আজ আমি আবারও আপনাদের মাঝে ফিরে এলাম কিছু অনু কবিতা নিয়ে। কবিতা তো আসলে মনের কথা, অনুভূতির প্রকাশ। কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো প্রশ্ন, কখনো উত্তর-সবকিছুই যেন লুকিয়ে থাকে ছোট ছোট শব্দের ভাঁজে। অনু কবিতা হয়তো আকারে ছোট, কিন্তু অনুভূতির দিক থেকে গভীর। কয়েকটি বাক্যের মধ্যেই কখনো ধরা পড়ে জীবনের গল্প, কখনো বা রঙিন অনুভূতির ছোঁয়া। সময়ের স্রোতে আমরা অনেক কিছু হারাই, আবার নতুন করে খুঁজে পাই—এই হারানো আর পাওয়ার টানাপোড়েনই কখনো কখনো রূপ নেয় কবিতার শরীরে।
আজকের কবিতাগুলোও সেই গল্পই বলে,সময়ের প্রবাহ, স্বপ্নের ওঠা-নামা, জীবনের নানা লড়াই আর অবাক করা পৃথিবীর টুকরো চিত্র। হয়তো কোনো এক লাইন আপনার মনের কথা বলে দেবে, কোনো শব্দ আপনাকে থমকে ভাবতে শেখাবে।চলুন, ডুবে যাই শব্দের জগতে, আর অনুভব করি কবিতার লাইনগুলো।
মোঃ ফয়সাল আহমেদ
অবাক পৃথিবী, রঙিন খেলা,
কেউ বা হাসে, কেউ হারায় বেলা।
আকাশ ছুঁতে চায় কতজন,
পথের ধুলোয় মলিন জীবন।
স্বপ্ন গড়ে, স্বপ্ন মরে,
সময় কারও জন্য থেমে থাকে না রে।
দেখি তবু কিছুই বুঝি না,
পৃথিবী কেন এত অদ্ভুত জানি না।
আজ আমি শূন্য, শুন্যতার ঘরে,
স্বপ্নগুলো মরে গেছে পথের ধুলোর পরে।
হাত বাড়িয়ে ছুঁই না আর আলো,
সব চাওয়া পাওয়া হলো কেবল কালো।
আকাশও আজ বোবা হয়ে আছে,
বাতাসও যেন বিরহে কাঁদে।
নিজেকেই প্রশ্ন করি বারবার,
শূন্যতা কি শেষ, নাকি শুরু আবার?
সময় বয়ে যায় নদীর স্রোতে,
স্বপ্ন গুলো ভাসে অজানার পথে।
পায়ের নিচে পথ বদলায়,
গন্তব্য কোথায়—কে বুঝায়?
সময় থামে না, আমিও নয়,
চলার সঙ্গী কেবলই ক্ষয়।
দিনের শেষে প্রশ্ন একটাই,
শেষ ঠিকানাটা কোথায়?
স্বপ্নরা আজ মরে গেছে,
অন্ধকারে পথ বেঁধে গেছে।
আলো খোঁজে দু’টি চোখ,
চারপাশ শুধু নিঃশব্দ শোক।
হৃদয় জুড়ে শূন্যতা বাজে,
কেউ কি ডাকবে ফিরে সাজে?
নতুন ভোর কি আসবে তবে?
নাকি হারাবো সময়ের পথে?
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কবিতাগুলোর মধ্যে একটি গভীর অনুভূতির প্রতিফলন রয়েছে। প্রত্যেকটি কবিতায় মানবজীবনের অস্থিরতা, স্বপ্নের অনিশ্চয়তা, এবং সময়ের চলমানতা তুলে ধরা হয়েছে। জীবনের যাত্রায় কোথাও স্বপ্ন মৃত, কোথাও প্রশ্ন অব্যক্ত, আবার কোথাও একে অপরের মধ্যে শূন্যতা ও নিঃশব্দ শোক বিদ্যমান। প্রতিটি কবিতা আমাদের জীবনের কঠিন প্রশ্নের প্রতি মনোযোগ আকর্ষণ করে। ধন্যবাদ ভাইয়া চারটি সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু কবিতা শেয়ার করছেন। এইরকম অনু কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে ভাইয়া।খুব সুন্দর ভাবে সাজিয়ে গুজিয়ে পুরো কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতাগুলো বরাবর আমার ভীষণ ভালো লাগে। আজকে লেখা সব কয়টি কবিতা অসম্ভব ভালো লাগলো। এত সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit