ছাদবাগান করার স্বপ্ন ছিল অনেকদিনের। ধীরে ধীরে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করে। বিভিন্ন ধরনের গাছ লাগানোর মাঝে আম গাছটাও ছিল অন্যতম। ছোট্ট চারা গাছটি একসময় ধীরে ধীরে বড় হতে থাকে। কিন্তু মনের এক কোণায় সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খেত আসলে এই গাছে কখনো মুকুল আসবে তো? কিংবা আদৌ আম ধরবে? তবে এ বছর বসন্তের আগমনে সেই অপেক্ষার অবসান ঘটল।একদিন সকালে ছাদে গিয়ে দেখি আমার নিজের হাতে লাগানো আম গাছটি মুকুলে ভরে উঠেছে। প্রথমে বিশ্বাসই হচ্ছিল না, হাত দিয়ে স্পর্শ করে দেখলাম ছোট ছোট মুকুলগুলোকে। এক অন্যরকম অনুভূতি হলো, যেন আনন্দে মন ভরে উঠল। অনেকদিনের প্রতীক্ষার পর যখন নিজের গাছে প্রথম মুকুল দেখা যায়, তখন সত্যিই ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি থাকে না।
আম গাছের মুকুল মানেই চারপাশে মিষ্টি সুবাস ছড়িয়ে পড়া। হালকা বাতাসে যখন সেই সুবাস আসে, মনটা আরো বেশি ফুরফুরে হয়ে ওঠে। বসন্তের আবহে প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই সুগন্ধ যেন এক অনন্য ভালো লাগার সৃষ্টি করে। শুধু যে আমি একাই মুগ্ধ হচ্ছি তা নয়, আমার ছাদে আসা মৌমাছি আর ছোট ছোট পতঙ্গরাও যেন এই সুবাসের টানে ছুটে আসছে।প্রকৃতির এই অপার সৌন্দর্য্য খুব কাছ থেকে দেখা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। মনে হলো, শুধু আমি নই, এই আনন্দ প্রকৃতির প্রতিটি প্রাণীর মধ্যেই ছড়িয়ে পড়েছে।
গাছটিকে যত্ন করা, নিয়মিত পানি দেওয়া, সার দেওয়া এসব করতে করতেই একরকম আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। প্রথমে ধীরে ধীরে গাছটি বড় হতে থাকে, তারপর সবুজ পাতা গজায়, এবং অবশেষে যখন মুকুল এলো, মনে হলো আমার নিজের কোনো অর্জনের মতো।প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছাদে যাওয়া এখন অভ্যাসে পরিণত হয়েছে। প্রথমে গাছের চারপাশটা ভালো করে দেখি, মুকুল ঠিক আছে কি না, নতুন কুঁড়ি এসেছে কি না সবকিছু খেয়াল করি। মাঝে মাঝে গাছের পাতায় পানি স্প্রে করি, যেন গরমের তাপ গাছের উপর বেশি না পড়ে। একেকটি মুকুলের দিকে তাকিয়ে ভাবি, কিছুদিন পর এগুলো থেকে ছোট ছোট আম বের হবে। একদিন সেই আম পেরে খাওয়ার স্বপ্ন এখন থেকেই দেখতে শুরু করেছি।
ছাদবাগান শুধু শখের জায়গা নয়, বরং প্রকৃতির সঙ্গে একটা আত্মিক সম্পর্ক গড়ে তোলার মাধ্যম। একটা গাছ যখন নিজের হাতে বড় করা হয়, সেটাকে যত্ন করে লালন-পালন করা হয়, তখন সেই গাছের প্রতিটি পরিবর্তন মন ছুঁয়ে যায়। আমার আম গাছের মুকুল আসার এই অভিজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে ধৈর্য, পরিশ্রম এবং প্রকৃতির ভালোবাসা একসঙ্গে থাকলে আশার ফলাফল একদিন ঠিকই ধরা দেয়।
এখন অপেক্ষা সেই দিনের জন্য, যখন মুকুল থেকে ছোট ছোট আম বের হবে, সেগুলো বড় হবে, আর একদিন আম পেড়ে খাওয়ার সুযোগ হবে। তখন হয়তো এই আনন্দের মাত্রা হবে আরও কয়েকগুণ বেশি। কিন্তু আপাতত, মুকুলের সুবাসেই মন ভরে আছে, বসন্তের হাওয়ায় নিজের ছাদ যেন প্রকৃতির এক খণ্ড হয়ে উঠেছে।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
মোবাইল | Samsung A33 (5G) |
---|---|
ধরণ | "আম গাছে প্রথম মুকুলের আনন্দ" |
ক্যমেরা মডেল | A33 (48+8+5+2) |
ক্যাপচার | @mohamad786 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
X-Promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাশাল্লাহ দেখে অনেক ভালো লাগলো আম গাছে প্রথম মুকুল এসেছে কারো যেন নজর না লাগুক। আপনি ঠিক বলছেন যখন কোন গাছের মধ্যে প্রথম ফুল আসে সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। বিশেষ করে এই ধরনের শখের গাছগুলোতে যখন ফুল আসে খুব ভালো লাগে। সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের সবকটি আম বাগানে এবছর মুকুল চলে এসেছে। আপনার আম গাছের সুন্দর সুন্দর মুকুল দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আশা করছি আমের ফলন বেশ ভালোই হবে। আসলে যখন আম গাছের মধ্যে আমের মুকুল চলে আসে, তখন আম গাছের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের এই দিকে তো এখনো যেন আম গাছের কোন কিছুই বের হয়নি৷ আর আপনি যেভাবে আম গাছের এই মুকুল বের হওয়ার খুব সুন্দর একটা মুহূর্ত শেয়ার করেছেন তা দেখে খুব ভালোই লাগছে৷ এখানে মনে হচ্ছে যে অনেক আগেই আম চলে আসবে৷ সেখানকার মানুষ যেন সবার আগে আম খেয়ে নিতে পারবে ৷ আশায় রইলাম ভবিষ্যতে নতুন কিছু দেখার৷ ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit