“প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ইনানী বীচ ভ্রমণ”🏝️🏖️ By mohamad786 [10% Beneficiary @shy-fox]

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

Picsart_22-06-04_00-25-48-629.jpg

আপনারা সবাই হয়ত জানেন আমি বেশ কিছু দিন আগে কক্সবাজার ভ্রমণ করতে গিয়েছিলাম। কক্সবাজার ভ্রমণকালে আমি বাংলাদেশের আরেকটি সৌন্দর্যময় স্থানে ঘুরতে গিয়েছিলাম।জায়গাটির নাম ইনানী বীচ।এটি বাংলাদেশের আরেকটি অপরূপ সৌন্দর্যময় একটি জায়গা বা পর্যটক কেন্দ্র।কক্সবাজার থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরত্বে ইনানী বীচ অবস্থিত।সেই অপরূপ সৌন্দর্যময় ইনানী বীচে ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব।আশাকরি আপনাদের সবার অনেক ভাল লাগবে।

IMG_20220604_000830.jpg

Location
Inani Beach
Device:Poco X2

কক্সবাজার ডলফিন মোড় থেকে আমরা একটি গাড়িতে ইনানী বীচের উদ্দেশ্যে রওনা দিলাম ঠিক দুপুর ১২ টায়।আমরা বাসা থেকে পরিকল্পনা করে গিয়েছিলাম যে, ইনানী বীচে গিয়ে সেখানে রেস্টুরেন্টে দুপুরের খাবার খাব।দুপুর ১ টার পরেই আমরা ইনানী বীচে পৌঁছে গেলাম।তো প্রথমেই আমরা একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেলাম।খোলামেলা জায়গায় রেস্টুরেন্ট হওয়ায় রেস্টুরেন্টেটি আমার খুব পছন্দ হলো। রেস্টুরেন্টেটি দেখতে অসাধারণ।

IMG_20220603_235147.jpg

Location
Inani Beach
Device:Poco X2

দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে তিন টার দিক চলে এলাম ইনানী বীচে।ইনানি বীচ থেকে সরে আমরা একটু অন্য পাশে গেলাম, কারণ মূল ইনানী বীচে অনেক মানুষ ছিল। আর এত মানুষের ভেতর থাকতে আমার ভালো লাগলো না।কিন্তু একটু পরে আবার চলে আসলাম মূল ইনানী বীচে।জায়গাটি এত সুন্দর যে যা মুখে বর্ণনা করে বলা সম্ভব নয়।বিশেষ করে বড় বড় পাথর এবং লাল কাঁকড়ার জন্য ইনানী বীচ বেশি বিখ্যাত।

IMG_20220603_235111.jpg

Location
Inani Beach
Device:Poco X2

IMG_20220603_235824.jpg

Location
Inani Beach
Device:Poco X2

ইনানী বীচের একপাশে সুবিশাল পাহাড় এবং অন্যপাশে সুবিশাল সমুদ্র। আর এই জন্যই পর্যটকরা এখানে বেশি আসে। কারণ একই জায়গা থেকে তারা পাহাড় এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারে।পাহাড়টি অনেক বড় এবং পাহাড়ের ধার দিয়েই রাস্তা চলে গেছে।এই সুবিশাল পাহাড়ের কারণে ইনানী বীচের সৌন্দর্য লক্ষ গুণ বৃদ্ধি পেয়েছে।যা মানুষের মনকে খুব সহজেই আকৃষ্ট করে।

IMG_20220603_235904.jpg

Location
Inani Beach
Device:Poco X2

IMG_20220603_235220.jpg

Location
Inani Beach
Device:Poco X2

IMG_20220604_000507.jpg

Location
Inani Beach
Canon EOS 250D

এত সুন্দর একটি জায়গা ঘুরতে এসেছি, শুধু জায়গার ছবি তুললে হবে নাকি নিজেরও তো ছবি তুলতে হবে। তাই শুরু করে দিলাম ছবি ওঠা। ছবি ওঠার জন্য একজন ক্যামেরাম্যানকে আমরা ঠিক করলাম। সে ছবি প্রতি দুই টাকা করে নেওয়ার জন্য রাজি হলো।অপরূপ সৌন্দর্যের মাঝে আমরা নিজেদের মত সুন্দর সুন্দর স্টাইল দিয়ে ছবি ওঠা শুরু করলাম।

IMG_20220604_000402.jpg

Location
Inani Beach
Device:Canon EOS 250D

IMG_20220603_235256.jpg

Location
Inani Beach
Device:Canon EOS 250D

অনেক অপেক্ষার পর অবশেষে সূর্য অস্তের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি আমাদের মাঝে চলে আসলো।সূর্য অস্তের সময় ইনানী বীচে মানুষের পরিপূর্ণ হয়ে গেল।একটি মজার বিষয় হলো ইনানী বিচে অনেক বড় বড় ঢেউ আসে। সেজন্য এখানে অনেক মানুষ গোসল করতে আসে। আমারও গোসল করার ইচ্ছা ছিল। কিন্তু আমি কোন জামাকাপড় নিয়ে যায়নি দেখে ইনানী বিচে গোসল করা হলোনা। ইনশাল্লাহ পরবর্তী সময়ে ইনানী বিচে গোসল করব।

IMG_20220603_235327.jpg

Location
Inani Beach
Device:Canon EOS 250D

IMG_20220603_235637.jpg

Location
Inani Beach
Device:Canon EOS 250D

আমি বেশিরভাগ সময় সূর্য অস্তের মুহূর্তের ছবি উড়তে পছন্দ করি। কারণ সূর্যাস্তের সময় পিছনের ব্যাকগ্রাউন্ড কালার লালচে আকার ধারণ করে। সেজন্য ছবিগুলো দেখতে খুবই সুন্দর হয়। সেজন্য আমি সূর্যাস্তের সময় ইনানী বীচে পাথরের উপর বসে অনেকগুলো ছবি উঠলাম।ইনানী বীচে অনেক বড় বড় ঢেউ আসে সেজন্য ছবিগুলো অনেক সুন্দর হয়েছিল।এবং ছবি উড়তে অনেক ভালো লেগেছিল।

IMG_20220603_235358.jpg

Location
Inani Beach
Device:Canon EOS 250D

IMG_20220603_235733.jpg

Location
Inani Beach
Device:Poco X2

আপনারা সবাই হয়তো জানেন আমি একজন ফটোগ্রাফি প্রিয় মানুষ। ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে যখন এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছি সেখানে ফটোগ্রাফি করার অন্যরকমই মজা। তাই আমি আর বেশিক্ষণ বসে না থেকে আশেপাশে ছবি তোলা শুরু করলাম।ফটোগ্রাফি যেন আমার নেশায় পরিণত হয়ে গেছে।

IMG_20220603_235553.jpg

Location
Inani Beach
Device:Poco X2

বীচে দেখি একটি বোতল পড়ে আছে। তাই আমি বোতলকে কেন্দ্র করে সূর্য অস্ত যাওয়ার কিছু মুহূর্তের ফটোগ্রাফি করলাম।মেঘের কারণে সূর্যটি সম্পূর্ণ ভালোভাবে দেখা যাচ্ছিল না। কিন্তু যতটুকু তুলতে পেরেছি ততটুকু তেই আমি অনেক সন্তুষ্ট।এখন চলেন ইনানী বীচে সূর্যাস্তের আরো কিছু ফটোগ্রাফি আপনাদেরকে দেখায়।

IMG_20220603_235520.jpg

Location
Inani Beach
Device:Poco X2

IMG_20220603_235948.jpg

Location
Inani Beach
Device:Poco X2

IMG_20220604_000040.jpg

Location
Inani Beach
Device:Poco X2

ইনানী বিচের সূর্য অস্তমিত যাওয়ার পর পরেই আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম।বাসায় যেতে যেতে রাত ৯ টা বেজে গিয়েছিলো।যাইহোক অপরূপ সৌন্দর্যময় ইনানী বীচে বেশকিছু সময় কাটিয়েছিলাম। যা আমাকে অনেক আনন্দ দিয়েছে।আমাদের বাংলাদেশ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আমাদের অনেকেরই যাওয়ার সুযোগ হয় না।আমার একটি ইচ্ছা আছে বাংলাদেশের সকল সৌন্দর্যময় পর্যটক কেন্দ্র আমি ঘুরে দেখব।পড়াশোনার ব্যস্ততার কারণে এখন তা সম্ভব হচ্ছে না। কিন্তু পরবর্তী সময়ে ইনশাআল্লাহ সকল জায়গায় ঘুরে বেড়াবো।😃😃🥰🥰

ক্যামেরাCanon EOS 250D
ধরণইনানী বীচ,কক্সবাজার।
ক্যমেরা মডেলX2
মেবাইলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানইনানী বীচ,কক্সবাজার, বাংলাদেশ।

Amar_Bangla_Blog_logo_png.png

standard_Discord_Zip.gif

banner-abbVD.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ইনানী বীচ ভ্রমণ খুবই আনন্দময় সময় পার করছেন ভাইয়া। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম এবং খুবই লোভ হচ্ছে ভ্রমণ করার ইচ্ছা জাগছে। সত্যিই অসাধারন মুহুর্ত কাটিয়েছেন।

ইনানী বীচ এর সৌন্দর্যতা দেখে সত্যি মুগ্ধ না হয়ে পারলাম না একদম। ছবি তেই এতো সুন্দর লাগছে। বাস্তবে কতই না সুন্দর হবে এই ইনানী বীচ। যাওয়া লাগবে একদিন। এমন সৌন্দর্যে হারিয়ে যেতে চাই।

ভাইরে ভাই যা দেখলাম একদম মুগ্ধ হয়ে গেলাম। অসাধারন ফটোগ্রাফি করেছেন। মনে হচ্ছিল ডিএসএলআর ক্যামেরা দিয়ে করেছেন। পকো ফোনের ক্যামেরা ভালো শুনছিলাম। একপাশে পাহাড় আরেকপাশে সমুদ্র অসাধারন ফটোগ্রাফি করেছেন। আর আপনার ফটোগ্রাফি সুন্দর হয়েছে।

ইরানি বীচ এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। আপনি ঘুরতে যাওয়ার জন্য অনেক সুন্দর একটি জায়গা বেছে নিয়েছেন। প্রতিটি ছবি আপনি আপনার ফোনের ক্যামেরায় অনেক সুন্দর ভাবে ধারন করেছেন। সত্যি কিছু বলার নেই ভাইয়া। ধন্যবাদ আপনাকে

ইনানী বীচে মোটামুটি দুইবার গিয়েছি। আজকে আরেকবার এর সৌন্দর্য টা উপভোগ করলাম আপনার পোষ্টের মাধ্যমে। অসাধারণ মুহূর্ত ছিল সেটা নতুন করে আর বলার দরকার নেই। ক্যামেরাম্যানকে বেশ অল্প দামে ঠিক করতে পেরেছিলেন ভাই। ছবিগুলো দারুণ হয়েছে। আর ভাই সূর্য অস্ত যাওয়ার যে ছবিটা দিয়েছেন এককথায় ফাটাফাটি ছিল ওটা। সত্যিই মন ভাল হয়ে গেল আপনার পোস্টটা দেখে। অনেক ভালো থাকবেন।

কক্সবাজারের সমুদ্র সৈকত গুলোর মধ্যে ইনানী বিচের কথা এটা আলাদা করে বলতেই হয় বিশেষ করে সৌন্দর্য। আসলে সমুদ্রের সৌন্দর্য বলে প্রকাশ করা যায় না শুধু মন ভরে উপভোগ করা যায়। তার পরেও ইনানী বিচের সূর্যাস্তের ফটোগ্রাফি গুলোর কথা আলাদা করে না বললেই নয়। আপনি খুব চমৎকার করে ফটোগ্রাফি গুলো করেছেন দেখে একদম চোখ জুড়িয়ে গেল। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ইনানী বিচ আসলে প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর। এর আগেও এ সম্পর্কে বেশকিছু পোস্ট দেখছিলাম যদিও এখানে যাওয়া হয়নি। আপনার পোস্টটি খুবই ভালো লাগছে দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফি সৌন্দর্য দেখে তো এখনই যেতে ইচ্ছে করছে।

ইনানি বিচ আসলে এই সৌন্দর্য প্রকৃতির একটা জায়গা। আপনি যে এই জায়গায় ঘুরতে গিয়েছেন দেখে বেশ ভালো লাগলো। তাছাড়া অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। একটা কথা ঠিকই বলেছেন এই রকম জায়গায় এসে নিজের ছবি তুলবেন না সেটা কি হয় নাকি। তাছাড়া বোতলের ফটোগ্রাফি টা এত ভালো লেগেছে কি বলব। সূর্যাস্ত এবং বোতল অসাধারণ একটা ফটোগ্রাফি হয়েছে। অসাধারণ একটা পোস্ট দেখতে পেলাম।

ভাই ইনানী বীচে একবার গিয়েছি। আজকে আরেকবার এর সৌন্দর্য টা উপভোগ করলাম আপনার পোষ্টের মাধ্যমে। অসাধারণ মুহূর্ত ছিল সেটা নতুন করে আর বলার কিছু নেই। ছবিগুলো দারুণ হয়েছে। ভাই সূর্য অস্ত যাওয়ার যে ছবিগুলো দিয়েছেন এককথায় ফাটাফাটি ছিল। সত্যিই মন ভরে হয়ে গেল আপনার পোস্টটা দেখে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

কক্সবাজারে গিয়েছি অসংখ্যবার কিন্তু দুঃখের বিষয় কখনোই ইনানী বীচে যাওয়া হয়নি। আপনার পোস্ট পড়ে মনে হল অনেক কিছুই মিস করেছি ইনানী বিচে না গিয়ে। আর ফটোগ্রাফির কথা কি বলব সূর্যাস্তের ছবি গুলো জাস্ট অসাধারণ। ধন্যবাদ

ভাই কি বলবো আপনার এই ছবিগুলো দেখে ভীষণ যেতে ইচ্ছে করছে ওখানে।
আর ছবিগুলো এতো অসাধারণ তুলেছেন বলা বাহুল্য। আর আপনার ছবিগুলো তো লা জবাব 👌
ইনশাআল্লাহ একদিন আমরাও যাবো ☺️

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে প্রকৃতির সৌন্দর্য ইনানী বিচ ভ্রমনের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ।এই তো কয়েক মাস আগে আমরা ঘুরতে গিয়েছিলাম কক্সবাজার। সেখানে গিয়ে আমরা এরকম সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলাম আপনার এই পোস্ট দেখে সেইসব অতীতের কথা মনে পড়ে গেল। শেয়ার করার জন্য ধন্যবাদ

এইতো কিছুদিন আগে কক্সবাজার ঘুরতে গিয়ে ইনানী বীচে গিয়েছিলাম জায়গাটি অনেক সুন্দর ।খুব সুন্দর মুহূর্ত পার করেছিলাম বন্ধুদের সাথে। আপনার কাটানো মুহূর্ত গল্প পড়ে অনেক ভালো লাগলো।

কক্সবাজার থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরত্বে ইনানী বীচ অবস্থিত

আমিও এই জায়গাটিতে একবার গিয়েছিলাম অনেক ভালো লেগেছিল আমার কাছে। আপনিও অনেক চমৎকার ভাবে ইনানী বিচের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।