আমার বাগান জুড়ে গোলাপের আনাগোনা||

in hive-129948 •  13 hours ago 

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে নিজের অনুভূতি আপনাদের মাঝে উপস্থাপন করতে ভালো লাগে। আর ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করতে ভালো লাগে। আজকে সকাল বেলায় আমার বাগানের গোলাপ ফুল গুলো দেখে মনটা ভালো হয়ে গিয়েছিল। তাই তো আজকে আমি একটি পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।


আমার বাগান জুড়ে গোলাপের আনাগোনা:

IMG_20250123_171306.jpg
Device-OPPO-A15
Location


আমাদের প্রত্যেকের বাগানে হয়তো গোলাপের গাছ রয়েছে। কারণ গোলাপ আমরা সবাই পছন্দ করি। গোলাপ ফুল আমাদের সবারই অনেক পছন্দের। সাদা কিংবা লাল কিংবা হালকা গোলাপি যে কোন কালারের গোলাপ ফুল দেখতে অনেক ভালো লাগে। আসলে গোলাপ ফুলের যে কালারই হোক না কেন সৌন্দর্য অনেক বেশি। সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা গোলাপের সৌন্দর্য যতই দেখি ততই দুচোখ জুড়িয়ে যায়। আর অন্য রকমের ভালোলাগা তৈরি হয়।


IMG_20250123_171149.jpg
Device-OPPO-A15
Location


আজকে যখন হঠাৎ করে সকাল বেলায় বাগানের দিকে চোখ গেল তখন দেখেই তো আমার অন্য রকমের অনুভূতি হয়েছিল। অনেকগুলো গোলাপ ফুল বাগানে রয়েছে। আর সুন্দর সুন্দর এই গোলাপ ফুল গুলো দেখেই তো ছুঁয়ে দিতে ইচ্ছে করছিল। আসলে এত সুন্দর ফুল দেখলে যে কারো ভালো লাগবে। আর ফুল গুলো বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগছিল। বিশেষ করে ফুলের কালার গুলো অসাধারণ ছিল।


IMG_20250123_171441.jpg
Device-OPPO-A15
Location


যখন সবুজ পাতার ফাঁকে ফাঁকে এই সুন্দর ফুলগুলো ফুটে থাকে তখন দেখতে যেমন ভালো লাগে তেমনি মন ভালো হয়ে যায়। আসলে ফুলের সৌন্দর্য আমাদের আকৃষ্ট করে। আর সেই সৌন্দর্য দেখে মনে হয় যেন অন্য রকমের অনুভূতি খুঁজে পাচ্ছি। আর সেই অনুভূতি বলে বোঝানোর মত নয়। হয়তো সেই অনুভূতিটা একেবারেই আলাদা। আর নিজের বাগানের ফুলের আগমন ঘটলে মনটা আনন্দে ভরে ওঠে। নিজের বাগানের ফুল মানে অন্যরকমের অনুভূতি।


IMG_20250123_171233.jpg
Device-OPPO-A15
Location


গোলাপের সৌন্দর্য আর সুন্দর এই ফুলগুলো দেখেই তো আমার ভীষণ ভালো লেগেছিল। দেখতে যেমন সুন্দর ছিল তেমনি আকর্ষণীয় লাগছিল। আর বারবার ছুঁয়ে দেখছিলাম। ফুলগুলো যেন বাগানের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিল। সবকিছু মিলিয়ে মন চাইছিল আরো কিছু ফটোগ্রাফি করে রাখি। আসলে এরকম সুন্দর দৃশ্যগুলো দেখলেই ছবি তুলতে মন চায়। অনেক বেশি ভালো লাগে।


IMG_20250123_171410.jpg
Device-OPPO-A15
Location


নিজের বাগানের গোলাপের আগমন আর সুন্দর এই দৃশ্যগুলো দেখে আমার খুবই ভালো লেগেছিল। আর এরকম ফুলগুলো মাঝে মাঝেই দেখতে পাই। যখন একসাথে অনেক ফুলের আগমন ঘটে তখন অনেক বেশি ভালো লাগে। আর মনে হয় যেন ফুলের সাথে কথা বলতে ইচ্ছে করে ফুলের সৌন্দর্য দেখে অবাক নয়নে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আর সুন্দর করে ছুঁয়ে দিতে ইচ্ছা করে। আমি সময়টা দারুন ভাবে কাটিয়েছি আর ভীষণ উপভোগ করেছি।


নিজের বাগানের ফুলের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমার এই পোস্ট ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলেই আপু গোলাপ ফুল আমরা সকলেই পছন্দ করি। সকলের বাড়িতে গোলাপ ফুলের গাছ না থাকলেও বেশিরভাগ মানুষের বাড়ি গোলাপ ফুলের গাছ রয়েছে। আমাদের বাড়িতে অবশ্য নেই। আপনার বাগানে তো দেখছি দারুন দারুন গোলাপ ফুটেছে। সকাল বেলা এরকম গোলাপ ফুল দেখলে মন তো এমনিতেই ভালো হয়ে যায়। দারুন দারুন গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

IMG_20250123_175703.jpg
IMG_20250123_175718.jpg

IMG_20250123_175729.jpg

IMG_20250123_175740.jpg

না আপু আমার বাগানে একেবারে গোলাপ ফুল নিয়ে আর অনেকবার গোলাপ এনে লাগিয়ে দেখেছি, এক দুবারের পর আমি আর কিছুতেই ফুল ফোটাতে পারি না। কি যে হয় আর কেন যে ফুল ফোটে না আমি নিজেও বুঝিনা। হয়তো একটু বেশি পরিমাণ ফার্টিলাইজার দেওয়া দরকার। আমি সব থেকে ভালো পারি বোগেনলিয়াতে ফুল ফোটাতে। তবে আমার আরো বেশ অন্যরকম ফুল রয়েছে। আপনার বাগানে তো গোলাপ ভালোই ফুটেছে দেখছি। চমৎকার রং।

বাহ এতো দেখতেছি গোলাপের সমারোহ। নিজের বাগানে এরকম ফুল ফুটলে সত্যিই মনের মধ্যে চমৎকার একটি অনুভূতির সৃষ্টি হয়। সকালবেলা এরকম দৃশ্য দেখে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। যাইহোক আপনার বাগানের গোলাপ ফুলের আগমন নিয়ে অনুভূতিমূলক পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ঠিক তেমনি গোলাপ ফুল ভালোবাসে না এমন মানুষ ও খুঁজে পাওয়া দুষ্কর। গোলাপ ফুল ভালবাসার প্রতীক। আপনার বাগানের গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

সত্যি আপু আপনার বাগানের গোলাপ গুলো অনেক সুন্দর। আমারও এর আগে বড় একটি গোলাপ ফুলের গাছ ছিল। লাল গোলাপ বলে কিনেছিলাম কিন্তু গোলাপী রঙের গোলাপ ফুল ফুটেছিল। কিন্তু এখন আর গোলাপ গাছটি নেই। আপনার গোলাপ ফুল গুলো দেখে ভীষণ মনে পড়ে গেল গাছটার কথা। নিজের হাতে লাগানো গাছের ফুল দেখলে অসম্ভব ভালো লাগে। আর গোলাপ ফুল সবাই অনেক পছন্দ করে। ধন্যবাদ আপু এত সুন্দর করে গোলাপ ফুলের ফটোগ্রাফি সহ আপনার অনুভূতি জানানোর জন্য।

এ তো দেখছি গোলাপে ভরপুর! গোলাপ দেখতেও ভালো লাগে। সকাল সকাল কিন্তু গোলাপ ফুলের ঘ্রাণ দারুণ লাগে।

ছোটখাটো ফুলের বাগান তৈরি করতে পারলে খুব ভালো লাগে। মনটা অনেক ভালো থাকে। একটা সময় ফুলের বাগান তৈরি করার আমার খুবই শখ ছিল। কিন্তু বাচ্চাদের লালন-পালন করা পরিবারের রান্নার জন্য সেভাবে সম্ভব হয়ে ওঠেনা। অনেক ভালো লাগলো আপনার বাগান সম্পর্কে জানতে পেরে।

আপনার বাগানের গোলাপ ফুল দেখে খুব ভালো লাগলো। গোলাপ ফুলের বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। বাগানের গোলাপ ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে গোলাপের সৌরভ এবং সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। এতো চমৎকার গোলাপ ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

ইশ! আপু আপনার মত আমারও যদি একটা গোলাপ ফুলের এত সুন্দর বাগান থাকতো। গোলাপ ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। আপনার বাগানে খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছে। আমি কেন জানি গোলাপ ফুল গাছ টিকাতে পারিনা। এগুলো কে আসলে অনেক যত্ন করতে হয়। আপনার বাগানে এত সুন্দর সব ফুল দেখে মনটা ভালো হয়ে গেল। ধন্যবাদ আপু মনমুগ্ধকর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনার বাগানে গোলাপ ফুল গাছ রয়েছে জেনে ভালো লাগলো। গোলাপ ফুল ভালো লাগার অন্যরকম একটি মাধ্যম। ভালোলাগা ভালোবাসা সবকিছুর মাঝে মানুষের গোলাপ ফুলকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তেমনি আপনার বাগানটাতে গোলাপ ফুল গাছের চারা লাগিয়েছেন। আশা করবো আরো অনেক ফুল হবে।