tron address Link up করা।

in hive-129948 •  2 months ago  (edited)

আজ- ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্ত-কাল। | |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে কিভাবে ট্রন এড্রেস লিংকআপ করবেন তা শেয়ার করব।



1000051491.png

কেমন আছেন সব আশা করছি ভাল আছেন । আমার আজকের এই পোস্টটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ । কেননা আপনারা সবাই জানেন যে , বেশ কিছুদিন আগে Steemit এর সাথে ট্রন এর যে লিংক আপ ছিল সেটা steemit কোম্পানি রিমুভ করে দিয়েছিল , ট্রনের মাধ্যমে আমরা অনেক ধরনের কাজ আমার সম্পন্ন করি, বিষেশ করে, ইদানিং যখন আমরা puss প্রজেক্টটা চালু করি , এই ট্রন ওয়ালেট টা তখন খুবই জরুরি ছিল, কিন্তু এই সময় আমরা ট্রন ওয়ালেট টি সরিয়ে ফেলাতে আমাদের নিজস্ব সার্ভার ডাটাবেজের মাধ্যমে এটা আমরা নিজেরা চালু করার চেষ্টা করতেছি। এই উদ্দেশ্যে গত Hangout এ বিস্তারিত আলোচনা করেছি। আমি আবার এই পোস্টের মাধ্যামে আবার বিস্তারিত আলোচনা করেছি। কেননা অনেকেই ভুল প্রসিডিওর এর মাধ্যমে করেছেন, যার কারণে অনেকের tron link up টা হয় নি।

নিচের screenshots এর মাধ্যমে আমি বুঝিয়ে বলছি।

1000051498.jpg

আসলে এ নিয়মটি খুবই সহজ , শুধুমাত্র একটি স্টেপ ফলো করার মাধ্যমে এটি সহজে করা যাই,

১. ট্রন এড্রেস এড করার জন্য , @tronlinkup এই ওয়ালেট এ 0.001 steem পাঠাতে হবে, এবং মেমো তে add তারপর আপনার টি আর এক্স এড্রেসটি দিবেন । যেটা স্ক্রিনশট এর মাধ্যমে বলা আছে ।
এরপর , এরপর বট যদি সাকসেসফুলের টি আর এক্স অ্যাড্রেসটা নিতে পারে তাহলে, ফিরতে একটা ট্রানজেকশন এর মাধ্যমে , ওই একাউন্টে জানিয়ে দেওয়া হবে যে, টি আর এক্স অ্যাড্রেসটি সাকসেসফুলের লিংকআপ করা হয়েছে ।

২. এরপর কেউ যদি তার লিংকআপ করা এক্স এড্রেসটি রিমুভ করতে চাই , মানে আগের trx address টা রিমুভ করতে চাই , তাহলে tronlinkup এই ওয়ালেট এ 0.001 steem পাঠাতে হবে, এবং মেমো তে remove এর পর টিআরএক্স এড্রেসটি দিতে হবে । এরপর ফ্রিতে ট্রানজেকশনটা জানিয়ে দেয়া হবে টি আর এস টি রিমুভ করা হয়েছে কিনা । যদি সাকসেসফুলের রিমুভ করা হয় তাহলে আবার পুনরায় প্রথমবারের মতো পরে নতুন করে অ্যাড করতে পারবে ।

আশা করছি সবাই এই পোস্টের মাধ্যমে সহজে টি আর এক্স এড্রেস লিঙ্ক আপ করতে পারবেন ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ট্রন লিংক আপ নিয়ে দারুন একটি টিউটোরিয়াল পোস্ট শেয়ার করেছেন।এভাবেই লিংক আপ করেছিলাম বুঝলাম হয়েছে,ধন্যবাদ।

বেশ সহজ ও সুন্দরভাবে টিউটোরিয়ালটি ব্লগ আকারে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

আমরা ইতোমধ্যে লিংক আপ সম্পন্ন করেছি। কিন্তু যারা এখন পর্যন্ত করতে পারেনি তাদের জন্য এই টিউটোরিয়াল পোস্ট টি অনেক বেশি কাজে দিবে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ট্রোন অ্যাড্রেস লিংক আপ করার টিউটোরিয়াল শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো।

tron address Link up করার সুন্দর একটি টিউটোরিয়াল দিয়েছেন। অনেক ইউজার আছে হয়তো এখন ও করতে পারেনি। আপনার পোস্ট দেখে খুব সহজেই করতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই গুরুত্বপূর্ণ একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন। আমি এই পোস্টেরই অপেক্ষায় ছিলাম। দেখে শিখে নিলাম এখন আমি লিংক আপ করব।

পুরো প্রসেসটা একদম ক্লিয়ার করে দিলেন। যদিও আমি আগে থেকেই এই প্রসেসটা কমপ্লিট করেছি তবে তারপরেও যারা একটু কম বুঝে তারা পরিষ্কারভাবে দেখে নিতে পারবে।

এটা গতদিন আপনি যখন হ‍্যাংআউটে বললেন তখনই করেছি। প্রসেস টা একেবারে সহজ।তবে অনেকের একটু জানার বা বোঝার ঘাটতি থাকার জন্য করতে পারেনি সম্ভবত। আপনার পোস্টের পর আশাকরি আর কারো অসুবিধা থাকবে না। তাদের জন্য ভালো হবে পোস্ট টা।

বেশিরভাগ ইউজার ইতিমধ্যেই ট্রন এড্রেস লিংক আপ করে ফেলেছে। কারণ সম্পূর্ণ প্রসেসিংটা একেবারেই সহজ। তাছাড়া এই টিউটোরিয়াল দেখে তো যে কেউ লিংক আপ করতে পারবে। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

গত হ্যাংআউট এ বিষয়টি আপনি সুন্দরভাবে বলার পরেও আজকে আবার পোস্ট আকারে খুবই সাবলীল ভাবে বর্ণনা করেছেন। আশা করি এরপর আর কারোর কোন সমস্যা হবে না। ধন্যবাদ ভাইয়া সুন্দর এবং উপকারী একটি টিউটোরিয়াল পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করেছেন ভাইয়া।খুব উপকার হলো।ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

অনেক সহজ ও সুন্দরভাবে টিউটোরিয়ালটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। সবাই এই টিউটোরিয়াল দেখে খুবই সহজেই tron address Link up করতে পারবে। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর করে গুছিয়ে পোস্ট উপহার দেওয়া জন্য।

খুব সুন্দরভাবে টিউটোরিয়ালটি তুলে ধরেছেন। আশা করছি যারা বুঝতে পারেনি এখন খুব সহজেই বুঝতে পারবে ধন্যবাদ ভাই।

ভাই আপনি খুব সুন্দর একটি টিউটোরিয়াল পোস্ট বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমাদের মধ্যে এখনো যে সকল ইউজার tron লিংক আপ করেনি আশা করি আপনার পোস্টটি দেখে সকলেই বুঝতে পারবে। ধন্যবাদ এত সুন্দর ভাবে টিউটোরিয়াল পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

গত হ্যাং আউটে আপনি বলেছিলেন দাদা৷ মনে ছিলনা করার জন্য। গতকালই করেছি।আর রিসিভ ম্যাসেজও পেয়েছি৷ এখন এই পোস্টটা দেখে ভালো লাগল। যারা করেনি বা পারেনি তারা সহজেই করে নিতে পারবে৷ ধন্যবাদ দাদা৷

ইতিমধ্যে এই লিংক আপ করে ফেলেছি। আরিফ ভাই আপনি ভীষণ সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন হ্যাংআউটে। তারপরেই করে ফেলি আমি। কোন অসুবিধা হয়নি। ভাই এত সুন্দর করে ডিজিটাল বিষয়গুলো বুঝিয়ে দিলেন বলে অনেক সুবিধা হল। আমার বাংলা ব্লগের সকল অ্যাডমিনদের সকলকে এত সাহায্য করবার জন্য ধন্যবাদ জানাই।