শৈশবের স্মৃতিগুলো যেন মনের এক কোণে চিরসবুজ হয়ে থাকে। সময়ের পরিক্রমায় জীবনের অনেক কিছু বদলে গেলেও কিছু অনুভূতি আগের মতোই রয়ে যায়। বিশেষ করে বসন্ত এলেই আমার শৈশবের এক অমলিন অধ্যায় মনে পড়ে যায়,নলকায় দাদির বাড়িতে কাটানো বসন্তের দিনগুলো। সেই সুবাসিত মুকুলের ঘ্রাণ, সোনালি বিকেল, আর দাদির গল্পের সঙ্গ,সবকিছু মিলিয়ে বসন্ত মানেই যেন স্বপ্নের মতো সময়।আপনাদের মাঝে আবার শৈশবের খুব সুন্দর একটি গল্প শেয়ার করব।আবার জিতে চারণ পড়ে হয়তো আপনারা কেউ কেউ আপনাদের নিজের শৈশবে ফিরে যেতে পারেন।আলুন তাহলে সবাই মিলে একবার শৈশবে ফিরে যাই...
নলকায় মানে আমার দাদি বাড়িতে গেলেই মনে হতো যেন আরেকটা জগতে পা রাখলাম। ছোট্ট গ্রাম, বিস্তৃত সবুজ মাঠ, পাখির কিচিরমিচির শব্দে মুখর পরিবেশ,সবকিছুতেই এক অন্যরকম মায়া ছিল। তবে সবচেয়ে প্রিয় ছিল আমাদের বাড়ির বিশাল উঠোন, যেখানে আমরা কাজিনরা সারাদিন হইচই করতাম। বসন্ত এলেই আনন্দ যেন দ্বিগুণ হয়ে যেত, কারণ তখন দাদির বাড়ির আমগাছগুলোর ডালে ডালে মুকুল ফুটতে শুরু করত। দাদি বলতেন, "বসন্তের বাতাসে আমের মুকুলের ঘ্রাণ ছড়িয়ে পড়লেই বুঝবি, গ্রীষ্ম আর বেশি দূরে নেই।" সত্যিই তাই, বসন্তের শুরুতেই গাছের শাখায় ছোট ছোট হলুদ মুকুল দেখা যেত, আর সেই ঘ্রাণে গোটা উঠোন ম ম করত।
আমগাছে নতুন মুকুল আসা মানেই ছিল নতুন এক খেলার সূচনা। আমাদের কাজিনদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যেত,কে সবচেয়ে আগে মুকুলের গন্ধ পাবে, কে সবচেয়ে সুন্দর মুকুল খুঁজে বের করতে পারবে। দাদি সাবধান করে বলতেন, "মুকুল ছুঁয়ে দিস না, তাহলে আম কম হবে।" কিন্তু কে শোনে! আমরা লুকিয়ে লুকিয়ে সেই সোনালি মুকুল ছুঁয়ে গন্ধ নিতাম, কখনো কখনো চুপিচুপি মুকুল ভেঙেও ফেলতাম। একবার আমার এক কাজিন দুষ্টুমি করে মুকুল মুখে নিয়ে ফেলেছিল, ভেবেছিল স্বাদ বুঝি আমের মতোই মিষ্টি হবে। কিন্তু স্বাদ একদমই ভিন্ন,তেতো আর ঝাঁঝালো। সে চিৎকার দিয়ে বলেছিল, "ইস! এটা কেমন জিনিস!" আমরা সবাই হেসে গড়িয়ে পড়েছিলাম।
বসন্তের আরেকটা বড় আনন্দ ছিল দাদির সঙ্গে ভোরবেলা আমগাছের নিচে যাওয়া। দাদি বলতেন, "আজকের সকালটা কেমন যাবে, তা বোঝা যায় আমগাছের মুকুল দেখে।" যদি দেখি গাছের ডাল ভর্তি মুকুল, বুঝতাম এবার প্রচুর আম হবে। আর যদি দেখতাম কিছু মুকুল ঝরে পড়েছে, দাদি আফসোস করে বলতেন, "হায় রে! কাল রাতে ঝড় এসে অনেক মুকুল নিয়ে গেল!"বসন্তের বিকেলগুলো ছিল অনন্য। গাছের নিচে বসে পাতা ঝরার শব্দ শোনা, বাতাসে মুকুলের সুমিষ্ট ঘ্রাণ অনুভব করা, আর দাদির গল্পে হারিয়ে যাওয়া,এসব মিলেই আমার শৈশবের বসন্তের আনন্দ ছিল অমলিন। পুরো উঠোনটাই যেন স্বপ্নের রাজ্যে পরিণত হতো।
আজও বসন্ত এলেই আমি চোখ বন্ধ করলে অনুভব করি, আমি যেন আবার দাদির বাড়ির সেই উঠোনে দাঁড়িয়ে আছি। বাতাসে মুকুলের ঘ্রাণ ভাসছে, পাখির ডাক কানে আসছে, আর চারদিকে ছড়িয়ে আছে শৈশবের নির্মল আনন্দ। বয়স বাড়লেও সেই অনুভূতিগুলো কখনো পুরোনো হয় না, বরং আরও গাঢ় হয়ে হৃদয়ের গভীরে জায়গা করে নেয়। বসন্ত মানেই আমার কাছে স্মৃতির ঝাঁপি খুলে যাওয়া, হারিয়ে যাওয়া সেই দাদির উঠোনে, সেই মুকুলের রাজ্যে...
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বসন্তকালে আম গাছে মুকুল ধরলে তা দেখতে এক আলাদা এই অনুভূতির সৃষ্টি হয়। আর আপনি এত সুন্দর গ্রাম্য পরিবেশে সময় কাটাতে শুনে খুব ভালো লাগছে। দাদীর বাড়িতে এই সুন্দর পরিবেশে সমস্ত কিছু নিয়ে সময় কাটাতে নিশ্চয়ই খুব ভালো লাগতো। আর আপনি যে সেই সময়টাকে ভীষণভাবে মিস করছেন তা আপনার ব্লগ করেই বুঝতে পারলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শব্দের ভেতর যেন একটা পুরো পৃথিবী লুকিয়ে আছে গ্রামের সেই সরল দিনগুলো, দাদির স্নেহ, আর মুকুলের মিষ্টি ঘ্রাণ। বসন্ত এখানে শুধু ঋতু নয়, এক টুকরো শৈশব, যা মনে করিয়ে দেয় ফেলে আসা দিনগুলোর অমূল্য সৌন্দর্য। দারুণ অনুভূতিময় লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রাম মানেই অন্যরকম অনুভূতি। ভালো লাগলো দাদির ছোট্ট গ্রাম, বিস্তৃত সবুজ মাঠ, পাখির কিচিরমিচির শব্দে মুখর পরিবেশ,সবকিছুতেই এক অন্যরকম মায়া ছিলো জেনে আসলে গ্রাম এইরকমই হয় তবে কিছু কিছু গ্রাম সুন্দর হয় বেশি যেমনটি আপনাদের এই গ্রাম।দারুণ অনুভূতি শেয়ার করেছেন। আসলে ছোটবেলায় যা নিষিদ্ধ তা বেশি বেশি করতাম সেরকম আপনারাও সবাই মিলে আমের মুকুলের ঘ্রাণ নিতেন আমের মুকুল ছুঁয়ে দিয়ে ও মুকুল লুকিয়ে ভেঙ্গেও দিতেন।দাদি ঠিক বলেছেন যতো আমের মুকুল ততই আম হয় গাছে আর ঝড় আসলে আমের মুকুল ঝড়ে পড়ে যায় ও আম কম হয়।ধন্যবাদ সুন্দর পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শৈশবের বেশ মজার একটি স্মৃতি শেয়ার করলেন আপনি। সত্যিই শৈশবের স্মৃতিগুলো সবার কাছে শেয়ার করতেও এক প্রকারের ভালো লাগে। কারণ এই মধুর স্মৃতিগুলো আর কখনো ফিরে পাওয়া যাবে না। তবে স্মৃতি হয়ে আমাদের চোখে ভাসে। বেশ মজার একটি মুহূর্ত শেয়ার করলেন আমের মুকুলের। আপনার গল্পটি পড়ে আমিও যেন শৈশবে হারিয়ে গেছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শৈশব মানে সুন্দর মুহূর্ত মজার স্মৃতি। শৈশবে আমরা অনেক আনন্দ করেছি। কিন্তু আমের মুকুল দেখে বা কোন কিছুকে কেন্দ্র করে ভবিষ্যৎ বলে দেওয়া এগুলো আমি মোটেও পছন্দ করতাম না। তবে যাই হোক অতীতের দিনগুলো সব সময় মধুর। বেশ ভালো লাগলো আপনার আজকের সুন্দর পোস্ট পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit