স্পেশাল হালিম ভর্তা রেসিপি //১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য

in hive-129948 •  3 years ago 

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা 🧕🧕

আসসালামু আলাইকুম 🙋‍♀️🙋‍♀️

প্রীতি ও শুভেচ্ছা ❤️❤️

  • আশা করি সবাই ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা বাঙালিরা যেকোনো ভর্তা খেতে অভ্যস্ত। আমি আসলেই ভর্তা প্রেমি একজন মানুষ। যেকোনো ধরনের ভর্তা তৈরি করতেও খেতে খুব পছন্দ করি।তাই আজ আমি আপনাদের মাঝে চেয়ে রেসিপিটি শেয়ার করব তা হচ্ছে স্পেশাল হালিম ভর্তা রেসিপি।আপনারা অনেকেই হয়তো এই ভর্তার নাম শুনে থাকবেন । আবার অনেকের কাছেই অপরিচিত লাগবে। কারণ সচরাচর সবার পরিবারে এই ভর্তা খুব একটা খাওয়া হয়না। যাইহোক আমি মাঝে মাঝে এই ভর্তা তৈরি করে খাই।মজাদার এই ভর্তা গরম ভাতের সাথে খুবই টেস্টি। তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক আজকের পেশাল হালিম ভর্তা রেসিপি।
    আর এখন আমি আমার হালিম ভর্তা তৈরি করার পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করছি।আশা করি আপনাদের ভালো লাগবে।

20220217_145804.jpg

প্রয়োজনীয় উপকরন সমুহঃ

  • হালিম দানা
  • পেঁয়াজ কুচি
  • কাঁচা মরিচ কুচি
  • হলুদের গুঁড়ো
  • মরিচের গুঁড়ো
  • আদা বাটা
  • রসুন বাটা
  • জিরার গুঁড়ো
  • লবণ
  • তেল

20220217_114107.jpg

20220217_114120.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে আমি শুকনো হালিম দানা ব্লান্ডারে গুঁড়ো করে নিলাম।

20220217_122217.jpg

দ্বিতীয় ধাপঃ

  • একটি কড়াইয়ে পরিমাণমতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।

20220217_130308.jpg

20220217_130334.jpg

20220217_130403.jpg

তৃতীয় ধাপঃ

  • এবার সবগুলো মসলা দিয়ে নাড়তে থাকলাম।

20220217_130512.jpg

20220217_130615.jpg

চতুর্থ ধাপঃ

  • এবার গুঁড়ো করে রাখা হালিম গুলো ঢেলে নাড়তে থাকলাম।

20220217_130809.jpg

20220217_130829.jpg

20220217_130837.jpg

পঞ্চম ধাপঃ

  • এবার পরিমাণ মত পানি দিয়ে নাড়তে থাকলাম।

20220217_131141.jpg

20220217_131302.jpg

20220217_132551.jpg

শেষ ধাপঃ

  • পানি একেবারে শুকিয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে পাতিল চুলা থেকে নামিয়ে নিলাম।

20220217_132554.jpg

20220217_135903.jpg

  • এবার আমার রান্না করা হালিম ভর্তা পরিবেশন করে ছবি তুলে নিলাম।

20220217_145420.jpg

20220217_145622.jpg

20220217_145752.jpg

আশা করি আমার আজকের রেসিপি টি আপনাদের ভালো লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

পোস্টটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হালিম দানা এই শস্যটির কি অন্য কোন নাম আছে? কেননা এটি দেখতে কিছুটা গমের মতো লাগছে। যাইহোক বেশ সুন্দরবিভিন্ন একটি রেসিপি দেখলাম ।

ভাইয়া আর কোন নাম আছে কিনা জানিনা তবে আমরা এটাকে হালিম নামে চিনি।আর ভাইয়া এটা গমের চেয়ে অনেক ছোট। মুদি দোকানে পাওয়া যায়।

আপু হালিমটাকি তাই তো চিনলাম না আজকে প্রথম দেখলাম ।প্রথমে আমি মনে করেছিলাম যে আমরা ইফতারিতে যে হালিম হালিম খাই সেই হালিম পরে দেখলাম যে না এটি অন্যরকম হালিম। আপনি ভালই তৈরি করে দেখিয়েছেন কিন্তু আমিতো এটা চিনলাম না তাই বুঝতেও পারলাম না জিনিসটা।

স্পেশাল হালিম ভর্তা যদিও রেসিপিটি সাথে আগে কখনো পরিচিত হয়নি তবে দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল

আপু স্পেশাল হালিম ভর্তা রেসিপির নাম আমি এই প্রথম শুনলাম। আপনার রেসিপি আমার কাছে অনেক ইউনিক লেগেছে। খুব সুন্দর ভাবে আপনি আপনার রেসিপি তৈরি করেছেন। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন।আপনার উপস্থাপনাটা অনেক সুন্দর ছিল। অবশ্য কখনো এভাবে রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। তবে দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। সুন্দর স্পেশাল রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

ওয়াও আপু আপনি তো আমার ফেভারিট খাবার রান্না করেছেন। হালিম ভর্তা আমার খুবই প্রিয়। আমার জিভে জল চলে এসেছে আপনার হালিম ভর্তা রেসিপি দেখি। দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। এমনিতেও হালিম ভর্তা অনেক সুস্বাদু হয় খেতে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

আপু আমি এই প্রথম এই নাম শুনলাম।আমি ভেবেছিলাম হালিম রান্না করে মনে পেয়াজ মরিচ দিয়ে ভর্তা বানিয়েছে।🤪🤪।যাই হোক সম্পূর্ণ নতুন একটি রেসিপি। কখনো খাওয়া হয় নি।তবে মনে হচ্ছে খেতে ভালোই হবে প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে

হালিম ভর্তা রেসিপি দেখি অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে ভর্তা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করবেন। আপনার উপস্থাপন দেখে আমিও তৈরি করা শিখতে পারলাম। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার স্পেশাল হালিম ভর্তা রেসিপি টা খুবই সুন্দর হয়েছে। তবে হালিম টা কেমন জিনিস আমি চিনতে পারলাম না। এর আগে এটা দেখিনি আজকে প্রথম দেখলাম। তবে দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

হালিম ভর্তাটা খুবই চমৎকার হয়েছে। কিন্তু হালিম জিনিসটা কি কোনদিন দেখিনি। এই প্রথম আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। প্রথমে ভেবেছিলাম আমরা যে হালিম রান্না করে খাই প্যাকেটের সেটা, পরে দেখলাম এটা অন্য জিনিস। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

খুবিই মজাদার রেসিপি শেয়ার করছেন ,এই রেসিপি আমার খুবিই ভালো লাগে ,আপনার রেসিপির ছবি দেখেই বুঝা গেছে আপনি খুব ভাল রান্না করেন।আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।শুভ কামনা রইল আপনার জন্য।

আপনার স্পেশাল হালিম ভর্তা রেসিপি আমার কাছে ভালো লেগেছে। কিন্তু আসলে এই ভর্তা টা আমি আগে কখনো দেখিও নি। আর কখনো খাওয়া হয়নি আমিতো প্রথম ভাবছিলাম আপনি হালিম তৈরি করেছেন। তবে পরে দেখলাম না অন্যকিছু। তবে ভালই ছিল আপনার রেসিপিটি

আমি কখনো হালুম ভর্তা খাইনি। এই জিনিসটা খেতে কেমন তাও জানি না। আমার কাছে একদম ইউনিক এবং নতুন একটি রেসিপি মনে হচ্ছে আপু। কিন্তু দেখে মনে হচ্ছে আপনার রেসিপিটি বেশ সুস্বাদু হয়েছে। এই ধরনের ভর্তা দিয়ে মেখে মেখে ভাত খেতে বোধহয় খুব সুস্বাদু হবে। ধন্যবাদ আপু এত ইউনিক এবং মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

আপনার আজকের স্পেশাল হালিম ভর্তা রেসিপিটি আমার কাছে পুরোটাই অজানা লাগছে। আমি বুঝতে পারছি না এটা কি রকম হতে পারে বা এর স্বাদ টা কেমন হবে। যাইহোক আপনি খুব চমৎকার করে স্পেশাল হালিম ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপির প্রত্যেকটা ধাপের উপস্থাপন খুব ভালো হয়েছে। স্পেশাল হালিম ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপু প্রথমে বলবো হালিম দানাটি আসলে এই প্রথম দেখলাম জীবনে। আমার মনে হয় এর অন্য কোন নাম থাকতে পারে হয়তো, ওই নামে চিনতে পারি। যাই হোক যেহেতু হালিম দানাটা আসলে কি সেটাই চিনতে পারতেছি না তাই এর স্বাদটা কেমন তাও বুঝা সম্ভব না। তবে আপনার রেসিপিটি অসাধারণ ও ইউনিক ছিল, খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আসলেই আপু খুবই স্পেশাল এবং ইউনিক ছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে। শুরু থেকে উপস্থাপনাটা ও বেশ ভালো ছিল। দারুন এবং ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ। এভাবেই সামনের দিকে এগিয়ে চলুন আপনার জন্য শুভকামনা।

হালিম ভর্তা আমার খুবই প্রিয়। এটি আমার কাছে খুবই ভালো লাগে শুকনো শুকনো ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। মাঝে মাঝে আমাদের বাসায় তৈরি করে এবং মজা করে খাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু হালিম ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

স্পেশাল হালিম ভর্তা রেসিপি দেখেই তো খেতে ইচ্ছে করছে। খুব সুন্দর করে হালিম ভর্তা রেসিপি তৈরি করেছেন। যেটা খুবই লোভনীয় খাবার সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

হালিম যে এভাবে ভর্তা করে খাওয়া যায় সেটা আমার জানা ছিল না। খেতে কেমন হবে তা বলতে পারবে না। তবে আপনার রান্না করার রেসিপি ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে বেশ মজার ছিল।রান্নার পদ্ধতি গুলো সুন্দর ভাবে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

স্পেশাল হালিম ভর্তা রেসিপিটা আপনি খুবই চমৎকার ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি খুবই সুন্দর ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

হালিম অনেক খেয়েছি কিন্তু হালিম ভর্তা কখনো খাই নি।খুবই ভিন্ন ধরনের একটা রেসিপি আপনি দেখিয়েছেন,,, নাম টা যেমন অসাধারণ নিশ্চয়ই খেতেই ও খুব মজাদার হবে।

হালিম খেতে আমার কাছে অনেক ভালো লাগে, আমি যখন ঢাকাতে থাকতাম প্রায়ই সময়ে সন্ধ্যায় হালিম কিনে খেতাম। আজকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে হালিম ভর্তা রেসিপি শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা হালিম ভর্তা দেখে আমার অনেক লোভ হচ্ছিল।

আপনার হালিম ভর্তা রেসিপি বেশ দুর্দান্ত হয়েছে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে হালিম ভর্তা রেসিপি তৈরি করেছেন। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। বতা তৈরীর প্রস্তুত প্রণালী অসাধারণ হয়েছে এত অসাধারণ রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

স্পেশাল হালিম ভর্তা রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো।

হালিম আমার খুব প্রিয় একটি খাবার। মাঝে মাঝে বাইরে আমি হালিম কিনে খাই । আমার কাছে খুব পছন্দ লেগেছে ।দোয়া করে সামনে এগিয়ে যান।এরকম রেসেপি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ