কবিতা আবৃত্তি:- "বয়স আমার বাইশ" মোঃ ফয়সাল

in hive-129948 •  7 days ago 

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ আবৃত্তি। এই প্রথমবার আমি আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে আপনাদের শোনাব। কবিতার নাম "বয়স আমার বাইশ" কবিতাটি আমি লিখেছিলাম কিছুদিন আগে, এবং তখনই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজ সেই কবিতাটি আমার কণ্ঠে আবৃত্তি করে আপনাদের শোনাব। বয়সের এই সময়টায় জীবন যেন এক প্রবাহমান নদী কখনো উত্তাল, কখনো শান্ত। দায়িত্ব, স্বপ্ন, আশা আর কিছু না-পাওয়ার বেদনাও মিশে আছে এই বয়সে।আশা করি, আমার এই আবৃত্তি আপনাদের ভালো লাগবে তাহলে, চলুন শুনে নেওয়া যাক "বয়স আমার বাইশ"

1000053617.png

"বয়স আমার বাইশ"
মোঃ ফয়সাল আহমেদ

বয়স আমার বাইশ এখন,
জীবন যেন নদীর জোয়ারে ভাসে।
স্বপ্ন ছুঁই প্রতিদিন রাতে,
পথ খুঁজি মনের আশায় বাঁধা।

বয়স আমার বাইশ এখন,
যৌবনের ঢেউয়ে ভরা এই মন।
চোখে হাজার রঙিন ছবি,
সব স্বপ্ন পূর্ণ হবে, এই প্রতিজ্ঞা জ্বলে।

বয়স আমার বাইশ এখন,
বিশ্ব যেন হাতের মুঠোয়।
পায়ের তলায় পৃথিবী ঘোরে,
মনে হয় আকাশও আমার ছোঁয়া।

বয়স আমার বাইশ এখন,
ভুলে যাই বিগত দিনের কষ্ট।
যা কিছু হারাই, শিখি নতুন,
নতুন আশা গড়ি দৃঢ় প্রত্যাশায়।

বয়স আমার বাইশ এখন,
বন্ধুরা পাশে, গল্পে মশগুল।
হাসি আর কান্নার মিশ্র সুরে,
জীবনের পাঠ বুঝি প্রতিদিন।

বয়স আমার বাইশ এখন,
দায়িত্ব আর স্বপ্নের মাঝে পথচলা।
কখনো হতাশা, কখনো আশা,
তবু থামি না, এগোই সুরের তালে।

বয়স আমার বাইশ এখন,
ভবিষ্যতের আলো-আঁধারে মিশে।
চাই ভালোবাসা, চাই কিছু শান্তি,
জীবনের বাঁকে থেমে যেতে মানি না।

কবিতা আবৃত্তি:-

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ দারুন একটি কবিতা আবৃত্তি শেয়ার করেছেন আপনি ভাইয়া। এই কবিতা আমার বেশ পছন্দের। আপনার কন্ঠে এত সুন্দর আবৃত্তি শুনতে পেয়ে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে কবিতা আবৃত্তি শেয়ার করে শোনার সুযোগ করে দেয়ার জন্য।

image.png

1000053622.jpg

কবিতাটি খুবই সুন্দর আবৃত্তি করেছেন। কবিতা আবৃত্তি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনার কন্ঠে আবৃত্তিটি দারুন মানিয়েছে।

খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন ভাইয়া।কবিতার প্রতিটি লাইন একেবারে মনে লাগলো। কবিতাটি পড়ে অসম্ভব ভালো লেগেছে আমার। একেবারে মুগ্ধ হয়ে যাওয়ার মতো কবিতা। আপনার কন্ঠে সুন্দর আবৃতি মন ছুয়ে গেল ভাইয়া। চমৎকার একটি কবিতা লিখেছেন। চমৎকার কবিতাটি এত সুন্দর করে আবৃত্তির করে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

কবিতার লাইনগুলো তো দেখছি খুব সুন্দর। তাছাড়া আপনি দারুণভাবে এই কবিতাটি আবৃত্তি করেছেন ভাই। বেশ ভালো লাগলো আপনার আবৃত্তি শুনে। এতো চমৎকার একটি কবিতা আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

নিজের কবিতা নিজে আবৃত্তি করার মাঝে অন্যরকম একটি মজা আছে। আপনার কবিতার কথাগুলো বেশ চমৎকার এবং নিজের জীবনকে কেন্দ্র করে এই কবিতাটি লিখেছেন এটা আমার অনেক ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য।

এই বয়সটা আসলেই এরকম। এই বয়সে দায়িত্ব আর স্বপ্নের মাঝ পথে চলতে হয়। কবিতার প্রত্যেকটা লাইন খুব সুন্দর এবং বাস্তব। আপনার কবিতা আবৃত্তি শুনে ভালো লাগলো। খুব সুন্দর ভাবে প্রত্যেকটা লাইন কভার করেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনার আবৃত্তি সত্যিই অসাধারণ ছিল ভাইয়া। কবিতাটি আমার অনেক পছন্দের, আর আপনার কণ্ঠে শুনে সেটি আরও মধুর হয়ে উঠলো। খুব ভালো লাগলো, ধন্যবাদ এমন সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আশা করি ভবিষ্যতেও আরও অনেক এমন আবৃত্তি শুনতে পাবো।

সত্যি সত্যি আমার বয়স এখন ২২ ই চলে। কবিতার ভাষা টা বেশ দারুণ। এবং আপনি বেশ চমৎকার আবৃত্তি করেছেন ভাই। চমৎকার লাগল আপনার কবিতা আবৃত্তি টা। ধন্যবাদ আমাদের সাথে কবিতা আবৃত্তি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

কবিতা এমনিতে যেরকম সুন্দর হয়ে থাকে তার থেকেও বেশি সুন্দর লাগে যখন কেউ খুব সুন্দরভাবে কবিতা আবৃত্তি করে থাকেন৷ আজকে আপনিও খুবই সুন্দরভাবে এই কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ আজকে আপনার কাছ থেকে এত সুন্দর কবিতা আবৃত্তি শুনে খুব ভালই লাগলো৷ এখানে আপনি এই কবিতা আবৃত্তি যেভাবে শেয়ার করেছেন তা আপনার আবৃত্তি করার প্রতিভাকে খুব ভালোভাবেই বহিঃপ্রকাশ ঘটিয়েছে৷