DIY-ক্লে দিয়ে চিংড়ি মাছ তৈরি||

in hive-129948 •  4 months ago 

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। তাই যখনই সময় পাই নতুন কিছু করার চেষ্টা করি। যদিও খুব ভালোভাবে তৈরি করতে পারি না। তবে মাঝে মাঝে চেষ্টা করি। আশা করছি সবার ভালো লাগবে।


ক্লে দিয়ে চিংড়ি মাছ তৈরি:

IMG_20240929_130504.png
Device-OPPO-A15


ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা আমার কাছে বেশ কঠিন লাগে। তাই সেভাবে ভালো করে কিছু তৈরি করতে পারি না। তবে কয়েকদিন থেকেই ভাবছিলাম চিংড়ি মাছ তৈরি করবো। কিন্তু কিভাবে তৈরি করবো প্রথমে বুঝে উঠতে পারছিলাম না। একদিন হঠাৎ করে মনে হল চিংড়ি মাছ তৈরি করে ফেলি। আসলে ক্লে দিয়ে কোন কিছু বানালে দেখতে খুবই ভালো লাগে আর আকর্ষণীয় লাগে। এ ছাড়া ক্লে দিয়ে তৈরি করা চিংড়ি মাছগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি ক্লে দিয়ে চিংড়ি মাছ তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. ক্লে।

IMG20240920154042.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240920154256.jpg
Device-OPPO-A15


ক্লে দিয়ে চিংড়ি মাছ তৈরি করার জন্য প্রথমে এক টুকরো ক্লে নিয়েছি।


ধাপ-২

IMG20240920155102.jpg
Device-OPPO-A15


এবার চিংড়ি মাছের আকৃতি তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20240920155209.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে চিংড়ি মাছের উপরের অংশের ডিজাইনগুলো করে নেয়ার চেষ্টা করেছি। যাতে দেখতে ভালো লাগে।


ধাপ-৪

IMG20240920155228.jpg
Device-OPPO-A15


সুন্দরভাবে চিংড়ি মাছের শেপ তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20240920155318.jpg
Device-OPPO-A15


চিংড়ি মাছের উপরের অংশের ডিজাইন গুলো সুন্দর করে করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20240920155538.jpg
Device-OPPO-A15


এভাবে সুন্দর করে চিংড়ি মাছ তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20240920155904.jpg
Device-OPPO-A15


এভাবে আরো কিছু চিংড়ি মাছ তৈরি করেছি আর সাজিয়ে তোলার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

1727593415192.png
Device-OPPO-A15


এবার চিংড়ি মাছের মাথার অংশের সৌন্দর্য বাড়িয়ে তোলার চেষ্টা করেছি। ক্লে দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। চিংড়ি মাছ তৈরি করতে সত্যি অনেক ভালো লেগেছে। অনেক সহজেই এই চিংড়ি মাছগুলো তৈরি করতে পেরেছি। তবে ছবি তুলতে গিয়ে একটু সমস্যা মনে হয়েছে। বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগছিল কিন্তু ছবিতে খুব একটা ভালোভাবে উপস্থাপন করতে পারছিলাম না। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ক্লে দিয়ে খুব সুন্দর চিংড়ি মাছ তৈরি করলেন আপু।দেখে মনেই হয়নি এটা সত্যি নয়।আপনি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন এই চিংড়ি মাছের আকৃতি। দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপু চমৎকার এই পোস্টটি শেয়ার করার জন্য।

আপু আপনার কাছে আমার তৈরি করা এই চিংড়ি মাছ জীবন্ত মনে হয়েছে এবং সত্যিকারের মনে হয়েছে জেনে খুশি হলাম। উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

প্রথম দেখে তো মনেই হয়নি এটি ক্লে দিয়ে তৈরি করা। একদম পারফেক্টলি এই চিংড়ি মাছ গুলো তৈরি করেছেন আপনি। খুবই সুন্দর লাগছে চিংড়ি মাছগুলোকে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু আমি চেষ্টা করেছি সুন্দর করে চিংড়ি মাছ তৈরি করার। আপনার কাছে পারফেক্ট মনে হয়েছে এটা জেনে খুশি হলাম অনেক।

ক্লে দিয়ে চিংড়ি মাছের অরিগ্যামি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আমি তো প্রথম এ পোস্ট দেখে ভাবছি আসল চিংড়ি।পড়ে যখন পোস্ট পড়লাম দেখি ক্লে দিয়ে তৈরি। ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ক্লে দিয়ে কোন কিছু বানাতে অনেক ভালো লাগে। তাই চিংড়ি মাছ বানানোর চেষ্টা করেছি আপু। মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

জাস্ট ওয়াও আপু ক্লে দিয়ে চিংড়ি মাছ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনাদের দেখা দেখি আমারও ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে খুবই ইচ্ছা জাগছে। একসেট ক্লে কিনেও রেখেছি। ইনশাল্লাহ যেকোনো একদিন ক্লে দিয়ে কোন কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করবো। তবে যাই হোক আপু আপনার ক্লে দিয়ে চিংড়ি তৈরির ধাপগুলো এবং কালার কম্বিনেশটা অনেক ভালো ছিল। নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এত সুন্দর ক্লে দিয়ে চিংড়ি মাছ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

চেষ্টা করেছি সুন্দর করে চিংড়ি মাছ তৈরি করার। আপনার কাছে ভালো লেগেছে আর গঠনমূলক মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ আপনাকে।

বেশ চমৎকার ছিল আপনার ক্লে দিয়ে চিংড়ি মাছ তৈরি করার সুন্দর একটি ডাই পোস্ট দেখে। অসাধারণ হয়েছে আপনার আজকের এই পোস্ট তৈরি করা। খুবই ভালো লাগলো আপনার ক্রিয়েটিভিটি।

মাঝে মাঝে নতুন কিছু করতে ভালো লাগে। তাই চেষ্টা করেছি চিংড়ি মাছ তৈরি করার। আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে ভালো লাগলো।

খুবই সুন্দর করে চিংড়ি মাছ তৈরি করেছেন ক্লে ব্যবহার করে। অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি করা এই তিনটা চিংড়ির অরিগ্যামি। এত সুন্দর ভাবে আপনি এগুলো তৈরি করেছেন যে, দেখে মনে হচ্ছে যেন বাস্তবিক চিংড়ি মাছ। সত্যি আপু আপনার হাতের এই কাজটা অনেক সুন্দর হয়েছে।

ক্লে ব্যবহার করে কোন কিছু বানাতে অনেক ভালো লাগে। আর এই মাছগুলো বানাতেও ভীষণ ভালো লেগেছে আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

এত সুন্দর একটা ডাই তৈরি করেছেন দেখে তো খুব ভালো লেগেছে। এরকম ভাবে এগুলো তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর হয়। আপনার ক্লের কালার টা আরো বেশি সুন্দর। যার কারণে ক্লে দিয়ে চিংড়ি মাছ তৈরি করার পর আরো সুন্দর লাগছে। ছোট বাচ্চাদেরকে এগুলো দিলে খেলা করতে পারবে।অনেক সুন্দর হয় আপনার হাতের কাজগুলো।

মাঝে মাঝে নতুন কিছু তৈরি করতে ভালো লাগে ভাইয়া। কালার কম্বিনেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হবেন। ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের খেলনাগুলো ছোট বাচ্চাদেরকে দিলে অনেক খুশি হয়ে যাবে।

আপু আপনি ক্লে দিয়ে খুব সুন্দর ভাবে চিংড়ি মাছ বানিয়েছেন। চিংড়ি মাছগুলো দেখে মনে হচ্ছে ভেজে রেখে দিয়েছেন। একদম বাস্তবের চিংড়ি মাছের মতোই দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ক্লে কে বিভিন্ন শেপ দেওয়া যায় বলে বিভিন্ন ধরনের জিনিস বানাতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমার তৈরি করা চিংড়ি মাছগুলো আপনার কাছে বাস্তবের মত মনে হয়েছে জেনে খুবই ভালো লাগলো আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

বাহ্ ক্লে দিয়ে তৈরি চিংড়ি মাছগুলো যে কতটা সুন্দর লাগছে সেটা হয়তো বলে বোঝানো যাবে না আপু। বেশ কিউট লাগছে দেখতে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন সাথে বর্ণনা। ধন্যবাদ আপু সুন্দর এই ডাই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমার তৈরি করা চিংড়ি মাছগুলো আপনার কাছে সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো আপু। প্রতিটি ধাপ উপস্থাপন করার চেষ্টা করেছি।

ক্লে দিয়ে চিংড়ি মাছ তৈরি খুবই সুন্দর হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে এই মাছের ডাই পোস্টটি তৈরি করেছেন।দেখে শিখে নিলাম।

এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের কাজগুলো করতে অনেকটা দক্ষতার প্রয়োজন হয়। আমি নিজের মতো করে চেষ্টা করেছি ভাইয়া।

আমি তো প্রথমে মনে করেছি আপনি গলদা চিংড়ি মাছ ভাজি করেছেন। পরে দেখছি ক্লে দিয়ে চিংড়ি মাছ তৈরি করেছেন। আপনার ক্লে দিয়ে চিংড়ি মাছ দেখতে খুবই দুর্দান্ত হয়েছে। ক্লে দিয়ে চিংড়ি মাছ তৈরি প্রক্রিয়া বেশ দারুন ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো অসাধারণ ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

চিংড়ি মাছ গুলো দেখে আমি প্রথম ভেবেছিলাম এগুলো সত্যিকারের চিংড়ি মাছ। আপনি হয়তো রান্না করে পরিবেশন করেছেন। আপনি অনেক সুন্দর করে চিংড়ি মাছ তৈরি করেছেন আমি দেখে তো পুরো অবাক হয়ে গেছি। আপনার হাতের কাজের প্রশংসা না করে পারলাম না আপু সত্যি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ।

আপনার তৈরি করা এই চিংড়ি মাছ দেখে আমি প্রথমে ভেবেছিলাম এটি বাস্তবের কোন চিংড়ি মাছ৷ তবে পরবর্তীতে যখন দেখলাম এটি আপনি ধাপে ধাপে তৈরি করেছেন তখন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ যেভাবে আপনি এই চিংড়ি মাছ এখানে তৈরি করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ একই সাথে এখানে ধাপে ধাপে সবকিছু খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ ধন্যবাদ এরকম কিছু চিংড়ি মাছ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷