📸ফটোগ্রাফি পোস্ট📸|| নার্সারি থেকে তোলা কয়েকটি চমৎকার ফটোগ্রাফি

in hive-129948 •  5 months ago 

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। বেশিরভাগ সময় আমি ফুলের ফটোগ্রাফি শেয়ার করি আপনাদের সাথে। তবে আজকে ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। যাইহোক বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে রেনডম ফটোগ্রাফি শেয়ার করছি। তাই ভাবলাম আজকে কিছু ফুল এবং ফলের ফটোগ্রাফি শেয়ার করি। আসলে ফটোগ্রাফি গুলো অনেক দিন আগেই উত্তরা বিআরটিএ এর পাশে থাকা বেশ কয়েকটি নার্সারি থেকে ক্যাপচার করেছিলাম। কিন্তু ফটোগ্রাফি গুলো শেয়ার করা হয়নি। সেখানকার নার্সারি থেকে তোলা আরও কিছু ফটোগ্রাফি আমার মোবাইলের গ্যালারিতে রয়েছে। সেগুলো পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা অনেকেই জানেন যে ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। আমি বাহিরে গেলে কোনো সুন্দর কিছু চোখে পড়লে সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি। আমাদের কমিউনিটির অনেকেই প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



📸১নং ফটোগ্রাফি📸


Notes_240831_200914_0e1.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এগুলো হচ্ছে আমড়ার ফটোগ্রাফি। আমড়া আমার খুব পছন্দ। বিট লবণ দিয়ে আমড়া খাওয়ার মজাই আলাদা। তাছাড়া আমড়া তে প্রচুর পরিমাণে ভিটামিন-সি রয়েছে। সামনা-সামনি আমড়া গুলো দেখতে আরও বেশি সুন্দর লেগেছিল। অনেকেই এখন বাগানে আমড়ার গাছ লাগিয়ে থাকে।



📸২নং ফটোগ্রাফি📸


Notes_240831_200910_f12.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এটা হচ্ছে লেবুর ফটোগ্রাফি। সেদিন নার্সারিতে বিভিন্ন জাতের লেবু গাছ দেখেছিলাম। লেবুর মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন-সি রয়েছে। আমাদের সবার উচিত প্রতিদিন অল্প পরিমাণে হলেও লেবুর রস খাওয়া। আমি তো লেবু ছাড়া ভাত ই খেতে পারি না।



📸৩নং ফটোগ্রাফি📸


Notes_240831_200912_aba.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এটা হচ্ছে ডালিমের ফটোগ্রাফি। ডালিম খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম রয়েছে। আমি তো ডালিম খেতে খুবই পছন্দ করি। অনেকে আবার ডালিমের দানা চিবিয়ে খেতে পছন্দ করে না, কিন্তু ডালিমের জুস খেতে ভীষণ পছন্দ করে।



📸৪নং ফটোগ্রাফি📸


Notes_240831_200904_cd4.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এটা হচ্ছে কামরাঙ্গার ফটোগ্রাফি। ঝাল ঝাল করে কামরাঙ্গা ভর্তা খাওয়ার মজাই আলাদা। বিশেষ করে যখন সর্দি ঠান্ডা লাগে, তখন তো কামরাঙ্গার ভর্তা খেতে আরো বেশি ভালো লাগে। তাছাড়া কামরাঙ্গার ভর্তা খেলে মুখে তখন অনেকটাই রুচি ফিরে আসে।



📸৫নং ফটোগ্রাফি📸


Notes_240831_200903_5df.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এটা হচ্ছে সফেদার ফটোগ্রাফি। সফেদা কিন্তু খুবই স্বাদের একটি ফল। যদিও আমি সফেদা খেতে আগে ততটা পছন্দ করতাম না। কিন্তু দুই বছর যাবত প্রায়ই সফেদা কিনে খাচ্ছি। এই ফলের দাম কম হলেও, খেতে অনেকেই খুব পছন্দ করে।



📸৬নং ফটোগ্রাফি📸


Notes_240831_200908_152.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফুলটা দেখতে অনেকটা পিটুনিয়া ফুলের মতো লাগছে। কিন্তু এই ফুলের নাম হচ্ছে জাপানিজ মর্নিং গ্লোরি ফুল। এই ফুলের কালারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই ফুল নাকি আরো বিভিন্ন কালারের হয়ে থাকে।



📸৭নং ফটোগ্রাফি📸


Notes_240831_200906_a72.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এটা হচ্ছে আমাদের সবার পছন্দের একটি ফুল, যার নাম হচ্ছে জবা ফুল। আমি ব্যক্তিগতভাবে জবা ফুল ভীষণ পছন্দ করি। বিশেষ করে কালারিং জবা ফুলগুলো একটু বেশিই পছন্দ করি। বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে জবা ফুলের জুড়ি মেলা ভার।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ৩১.৮.২০২৪
লোকেশনউত্তরা,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নার্সারি থেকে তো দেখছি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। যেগুলো অনেক সুন্দর হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে। প্রত্যেকটা ফল এবং ফুল দেখতে খুবই দারুণ লাগছে কিন্তু। আমার কাছে ফলের মধ্যে লেবুর ফটোগ্রাফি আর ফুলের মধ্যে জাপানিজ মর্নিং গ্লোরি ফুলের ফটোগ্রাফি সব থেকে বেশি সুন্দর লেগেছে দেখতে। এই ফুলটা আমি কখনোই দেখিনি। আপনার ফটোগ্রাফির মাধ্যমেই প্রথমবারের মতো দেখেছি ফুলটা। আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করতে পারেন এটা তো বলতেই হচ্ছে।

লেবুর ফটোগ্রাফিটা আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।


💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds

@tipu curate

Upvoted! Thank you for supporting witness @jswit.

বেশ সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফিগুলো।আমার কাছেতো বেশ ভালই লেগেছে। ফলের ফটোগ্রাফিগুলো দেখে এতো সুন্দর হয়েছে খেতে ইচ্ছে করছে।তবে আমড়ার ফটোগ্রাফিটি আমার বেশি ভালো লেগেছে।ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আমড়ার ফটোগ্রাফিটা আমারও খুব ভালো লেগেছে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

ভাইয়া নার্সারি থেকে অনেক সুন্দর এবং লোভনীয় কিছু ফলের ফটোগ্রাফি করেছেন। ফুল দুটো দেখতে বেশ ভালো লাগছে। কামরাঙ্গা ফলটি এত সুন্দর লাগছে আমার তো ইচ্ছে করছে খেতে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

কামরাঙ্গার ভর্তা খেতে দারুণ লাগে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

ভাইয়া নার্সারি থেকে তোলা আপনার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে । আমড়া কামরাঙ্গার ফটোগ্রাফি দেখতে অসাধারণ লাগছে। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার তুলেছেন। এ ধরনের ফটোগ্রাফি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

আপনার কাছ থেকে এতো সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমড়ার ফটোগ্রাফি দেখে ভেবেছিলাম এগুলো আম হবে। প্রতিটা ফলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। সবশেষে আবার খুব সুন্দর দুটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। নার্সারিতে গেলে দেখা যায় ছোট ছোট গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফল ধরে থাকে। এগুলো দেখলে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

সবসময়ই চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

নার্সারি থেকে আপনি অনেক সুন্দর সুন্দর ফলের ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। খুবই লোভনীয় ফল ছিল, সত্যি আপনার মুহূর্ত গুলো অনেক আনন্দময় ছিলো।

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আসলে ছবি অনেক সুন্দর হয়েছে। আমিও মাঝে মাঝে নার্সারি যায়; বিশেষ করে ফুলের গাছগুলো কিনতে।

আসলে নার্সারিতে যেতে খুব ভালো লাগে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

এতো দেখছি বেশ লোভনীয় সব ফল। নার্সারি থেকে ফল এবং ফুলের ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন ভাই। ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগছে। খুবই সুন্দর ছিল। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

আসলে এমন মন্তব্য পেলে ভীষণ ভালো লাগে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

নার্সারিতে গেলে আমিও সব সময় ফটোগ্রাফি করার চেষ্টা করি। আর সেখানে গেলে অনেক রকমের ফুল ফল সব কিছুই দেখা যায়। আপনিও দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। দেখে অনেক ভালো লাগলো।

নার্সারিতে গেলে ফটোগ্রাফি করতে করতে ফোনের গ্যালারি ভরে যায় আপু। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

নার্সারি থেকে দারুন কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। বেশ ভালো লাগলো ফলের ফটোগ্রাফি গুলো দেখে। আমড়া এবং লেবুর ফটোগ্রাফি টা বেশ ভালো লেগেছে আমার কাছে। পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি টাও দারুণ হয়েছে।‌ ধন্যবাদ ভাইয়া এতো চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আমড়া এবং লেবুর ফটোগ্রাফি দুটি আসলেই খুব সুন্দর লাগছে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

আজকে আপনি চমৎকার চমৎকার কিছু ফুল এবং ফলের ফটোগ্রাফি করেছেন। আসলে নার্সারি বাগানে গেলে অনেক ধরনের ফুল গাছ ফলের গাছ এবং বিভিন্ন ধরনের জিনিস দেখা যায়। তবে কামরাঙ্গা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তবে এটি ঠিক কামরাঙ্গার ভর্তা খেতে অনেক মজা লাগে। এবং মুখের রুচিও বৃদ্ধি করে। এবং পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি ও জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লাগলো। সুন্দর সুন্দর ফুলের এবং ফলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

আপু এই ফুলটা পিটুনিয়া ফুলের মতো দেখতে, কিন্তু নাম হচ্ছে জাপানিজ মর্নিং গ্লোরি ফুল। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

নার্সারিতে গিয়ে ফুল এবং ফলের ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো। এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি ফটোগ্রাফি করতেও ভালো লাগে। চমৎকার হয়েছে ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনার নার্সারি থেকে করা ফটোগ্রাফি পোস্টটি খুব ভালো লাগলো।আসলে যেকোনো ফটোগ্রাফি করতে দক্ষতার প্রয়োজন ।রাইট অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি না করলে ফটোগ্রাফি গুলো দেখতে ভালো লাগেনা।অনেকটা সুন্দর করে ফটোগ্রাফির বর্ণনা দিয়েছেন।সবগুলো ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লাগছে দেখতে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন আপু, দক্ষতা ছাড়া ফটোগ্রাফি করা যায় না। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। তবে বিশ্বাস করে ০৬ নাম্বার ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লেগেছে। এতো সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ষষ্ঠ ফটোগ্রাফিটা আসলেই খুব সুন্দর লাগছে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

আপনার ফটোগ্রাফির দক্ষতার দেখছি কোন জবাব নেই৷ খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আপনার এই পোষ্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন৷ একের পর এক ফটোগ্রাফি গুলো যখন দেখছিলাম তখন অনেক ভালো লাগছিল৷ এর মধ্যে প্রথম এবং দ্বিতীয় ফটোগ্রাফি আমার মনের মধ্যে একটি আলাদা করে নিয়েছে৷

প্রথম ফটোগ্রাফি দুটি আপনার কাছে এতোটা ভালো লেগেছে, জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম। এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ এত দক্ষতার সাথে ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।