"পেন্সিল দিয়ে $PUSS আর্ট "

in hive-129948 •  4 hours ago 

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমি ঢাকা কলেজে অধ্যায়নরত আছি।

1000028480.jpg

অনেকদিন ধরে ব্যস্ত থাকার কারণে আপনাদের মাঝে আর্ট শেয়ার করার সুযোগ পাইনি। আর্ট করতে যে সময়ের প্রয়োজন হয়, তা সামলাতে গিয়ে কিছুটা সময় বের করা কঠিন ছিল। কিন্তু গতকাল রাতে যখন বৃষ্টি পড়ছিল, কাজের চাপ কম ছিল। তখন ভাবলাম,একটা আর্ট করি! তবে কী আর্ট করব, সেটাই ভাবতে পারছিলাম না। হঠাৎ মনে পড়ে গেল $PUSS এর অসামান্য সফলতার কথা। $PUSS এর এত দ্রুত সাফল্য কল্পনার বাইরে ছিল। আমরা কেউ ভাবিনি এত অল্প সময়ে এটি Poloniex এ লিস্টেড হবে, যা আজকের জন্য একটি বড় সুখবর। এই সাফল্য নিয়ে আমি বেশ গর্বিত বোধ করছি। আশা করি খুব শীঘ্রই এটি Binance এও লিস্টেড হবে। আর এই সাফল্যের মূল কারিগর আমাদের সকলের প্রিয় দাদা, যিনি এই যাত্রার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন।বৃষ্টির রাতে এই আনন্দের মুহূর্তে ভাবলাম, $PUSS এর সম্মানে একটা আর্ট করা যাক। শুধুমাত্র পেন্সিল দিয়ে $PUSS এর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পেন্সিলের ছোঁয়ায় $PUSS এর সাফল্য এবং আমাদের কমিউনিটির গর্বের প্রতিফলন যেন ফুটে ওঠে—এটাই আমার চেষ্টার মূল উদ্দেশ্য ছিল।এই আর্টটা করার সময় আমি ভেবেছি, $PUSS শুধু একটি টোকেন নয়, এটি আমাদের সমষ্টিগত প্রচেষ্টার প্রতীক। আজকের এই দিন আমাদের জন্য অনেক আনন্দের। তাই আপনাদের সঙ্গে এই ছোট্ট আর্টটি শেয়ার করছি, যাতে আমরা সবাই মিলে $PUSS এর সফলতাকে উদযাপন করতে পারি।চলুন তাহলে শুরু করা যাক...

1000028411.jpg

1000017931.jpg

1000028313.jpg

  • সাদা কাগজ
  • পেন্সিল

1000017932.jpg

1000028314.jpg

  • প্রথমেই পেন্সিল দিয়ে একটি সাদা কাগজে $PUSS এর মাথার অংশ আঁকা শুরু করলাম।
1000028315.jpg1000028323.jpg
  • এবার $PUSS এর সুন্দর দুটি চোখ আঁকলাম।

1000028324.jpg

  • এরপর $PUSS এর ঠোঁট এবং নাক আঁকলাম।এরই মধ্যে দিয়ে $PUSS এর মুখমন্ডলের আকৃতি চলে এসেছে।
1000028327.jpg1000028328.jpg
  • $PUSS এর মাথায় যে ক্যাপ আছে,সেই ক্যাপটি এবার আঁকলাম।

1000028412.jpg

  • আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি $PUSS এর ছবি বের করে আঁকাচ্ছি।ছবির মত এরকম একটা শেপ তৈরি করার চেষ্টা করছি।

1000028335.jpg

  • $PUSS এর লেজ,ঘাড় এবং জামা আঁকা শেষ করলাম।

1000028415.jpg

  • $PUSS এর জামায় পেন্সিল দিয়ে ঘষে ঘষে একটু গাঢ় করার চেষ্টা করছি।।

1000028347.jpg

  • সবকিছু ঠিকঠাক ভাবে করার পর এভাবেই $PUSS এর আর্ট শেষ করে ফেললাম।

1000017933.jpg

1000028404.jpg

পেন্সিল দিয়ে আমাদের সকলের প্রিয় $PUSS এর আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমি অত্যন্ত খুশি। খুব অল্প সময়ের মধ্যেই $PUSS আমাদের কমিউনিটির একটি বড় অংশ হয়ে উঠেছে। এই টোকেনটির প্রতি আমাদের প্রত্যেকের আবেগ, ভালোবাসা এবং আশা অনেক গভীর। তাই $PUSS কে নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করি এবং তার সাফল্যকে উদযাপন করি।গতকাল রাতে যখন কিছুটা অবসর সময় পেলাম, তখন হঠাৎ মনে হলো $PUSS এর একটি আর্ট তৈরি করি। সেই চিন্তা থেকেই শুরু করলাম পেন্সিল দিয়ে $PUSS এর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা। জানি না কতটুকু সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি, তবে আমি আন্তরিকভাবে চেষ্টা করেছি $PUSS এর প্রতি আমার ভালোবাসা এই আর্টের মাধ্যমে তুলে ধরার।আশা করছি আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে।


1000028410.jpg

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

মোবাইলSamsung A33 (5G)
ধরণ"পেন্সিল দিয়ে $PUSS আর্ট "
ক্যমেরা মডেলA33 (48+8+5+2)
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

ভাইয়া আপনি যে এত নিখুঁতভাবে আর্ট করতে পারেন আমার আগে জানা ছিল । যেরকম PUSS দেখে আর্ট করার চেষ্টা করেছেন ঠিক সেই রকমই হয়েছে । তবে কালার করলে দেখতে আরো ভীষণ ভালো লাগতো। আপনার এত সুন্দর প্রতিভা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপু, সময় স্বল্পতার কারণে কালার করতে পারিনি।পরবর্তীতে আবার কালারফুল পুশ অঙ্কন করে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ।

পুশের পেন্সিল আর্টটি চমৎকার এঁকেছেন ভাইয়া।আপনার আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি ধাপে ধাপে সুন্দর এই আর্টটিকে তুলে ধরেছেন। এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

পেন্সিল দিয়ে আর্ট করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এমন কি পেন্সিল দিয়ে করা আর্ট দেখতেও আমি অনেক বেশি পছন্দ করি। আপনি পেন্সিল ব্যবহার করে অনেক সুন্দর দেখতে একটা $PUSS আর্ট করেছেন, যেটা একেবারে মনোমুগ্ধকর ছিল। এরকম আর্টগুলো যত বেশি সুন্দর করে করা হয় ততই ভালো লাগে দেখতে। আর এগুলো করার জন্য নিজের ভেতরে ধৈর্যের দক্ষতা এসব কিছু থাকার প্রয়োজন বেশি হয়।