বাঙালি রেসিপি /রুই মাছ দিয়ে কচুর লতির রেসিপি //১০% লাজুক-খ্যাক এর জন্য

in hive-129948 •  3 years ago 

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা🧕🧕

আসসালামু আলাইকুম 🙋‍♀️🙋‍♀️

প্রীতি ও শুভেচ্ছা 🌻🌻

  • আশা করি সবাই ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে যে রেসিপি টি নিয়ে হাজির হয়েছি তা হলো রুই মাছ দিয়ে কচুর লতি।দারুণ স্বাদের এই রেসিপি টি সবারই ভালো লাগে। আর আমি নিজের ও পরিবারের যে খাবার টি পছন্দ সেটি ঝটপট রান্না করে খেয়ে ফেলি। তাই আজ আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি কচুর লতির রেসিপি নিয়ে।
  • এখন আমি আপনাদের সাথে রান্নার প্রক্রিয়া শেয়ার করছি। চলুন দেখে নেয়া যাক

20220329_143147.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • লতি
  • রুই মাছ
  • পেঁয়াজ কুচি
  • কাঁচা মরিচ কুচি
  • হলুদের গুঁড়ো
  • মরিচের গুঁড়ো
  • রসুন বাটা
  • জিরার গুঁড়ো
  • লবণ
  • তেল

GridArt_20220413_143453004.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে আমি একটি কড়াইয়ে পরিমাণ মত তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম।

20220329_121138.jpg

20220329_121619.jpg

20220329_121647.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর সবগুলো মসলা দিয়ে কিছুক্ষণ নেড়ে একটু পানি দিয়ে দিলাম।

20220329_121827.jpg

20220329_121901.jpg

20220329_121934.jpg

তৃতীয় ধাপঃ

  • তারপর মাছগুলো পাতিলে দিয়ে দিলাম।

20220329_122011.jpg

20220329_122650.jpg

চতুর্থ ধাপঃ

  • মাছ কষিয়ে উঠিয়ে রাখলাম।

20220329_123131.jpg

পঞ্চম ধাপঃ

  • এবার লতিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে অপেক্ষা করলাম।

20220329_122938.jpg

20220329_123006.jpg

20220329_123558.jpg

ষষ্ঠ ধাপঃ

  • লতি কষানো হলে এর মধ্যে কষানো মাছ দিয়ে পানি দিয়ে দিলাম।

20220329_123958.jpg

20220329_124039.jpg

শেষ ধাপঃ

  • পানি কমে ঝোলা ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিলাম।

20220329_130350.jpg

20220329_130357.jpg

  • এবার পরিবেশন করে ছবি তুলে নিলাম।

20220329_143138.jpg

20220329_143155.jpg

আশা করি আমার আজকের রেসিপি টি আপনাদের ভালো লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ 🥰🥰

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কচুর লতি খাওয়ার খুব ইচ্ছে আমার কিন্তু আজ পর্যন্ত খাওয়া হয়নি। আমি চেষ্টা করব আপনার মত করে সুন্দর রেসিপি প্রস্তুত করে আপনাদের মাঝে শেয়ার করতে এবং নিজের পরিবারের মানুষকে খাওয়াতে।

আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি আপনার পছন্দ হয়ে মতামত প্রদান করার জন্য

কচুর লতি অনেকবেশী পছন্দনীয় এবং কাকতালীয় হলেও সত্যি যে আজকে আমাদের কচুর লতি রান্না করতেছে। আর আপনি খুব সুন্দর ভাবে কচুর লতি রান্না করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে

আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য

ওয়াও মনে হচ্ছে আপনি খুব অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন। দেখেই আমার জিভে জল চলে এসেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে আপনার উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য

এবছর এখনো কচুর লতি এখনো খাই নি। ছোট চিংড়ি মাছ দিয়ে কচুর লতি খেতে খুব ভালো লাগে। তবে ইলিশ মাছ দিয়ে কখনো খাইনি। রেসিপিটি অনেক ভালো লাগলো ধন্যবাদ

আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য

অনেক চমৎকার ভাবে রুই মাছ দিয়ে কচুর লতি তৈরি করলেন। আপনার উপস্থাপনা টি অসাধারন ছিল এবং প্রত্যেকটি ছবি অনেক পরিষ্কার থাকায় রেসিপিটি সহজেই বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে।

আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য

রুই মাছ আমার খুবই পছন্দের একটি মাছ।কচুর লতি দিয়ে আপনি রুই মাছ রান্না করেছেন। দেখতে খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য

image.png


ইলিশ মাছ দিয়ে কচুর লতি অনেকবার খেয়েছি।কিন্তু রুই মাছের সঙ্গে কচুর লতি কখনো খাওয়া হয়নি। আপনার রান্না করার রেসিপি ছবিগুলো দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। রেসিপি রান্না করার পদ্ধতি গুলো সুন্দর ভাবে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।


image.png

আপনাকে অনেক ধন্যবাদ একটি গঠনমূলক মতামত ব্যক্ত করার জন্য

রুই মাছ সাধারনত খেতে ভালো লাগে। আমার খুবই প্রিয়। এতে কাটা কম থাকে এবং কচুর লতি দিয়ে রান্না করেছেন দারুণভাবে জমে উঠেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

আমার রুই মাছ খুব পছন্দ আপনাকে ধন্যবাদ মতামত দেয়ার জন্য।

রুই মাছ দিয়ে কচুর লতির রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

আপনাকে ধন্যবাদ মতামত দেয়ার জন্য।

আপনার রুই মাছ দিয়ে কচুর লতি রান্না দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। কারন আমার লতি খেতে বেশ ভালো লাগে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে রুই মাছ দিয়ে কচুর লতির রেসিপি তৈরি করেছেন‌। এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।এত অসাধারণ রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য

কচুর লতি আসলেই খুব মজাদার একটি রেসিপি। আর আপনি তো খুব সুন্দর করে কচুর লতি রেসিপি তৈরি করেছেন। দেখে খুব খেতে ইচ্ছে করছে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সবমিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য

গতকালও কচুর লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে খেয়েছি। আপনি কচুর লতি দিয়ে রুই মাছ রান্না করেছেন, আসলে কচুর লতি এমন এক সবজি যা সব মাছের জন্য পারফেক্ট। তবে ইলিশ মাছ দিয়ে বেশি মজা।

ঠিক বলেছেন ভাইয়া সব মাছ দিয়ে কচুর লতি রান্না করা যায়। আপনাকে ধন্যবাদ মতামত প্রদান করার জন্য

ওয়াও আপু আপনি আমার অনেক পছন্দের একটি রেসিপি তৈরি করেছেন। রুই মাছ ও কচুর লতি দুটোই আমার অনেক পছন্দের। আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। রেসিপি তৈরি প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য

আপু আপনার এই রেসিপি টা আমার মায়ের খুব পছন্দের একটা রেসিপি।এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য ধন্যবাদ।

আপনাকে অনেক ধন্যবাদ

আপনার রেসিপিটি অনেক সুন্দর হয়েছে আপু, সত্যিই এটি একটি বাঙালি রেসিপি, তবে দুঃখের সাথে বলতে হচ্ছে আমি এখনো রুই মাছ দিয়ে কচুর লতি রান্না খাইনি খুব শীঘ্রই বাসায় ট্রাই করবো আপু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো

ধন্যবাদ। ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে

বেশ চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন রুই মাছ দিয়ে কচুর লতি , এ তরকারিটি আমি বহুদিন আগে খেয়েছিলাম, কচু আমার কাছে তেমন পছন্দ না হলেও আমি কচুর লতি খেতে পারি এটি সাথে রুই মাছ দিলে বেশ চমৎকার হয় রান্না, আপনার উপস্থাপন বেশ চমৎকার ছিল আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য

আমাদের বাসায় আগে দেখতাম কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করতো। যদিও আমি কচুর কোন কিছুই খাই না। কিন্তু বাসার সবাইকে দেখতাম বেশ মজা করে খেতো। তবে কচুর লতি দিয়ে রুই মাছ রান্না আগে কখনো দেখিনি। আমাদের এদিকটাতে সাধারণত হয় না এই ধরনের রান্না। আপনার রান্নার চেহারা দেখে মনে হচ্ছে খেতে বেশ মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে।

আসলে ভাইয়া কচুর লতি এমন একটি তরকারি যা শুটকি চিংড়ি ও কয়েক ধরনের মাছ দিয়ে রান্না করা যায়। রুই মাছ দিয়ে রান্না করা লতি বেশ ভালই লেগেছে। ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে।

কচুর লতি আমি অনেক পছন্দ করি কিন্তু আমার স্ত্রী বাসায় আনতে আমাকে নিষেধ করে। কেননা এগুলো নাকি রান্না করতে অনেক কষ্ট তবুও কিন্তু মাঝে মাঝে আমি জোর করে নিয়ে আসি। যদিও সে বাহ্যিক ভাবে রাগ করে, তবুও রান্না করলে আমার কাছে খেতে অনেক মজা লাগে।

আসলেই ভাইয়া এটা তৈরি পদ্ধতি একটু কষ্ট। তবে খেতে বেশ মজা। তাই কষ্টের কথা মনে থাকেনা

কচুর লতি এমনিতে অনেকবার খেয়েছি, ভালোই লাগে আমার কাছে। আর বিশেষ করে গ্রামে এগুলো সচারাচর সব জায়গাতেই পাওয়া যায়। রুই মাছের সাথে কচুর লতি নিঃসন্দেহে অসাধারণ হবে সেটা বলার অপেক্ষা রাখে না। আর এত সুন্দর চিন্তা ভাবনায় এত সুন্দর একটা রেসিপি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য

কচুর লতি দিয়ে রুই মাছের রেসিপি কখনো খাওয়া হয়ন। তবে মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। লতি খেতে আমার খুব ভালো লাগে,বিশেষ করে ইলিশ মাছ দিয়ে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য

কচুর লতি খেতে অসাধারণ লাগে। আপনি খুব সুন্দর করে রুই মাছ দিয়ে কচুর লতি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে বোঝাই যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। এছাড়া আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি কচুর লতি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ মতামত প্রদান করার জন্য

আপনার রুই মাছ দিয়ে কচুর লতি রেসিপি বেশ লোভনীয় দেখাচ্ছে। খেতে নিশ্চিত খুবই সুস্বাদু হয়েছে ।এভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে ।আমার কাছে আপনার রেসিপি টি বেশ ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এরকম মজার একটি রেসিপি শেয়ার করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ