বন্ধুদের সাথে গ্রাম্য মেলায় জিলাপি খাওয়ার স্মৃতিময় গল্প //পর্ব-২[10% Beneficiary @shy-fox]

in hive-129948 •  2 years ago 

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

বন্ধুদের সাথে নিয়ে মেলায় ভিতরে ভ্রমণের সময় জেলাপি খাওয়া নিয়ে সোহাগের সাথে আদিতের মধ্যে একটা বাজি ধরা হয়। আর এই বাজিকে কেন্দ্র করে আমরা বন্ধুরা অনেক আনন্দ উপভোগ করতেছিলাম। তো আমরা যখন ১ কেজি গুড়ের জিলাপি কিনে মাঠের ভিতরে গোল হয়ে বসে আদিতকে দিয়ে বললাম যে আদিত খাওয়া শুরু কর। এই পর্যন্তই প্রথম পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকের দ্বিতীয় পর্বের মাধ্যমে শেয়ার করতে আসলাম। তখন আদিত কেজি জিলাপি খাওয়া শুরু করলো। তখন আমরা বন্ধুরা আদিতের দিকে তাকিয়ে ছিলাম। তখন গুড়ের জিলাপি খাওয়া শুরু করলো আসলে এক কেজি গুড়ের জিলাপি খাওয়া খুবই কঠিন। গুড়ের জিলাপি বেশি খাওয়া যায় না। তার পরেও গরম গরম গুড়ের জিলাপি ছিলো। এক কেজি জিলাপি অনেকগুলো ধরেছিল।আদিত একের পর এক জেলাপি খাচ্ছে।

people-g76701b2da_1920.jpg

source

গরম গরম জিলাপি আদিত একের পর এক খেতে শুরু করল। আমরা বন্ধুরা চেয়ে চেয়ে দেখতে লাগলাম। আশেপাশে আরও কিছু মানুষ জড়ো হয়ে গেল।আদিত একের পর এক জেলাপি খাচ্ছে। ১০ মিনিট পার হয়ে গেল, আদিত তখন জেলাকে চারভাগের একভাগ শেষ করেছে এবং আদিত তখন বলল আমাকে একটু পানি খাওয়ার সুযোগ করে। পানি না খেলে গুড়ের জিলাপি মিষ্টি মুখের ভিতরে আটকে যাচ্ছিল। তখন সোহাগ বললো আচ্ছা পানি খাওয়ার সুযোগ আছে। তো সুযোগ করে দেওয়া হলো। আমি বললাম আদিত বেশি পানি খাস না। তাহলে কিন্তু আর বেশি জিলাপি খেতে পারবি না।আদিত বললো শুধু মুখটা একটু ভিজিয়ে নিবো। মুখটা একটু ভিজিয়ে নিয়ে আবারও জেলাপি খাওয়া শুরু করলো।


তো আবারও আদিত জিলাপি খাওয়া শুরু করলো। আশেপাশে কিছু মানুষ আসলো তারা বলল এভাবে কিসের জিলাপি খাচ্ছে। তখন আমি বললাম এখানে বাজি ধরা হয়েছে। তো সেই জিলাপি খাচ্ছি। তখন এক চাচা বললো এভাবে গুড়ের জিলাপি খাইও না, তাহলে পেটে অসুখ হতে পারে, পেট ব্যাথা হবে।তখন আদিত বললো না চাচা সমস্যা নেই। আমি জিলাপি খাব তখন প্রায় ২০ মিনিট হয়ে গেছে,আদিত প্রায় অর্ধেকের বেশী জিলাপী খেয়ে ফেলেছে। এর মধ্যে সোহাগ বলতে লাগলো আজকে বাজিতে আদিত জিতে যাবে অর্ধেকের বেশী জিলাপী খেয়েছিস। আর মাত্র কয়েকটা জিলাপি আছে। আমি তখন বললাম আদিত যদি না পারিস তাহলে খাওয়া বন্ধ কর। টাকাটা আসল না।বাজি কিছুই না বাদ দে। যদি অসুখ হয়ে যায় তাহলে আরো বেশি সমস্যা হবে।তখন আদিত বললো না আমি পারব। এই বলে আদিত জেলাপি আরাও খাওয়া শুরু করল।


amusement-gd17ac08ad_1280.png

source

জিলাপি খেতে খেতে আদি ৩০ মিনিট হয়ে গেল। ৩০ মিনিটের সময় আদিত জেলাপি প্রায় সবগুলো খেয়ে ফেলেছে। আর মাত্র তিনটি জিলাপি রয়েছে। তখন সোহাগ বলল আদিত কিভাবে এতো জেলাপি খায়তে পারোস। তুই এত জিলাপি সত্যি খেতে পারলি।আর মাত্র তিনটি জেলাপি ছিলো কিন্তু আদিত বললো আমার মনে হচ্ছে গলা পর্যন্ত এসে গেছে। আমি বললাম বন্ধু এখন যদি বমি হয়ে যায় তাহলে খুব খারাপ হবে। বাদ দে, তুই বাজিতে জিতছিস।আদিত বললো আমি মানবো না এখন আমি তিনটা খাবোই। আদিত আস্তে আস্তে খাওয়া শুরু করলো। মাঝে মাঝে পানি দিয়ে গলাটা ভিজিয়ে নিল। যাতে গলার ভিতর থেকে গুড়ের মিষ্টি দূর হয়ে যায়।ওই তিনটি জেলাপি মধ্যে দুটি আদিত খেয়ে ফেলল আর মাত্র একটি জেলাপি থাকলো। সত্যিই ঐ একটি জেলাপি যখন আদিত খেতে লাগলো তখন আমরা সহ এবং আশেপাশের লোকজন হাতে তালি দিতে লাগল। আস্তে আস্তে সেই একটি জেলাপিও আদিত খেয়ে শেষ করল।আর খাওয়ার শেষে আদিত মাটিতে শুয়ে পরল। তখন বলল আমাকে কিছু বলিস না। আমার গলা পর্যন্ত এসেছে। আমি কিছুক্ষন এভাবে শুয়ে থাকি। সবগুলো জিলাপি খেয়ে ফেলেছে এটি খুবই আনন্দে। তখন আকাশের দিকে আদিত নিরবে চেয়ে সুয়ে আছে। আমরা সবাই অনেক খুশি হলাম।সোহাগ ও তখন বলল আমি হেরে গিয়েও অনেক খুশি হয়েছি। যেন আমিও জিতে গেছি। বন্ধু আমার এক কেজি জিলাপি হয়ে শেষ করল সত্যিই আশ্চর্যের বিষয়।


আমরা বন্ধুরা সত্যিই কখনোই কল্পনা করিনি আদিত ১কেজি জিলাপি এভাবে একাই শেষ করবে। সত্যি ঐদিন অবাক হয়ে গিয়েছিলাম। এক কেজি গুড়ের জেলাপি আদিত একাই খেয়ে শেষ করে ফেলল এবং এই বাজি জেতার পরে আমরা বন্ধুরা মিলে আরো অনেক আনন্দময় মুহূর্ত উপভোগ করেছিলাম। সেই পর্বটি আপনাদের মাঝে তৃতীয় পর্ব হিসেবে নিয়ে আসবো। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই।

আজ এখানেই শেষ করছি। আবারো অন্য কোনদিন ভিন্ন কোনো কন্টেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।🙏🤲🙏

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

এরকম গুড়ের জিলাপি খাওয়ার অভিজ্ঞতা আমার জীবনেও আছে, আমি মিষ্টি খুব পছন্দ করি। একবার গ্রামের মেলা থেকে ১ কেজি জিলাপি খাওয়া শুরু করেছিলাম শেষ পর্যন্ত ৭০০ গ্রামের মত খেতে পেয়েছি। তবে আমার মতে বাজি ধরে কোন খাবার খাওয়া ঠিক নয়। যাই হোক, আপনার পোষ্টটি পড়ে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল, ভালো লাগলো আপনার পোস্ট পড়ে অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আমি নিজেও অবাক কিভাবে আপনার বন্ধু এভাবে এক কেজি করে জিলাপি খেয়ে ফেলেছে । যেখানে আমি একটাও জিলাপি পুরা খেতে পারি না সেখানে এক কেজি তো কল্পনাও সম্ভব না। আপনার বন্ধুকে অভিনন্দন ।তৃতীয় পর্বের অপেক্ষায় রইলাম ভাইয়া।

ভাইয় পোস্ট পড়ে অবাক হলাম। এত জিলাপি কি করে খেয়ে ফেললো?? 🤔 আমি গুড়ের জিলাপি কখনও খাইনি। তবে জিলাপি খেতে বেশ মজাই লাগে। ঢাকা চিকন চিকন রেশমী জিলাপি বানায়। সেই জিলাপি আমার খুব ভাল লাগে।অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন রইল আপনার জন্য।

ভাই আমি আপনার পোষ্টটি পুরা অবাক হয়ে গেলাম। আমি কখনোই ভাবিনি' যে আপনার বন্ধু এক কেজি জিলাপি খেয়ে শেষ করবে। সত্যি সত্যি আদিত এক কেজি জিলাপি খেলো। আসলে এরকম মানুষ আমাদের সমাজে অনেক রয়েছে। যারা মিষ্টি পছন্দ করে, অনেক খেতে পারে। আমার গ্রামের এক চাচা রয়েছে সে এক কেজি বা তার বেশি মিষ্টি খেতে পারে। যাইহোক পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো।

১ কেজি জিলাপী তাও আবার গুড়ের, কি সাংঘাতিক। আসলে এই ধরনের বাজি ঠিক না, যে কোন সময় দুর্ঘটনা হয়ে যেত পারবো।আমার বেশ জানার ইচ্ছে আপনার আদিত বন্ধু এখন অব্দি সুস্থ আছে তো?ধন্যবাদ

আপনার পোস্ট পড়তে পড়তে ভাবছিলাম আসলেই কি এটা সম্ভব। আদিত কি সত্যিই এক কেজি গুড়ের জিলাপি খেতে পারবে। পোস্ট পড়তে পড়তে দেখছি শেষ পর্যন্ত এক কেজি জিলাপি শেষ করল। আমি তো সত্যিই অবাক হয়ে গেলাম। কিভাবে সম্ভব। এইজন্যই মনে হয় আদিত একেবারে শুয়ে পড়েছে। আর সোহাগ ঠিক বলেছে ও হেরে গিয়েও জিতে গিয়েছে। বন্ধুত্ব জেতা আর নিজের জেতা তো একই কথা হল। পরবর্তীতে আপনারা কি মজা করলেন এটা জানার অপেক্ষায় রইলাম।