আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন এবং বন্ধু-বান্ধবীরা আপনারা কেমন আছেন? এটা আমার প্রথম পোস্ট। বর্তমানে আমি ফ্রান্সে থাকি এবং বাংলাদেশি আমিএকজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলাম।ফ্রান্সের আমি কিছুই করি না তবে কয়েকটা ওয়েবসাইটের সাথে আমি টুকটাক কাজ করি আমার চারজন বাচ্চাকাচ্চা আছে তারা সবাই ছোট তার জন্য আমি বাসায় একটু ওয়েবসাইটের সময় কাটাই টুকটাক কাজ করি।এমনিতে আমি সবসময় অসুস্থ থাকি আমার তের বছর যাবত ডায়াবেটিস। বর্তমানে ফ্রান্সের অবস্থা খুব খারাপ করোনা পজেটিভ প্রায় সবাই। আর গত কয়েক দিন যাবত আমি অনেক অসুস্থ তাই এ কারণে আজ হাসপাতাল এসেছি জানিনা এখানে আমাকে কি ভর্তিতে রাখবে কিনা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সুস্থ ও ভালো থাকলে আবার কথা হবে। ইনশাআল্লাহ।
আমার আমি।
3 years ago by monoarabegum (25)
@monoarabegum, আপনার পরিচিতিমূলক পোস্ট টি সঠিক হয়নি।
👉পরিচিতিমূলক পোস্ট লিখার নিয়মঃ
একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। আপনাকে 'আমার বাংলা ব্লগ' কমিউনিটি তে স্বাগতম। আপনার পোস্টে রেফারেল সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে পোস্ট করতে হবে।
আশা করছি সঠিকভাবে পরিচিতিমূলক পোস্ট লিখে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে যাত্রা শুরু করবেন। ধন্যবাদ।
এই পোস্ট থেকে ভালোভাবে জানতে পারবেন কিভাবে পরিচিতিমূলক পোস্ট করতে হবেঃ
👉 https://steemit.com/hive-129948/@rme/4pwnok
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনাকে অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লাগলো আপনার পরিচয় পড়ে। তবে আপনার পরিচয়পত্রটি আরো একটু বড়ো করে লিখতে হবে। কারণ আপনার লেখাটি অনেকটায় ছোট হয়েছে। সামনে যদি এগিয়ে যেতে পারেন তার জন্য শুভ কামনা রইলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এনাকে গাইড করুন @ayrinbd
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit