কিছুদিন আগে ঢাকার নিউমার্কেট এলাকা দিয়ে বাসায় ফেরার পথে এক ভবঘুরে বৃদ্ধকে দেখে আমার মন ছুঁয়ে গেল। রাস্তায় অসহায়ভাবে হাঁটতে থাকা এই বৃদ্ধকে দেখে আমার মধ্যে এক অদ্ভুত মায়া কাজ করছিল। তাই, আমি তার পিছু নিলাম—দেখতে চাইলাম তিনি কোথায় যান, কী করেন। কিছুক্ষণ পরে দেখি, তিনি নিরবিচ্ছিন্নভাবে রাস্তা ধরে হাঁটছেন, কোনো উদ্দেশ্য নেই, শুধু একাকী চলা।আমি বেশি দূর আর গেলাম না, তবে বাসায় ফিরে তার ভাবনা আমাকে ঘিরে ধরল। কেন জানি না, তার জীবন, তার নিঃসঙ্গতা, সবকিছু আমাকে কৌতূহলী করে তুলল। বারবার তার জীবন কেমন হতে পারে তা ভাবতে ভাবতে হঠাৎ নিজের মধ্যে এক অনুভূতি জাগল—এই বৃদ্ধের জায়গায় যদি আমি থাকতাম? তার জীবন যদি আমার হত?
এই ভাবনাগুলো নিয়ে আমি আমার ডায়েরি হাতে তুলে নিলাম এবং মনের কথা লিখতে শুরু করলাম। একসময় সেই অনুভূতির প্রকাশ ঘটল কবিতায়। কবিতার নাম দিলাম "আমি এক ভবঘুরে বৃদ্ধ", যেখানে তুলে ধরলাম একজন একাকী বৃদ্ধের জীবন ও তার নিঃসঙ্গ যাত্রা।আজ সেই কবিতাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি, এই কবিতায় আমি যে অনুভূতি তুলে ধরতে চেয়েছি, তা আপনাদের মনেও কিছুটা সাড়া ফেলবে।
নিউমার্কেট,ঢাকা
Device: GT neo2
"আমি এক ভবঘুরে বৃদ্ধ"
মোঃ ফয়সাল আহমেদ
আমি এক ভবঘুরে বৃদ্ধ,
রাজধানীর রাস্তায় রাস্তায় ঘুরি,
নেই কোনো সঙ্গ, শুধু আমার ছায়া,
শূন্য হৃদয়ে বয়ে বেড়াই বেদনার ধারা।
রাতের আলোয় পথের ধারে বসি,
মলিন চাদরে ঢেকে রাখি দিনগুলির স্মৃতি,
কোথাও নেই বাড়ি, নেই কোলাহল,
নীরবতা ঘিরে থাকে আমাকে প্রতিদিন।
কেউ জিজ্ঞেস করে না কিছুই,
কেউ ভাবে না আমি কে বা কী ছিলাম,
সময়ের স্রোতে ভেসে চলি নির্বিকার,
ম্লান চাহনিতে দেখি ফেলে আসা দিন।
গলির কুকুরও কেমন যেন আপন লাগে,
তাদের সাথে হাঁটি, তাদেরই ছায়ায়,
খাবার খুঁজে নেই ডাস্টবিনের কোল ঘেঁষে,
পেটের তাগিদে সারাদিন বাঁচার তাগিদ খুঁজি।
কখনো বসে থাকি পার্কের বেঞ্চিতে,
চারপাশে মানুষ চলে, তবু আমি একা,
বৃদ্ধ এই দেহ, মনে আগুনের জ্বালা,
তবু কোথাও নেই সেই পুরনো ভালবাসার খোঁজ।
আকাশের তারাদের দেখি, মেঘের আড়াল,
তারা বুঝি আমাকেই খোঁজে, ঠিক আমিই,
অন্ধকারের গহীনে ডুবে গিয়ে ভাবি,
আর কতদিন এভাবে বয়ে বেড়াবো আমি?
জীবনের খাতায় কত অঙ্ক বাকি,
মৃত্যুর সাথে হয়তো হবে দেখা শিগগিরি,
তবে ততদিন এই রাস্তাই আমার ঘর,
এখানেই স্বপ্ন দেখি, এখানেই মরণ।
আমি এক ভবঘুরে বৃদ্ধ,
নেই কোনো সঙ্গ, নেই কোনো গান,
শুধু রাস্তায় রাস্তায় ঘুরি,
এই শহরের বুকে খুঁজি মনের মানান।
তবু তৃষ্ণা বাকি, বাকি চাওয়া-পাওয়া,
জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে—
আমি একা, তবুও বাঁচি,
ভবঘুরে মন নিয়ে পথে পথে হাঁটি।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
https://x.com/mohamad786FA/status/1842852401830891672?t=YKLDq8aFzEXUmzoggXGH-Q&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া, আপনার "আমি এক ভবঘুরে বৃদ্ধ" কবিতাটি সমাজের অনেক মানুষের বাস্তবতার চিত্র। শুধু ভবঘুরে নয় এমন মানুষ অনেক আছেন যারা একা এবং নিঃসঙ্গ। বেদনায় ভরা তাদের জীবন। কবিতাটি ভালো লেগেছে আমার। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার লেখা আমি এক ভবঘুরে বৃদ্ধ কবিতাটি আপনার ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম আপু।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit