অভিনন্দন rme দাদা🏆||আমার বাংলা ব্লগ [10% shy-fox]

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রাণ ভোমরা হল আমাদের সকলের প্রিয় @rme দাদা। তিনি আমাদেরকে এই দারুন প্লাটফর্মে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আসলে আমাদের জীবনে এমন কিছু পাওয়া আছে যেগুলো বলে বোঝানোর করার মত নয়। যে মানুষটি আমাদের জন্য এত কিছু করেছেন সেই মানুষটি অর্থাৎ আমাদের প্রিয় দাদা নিজের যোগ্য সম্মান পেয়েছেন। এজন্য আমরা সকলেই অনেক আনন্দিত। তাই আজকে দাদাকে অভিনন্দন জানানোর জন্য একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।


অভিনন্দন rme দাদা:

IMG_20221226_144014.jpg
Device-OPPO-A15(edited)


♥️♥️অদৃশ্য এক মায়ার বাঁধনে
আমরা সকলে বাঁধা,
সেরাদের সেরা তুমি
আমাদের প্রিয় দাদা।
দাদা তোমার এই প্রাপ্তিতে
আমরা সকলে খুশি,
দাদা তোমায় আমরা সবাই
বড্ড ভালোবাসি।♥️♥️♥️


স্টিমিট প্লাটফর্মে আমার বাংলা ব্লগ সেরা অবস্থানে রয়েছে। আর দাদা হলো সেরাদের সেরা। আমাদের সকলের প্রিয় দাদা স্টিমিট প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছেন। দাদার অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের এই প্লাটফর্ম আজ সেরা জায়গায় স্থান পেয়েছে। আসলে কোন কিছু প্রাপ্তির পিছনে অনেক পরিশ্রম লুকিয়ে থাকে। হয়তো সফলতা সবাই দেখে কিন্তু সফলতার পিছনের গল্পগুলো সবার কাছে অজানা থেকে যায়। হয়তো সেই গল্পগুলোর আড়ালে আছে রাত জাগা অক্লান্ত পরিশ্রম। আজ আমাদের সকলের প্রিয় দাদা একজন সফল মানুষ। তিনি এই স্টিমিট প্ল্যাটফর্মে নিজেকে সেরা জায়গায় পৌঁছে দিয়েছেন। এই সেরা প্লাটফর্মে সেরাদের সেরা হওয়ার পেছনের গল্পগুলো যারা কাছ থেকে দেখেছেন তারাই শুধু উপলব্ধি করতে পাররে কতটা পরিশ্রম করে দাদা স্টিমিট এওয়ার্ড ২০২২ এ নমিনেশন পেয়েছেন। এজন্য আমরা সকলে সত্যি অনেক আনন্দিত।


আমার এখনো মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন প্রথম স্টিমিট প্ল্যাটফর্মে কাজ শুরু করি। সামান্য অল্প কিছু সেন্টের ভোটের জন্য প্রতীক্ষায় থাকতাম। দিনশেষে হতাশ হয়ে সব আনন্দই যেন মাটি হয়ে যেত। অনেক কষ্ট করে নিজের প্রতিভা বিকশিত করার মাধ্যমে স্টিমিট প্লাটফর্মে কাজ করতাম। কিন্তু নিজের যোগ্য সম্মান পেতাম না। যখন থেকে আমাদের সকলের প্রিয় দাদা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং বাঙ্গালীদের জন্য দারুন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন তখন থেকে আমাদেরকে আর হতাশ হতে হয়নি। আসলে নিজের পরিশ্রমের যদি যোগ্য সম্মান পাওয়া যায় তাহলে সবাই নতুনভাবে পরিশ্রম করতে উৎসাহিত হয়। আমরা প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে কাজ করেছি। আর আমাদের সকলের প্রিয় দাদা আমাদের পাশে আছেন। আসলে বট বৃক্ষের মতো একজন মানুষ আমাদের পাশে আছেন বলেই আজকে আমরা সফল। আর দাদার এই সফলতার জন্য দাদাকে সবসময় অভিনন্দন জানাই।


আমাদের প্রিয় দাদা নিজের যোগ্য সম্মান পেয়েছেন। আসলে এমন কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে সবাইকে উজার করে ভালোবাসেন। তেমনি দাদাও আমাদেরকে নিঃস্বার্থভাবেই ভালোবেসেছেন। বড় দাদা হয়ে আমাদের পাশে দাঁড়িয়ে ছিলেন বলেই আজ আমরা নিজেরা স্বাবলম্বী হয়েছি। আমাদের এই আমার বাংলা ব্লগ পরিবারের এমন কিছু সদস্য আছে যারা এই স্টিমিট প্ল্যাটফর্মের উপর নির্ভর করে নিজের পরিবারের মুখে দু'মুঠো ভাত তুলে দেয়। এমন কিছু মানুষ আছে যারা নিজের সন্তানের ভবিষ্যৎ রচনা করে। আর এমন কিছু মানুষ আছে যারা আমার বাংলা ব্লগে কাজ করে উপার্জিত অর্থ দিয়ে বাবা-মায়ের দুঃসময়গুলোতে পাশে দাঁড়ায়। সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের সকলের প্রিয় দাদার জন্য। যে মানুষটি আমাদের জন্য এত কিছু করছেন সেই মানুষটির হয়তো আমাদের কাছে কিছুই চাওয়ার নেই। তাইতো আমরাও সবাই সম্মান এবং ভালোবাসায় আমাদের দাদাকে ভরিয়ে রেখেছি।


দাদা নিজের খুশির মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করেন। আর আমরাও সেই আনন্দে মেতে উঠি। সত্যি বলতে কি দাদা আমাদেরকে পরিবারের সদস্য মনে করেন। তাই তো নিজের খুশির দিনগুলো আমাদের মাঝে শেয়ার করেন। যেই মানুষটি আমাদেরকে কখনো দেখেনি কিংবা চিনেও না সেই মানুষটা আমাদের জন্য এত কিছু করছেন। আসলে পৃথিবীর অন্য কেউ হয়তো এই কাজগুলো করত না। এতগুলো মানুষের মাথার উপর দাদা আছে বলেই আজ আমরা শান্তির নিঃশ্বাস নিতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে বাঙালিরা পুরো বিশ্বের কাছে পরিচিত লাভ করেছে। পুরো বিশ্ব আজ জানে আমার বাংলা ব্লগ সর্বশ্রেষ্ঠ। আমার বাংলা ব্লগ বাংলা ভাষাকে উপস্থাপন করেছে। আমার বাংলা ব্লগ বাঙ্গালীদেরকে উপস্থাপন করেছে। সেই সাথে বাঙালিরা নিজের প্রতিভা গুলো সবার কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে। আজ তাইতো আমরা সেরা দের সেরা। সবশেষে একটি কথাই বলতে চাই স্টিমিট এওয়ার্ড ২০২২ আমাদের জন্য খুবই বড় একটি পাওয়া। কারণ আমাদের প্রিয় দাদা যোগ্য সম্মান পেয়েছেন এবং পুরো বিশ্ববাসীর কাছে নিজের কমিউনিটি তুলে ধরতে সক্ষম হয়েছেন। আজ পুরো বিশ্ব জানে বাঙালিরা সফল। বাংলা ভাষা পুরো বিশ্বের কাছে পরিচিত লাভ করেছে। সব কৃতিত্ব শুধুমাত্র আমাদের সকলের প্রিয় দাদার। তাই দাদাকে অনেক অনেক অভিনন্দন জানাই।


❤️ধন্যবাদ সকলকে।❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দাদা নিয়মিত সততার সাথে কাজ করেছে এ প্লাটফর্মে এবং এটাই হলো দাদার অক্লান্ত পরিশ্রমের ফল। আমি আরো একবার অভিনন্দন জানাতে চাই দাদার এই সফলতার জন্য।

ঠিক বলেছেন ভাইয়া দাদা সততার সাথে কাজ করেছেন বলেই আজ সফলতা পেয়েছেন। দাদা নিজের পরিশ্রমের ফল পেয়েছেন। আসলে পরিশ্রম ছাড়া কোন কিছুই সফল হয় না। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

স্টিমিট প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আমাদের প্রিয় দাদা রয়েছেন।দাদার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এত দূর অব্দি এসেছে।আসলে মানুষ সৎ থাকলে আর পরিশ্রম করলে যে সেরা হওয়া যায় এটাই তার প্রমান।দাদাকে অভিনন্দন। আপু আপনি খুব ভালো লিখেছেন।ধন্যবাদ

এই প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আমাদের সকলের প্রিয় দাদা রয়েছেন। পরিশ্রম এবং সততার পুরস্কার পেয়েছেন তিনি। তাই তো আজ দাদা সবার সেরা। ধন্যবাদ আপু মতামত প্রকাশের জন্য।

শুরুতেই অভিনন্দন জানাই দাদাকে।আপনি খুবই সুন্দর লিখেছেন আপু।দাদার অবদান এই প্লাটফর্মে ও কমিউনিটি তে কি।সেটা যাই বলি আমরা হয়তো অনেক কম বলা হয়ে যাবে।দাদাকে এই সম্মান দেওয়ার জন্য অনেক ভালো লাগছে আপনাদের।ধন্যবাদ কতৃপক্ষকে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

কিছু কিছু মানুষ আছে যাদের গুণের কথা বলে শেষ করা যায় না। তবুও নিজের ক্ষুদ্র প্রচেষ্টায় লেখার চেষ্টা করেছি আপু। দাদা নিজের সম্মান পেয়েছেন এজন্য সত্যি আমরা অনেক খুশি। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

প্রথমে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ যে আমাদের কমিউনিটি ও দাদাকে নিয়ে এতো সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য ৷
আসলে দাদাকে নিয়ে বললে হয়তো শেষ হবে না ৷ কারন তিনি হলেন একজন বড় মনের মানুষ ৷ আর তাই তো আমি মনে করি আমরা সবাই ৷ মানে সকল ইউজার ধন্য যে এই কমিউনিটি তে কাজ করছি ৷ আর দাদার অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরাই সেরা হয়েছি ৷ এটা আমাদের সবার জন্য গৌরবের বিষয় ৷
যা হোক ধন্যবাদ আপু এতো সুন্দর করে উপস্থাপনা করার জন্য ৷

সত্যি ভাইয়া আমরা সকলে ধন্য এমন একটি কমিউনিটিতে কাজ করতে পেরে। দাদার মত একজন মানুষ আমাদেরকে সহায়তা করছেন এটা আমাদের অনেক বড় পাওয়া। দাদাকে আমরা আমাদের পাশে পেয়েছি। আসলে দাদার অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা আজ ভালো অবস্থানে গিয়েছি। ধন্যবাদ ভাইয়া।

একদম ঠিক বলেছেন আপু। যোগ্য মানুষ যোগ্য সম্মান পেয়েছেন। আসলেই আমাদের দাদা এই পজিশনটার যোগ্য মানুষ। দাদা আমাদের জন্য স্টিমিট এর জন্য অনেক কিছু করেছেন। এবং প্রতিনিয়ত করেই চলেছেন। সবাই আমরা দাদার দীর্ঘায়ু কামনা করি।

জি ভাইয়া যোগ্য মানুষ যোগ্য সম্মান পেয়েছেন। আসলে দাদা আমাদের জন্য এত কিছু করেছেন তাই আমরাও সকলে চাই দাদা নিজের সম্মান পাক। আমরা সবাই দাদার দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ ভাইয়া।