আজ- ০৯, বৈশাখ, | ১৪২৯ , বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | শুক্রবার |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলীঃ
নাম | সরি বিন্দু |
---|---|
পরিচালক | মেহেদি হাসান জনি । |
অভিনয় | অপূর্ব, কেয়া পায়েল ,ফখরুল বাশার, মিলি বাশার, রাগিব রায়হান পিয়াল, মাসুম রেজোয়ান । |
দৈর্ঘ্য | ৪৩.১৭ মিনিট। |
ধরন | শিক্ষামূলক,বিনোদন। |
ভাষা | বাংলা। |
মুক্তির তারিখ | ২১.০৪.২০২২ইং। |
এখানে,
বিন্দু চরিত্রে অভিনয় করেছে - কেয়া পায়েল।
রাফি চরিত্রে অভিনয় করেছেন - অপূর্ব।
নাটকের সারসংক্ষেপ
এরপর দৃশ্য পরিবর্তন হয়ে যায়, আর আমরা দেখতে পাই একটি লোক খুব জোরে জোরে কলিং বেল বাজাচ্ছে। এরপর বিন্দু এসে দরজা খুলে। এরপর লোকটি বলে আমি বিন্দুকে চাচ্ছি বিন্দুকে একটু ডেকে দিন। বিন্দু বলে, কি বলবেন বলুন আমিই বিন্দু। এরপর লোকটি বিন্দুকে হা করতে বলে আর একটি কেক মুখের মধ্যে দিয়ে দেয়। কেকটি মুখে দেওয়া মাত্রই বিন্দু থুথু মেরে কেকটি ফেলে দেয় কেননা কেকটা জঘন্য খেতে। এরপর বিন্দুর বাবা মা চলে আসে আর বলছে কি হয়েছে? এরপর লোকটি বলে আমি ওনার কাস্টমার, আপনার মেয়ের নিজের বানানো কেক নিজেই খেতে পারছেনা অন্যরা কিভাবে খাবেন । আর এসব কিছুতে বিন্দু একদমি অবাক হয়ে যায় কেননা সে কখনো এতটা বাজে কেক বানায় না আর তার বানানো মানসম্মত সকলেই তার কেক খুব পছন্দ করে। কিভাবে এসব কিছু হয়েছে সে কিছুতেই বুঝতে পারছিনা।
এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই, লোকটি বিন্দুর বাসার গেটের মধ্যে কাগজে করে একটি বেড রিভিউ লিখে দিয়েছে। আর এটি দেখে বিন্দু খুবই রেগে যায় এবং এই লোকটিকে ফোন করে। বলে সে কেন এসব করছে এসব করে তার কি লাভ। লোকটি বলে এখনো তো কিছু করিনি সামনে আরো কি কি করব সেটি দেখুন । এরপর বিন্দু বলে আমি কোন অপরাধ করিনি আপনি আমাকে ভয় দেখাবেন না। আপনার যা ইচ্ছে তা করুন । আমার যারা কাস্টমার আছে তারা আমার কেক খুব পছন্দ করে এবং তারা জানে যে আমার কেক কতটা মানসম্মত এবং ভালো। তাই আপনি খারাপ রিভিউ দিলেই তারা কখনো বিশ্বাস করবে না।
এরপর দেখা যায় লোকটি লাইভে এসে বিন্দুর কেক নিয়ে একটি ব্যাড রিভিউ দেয়। এরপর দেখা যায় এই ব্যাড রিভিউর কারণে সব কেকের ওয়াডার গুলো ক্যানসেল হয়ে যাচ্ছে। আর এসব সবকিছু নিয়ে বিন্দু খুবই হতাশ হয়ে আছে। বিন্দুকে তার মা-বাবা বোঝাচ্ছে সে তো কোন অন্যায় করেনি তাই তার সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর দেখা যায় বেশ অনেকদিন পর বিন্দুর কাছে একটি কেকের ওয়াডার আসে। আর এইটি নিয়ে সে খুব খুশি হয়। আর যে লোকটি কেকের অর্ডার দিয়েছে তাকে সে ডিসকাউন্টে কেক দেওয়ার কথা বলে। আর বলে কেক খাওয়ার পর সে যেন পেইজে গিয়ে একটি অনেস্ট রিভিউ দেয়। এরপর লোকটি জানায় সে এটি করতে রাজি আছে তবে তার একটি শর্ত আছে সেটি হচ্ছে বিন্দু জেন নিজ হাতে গিয়ে তাকে কেকটি ডেলিভারি দেয়। আর এই কথা শুনে বিন্দু রাজি হয়েছে। এবং কেকটি নিজে গিয়ে ডেলিভারি দিতে গিয়েছে ।
এবার বিন্দু ওখানে গিয়ে দেখে ঐ লোকটিকে যে লোকটি তার কেক নিয়ে ব্যাড রিভিউ দিয়েছিল। এরপর লোকটি জানায় তার নাম হচ্ছে রাফি। এরপর রাফি বিন্দুর কাছে ক্ষমা চায় তার এসব কর্মকাণ্ডের জন্য। এরপর রাফি বলতে থাকে কীভাবে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। রাফি তার বোনের জন্মদিন উপলক্ষে তার বন্ধুকে সকালে " বিন্দু কেক এন্ড পেষ্ট্রি সপ " থেকে একটি কেক অর্ডার করতে বলে। কিন্তু তার বন্ধু সকালে কেকটি অর্ডার করতে একদমই ভুলে যাই। তাই সে বিন্দুকে ফোন করে আধা ঘন্টার মধ্যে একটি কেক ডেলিভারি দেওয়ার কথা বলে। যেটি আমরা প্রথম নাটকের প্রথমে দেখতে পেয়েছিলাম। যাইহোক বিন্দুতে তখন সে অর্ডারটি ক্যানসেল করে দিয়েছিল কেননা আধা ঘন্টার মধ্যে তার কেক প্রস্তুত করা সম্ভব না। তাই সে একটি দোকান থেকে কেক কিনে নিয়ে গিয়েছিল। কিন্তু সে এই বিষয়টি তার বন্ধুকে জানাই নি। তাই রাফি মনে করেছিল এই কেকটি " বিন্দু কেক এন্ড পেষ্ট্রি সপ " থেকে নেওয়া হয়েছে। আর এই সব ভুল বোঝাবুঝির জন্য কিন্তু তাদের সাথে একটা ঝামেলা হয়েছে। আর এই সবকিছুর জন্য রাফি বিন্দুর কাছে ক্ষমা চাই। কিন্তু বিন্দু মোটেও রফিকের ক্ষমা করছে না। কেননা রাফির নেগেটিভ রিভিউ এর কারণে তার কেক এখন আর কেউ নিতে চায়না। তার ব্যবসা বন্ধ হয়ে গেছে।
এরপর দেখে যে রাফি বিভিন্নভাবে বিন্দুর কাছে কাছে ক্ষমা চাচ্ছে। কখনো তার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকছে কিংবা তাকে নানাভাবে সরি বলতে থাকে। কিন্তু কিছুতেই বিন্দু তার সরি একসেপ্ট করছে না।
এবার দেখা যায় রাফি আবার ও লাইভে আসে এবং " বিন্দু কেক এন্ড পেষ্ট্রি সপ " কেক সম্পর্কে একটি পজিটিভ রিভিউ দেয় এবং পূর্বে নেগেটিভ রিভিউ এর সম্পর্কে যে ভুল বুঝাবুঝি হয়েছে সেটি সকলের কাছে তুলে ধরে। এতে বিন্দুর বিজনেসটি আগের মতো সচল হয়ে যায় এবং সকলে তার কাছ থেকে কেক অর্ডার নিতে শুরু করে।
আর এসব কিছুর পর বিন্দু তার সরি এক্সেপ্ট করে। আর এভাবেই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে নাটকটি শেষ হয়।
শিক্ষা
আমরা অনেক সময় কোন একটি ঘটনাকে পুরোপুরি পর্যালোচনা না করেই বিচার করেনি। আসলে এটি করা একদমই উচিত না কেননা কোনো একটি ঘটনা পিছনে অনেকগুলো কারণ রয়েছে সেসব কারণগুলো যখন আমরা যাচাই না করে কোনো পদক্ষেপ নিয়ে তখন সেটি যে কোন একটি সমস্যার সৃষ্টি করে। যেমন আমরা নাটকটি দেখতে পেয়েছি, সাধারণ একটি ভুল বোঝাবুঝি থেকে অনেক বড় একটি সমস্যা সৃষ্টি হয়েছে। এছাড়া নাটকের একটি ছোট্ট শিক্ষণীয় দিক রয়েছে সেটি হচ্ছে অতিরিক্ত রাগ এবং জেদ মানুষের জীবনে কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না। যেমনটা নাটকে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও নাটকের অন্যান্য অনেকগুলো শিক্ষণীয় দিক রয়েছে। যেমন নারীদের নিজেদের স্বাবলম্বী হওয়ার ব্যাপারটি ও উঠে এসেছে এখানে।
ব্যক্তিগত মতামত
নাটকের কাহিনীর উপর ভিত্তি করেই নাটকটির নামটি নির্মাণ করা হয়েছে। নাটকের গল্পটি শুরু হয়েছে একটি ভুল বুঝাবুঝি দিয়ে। খুবই সুন্দর ছোট্ট একটি গল্পের ভিত্তিতে নাটকটি তৈরি করা হয়েছে। আমার কাছে নাটকটি বেশ ভালো লেগেছে। এবং নাটকের মূল চরিত্র অভিনয় করা অপূর্ব এবং পায়ের ওরা দুজনই খুব ভালো অভিনয় করেছে।
ভাইয়া আমি আজকেই এই নাটকটি দেখলাম চমৎকার একটি নাটক। আপনি আজকে চমৎকার ভাবে রিভিউ করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন একটি নাটকের রিভিউ পড়লাম ভাইয়া। আসলে ছোট্ট একটি ভুল বোঝাবুঝির কারণে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। মানুষের অতিরিক্ত রাগ ও জেদ সবসময় খারাপ কিছু বয়ে আনে। এই নাটকটিতে শিক্ষণীয় বিষয় তুলে ধরা হয়েছে। সকলকেই নিজের রাগ ও জেদ সংযত রেখে এরপর প্রতিটি কাজ করা উচিত। তাহলে অন্তত খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। যাইহোক নাটকের শেষে এসে বিন্দু তার নিজের সম্মান ও কাজ ফিরে পেয়েছে এবং আবারও তার কেক তৈরির কাজ চালু করেছে দেখে ভালো লাগলো। নাটকের শেষটায় সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে এটা দেখে অনেক ভালো লেগেছে আমার। ভাইয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। 💗💗
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অতিরিক্ত রাগ যে কোনো সময় ভুল বুঝাবুঝির সৃষ্টি করে এবং সেইসাথে মারাত্মক একটি সমস্যার সৃষ্টি করে। তবে নাটকটির রিভিউ পড়ে ভাল লাগলো।কারণ শেষ পর্যন্ত হ্যাপি এন্ডিং হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাই সরি বিন্দু নাটকটার মতোই আমাদের জীবনেও এইরকম অনেক ভুল বোঝাবুঝি হয়ে থাকে। হয়তো দেখবেন ভুল করছে একজন শাস্তি পাচ্ছে অন্যজন। যেটা বিন্দু এবং রাফির মধ্যে দেখা গেল। তবে এক্ষেত্রে কাউকে অন্ধ বিশ্বাস না করে রাফির যাচাই করা উচিত ছিল বলে আমি মনে করি।কিন্তু এটা তো নাটক যেটা পরিচালকের ইচ্ছা মতো হয়ে থাকে। নাটকটা গতকাল মুক্তি পেয়েছে সেজন্য এখনো নজরে আসেনি। ভালো ছিল রিভিউ টা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নাটকটি গতকাল রাতেই আমরা দেখেছি। ভেবেছিলাম আমি একটা রিভিউ লিখব কিন্তু সকালে দেখি ভাই আমার আগেই কাজটি সেরে ফেলেছে হাহাহাহা। যাইহোক ভাবতে অবাক লাগে এত কাজ করার পরে আপনি নাটক দেখার সময় কখন পান। সত্যি চমৎকার লিখেছেন। পরবর্তীতে রিভিউ লেখার ক্ষেত্রে আপনার এই পোস্টটি আমার কাজে লাগবে। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সরি বিন্দু নাটকটি আপনি খুবই সুন্দর ভাবে রিভিউ করেছেন। আসলে আপনার রিভিউ পড়ে আমার খুবই ভালো লেগেছে। নাটকটি আমি দেখেছি, তারপরও আপনার রিভিউ খুবই ভালভাবে পড়লাম এবং আপনি খুবই সুন্দর ভাবে নাটকটি সম্পন্ন তুলে ধরেছেন। আসলে ভুল বোঝাবুঝির বিন্দু কাস্টমার হারায়। এতে অনেক বড় কষ্ট পেয়েছিলাম। যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর ভাবে আমাদের মাঝে রিভিউ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরিচালক মেহেদী হাসান এর সরি বিন্দু নাটকের রিভিউ দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এই নাটকের মাধ্যমে পরিচালক একটি মেসেজ দেয়ার চেষ্টা করেছে। নাটকের রিভিউ এর উপস্থাপনা ও ছিল অনেক সুন্দর সব মিলিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন আমাদের সাথে ।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Please consider to approve our witness 👇
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ দারুন তো নাটক টা। পুরোটা রিভিউ পড়ে খুব বেশি ভালো লাগলো। শুরুতে মনে মনে ভাবছিলাম নাটকটা দেখে নেব এখন পুরো রিভিউ পড়ে মনে হচ্ছে আর দেখা লাগবেনা। রিভিউ পড়েই নাটকের সব মজা নিয়ে নিয়েছি 😜😜
তবে অনেক সুন্দর ভাবে নাটক রিভিউ উপস্থাপন করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাই আমরা অনেক সময় কোন একটা জিনিসকে পর্যালোচনা না করেই বিচার করে ফেলি। আসলে এই কাজ করার মাধ্যমে আমরা নিজেদেরকে নির্বুদ্ধিতার পরিচয় দিই। আর সত্যি বলতে নাটকটি বেশ দারুন ছিল। আর চমৎকার রিভিউ দিয়েছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নাটকটি আমার এখনো দেখা হয়নি। তবে আপনার লেখাটি পড়ে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এটি দেখার আগ্রহ বেড়ে গেছে। আর অপূর্বের নাটক আমি পছন্দ করি বেশি। বেশ কিছু নাটক দেখেছি অপূর্বের।এটা ও মনে হয় সুন্দর হইছে।দেখে নেব।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি রিভিউ শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটি অর্ধেক দেখেছি। ভেবেছিলাম আমিও রিভিউ দিবো 😇। যায়হোক আপনি খুব সুন্দর করে নাটকটির রিভিউ দিয়েছেন। তবে নাটকের হ্যাপি এন্ডিংটা ভালো হয়েছে। পুরো নাটকটা দেখতে হবে। আপনাকে ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলা নাটক গুলো অন্য রকম ভালো লাগে। আর অপূর্ব এর অভিনয়তো অসাধারণ। এই নাটকটি আমার এখনো দেখা হয়নি। আমি অবসরে এই নাটকটি দেখবো। শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই সত্যি বলতে আমি যতোটুকু পড়লাম নিজের কাছে এখন নাটকটি দেখার খুব ইচ্ছে জাগলো। তবে আমার কাছে বাসার নিচে যখন বোর্ডের মধ্যে বাজে রিভিউ দিয়ে গেল এ বিষয়টি খুব হাস্যকর লেগেছে। দিনশেষে এটা সত্যিই অনেক কিছু পর্যবেক্ষণ না করার কারণে আমরা অনেক সময় অনেক বড় বড় ভুল করে বসি। আমি অনলাইনে বগুড়ার দই বিক্রি করছিলাম রমজান মাসে। 1 লোক হুট করে আমার পেজে বাজে রিভিউ দিল সে বলল আমি নাকি দই কম দিয়েছি তখন আমি দেখলাম সে আমার কাস্টমার ছিল না পড়ে তার সাথে যখন কথা বললাম সে বলল আমি আপনার কাছে অর্ডার করিনি অন্য একজনের কাছে করেছিলাম ভুল হয়ে গিয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরো রিভিউ পড়ে খুব ভালো লাগলো। তবে কেক নিয়ে বাজে রিভিউ দেওয়াতে যখন বিন্দুর বিজনেস নষ্ট হয়ে যায় তখন অনেক খারাপ লাগে। তবে যাই বলেন এখানে সব দোষ হচ্ছে রাফির বন্ধুর যার কারণে এতো সব ঘটনা। তবে আমি বিন্দুর রাগ করার বিষয়টা সমর্থন করি। এমন একটা বিজনেস রাফির ব্যাড রিভিউ এর কারনে নষ্ট হয়। যাইহোক, সর্বোপরি নাটক আমার ভালোই লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে রিভিউ দিয়েছেন। আমার কাছেও অপূর্বের অভিনয় ভালো লাগে। ধন্যবাদ আপনকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া,বিন্দু নাটকটি খুবই সুন্দর একটি নাটক আর এই নাটকটির মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। যেগুলো আমরা সচরাচর প্রতিটা মানুষই করে থাকি। ভাইয়া, আপনার লেখা নাটকের রিভিউটি আমি খুব মনোযোগ সহকারে পড়েছি। ভাইয়া, আমার তেমন নাটক দেখা হয়না বিন্দু নাটকের রিভিউটি পড়ে খুব ভালো লেগেছে। আমরা সচরাচর কোন কিছু না বুঝে না শুনে ভুল করে থাকি আর এই ভুল অনেক বড় সমস্যার কারণ হয়ে থাকে। আমাদের প্রত্যেকের প্রয়োজন যেটা শুনি সে বিষয় টি ভালো করে যাচাই বাছাই করে তার পরে একটা কিছু করা। যাইহোক ভাইয়া, আপনার লেখা বিন্দু নাটকের রিভিউটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit