গ্রীন ভিউ রেস্টুরেন্টে ঘুরতে যাওয়া //১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য

in hive-129948 •  3 years ago 

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা😍😍

আসসালামু আলাইকুম 🙋‍♀️🙋‍♀️

প্রীতি ও শুভেচ্ছা🌼🌼

  • আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।কোথাও ঘুরতে যেতে কার না ভালো লাগে। আমি মনে করি মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে মন ভাল থাকে । আর সেটা যদি হয় পরিবারের সবার সাথে তাহলে তো আনন্দটা হয়ে যায় দ্বিগুণ।

  • তাই আমার আজকের ঘুরেফিরার জায়গা টি হচ্ছে কুমিল্লা জেলার লাকসামে। সেখানে আমার সেজো আপু থাকে।তাই আপুর বাসায় বেড়াতে গেলেই কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যায় । আপুর বাসা থেকে ২০ মিনিটের পথ Green View রেস্টুরেন্ট টি। আমি, আম্মু,মেঝো আপু, সেজো আপু, বড় দুলাভাই, আর ভাগনেরা মিলে একসাথে ঘুরতে যাই। সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু বড় দুলাভাইয়ের। তার অফিসের একটি শাখা লাকসামে। এই যখনই দুলাভাইয়ের ওইখানে যাওয়া পড়ে আমাদেরকে নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যায়। যদিও তিনি আমাদের বড় দুলাভাই কিন্তু তিনি আমাদের বড় ভাইয়ের দায়িত্ব পালন করে ছোটবেলা থেকেই দেখছি। তাই আমরাও তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি।

  • যাক সেসব কথা। তাহলে বন্ধুরা চলুন আমি আমার ঘুরাফেরার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি।

20220122_191715.jpg

  • এই রেস্টুরেন্টটি এখানে নতুন হয়েছে তাই এখনো কিছু কাজ বাকি আছে। তবে যতটুকু দেখেছি আমার কাছে বেশ ভালই লেগেছে। প্রবেশ করার পথটা ও বেশ ভালো লেগেছে। ভেতরে ঢুকতেই প্রথমে আমি আমার একটি ছবি তুলে নেই।

20220122_190820.jpg

20220122_190830.jpg

  • ভেতরে ঢুকতেই একপাশে দেখি অনেকগুলো গাঁদা ফুল গাছ। ফুল আমার ভীষণ পছন্দ। একটি ফুল হাতে রেখে একটি ছবি তুলে ফেলি। তারপর চারপাশে কিছু ছবি তুলি।

20220122_191151.jpg

20220122_191221.jpg

20220122_191641.jpg

20220122_191715.jpg

20220122_191837.jpg

  • বাচ্চাদের খেলার জন্য কিছু রাইড আছে তাই আমি সেগুলো ছবি তুলে নেই।

20220122_191820.jpg

20220122_191913.jpg

  • তারপর আমরা উপরে চলে যাই। উপর থেকে নিজের চারপাশের পরিবেশ টা বেশ ভালোই লাগছিল তাই আবার ছবি তুলে নিলাম। তারপর আমার ভাগিনা ভাগ্নিদের দুষ্টুমি করার মুহূর্তের ছবিও তুলে নিলাম।

20220122_191920.jpg

20220122_192013.jpg

20220122_192000.jpg

  • খাবার অর্ডার করে অপেক্ষা করতে করতে আমিও আমার আরেকটি ছবি তুলে নিলাম।

20220122_192123.jpg

20220122_192230.jpg

  • অবশেষে আমাদের খাবার রেডি। আমরা চিকেন মাসালা ও নান রুটি অর্ডার করি।

20220122_193547.jpg

20220122_193558.jpg

  • খাবার শেষ করে আমার দুলাভাইয়ের এবং আমাদের আরও কিছু ছবি তুলে ফেলি।রেস্টুরেন্ট এর উপরে ছোট্ট একটি বাঁশঝাড় যা আমার কাছে বেশ ভালো লেগেছে।

20220122_192253.jpg

20220122_192329.jpg

20220122_192336.jpg

20220122_192431.jpg

20220122_192955.jpg

  • সবশেষে আমাদের ছোট সোনামণিদের ছবি তুলি কারণ তারা আমাদের চেয়েও মনে হচ্ছে ভীষণ আনন্দে ছিল।

20220122_194555.jpg

20220122_193053.jpg

  • এভাবেই আমরা আমাদের আনন্দ গুলো ভাগাভাগি করে বাসায় ফিরে আসি। আমার পরিবারকে আমি ভীষণ ভালোবাসি। তাই আমার পরিবারের সবার সাথে সময় কাটাতে আমার কাছে বেশ ভালো লাগে।

20220122_195750.jpg

20220122_195815.jpg

লোকেশন

এটি হচ্ছে গ্রীন ভিউ রেস্টুরেন্টের অবস্থান।।

বন্ধুরা আশাকরি আমার আনন্দময় মুহূর্ত গুলো শেয়ার করা টি আপনাদের কাছে ভালো লেগেছে।

ধন্যবাদ ❤️❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রেস্টুরেন্টে কাটানো আপনার সময়টি অনেক ভালো কেটেছে আশা করি। মাঝে মাঝে রেস্টুরেন্টে সময় কাটাতে সবারই ভালো লাগে। ধন্যবাদ আপনার মুল্যবান স্মৃতি আমাদের মাঝে শেয়ার করার জন্য

আপনি রেস্টুরেন্টে ঘুরতে যাওয়া মুহূর্তগুলো খুব সুন্দর ভাবে অতিবাহিত করেছেন। আপনাদের ফ্যামিলির সকল সদস্য রেস্টুরেন্টের সুন্দর মুহূর্ত উপভোগ করেছে।। হাসি আনন্দ ঘুরাঘুরি আর খাওয়া-দাওয়া সব মিলিয়ে সকলেই খুব ভালো সময় পার করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য।

রেস্টুরেন্টে ঘুরতে যাওয়ার সময় টুকু পড়ে অনেক ভালো লাগলো । আপনি অনেক সুন্দর একটি সময় অতিবাহিত করেছিলেন । সেই সুন্দর ও মধুময় সময় আমাদের সাথে শেয়ার করেছেন ।

আপনার জন্য শুভকামনা রইল

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার চমৎকার মতামত প্রদান করার জন্য