ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকার ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠটি আমার বাসার একদম সামনেই। দিনের বেলায় এর ব্যস্ততা এবং জমজমাট পরিবেশ চোখে পড়ে, তবে রাতে এটি অন্য রূপ ধারণ করে—শান্ত, নীরব, এবং ধীর। গত রাতে, যখন ঘড়ির কাঁটা বারোটা ছুঁই ছুঁই করছে, তখন একটুখানি হাঁটাহাঁটির জন্য বের হয়েছিলাম। হালকা শীতের আমেজ, রাস্তার বাতিগুলো ধোঁয়াটে হয়ে গেছে, এবং পুরো পরিবেশটা যেন কোনো গল্পের বইয়ের পাতা থেকে উঠে এসেছে।
![20241124_232832.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmPGpZz5FkzKigeP1N6skdcWW6nFnPjESdh76NFZEN8r2j/20241124_232832.jpg)
Location
Device:Samsung A33 (5G)
ফেরার পথে ঈদগাহ মাঠের এক কোণে চোখ পড়তেই থমকে দাঁড়ালাম। কয়েকজন বয়স্ক মানুষ রাস্তার ধারে পড়ে থাকা শুকনো ডালপালা এবং কাঠের টুকরো দিয়ে আগুন জ্বালিয়েছে। শীতের সময় এমন দৃশ্য প্রায়ই দেখা যায়, তবে এই আগুনে জড়ো হওয়া মানুষগুলোর চেহারায় একধরনের প্রশান্তি ফুটে উঠেছিল। মনে হলো যেন শীতকে জয় করার ছোট্ট এক আয়োজন।
![20241124_233104.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmVJRgFVNcKw8gAHV11tew8uG1kZEjqUbAEPU4hZUzMmek/20241124_233104.jpg)
Location
Device:Samsung A33 (5G)
এই দৃশ্য দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। শীতের সকালে মা যখন রোদে শুকনো চাদর বিছিয়ে আম আর লিচু কাঠ পুড়িয়ে আগুন জ্বালাতেন, আমরা সবাই সেই আগুন ঘিরে বসে থাকতাম। আগুনের তাপে হাত সেঁকে নেওয়ার আনন্দ তখন মনে হতো সবচেয়ে বড় বিলাসিতা। গতরাতের সেই আগুন আমাকে যেন ছোটবেলার সেই মুহূর্তে ফিরিয়ে নিয়ে গেল।
![20241124_233106.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmey5o7wHKmUfX45Z3pcbWkoSZir317bEa6tNY37jxaWC3/20241124_233106.jpg)
Location
Device:Samsung A33 (5G)
কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আগুনের তাপ নেওয়ার পর মনে হলো, এই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করা উচিত। আমার মোবাইল সর্বদা আমার সঙ্গে থাকে, তাই আগুনের শিখার একদম কাছ থেকে কয়েকটি ছবি তুলতে শুরু করলাম। আগুনের ছবি তোলার সময় একটি অদ্ভুত অনুভূতি কাজ করছিল। শিখাগুলো যেন কথা বলছিল—কখনো তারা তেজস্বী, কখনো মৃদু। আগুনের রঙের এই বৈচিত্র্য এবং তার অনির্দেশ্য নড়াচড়া আমাকে মুগ্ধ করেছিল। শিখার লাল-কমলা আলো যেন শীতের রাতের অন্ধকারকে ভেদ করে নিজের উপস্থিতি জানান দিচ্ছিল।
![20241124_233033.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmWDjrTwq5cgKagncv5VEKkgFZ8rYKA2MbGB5ntsy5XxsT/20241124_233033.jpg)
Location
Device:Samsung A33 (5G)
ছবি তোলার সময় দেখলাম, আগুনের চারপাশে থাকা মানুষগুলোর মধ্যে কেউ গল্প করছে, কেউ আবার নীরবে বসে আছে। এই নীরবতা যেন তাদের মনের গভীর শান্তি প্রকাশ করছিল। আগুনের তাপ আর আলো তাদের শীতের রাতটাকে উষ্ণ এবং আনন্দময় করে তুলেছে।একজন বয়স্ক লোক আমাকে ডেকে বললেন, "ছবি তুলতেছো বাবা? সুন্দর কইরাই তুলো।" তার কথায় হাসি ফুটল আমার মুখে। এমন সাধারণ মানুষদের সঙ্গে এমন মুহূর্ত ভাগাভাগি করার আনন্দই আলাদা।
![20241124_233031.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmZGRvfRR3v4o2M7w7NdDaEK35JHWwvwgC2CMSDnR22enQ/20241124_233031.jpg)
Location
Device:Samsung A33 (5G)
ঢাকায় যদিও এখনো তেমন শীত পড়েনি, তবে হালকা বাতাসে ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছিল। আগুনের তাপ আর সেই হালকা শীতের মিশ্রণ যেন শরীর-মনের ক্লান্তি মুছে দিল। কিছুক্ষণ পর যখন হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দিলাম, তখন মনে হলো এই অভিজ্ঞতা নিয়ে লিখতে হবে। আজকের এই লেখাটি সেই রাতের গল্প, অনুভূতি আর মুহূর্তের ছবি নিয়ে। আগুনের ছবি তুলতে গিয়ে আমি যা দেখেছি তা শুধু শীতের রাতের গল্প নয়, এটি জীবনের ছোট ছোট আনন্দেরও গল্প। আমাদের ব্যস্ত জীবনে এমন মুহূর্তগুলোই আমাদের থামতে শেখায়, অনুভব করতে শেখায়।
![20241124_232820.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmSRK5h4Mq7K53Zmop44AxudUiuSjxKmtEk24TdGJaonoH/20241124_232820.jpg)
Location
Device:Samsung A33 (5G)
ছবি গুলোতে আমি আগুনের বিভিন্ন মুহূর্তের প্রতিফলন ধরার চেষ্টা করেছি। কখনো আগুনের শক্তিশালী শিখা, কখনো তার মৃদু আলো। প্রতিটি ছবিই যেন একেকটি গল্প বলে। আমি নিশ্চিত, এই ছবিগুলো আপনাদেরকেও শীতের সেই উষ্ণতার অনুভূতি এনে দেবে।আমাদের জীবনে অনেক ছোট ছোট মুহূর্ত আসে, যেগুলো আমাদের হৃদয়ে গভীর ছাপ ফেলে যায়। গতরাতের সেই আগুনের উষ্ণতা এবং ফটোগ্রাফির অভিজ্ঞতা ঠিক সেরকমই একটি মুহূর্ত। এটি শুধু একটি শীতের রাতের গল্প নয়, এটি জীবনের সৌন্দর্যের এক অনন্য উদাহরণ।
![VideoCapture_20241125-143147.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmd5t4R21saJt8GKfyctAtnoCkZMWyCTJRbAf5wjMSUTCk/VideoCapture_20241125-143147.jpg)
Location
Device:Samsung A33 (5G)
আপনাদের জন্য সেই মুহূর্তের কিছু ছবি শেয়ার করলাম। আশা করি, ছবিগুলো দেখে আপনাদের মনে শীতের উষ্ণতার অনুভূতি জাগবে এবং হয়তো আপনাদের নিজের কোনো স্মৃতি মনে করিয়ে দেবে।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
![standard_Discord_Zip.gif](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmfRETShxA5EQdPmpF6ChkQd5MkXJPifATT3TZdvk5sEC1/standard_Discord_Zip.gif)
ফোনের বিবরণ
মোবাইল Samsung A33 (5G)
ধরণ "আগুনের শিখায় শীতের উষ্ণতা"
ক্যমেরা মডেল A33 (48+8+5+2)
ক্যাপচার @mohamad786
অবস্থান ঢাকা- বাংলাদেশ
আমার পরিচয়
![1000024149.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW65cjW89AykWhepqDMJe3mw3wHFhUKSk2rceTnM6tmyK/1000024149.png)
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।
![1000024154.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmWF5sKPszjuYuAdun2sZX4wFHGvwLHzTFiomiqYKYwSnY/1000024154.png)
![1000024151.gif](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmRV5mZkcwZUi3KMRpZZsj7MQhBmh8dxAzBeFyrVrx4iq8/1000024151.gif)
ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকার ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠটি আমার বাসার একদম সামনেই। দিনের বেলায় এর ব্যস্ততা এবং জমজমাট পরিবেশ চোখে পড়ে, তবে রাতে এটি অন্য রূপ ধারণ করে—শান্ত, নীরব, এবং ধীর। গত রাতে, যখন ঘড়ির কাঁটা বারোটা ছুঁই ছুঁই করছে, তখন একটুখানি হাঁটাহাঁটির জন্য বের হয়েছিলাম। হালকা শীতের আমেজ, রাস্তার বাতিগুলো ধোঁয়াটে হয়ে গেছে, এবং পুরো পরিবেশটা যেন কোনো গল্পের বইয়ের পাতা থেকে উঠে এসেছে।
Device:Samsung A33 (5G)
ফেরার পথে ঈদগাহ মাঠের এক কোণে চোখ পড়তেই থমকে দাঁড়ালাম। কয়েকজন বয়স্ক মানুষ রাস্তার ধারে পড়ে থাকা শুকনো ডালপালা এবং কাঠের টুকরো দিয়ে আগুন জ্বালিয়েছে। শীতের সময় এমন দৃশ্য প্রায়ই দেখা যায়, তবে এই আগুনে জড়ো হওয়া মানুষগুলোর চেহারায় একধরনের প্রশান্তি ফুটে উঠেছিল। মনে হলো যেন শীতকে জয় করার ছোট্ট এক আয়োজন।
Device:Samsung A33 (5G)
এই দৃশ্য দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। শীতের সকালে মা যখন রোদে শুকনো চাদর বিছিয়ে আম আর লিচু কাঠ পুড়িয়ে আগুন জ্বালাতেন, আমরা সবাই সেই আগুন ঘিরে বসে থাকতাম। আগুনের তাপে হাত সেঁকে নেওয়ার আনন্দ তখন মনে হতো সবচেয়ে বড় বিলাসিতা। গতরাতের সেই আগুন আমাকে যেন ছোটবেলার সেই মুহূর্তে ফিরিয়ে নিয়ে গেল।
Device:Samsung A33 (5G)
কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আগুনের তাপ নেওয়ার পর মনে হলো, এই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করা উচিত। আমার মোবাইল সর্বদা আমার সঙ্গে থাকে, তাই আগুনের শিখার একদম কাছ থেকে কয়েকটি ছবি তুলতে শুরু করলাম। আগুনের ছবি তোলার সময় একটি অদ্ভুত অনুভূতি কাজ করছিল। শিখাগুলো যেন কথা বলছিল—কখনো তারা তেজস্বী, কখনো মৃদু। আগুনের রঙের এই বৈচিত্র্য এবং তার অনির্দেশ্য নড়াচড়া আমাকে মুগ্ধ করেছিল। শিখার লাল-কমলা আলো যেন শীতের রাতের অন্ধকারকে ভেদ করে নিজের উপস্থিতি জানান দিচ্ছিল।
Device:Samsung A33 (5G)
ছবি তোলার সময় দেখলাম, আগুনের চারপাশে থাকা মানুষগুলোর মধ্যে কেউ গল্প করছে, কেউ আবার নীরবে বসে আছে। এই নীরবতা যেন তাদের মনের গভীর শান্তি প্রকাশ করছিল। আগুনের তাপ আর আলো তাদের শীতের রাতটাকে উষ্ণ এবং আনন্দময় করে তুলেছে।একজন বয়স্ক লোক আমাকে ডেকে বললেন, "ছবি তুলতেছো বাবা? সুন্দর কইরাই তুলো।" তার কথায় হাসি ফুটল আমার মুখে। এমন সাধারণ মানুষদের সঙ্গে এমন মুহূর্ত ভাগাভাগি করার আনন্দই আলাদা।
Device:Samsung A33 (5G)
ঢাকায় যদিও এখনো তেমন শীত পড়েনি, তবে হালকা বাতাসে ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছিল। আগুনের তাপ আর সেই হালকা শীতের মিশ্রণ যেন শরীর-মনের ক্লান্তি মুছে দিল। কিছুক্ষণ পর যখন হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দিলাম, তখন মনে হলো এই অভিজ্ঞতা নিয়ে লিখতে হবে। আজকের এই লেখাটি সেই রাতের গল্প, অনুভূতি আর মুহূর্তের ছবি নিয়ে। আগুনের ছবি তুলতে গিয়ে আমি যা দেখেছি তা শুধু শীতের রাতের গল্প নয়, এটি জীবনের ছোট ছোট আনন্দেরও গল্প। আমাদের ব্যস্ত জীবনে এমন মুহূর্তগুলোই আমাদের থামতে শেখায়, অনুভব করতে শেখায়।
Device:Samsung A33 (5G)
ছবি গুলোতে আমি আগুনের বিভিন্ন মুহূর্তের প্রতিফলন ধরার চেষ্টা করেছি। কখনো আগুনের শক্তিশালী শিখা, কখনো তার মৃদু আলো। প্রতিটি ছবিই যেন একেকটি গল্প বলে। আমি নিশ্চিত, এই ছবিগুলো আপনাদেরকেও শীতের সেই উষ্ণতার অনুভূতি এনে দেবে।আমাদের জীবনে অনেক ছোট ছোট মুহূর্ত আসে, যেগুলো আমাদের হৃদয়ে গভীর ছাপ ফেলে যায়। গতরাতের সেই আগুনের উষ্ণতা এবং ফটোগ্রাফির অভিজ্ঞতা ঠিক সেরকমই একটি মুহূর্ত। এটি শুধু একটি শীতের রাতের গল্প নয়, এটি জীবনের সৌন্দর্যের এক অনন্য উদাহরণ।
Device:Samsung A33 (5G)
আপনাদের জন্য সেই মুহূর্তের কিছু ছবি শেয়ার করলাম। আশা করি, ছবিগুলো দেখে আপনাদের মনে শীতের উষ্ণতার অনুভূতি জাগবে এবং হয়তো আপনাদের নিজের কোনো স্মৃতি মনে করিয়ে দেবে।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
মোবাইল | Samsung A33 (5G) |
---|---|
ধরণ | "আগুনের শিখায় শীতের উষ্ণতা" |
ক্যমেরা মডেল | A33 (48+8+5+2) |
ক্যাপচার | @mohamad786 |
অবস্থান | ঢাকা- বাংলাদেশ |
X- Promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের রাতে আগুন পোহানোর মতো আরাম কিছুতে নেই। আমরাও বাড়ির আশেপাশে দেখি এমন আগুন জ্বালিয়ে আড্ডা বসে। শীতের এই কয়েকটা দিন যেন ভাললাগার পরশ তৈরি করে প্রকৃতি। আর তাতে আগুনে একটু গা সেঁকে নেওয়ার আরাম অনেক সুন্দর অনুভূত হয়। আপনার পোস্টের শীতের আমেজ বেড়ে গেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সময় তীব্র শীতে একটু উষ্ণতার জন্য মানুষ এমনভাবে আগুন জ্বেলে তার পাশে বসে থাকে। এটা আগে আমাদের গ্রামে করত অনেকে। আমরা বন্ধুরাও অনেক করেছি এইটা। কিন্তু এখন সেরকম সময় বা শীত আর কোনটাই নেই। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকালে আগুন পোহাতে অনেক ভালো লাগে। তবে বর্তমানে এরকম ভাবে আগুন পোহানোর সুযোগ হয় না। ছোটবেলায় আগুন পোহাতাম অনেক। ভালো লাগলো ভাইয়া আপনার এই পোস্ট দেখে। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit