আর্ট-রং তুলি দিয়ে একটি পেইন্টিং||

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। রং তুলি দিয়ে পেইন্টিং করতে আমার খুবই ভালো লাগে। তবে বেশ কিছুদিন থেকেই পেইন্টিং করার সময় করে উঠতে পারছি না। আসলে মানসিকতা যদি ভালো না থাকে তাহলে কখনোই পেইন্টিং করা যায় না। তবে আজকে ভাবলাম পেইন্টিং করবো এবং আপনাদের মাঝে শেয়ার করব। তাই তো সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করেছি।


রং তুলি দিয়ে একটি পেইন্টিং:

IMG_20230822_172221.jpg
Device-OPPO-A15


মাঝে মাঝে পেইন্টিং করে সবার মাঝে উপস্থাপন করতে অনেক ভালো লাগে। তবে পেইন্টিং করতে গেলে মনের ইচ্ছাটা সবচেয়ে বেশি প্রয়োজন। অনেকদিন থেকেই পেইন্টিং করতে ইচ্ছে করছিল না। এরপর হঠাৎ করে আজকে কেন জানি মনে হল রং তুলি নিয়ে বসে পরি। সেই ভাবনা থেকেই আজকে আমি একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। যদিও খুব একটা ভালো হয়নি। তবুও আমার এই পেইন্টিং আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।

IMG20230822164947.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230822165204.jpg
Device-OPPO-A15
IMG20230822165215.jpg
Device-OPPO-A15


রং তুলি দিয়ে পেইন্টিং করার জন্য প্রথমে কাগজ নিয়েছি। এরপর সুন্দর করে আকাশের চিত্র অঙ্কন করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230822165307.jpg
Device-OPPO-A15
IMG20230822165408.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে হালকা হলুদ রঙের ব্যবহার করার চেষ্টা করেছি। যাতে করে এই পেইন্টিং দেখতে ভালো লাগে।


ধাপ-৩

IMG20230822165533.jpg
Device-OPPO-A15
IMG20230822165656.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে নিচের অংশে কালো রঙের ব্যবহার করেছি। এরপর পেন্সিল দিয়ে গাছ এবং বাড়ি অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20230822165846.jpg
Device-OPPO-A15
IMG20230822170045.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে কালো রঙের ব্যবহার করে বাড়িটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20230822170254.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে বাড়িটি আরো বেশি সুন্দর করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG20230822170358.jpg
Device-OPPO-A15
IMG20230822170602.jpg
Device-OPPO-A15


এবার গাছ অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে গাছের সৌন্দর্য সবার মাঝে উপস্থাপন করতে পারি।


ধাপ-৭

IMG20230822170712.jpg
Device-OPPO-A15
IMG20230822170913.jpg
Device-OPPO-A15


পেইন্টিং আরও বেশি সুন্দর করার জন্য এবার পাতা অঙ্কন করেছি। এজন্য আমি কালো কালির ব্যবহার করেছি।


শেষ ধাপ

IMG_20230822_183239.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকে সুন্দর করে ঘাস অঙ্কন করার চেষ্টা করেছি এবং পেইন্টিং আরো বেশি সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20230822_172659.jpg
Device-OPPO-A15


রং তুলি দিয়ে সুন্দর একটি পেইন্টিং করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। জানিনা আমার এই পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে। তবে অনেকদিন পর পেইন্টিং করতে আমার বেশ ভালো লেগেছে। যদিও একটু সময় লেগেছে। তবে আমার এই পেইন্টিং সবার মাঝে তুলে ধরতে পেরে ভালো লাগছে।


ধন্যবাদ সকলকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রং তুলি দিয়ে অসাধারণ একটি পেন্টিং করেছেন আপু। আপনার পেইন্টিং গুলো সব সময়ই আমার কাছে অনেক ভালো লাগে। আপনি সবসময় অনেক সুন্দর ও ইউনিক ইউনিক পেইন্টিং করেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপু প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আপনি খুব দারুণ একটি পেন্টিং তৈরি করেছেন। আপনার পেইন্টিং গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আসলে রং তুলি দিয়ে পেন্টিং গুলো তৈরি করলে দেখতে ভালো লাগে। তৈরি করার প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এবং এর পাশাপাশি খুব সুন্দর করে বর্ণনাও করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

রং তুলে দিয়ে অসাধারণ একটি পেইন্টিং আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। পোস্টার রং দিয়ে ছবি অঙ্কন করলে সেটা দেখতে খুবই সুন্দর লাগে। বিশেষ করে গাছটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপু এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

রং তুলি ব্যাবহার করে অনেক সুন্দর একটি পেইন্টিং করেছেন। আমার কাছে আপনার পেইন্টিং খুব ভালো লেগেছে। রঙের সিলেকশন ভালো হয়েছে। পেইন্টিং এর থিম সিম্পল হলেও খুব ইউনিক মনে হচ্ছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির চিত্র অংকন করেছেন। এই চিত্র অংকন দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এত সুন্দরএকটি পেইন্টিং ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আমি তো গাছের প্রেমে পড়ে গেলাম, গাছটা মনে হচ্ছে হেলেদুলে নৃত্য পরিবেশন করে মনোরঞ্জন করছে। অসাধারণ ছিল আপনার আজকের ড্রয়িং খুব চমৎকার একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি অসাধারণ একটা দৃশ্য ফুটিয়ে তুলেছেন।

রং তুলির সাহায্যে সুন্দর একটি দৃশ্য পেইন্টিং করেছেন আপু। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

পেইন্টিং করতে সত্যিই মনোযোগ আর ধৈর্যের প্রয়োজন হয় আপু।যদি কোনো কারনে মনোযোগ কম থাকে তাহলে সেই পেইন্টিং দেখতে খুব একটা ভালো হয় না।আপনার আঁকানো দৃশ্য টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে আপু।আপনার হাতের সবসময়ই সুন্দর হয় এটা আর বলার অপেক্ষা রাখে না।অনেক সুন্দর একটি দৃশ্য এঁকে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

আকাশ ও প্রকৃতির মিলনে খুব সুন্দর একটা পেইন্টিং আজ আমাদের সাথে শেয়ার করেছেন।পেইন্টিংটি দেখতে অসাধারন হয়েছে আপু। কালার কম্বিনেশন বেশ সুন্দর হয়েছে।অনেক ধন্যবাদ আপু পেইন্টিংটি শেয়ার করার জন্য।

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে রং তুলি দিয়ে একটি পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পেইন্টিং দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে আপু। একটি গাছ এবং গাছের মাথার উপরে আকাশ আসলে এগুলো বেশ দক্ষতার সাথে আপনি তৈরি করেছেন। এত সুন্দর ভাবে তৈরি করে প্রতিটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

রং দিয়ে খুব সুন্দর একটি আর্ট করেছেন আপনি। রঙে সমন্বয় দেখতেও বেশ দারুন লাগছে আর্ট করার প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার মত আমিও মাঝেমধ্যে ভালো লাগলে আর্ট করি। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি আর শেয়ার করার জন্য।

রং তুলি দিয়ে অসাধারণ সুন্দর একটি পেইন্টিং করেছেন আপনি। বিশেষ করে গাছের চিত্র অঙ্কনটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। দারুন একটি পেইন্টিং এর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এককথায় দুর্দান্ত একটি পেইন্টিং শেয়ার করেছেন আপু। আপনার পেইন্টিং সবসময়ই দারুণ হয়। আজকেও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে কালার কম্বিনেশনটা বেশি ভালো লেগেছে। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। যাইহোক বরাবরের মতো এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

গোধূলি বিকেলের খুব চমৎকার একটি পেইন্টিং আমাদের মাঝে উপহার দিয়েছেন। আসলে গোধূলি বিকেলের চিত্রাংকন আমার খুব ভালো লাগে। খুব সুন্দর কালার কম্বিনেশন ও ধাপ ধাপে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সব সময় এই কামনা করি।