ডিম আগে না মুরগি আগে?
এই প্রশ্নটা যেন মানুষের কৌতূহলের চিরন্তন একটি ধাঁধা। ছোটবেলায় বন্ধুরা খেলার মাঠে তর্ক করত “না ভাই, আগে ডিম, মুরগি তো ডিম থেকেই আসে” অন্যজন আবার বলে উঠত “ধুর, ডিম কি নিজে থেকে আসে নাকি? আগে তো মুরগি দরকার” এই নিয়ে কেউ কেউ বিজ্ঞান টেনে আনত, কেউ আবার দার্শনিকের মতো গম্ভীর হয়ে বলত “ভাই, ভাবনার গভীরে যাও। কে জানে, এই প্রশ্নের উত্তর আদৌ আছে কিনা”
আজ চলুন, আমরা না হয় এই চিরন্তন প্রশ্নটা নিয়ে একটু হালকা মেজাজে মজার ছলে কিছু কথা বলি।তাহলে শুরু করি...
আচ্ছা ধরুন মুরগি আগে এসেছে। তাহলে প্রশ্ন ওঠে, সেই মুরগি এলো কোথা থেকে? যদি বলি সৃষ্টিকর্তা মুরগিকে সৃষ্টি করলেন, তাহলে তাকে ডিম না দিয়েই একটা পূর্ণাঙ্গ পাখি বানাতে হলো। বেশ, কিন্তু তার মানে দাঁড়ায় ডিম নয়, মুরগি আগে।আবার ধরুন, ডিম আগে এসেছে। তাহলে তো সেই ডিম থেকে যে মুরগি ফুটে বের হলো, সে কোথা থেকে ডিম পেল? আবার প্রশ্নে ফিরে আসা যায়।এখন বিজ্ঞানীরা বলেন, ডিম এসেছে অনেক আগে, ডায়নোসরের সময় থেকেই। অর্থাৎ, মুরগির জন্মের আগে থেকেই পৃথিবীতে ডিম ছিল। কিন্তু তা তো মুরগির ডিম নয়, বরং প্রাগৈতিহাসিক প্রাণীদের ডিম। সেক্ষেত্রে যদি ধরেও নিই, এক বিশেষ প্রজাতির পাখি ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে মুরগিতে রূপান্তরিত হলো, তাহলে প্রথম মুরগিটি এসেছে এমন একটি ডিম থেকে যা মুরগির মতোই কিন্তু ঠিক মুরগির ডিম নয়।
অর্থাৎ, ওই প্রথম মুরগি সদৃশ পাখির ডিম থেকেই আজকের মুরগির উদ্ভব। তাহলে কি বলতে পারি, ডিম আগে? তবে এখানেই তো ঝামেলা। কারণ, ডিম আগে বললে সেই ডিমকে মুরগির ডিম বলতে হবে, আর মুরগির ডিম তো মুরগিরই দিতে হয়, তাই না? তাহলে আবার গোলকধাঁধায় ফেরা।আসলে অনেক সময় প্রশ্নটাই এমনভাবে তৈরি হয় যাতে আপনি যত ভাবেন, ততই গুলিয়ে ফেলেন। ডিম আগে না মুরগি আগে প্রশ্নটা যেমন তেমনি। এটা শুধু একটা মজার ধাঁধা নয়, এটা একটা দার্শনিক প্রশ্নও যেটা সময়, সৃষ্টি এবং কারণ ফলাফলের চক্র নিয়ে আমাদের ভাবায়।
চলুন, বাস্তব জীবনে একটু নজর দিই। আমরা সকালের নাস্তায় ডিম ভাজা খাই, কেউ কেউ আবার ঝাল করে ডিম কারি খেতে ভালোবাসে। আর ঈদের সময় হলে বা অতিথি আসলে মুরগির ঝোল না হলে যেন চলেই না। মানে ডিম আর মুরগি দুইই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ।তাই কার আগে কে এলো, সেটা নিয়ে না ভেবে বরং দুইজনকেই সমান সম্মান দিলেই মঙ্গল।তবে তর্কটা থেমে যাবে না। কারণ, মানুষ এমনই ভাবতে ভালোবাসে, প্রশ্ন তুলতে ভালোবাসে, আর মাঝেমাঝে কোনো প্রশ্নের উত্তর না পেলেও তাতে মজা খুঁজে নেয়।আমার এক বন্ধু বলে, ভাই, আমি শুধু জানি, আগে না পরে, ডিমটা ফ্রাই হলে খেতে ভালো লাগে। ব্যস। অন্যজন আবার বলে, না, ডিম খাওয়ার চেয়ে মুরগি ভুনা বেশি টেস্টি।
তবে আমি বলি, জীবনের অনেক প্রশ্নের উত্তর হয়তো খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সে প্রশ্নগুলোই আমাদের ভাবতে শেখায়, হাসতে শেখায়, এমনকি বন্ধুবান্ধবের সাথে আড্ডার মজাও বাড়িয়ে দেয়।তাই উত্তর যাই হোক, এই ধাঁধা আমাদের জীবনের অংশ, আমাদের কৌতূহলের অংশ। আর কে আগে এলো, সেটা বড় কথা নয়। আসল কথা হলো, এই প্রশ্নটা আমাদের ভাবতে শিখিয়েছে।
তবে আমার ফ্রিজে এখন ডিম আগে থেকেই আছে, তাই আপাতত ডিমই আগে।😆
ডিম আগে না মুরগি আগে সেটা নিয়ে ভাবুন ঠিকই, তবে নাস্তায় যেন একটাও বাদ না পড়ে।😆
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Daily Tasks
Comment Link:-
https://x.com/mohamad786FA/status/1913147940228513841?t=krdRmvjivpm-a3uVFcKadw&s=19
https://x.com/mohamad786FA/status/1913185190039466226?t=qfw4chU744HKWcxW741XsA&s=19
https://x.com/mohamad786FA/status/1913185453315867085?t=nFUkz7p-kQAD5MC6YXXxuQ&s=19
https://x.com/mohamad786FA/status/1913210630577725698?t=1oHPk8_syZgO_BMA0ZH72g&s=19
https://x.com/mohamad786FA/status/1913210927178014897?t=CARI8uo_G6fISgrYBq1qZA&s=19
SS.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আসলেই প্রশ্নটি একটি গোলকধাঁধা।অনেক খোঁজা ওই প্রশ্নের উত্তর আমিও কোনদিন পাইনি। এ প্রশ্নের উত্তর মনে হয় কেউ জানে না। তবে আপনি চমৎকারভাবে ভেঙে বিষয়টা বুঝিয়েছেন। আমার কাছেও আপাতত ডিম আগে। আমি মুরগির থেকে ডিম বেশি পছন্দ করি। চমৎকার লাগলো পোস্ট করে। আড্ডার সময় এই প্রশ্নটি বেশ কাজে দেয়। প্রশ্নটি বেশ মজার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এএক কঠিন আজব জটিল প্রশ্ন।সত্যি এই প্রশ্নের উত্তর জানা নাই আমাদের। কখনো ডিম আগে কখনো মুরগী আগে এসব ভেবে ভেবে দিশেহারা। ঠিক বলেছেন কে আগে তা না ভেবে দুটিকেই সন্মান দেয়া উচিত কারণ ডিম ও মুরগী দুটোই আমাদের দরকারী। ধন্যবাদ ভাইয়া সুন্দর ডিম আগে না কি মুরগি আগে গল্প টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা বেশ গোলমেলে একটা প্রশ্ন। ভাবতে বসলে ভেবে কিছু শেষ করা যাবে না হা হা। তবে আপনার বিশ্লেষণ টা বেশ দারুণ ছিল। চমৎকার করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit