নিজ কন্ঠে স্বরচিত নাতে-রাসূল (সাঃ) “একবার দেখা দাও গো নবী ” By mohamad786 [10% @shy-fox]

in hive-129948 •  3 years ago 

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আসসালামু আলাইকুম ইয়া রাসুল আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল্লিল আলামিন।


Picsart_22-06-14_16-26-44-158.jpg

বেশ কিছুদিন আগে আমার লেখা প্রিয় নবীজির শানে একটি নাতে রাসুল আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। নাতে রাসুলের নাম “একবার দেখা দাও গো নবী”।নাতে রাসুলটা শেয়ার করার পর আপনারা অনেকেই আমার নিজ কন্ঠে এই নাতে রাসুল শুনতে চেয়েছিলাম।এবং আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে নিজ কন্ঠে আমি নাতে রাসুলটা আপনাদের গেয়ে শোনানোর চেষ্টা করব।কথা রাখার জন্য আমি আপনাদের মাঝে আজকে আমার লেখা “একবার দেখা দাও গো দয়ালু নবী”নাতে-রাসূল নিজ কন্ঠে গেয়ে শোনানোর চেষ্টা করছি।আশাকরি আপনাদের সবার অনেক ভাল লাগবে।

একটা মজার বিষয় হলো, এই নাতে রাসূল আমি নিজে লিখেছি, নিজে সুর দিয়েছি, এবং নিজ কন্ঠে এখন আপনাদের মাঝে গেয়ে শোনাচ্ছি।

নাতে-রাসূল“একবার দেখা দাও গো নবী”
লেখকমোহাম্মদ ফয়সাল আহমেদ
সুরকারমোহাম্মদ ফয়সাল আহমেদ
গায়কমোহাম্মদ ফয়সাল আহমেদ
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

“একবার দেখা দাও গো নবী”
মোঃ ফয়সাল আহমেদ

লাব্বাঈক ইয়া রাসুলুল্লাহ (সাঃ),
লাব্বাঈক ইয়া হাবিবুল্লাহ (সাঃ)।

হে-নবী,তুমি নূরে ওয়ালা নূর
তুমি গায়েবে রাসূল
তুমি মদিনার বুলবুল।

নবী-গো দেখা দাও একবার
দেখিবো নয়নো ভরে...।
কিছু চাই না হে-নবী
চাই শুধু তোমায়....।
দেখা দিয়ো প্রাণের রাসূল
একবার আসিয়া..।

স্বপ্ন-যোগে দিয়ো গো দেখা...।
তাও যদি না দাও গো নবী
মরন কালে দিয়ো গো দেখা।
তোমার ঐ নূর চেহারা দেখে....।।
পড়তে চাই মধূর কালেমা....।
দিদার দিয়ো হে-রাসূল
একবার আসিয়া।

ঐ রোজ হাশরে দয়াল তুমি ছাড়া
আপন বলতে কেউ না রহিবে...।
জান্নাত চাই না দোযখও চাই না,
চাই শুধু তোমায়.....।
দেখা দিয়ো দয়াল নবী
আমার মরনও কালে।

standard_Discord_Zip.gif

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার নিজের লেখা গজল আপনি গেয়েছেন অনেক ভালো লাগলো। সত্যি ভাইয়া আপনার প্রতিভার প্রশংসা করতেই হয়। আপনি অনেক সুন্দর ভাবে এই গজল গেয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ভালো গেয়েছেন।এই নাতে রাসূলটা আমি প্রথম শুনলাম।খুবই সুন্দর হয়েছে।ধন্যাবাদ আপনাকে আরো সুন্দর সুন্দর আরো নাতে রাসূল শুনবো আশা করি।

জেনে অবাক হলাম যে,এটি আপনারই রচিত এবং আপনার নিজেরই সুর করা🥰।
খুবই ভালো হয়েছে ভাই,আল্লাহ তায়ালা আপনার উপর রহম করুন🌺।
ভালোবাসা নিয়েন 💜এমন আরো চাই

অনেক ভালো লাগলো ভাই। খুব সুন্দর করে আপনি গজলটি আমাদের সামনে উপস্থাপনা করেছেন। খালি গলায় অসাধারণ গেয়েছেন আপনি। ধন্যবাদ এরকম সুন্দর একটি গজল আমাদের সামনে উপহার দেওয়ার জন্য।

সত্যিই অসাধারণ হয়েছে ভাইয়া। সম্পূর্ণ টি আপনি নিজে করেছেন শুনে খুবই ভালো লাগলো। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম এটি। আরো সুন্দর সুন্দর নাতে রাসূল শেয়ার করবেন আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

প্রিয় নবীর শানে নাত শরীফ খুব সুন্দর ভাবে আপনি আপনার কন্ঠে কভার করেছেন, মনটা জুড়ে গেল। আর প্রিয় নবীর শান মান যেখানে দেখি সেখানেই হাজির হতে মন চায়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি নাতে রাসূল শেয়ার করার জন্য।

খুবই ভালো লাগলো যে আপনি একটি নাতে রাসুল লিখেছেন সুর করেছেন আবার আমাদের মাঝে সেটাকে নিয়ে খেয়ে শুনিয়েছেন। আসলে আপনার কন্ঠটা শুনতে বেশ ভালো লেগেছিল। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে নিয়ে আপনি এত সুন্দর নাতে রাসুল লিখেছেন সত্যিই অসাধারণ।

এর আগেও আপনার একটি ইসলামিক গান লেখা এবং কভার দেখেছিলাম। বেশ ভালো লেগেছে ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এগিয়ে যান।

হামদ ও নাত আমি প্রায়ই শুনি। তুমি আমার বাংলা ব্লগ এই প্রথম আপনার কন্ঠে একটি নাতে রাসুল শোনা হলো। অনেক চমৎকার আপনার গলা। খুব ভালো গেয়েছেন আপনি।

খুব সুন্দর গেয়েছেন ভাইয়া। এই নাতে রাসুল আপনার কন্ঠে শুনতে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাতে নিজকন্ঠে গেয়ে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

image.png

অসাধারণ ছিল ভাই। আপনার ভয়েসটা সুন্দর এবং কন্ঠে যেন কান্না কান্না একটা ভাব। প্রিয়নবীকে স্বপ্নে দেখা প্রতিটা মুসলমানদের স্বপ্ন। অনেক সুন্দর ছিল ভাই।।

এগুলোকে বলে প্রতিভা । আপনার লুকায়িত প্রতিভা প্রকাশ পাচ্ছে আপনার এই পোস্টের মাধ্যমে । খুব সুন্দর নাতে রাসুল পরিবেশন করেছেন । আমার কাছে বেশ ভালো লেগেছে । আশা করি সামনে আরও এমন প্রতিভা দেখতে পারবো, ধন্যবাদ আপনাকে।

আপনার নাতে রাসুল সাঃ শুনে কলিজা টা জানাও শীতল হয়ে গেল। আপনার নিজের লেখা এবং কি নিজের গাওয়া খুব অসাধারণ হয়েছে। একজন সত্তিকারের প্রিয় নবীর গোলাম এর কন্ঠে নাতে রাসুল টা শুনে খুব ভালো লেগেছে।

ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না ভাই। জাস্ট অসাধারন গেয়েছেন। অনেক ভাল লেগেছে আপনার কন্ঠে নাতে রাসূল টি। ইউনিক পোস্ট ছিল। চালিয়ে যান ভাই। দোয়া থাকবে আপনার জন্য

স্বরচিত নাতে রসূল। আসলে সুন্দর মস্তিষ্কের ধর্মীয় শিহরণ ।সবকিছু ভালো ছিল। আপনার জন্য রইল অনেক অনেক ধর্মীয় শুভেচ্ছা।

বাহ! চমৎকার ছিল। আমার ভালো লাগে এই নাতে রাসুল শুনতে। ক্লাস ফাইভ থেকে এটা শুনে আসছি। আপনি ভালোই গাওয়ার চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনাকে

আপনার এই প্রতিভা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি ভাইয়া। কিছুদিন থেকেই দেখছি আপনি আমাদের মাঝে স্বরচিত নাতে রসূল গুলো লিখে শেয়ার করছেন আজকে তো আপনি আরো বেশি কিছু করে ফেললেন। নিজেই নিজের লেখা স্বরচিত নাতে রাসুল আমাদেরকে গেয়ে শোনালেন। আপনার কন্ঠে এই নাতে রসূল টা অনেক ভালো লাগলো ভাইয়া।

আপনি খুব সুন্দর ভাবে এই ইসলামী সংগীত কভার করেছেন। ইসলামী সংগীত শুনতে আমার ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে এটি উপস্থাপন করেছেন আমাদের মাঝে। আপনার সুরের প্রশংসা করতে হয়। যাই হোক শুভকামনা রইল এবং পরবর্তী গজল এর অপেক্ষায় রইলাম।

খুবই চমৎকার একটি নাতে রসূল আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যিই আমি মুগ্ধ আপনার এই রকম একটি নাতে রাসুল শুনে। পরবর্তীতে রকম সুন্দর কিছু গজল আপনার থেকে আশা করব।

আপনার কন্ঠ খুব দারুণ। মাশাল্লাহ সুন্দর ভাবে গজলটি বলেছেন। আমার খুবই ভালো লেগেছে আপনার এত সুন্দর কন্ঠ শুনে। এভাবেই প্রতিনিয়ত গজল শেয়ার করতে থাকুন।

কি বলবো ভাই শুনে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুব চমৎকারভাবে মিষ্টি কন্ঠে আমাদের মাঝে
নাতে-রাসূল (সাঃ) পরিবেশন করেছেন বেশ দুর্দান্ত হয়েছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ধন্যবাদ।