দূরে আমার।আর বাসায় যা আছে তার মধ্যে এতো বেশি ফুলের গাছ নেই।আপনার ছবিগুলো একটির চেয়ে একটি সুন্দর বেশি।

আশা করি ভাইয়া, ভাল আছেন? আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি খুবই মুগ্ধ হলাম । ফুলের সৌন্দর্য মাঝে হারিয়ে গেলাম। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে এবং আপনি ফুল সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা উপস্থাপন করেছেন ।আমার কাছে অনেক ভালো লাগলো। নিশ্চয়ই আপনি এই প্রতিযোগিতায় প্রথম সারিতে অবস্থান করবেন। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই । ভালো থাকবেন ভাইয়া।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ফটোগ্রাফি আপ্নাএ ভালো লেগেছে জেনে খুব খুশি হয়েছি।

অসাধারণ ভাই। আপনি খুব সুন্দর করে বসন্তের কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে বোঝাই যাচ্ছে খুব যত্ন করে ছবি গুলো তুলেছেন। আমার কাছে অনেক ভালো লাগছে আপনার তোলা ফটোগ্রাফি গুলো।ডায়ান্থাস এবং চন্দ্রমল্লিকা ফুল টি দেখতে অনেক সুন্দর লাগতেছে। খুব সুন্দর করে প্রতিটি ফুলের বর্ণনা করেছেন। এইরকম সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই হারিয়ে গেলাম বসন্তের মধ্যে। দারুন উপস্থাপনা করেছেন ফটোগ্রাফি গুলো সম্পর্কে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

কমিউনিটির এডমিন ও মডারেটরদের সব ধরনের প্রতিযোগিতা অংশগ্রহণ থেকে দূরে রাখা উচিত হাহাহাহাহা। আপনারা একজন অংশ গ্রহণ করা মানেই একজন সাধারণ সদস্যের জয়ী হওয়ার সম্ভাবনা কমে যাওয়া। এত সুন্দর ফটোগ্রাফি করলে আমরা প্রতিযোগিতায় টিকবো কিভাবে। শুভকামনা রইল

বসন্তের ফুলের ফটোগ্রাফি উপলক্ষে আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErFqdhJzUTdhmbDMYLj5tT6kwrP8UMW8yjekZmCva5MVWFZ3LWbW5DQbubLhqJeuJbN6GW5QpFiByTwqin9g9kuPcSbtFeGgsGQv.jpeg
এই ফুলটির নাম আমার জানা নেই তবে এর আগে অনেকবার এই ফলটিকে দেখেছি।

এই ফুলটার অরজিনাল নাম ল্যান্টানা ফুল, আমার অনেক এলাকায় এই ফুলটিকে মুনিয়া ফুলও বলা হয়ে থাকে।

আর শেষের ফুলটিকে আমাদের এলাকায় মোরগ ফুল বলা হয়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ফুল দুটির নাম বলার জন্য। সত্যি খুব খুশি হয়েছি আপনার কাছ থেকে ফুল গুলোর নাম জানতে পেরে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমারও ভালো লাগছে আপনাকে এই দুটি ফুলের নাম বলে দিতে পেরে।

🥰🥰

বেশ কিছু কমন এবং আনকমন ফুলের একটা সুন্দর কালেকশন, আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম। যেটি আপনি বসন্তের ফুলের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন। অনেক ধন্যবাদ ভাই ভালো লাগল আপনার ফটোগ্রাফি গুলো দেখে।আর আশাকরি বিজয়ীদের একজন আপনি থাকবেন।

বসন্তের সবগুলো সুন্দর ফুলের মিলন মেলা যেন আপনার এই পোস্ট এর মধ্যে। কোনটা রেখে কোনটা কে প্রশংসা করবো সেটা বুঝতে পারছিনা কারন প্রতিটা ফুলের ছবি চোখ জুড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ছবিগুলো একদম স্পষ্ট হয় দেখতে আরো বেশি ভালো লাগছে। বসন্তের সুন্দর ফুলের মতো আপনার ভবিষ্যতের দিনগুলো অত্যান্ত সুন্দর হোক এই কামনাই করি।

বসন্ত মানেই চারপাশে হাজারো ফুলের সমাহার। বসন্ত এলেই প্রকৃতি ফুলে ফুলে সেজে ওঠে। আমার বাংলা ব্লগ কমিউনিটি এই সেরা প্রতিযোগিতায় আপনি আপনার সেরা ফুলের ফটোগ্রাফি গুলো নিয়ে অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। দারুন সব ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো সকলের মাঝে শেয়ার করেছেন এবং ফুলের ফটোগ্রাফির মাধ্যমে অপরূপ সৌন্দর্যে ভরা ফুলগুলোর সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিয়েছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

ওয়াও ভাইয়া আপনি সত্যি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর ও মনমুগ্ধকর ছিল। ভাইয়া আপনার পোস্টে নাম না জানা ফুল গুলোর মধ্যে আমি দুটো ফুলের নাম জানি প্রথম হলুদ কালারের ফুলটির নাম হচ্ছে গমফলোবিয়াম আর শেষের যে ফুলটি সেই ফুলটি হচ্ছে মোরগ ফুলের একটি জাত এগুলোকে ও মোরগ ফুল বলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো নিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য এবং আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ভাবছিলাম এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করব। আপনি এত চমৎকার লিখেছেন যে মনে হচ্ছে আমি এখানে ফেইল। এত সুন্দর — কিভাবে কালেকশন করলেন ভাবতে অবাক লাগে। অনেক কষ্ট করেছেন আপনার লেখা দেখেই তা বুঝতে পারছি। আমিও বসন্তকালীন বিভিন্ন ফুলগুলো কালেকশনের চেষ্টা করছি, যদি শেষ পর্যন্ত কমপক্ষে পাঁচটি বসন্তকালীন ফুলের ইমেজ নিতে পারি তাহলে এই প্রতিযোগিতায় করব। আপনি ভাল থাকুন , সুস্থ থাকুন এই দোয়া কায়মনে করি.।

ফুল আর ফুল, আমার বাংলা ব্লগে বসন্তের ছোঁয়া লেগেছে প্রতিযোগিতার কারণে। আর এই প্রতিযোগিতাকে সামনে রেখে আমরা নানান রকম ফুলের মেলায় হারিয়ে যাচ্ছি। এই ফুলের মেলায় আপনার ফটোগ্রাফি পোস্টটি সত্যিই অসাধারণ লাগছে। খুবই সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন ভাইয়া। যা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আপনার ফটোগ্রাফির প্রত্যেকটি ফুলই চোখের দৃষ্টি কেড়ে নিচ্ছে। অসম্ভব সুন্দর ফুলের ফটোগ্রাফি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি।

বসন্তের ফুলের যে ফটোগুলো শেয়ার করেছেন , ফুল গুলো খুবই চমৎকার ছিল। এমন কয়েকটি ফুল শেয়ার করেছেন আগে কখনই দেখিনি । খুব সুন্দর হয়েছে ফটোগুলো । ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ।

আহ্ অবশেষে। খুব অপেক্ষায় ছিলাম ভাইয়া আপনার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার এবং আপনার করা বসন্ত ফুলের ফটোগ্রাফি গুলো দেখার। কারণ বরাবরই আপনার প্রতিটি কাজ আমার কাছে খুব ভালো লাগে। আপনি যে কাজগুলো করেন খুব মন থেকে এবং নিখুঁত ভাবে করেন। অসম্ভব সুন্দর হয়েছে প্রতিটি ফুলের ফটোগ্রাফি। প্রতিটি ফুলের নিজ নিজ সৌন্দর্য রয়েছে। তাই কোনটা বেশি ভালো বা খারাপ এর তুলনাই করা যাচ্ছে না। অনেক জানা-অজানা তথ্য নিয়ে পোস্ট টি শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। নানান রঙের ফুলের কারণে আপনার পোস্টটির মধ্যে পুরো বসন্তের আমেজ রয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

ভাইয়া আমি প্রথমে একটি কথাই বলতে চাই আপনার ফটোগ্রাফির দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। আপনার ফটোগ্রাফিগুলো অসাধারণ হয়েছে। বসন্তকাল যেমন চারপাশ ফুলে ফুলে ভরিয়ে দেয় তেমনি আপনি এই বসন্তের সৌন্দর্য তুলে ধরার জন্য দক্ষতার সাথে ফুলের ফটোগ্রাফিগুলো করেছেন। ভাইয়া আপনার দক্ষতা যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। খুবই সুন্দর হয়েছে ফটোগ্রাফিগুলো। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দক্ষতার সাথে করা হয়েছে। বসন্তের দারুন সব ফুলগুলোর ফটোগ্রাফি সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।♥️♥️♥️

অসাধারণ কিছু ছবি তুলেছেন আপনি। ছবিগুলা দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ আপনাকে।