ABB Contest-34// আপেল ও তরমুজের মজাদার শরবত রেসিপি

in hive-129948 •  2 years ago 

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

সারাদিন রোজা রেখে ইফতারের সময় যখন শরবত রেসিপি পান করা হয় তখন খেতে ভালো লাগে। আমরা সবাই ইফতারের আয়োজন বিভিন্ন রকমের শরবত রেসিপি করে থাকি। আর আমার বাংলা ব্লগের ৩৪তম প্রতিযোগিতায় এই মজাদার শরবত রেসিপি আয়োজন করেছে। আসলে আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যরা বিভিন্ন রকমের ইউনিক ইউনিক শরবত রেসিপি তৈরি করেছে। সেগুলো দেখে খুবই ভালো লাগলো। তাই আমারও ইচ্ছা জাগল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তাই আজকে আমি বাজার থেকে আপেল ও তরমুজ কিনে এনেছি শরবত রেসিপি তৈরি করার জন্য।আপেল ও তরমুজ এর শরবত রেসিপি অনেক মজাদার হয়েছিল। কারণ তরমুজের শরবত রেসিপি ইফতারের সময় আমার তৃষ্ণা মিটে দিয়েছে।তাই আমার খুবই ভালো লেগেছে। আর আপেল এর সাথে এই শরবত রেসিপি অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আমার মজাদার সুস্বাদু তরমুজ ও আপেলের শরবত রেসিপি শেয়ার করতে পেরে অনেক ভাল লাগছে।


GridArt_20230412_231113760.jpg


Picsart_22-06-19_17-14-20-812.jpg

উপাদানপরিমাণ
তরমুজ১ টি।
আপেল২৫০ গ্রাম।
চিনি২৫০ গ্রাম ।
লবণপরিমানমতো।
বরফের টুকরোপরিমানমতো

Picsart_22-06-19_17-36-37-094.jpg

IMG_20230412_230109.jpgIMG_20230412_230055.jpg

আমি শরবত রেসিপি তৈরি করার জন্য প্রথমেই তরমুজ পিস পিস করে কেটে নিয়েছি এবং আপেল পিস পিস করে কেটে নিয়েছি।

IMG_20230412_230211.jpgIMG_20230412_230138.jpg

তারপরে আপেল ও তরমুজ আমি আলাদাভাবে ভেলেন্ডারে শরবত বানিয়ে নিলাম।

IMG_20230412_230152.jpg

ভ্যালেন্ডারে যখন তরমুজ আমি পিছিয়ে নিয়েছি তখন তরমুজের রস দেখে আমার খুবই ভাল লাগল, আর এই তরমুজের রস আমি আলাদাভাবে রেখে দিলাম।

IMG_20230412_230228.jpg

তারপরে তরমুজের রস এবং আপেলের রস এক সাথে ভ্যালেন্টাইন এর মধ্যে পরিমানমতো চিনি দিয়ে মিশিয়ে নিলাম।এভাবে আমি শরবত রেসিপি তৈরি করে নিলাম।

Picsart_22-06-19_17-31-10-553.jpg

GridArt_20230412_231153886.jpg

আজকে আমি নিজ হাতে তরমুজ ও আপেলের সুস্বাদু শরবত রেসিপি তৈরি করেছি। আর রেসিপিতে আমি চিনির পরিমাণ একটু বেশি দিয়েছিলাম। তাই খেতে আমার কাছে বেশি ভালো লেগেছে। আমি মিষ্টি বেশি পছন্দ করি। যার কারণে আমার রেসিপিটাও অনেক মজাদার হয়েছিলো।আর আজকে সারাদিনে অনেক গরম ছিলো। যার কারণে খুব তৃষ্ণা পেয়েছিল, আর ইফতারের সময় শরবত রেসিপি খেয়ে আমার খুবই ভালো লেগেছে। তাই আপনাদের সাথে আমার রেসিপি শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপি দেখে আপনাদেরও ভালো লাগবে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

New_Benner_ABB.png

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি
ধরণআপেল ও তরমুজের মজাদার শরবত রেসিপি।
ক্যমেরা মডেলNote 6pro
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

IMG_20220404_165348.jpg

আমার পরিচয়

IMG_20220525_014109.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপেল ও তরমুজ রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপেলের শরবত গুলো খেতে খুবই ভালো লাগে। আর এই ইফতারের সময়ে এই শরবত রেসিপি সত্যি তৃষ্ণা মেটায়। রেসিপিটি পরিবেশ অনেক ভালো লেগেছে।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই

আপেল আর তরমুজের সমন্বয়ে শরবত রেসিপি তৈরি করেছেন। আসলেই ভাইয়া যে তাপমাত্রা চলছে তাতে শরবত ছাড়া ইফতারের সময় যেন গলা ঠান্ডা হয় না। মজাদার শরবত রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

আপেল ও তরমুজের মিশ্রনের খুব সুন্দর একটি শরবত শেয়ার করেছেন। তবে আপনি যদি এরমধ্যে কিছু পরিমাণ দুধ ও খেজুর ব্যবহার করতেন আরো বেশী মজাদার ও আকর্ষণীয় হতো আশা করছি।আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি শরবত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

আপনার মতামতের পেয়ে খুবি ভালো লেগেছে

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি আপেল এবং তরমুজ দিয়ে অনেক সুন্দর করে শরবত বানিয়েছেন। তবে ঠিক বলেছেন রমজান সময় রোজা রেখে শরবত গুলো খেতে অনেক মজাই লাগে। তবে আপনার শরবতের রেসিপি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। এবং অনেক সুন্দর করে শরবতের রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

আপনাকে অনেক ধন্যবাদ

আপনি আপেল এবং তরমুজ দিয়ে খুব সুন্দর সুস্বাদু শরবতের রেসিপি করেছেন। তবে এইবার প্রতিযোগিতায় অনেক চমৎকার চমৎকার শরবতের রেসিপি দেখলাম। তবে ঠিক বলেছেন রোজা রেখে শরবত খেতে সত্যি অনেক ভালোই লাগে। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত শরবতের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।

সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ ভাই

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তরমুজ ও আপেল দিয়ে খুব মজাদার ও সুস্বাদু শরবত তৈরি করেছেন। তরমুজ ও আপেল দিয়ে আমি এরকম শরবত তৈরি করেছিলাম খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ আপু

চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তরমুজ এবং আপেল দিয়ে মজাদার শরবত তৈরি করেছেন। তরমুজের শরবত খেতে আমার বেশ ভালো লাগে। আপনার তৈরি করা শরবতটি দেখে মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ

আপনি আপেল ও তরমুজের স্বাদে খুবই ইউনিক একটা রেসিপি তৈরি করেছেন এই প্রতিযোগিতার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর একটা শরবত এর রেসিপি তৈরি করেছেন। শরবতের কালারটাও অসম্ভব সুন্দর লাগছে দেখতে। ভালোই ছিল আপনার আজকের এই ইউনিক শরবতের রেসিপিটি।

আপনাকে অনেক ধন্যবাদ