তারপরে চাচার সেই বন্ধু যে বিষ নামায়, সে জায়গাটি ভালো করে দেখতে লাগলো, অর্থাৎ আমার বন্ধুর পায়ের কোথায় কামড় দিয়েছে সেই জায়গাটি ভালো করে দেখতে লাগলো এবং তার ব্যাগে থেকে কি কি যেন বের করল আসলে যে সাপের বিষ নামায়। সাপের কামড়ের চিহ্ন দেখলেই বুঝতে পারে কোন সাপ কামড় দিয়েছে। ভালো করে দেখে বলল যে কপাল ভালো ওকে যেসব কামড় দিয়েছে এই সাপের কোন বিষ নেই। এই সাপ নাকি ধরা সাপ। এই সাপ কামড় দিলে মানুষের কিছুই হয় না। এই কথাটি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। আসলে আমি খুবই টেনসনে এবং ভয়ে ছিলাম। যদি বন্ধুর কিছু হয়ে যেত তাহলে কি হতো। যখন বলল যে ধরা সাপ তখন আশেপাশের মানুষ বলল যে এই সাপ কামড় দিলে কিছুই হয় না। শুধু ভয় পাওয়াটাই বিপদের।
আসলে প্রথমে যখন সাপে কামড় দিল তখন আমার বন্ধু অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলো এবং আমিও অনেক ভয় পেয়েছিলাম। যার কারণে সাপের যে বিষ নামায় চাচার বন্ধু বলল, যে তোমরা যেহেতু ভয় পেয়েছো তোমাদের এক গ্লাস পানি পরিয়ে দিচ্ছি। এই পানি খেলে ভয় দূর হয়ে যাবে। আসলে আমরা অনেক বেশি ভয় পেয়েছিলাম, কারণ আমরা ভেবেছিলাম কোন বড় ধরনের বিষাক্ত সাপ কামড় দিয়েছে। আর সাপের বিষে অনেক মানুষ মারা যায়। যার কারণে খুবই ভয়ে ছিলাম। আসলে গরম বা শীতের সময় সাপ নিরিবিলি জায়গাতে ছিলাম।আসলে সাপকে আগে আঘাত না করলে সে তখনই ক্ষতি করতে চায়, আমার বন্ধু যখন খর টান দিয়েছে তখন সাপটি সেখান থেকে বেরিয়ে ওর পায়ে কামড় দিয়েছিল আর এই সাপটি যদি ধরা সাপ না হয়ে বিষাক্ত সাপ হতো তাহলে অনেক বড় বিপদে আমাদের পড়তে হতো।
তারপরে আমার চাচা বলল যে আর দেরি করো না, তাড়াতাড়ি তোমাদের বাড়িতে চলে যাও। তখন বন্ধুকে সাথে নিয়ে আমরা ওর বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে এসে সকল ঘটনা বললাম। আমাদের সাথে চাচা ও এসেছিল। চাচা ওর মাকে বুঝিয়ে বলল। আসলে ওর বাবা মাহফিলে গিয়েছিল, ওর মাকে আমরা বুঝিয়ে দিয়ে আসলাম। বললাম কোন চিন্তা করেন না, তখন চাচা বলল যে তোমরা আর দেরি করো না তোমাদের বাড়ি যাওয়া উচিত।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
https://twitter.com/mohamad786FA/status/1810639812845781433?t=vHpbZGKFqBlxXEtZH0zurA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার শীতের রাতে আগুন তাপানোর গল্পটি শেষ পর্ব করে অনেক ভালো লাগলো। আপনারা অনেক মজা করেছেন, তবে এটা জেনে ভালো লাগলো যে আপনার বন্ধুকে ধরা সব কামড় দিয়েছে। আসলে এই সাপের বিষ নেই। যদি বিষাক্ত সাপ হতো তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit