ইনস্ট্যান্ট লাচ্ছি ড্রিংকস রেসিপি //১০%প্রিয় লাজুক-খ্যাক এর জন্য

in hive-129948 •  3 years ago 

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা🧕🧕

আসসালামু আলাইকুম 🙋‍♀️🙋‍♀️

প্রীতি ও শুভেচ্ছা 🌼🌼

  • আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।এসেছে গরম তাই আমরা সবাই চাইবো একটু শীতল এর ছোঁয়া । এই গরমে প্রাণ জুড়িয়ে যায় এমন কিছু খেতে কতইনা আয়োজন করব।তাইতো আজ আপনাদের মাঝে আমি যে রেসিপি টা নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে ইনস্ট্যান্ট লাচ্ছি ড্রিংকস রেসিপি। আমার মনে হয় ছোট বড় সবাই লাচ্ছি খুব পছন্দ করে। কিন্তু সব সময় হয়ত বাইরে গিয়ে খাওয়া হয় না।লাচ্ছি বানানো শিখা থাকলে বাসায় যেকোনো সময় বানিয়ে খাওয়া যায়। তাই আমার লাচ্ছি তৈরি রেসিপি টি আপনাদের কাছে শেয়ার করছি। তাহলে চলুন বন্ধুরা শুরু করি

20220316_191034.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • টক দই (এক কাপ)
  • চিনি (চার চা চামচ)
  • গুড়ো দুধ (চার চা চামচ)
  • বরফ কুচি
  • ঠান্ডা পানি

20220316_184818.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমই আমি ব্লান্ডারে টক দই দিয়ে দিলাম।

20220316_184854.jpg

20220316_184903.jpg

দ্বিতীয় ধাপঃ

  • এবার চিনি এবং গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিলাম।

20220316_184915.jpg

20220316_184937.jpg

তৃতীয় ধাপঃ

  • এবার বরফ কুচি দিয়ে দিলাম।

20220316_185005.jpg

20220316_185011.jpg

চতুর্থ ধাপঃ

  • পরিমান মত পানি দিয়ে ব্লান্ডারে ব্ল্যান্ড করে নিলাম।

20220316_185023.jpg

20220316_185055.jpg

20220316_185110.jpg

শেষ ধাপঃ

  • ব্ল্যান্ড করা শেষ করে দেখি কি চমৎকার ফেনা তৈরি হয়েছে।

20220316_185744.jpg

20220316_185844.jpg

  • আমি আমার তৈরি করা ইনস্ট্যান্ট লাচ্ছি ড্রিংকস তৈরি করে নিলাম। এখন এরি খাওয়ার উপযোগী।

20220316_185936.jpg

20220316_185946.jpg

  • এবার লাচ্ছি পরিবেশন করে ছবি তুলে নিলাম।

20220316_190939.jpg

20220316_191034.jpg

20220316_191052.jpg

20220316_191042.jpg

আশা রাখছি আমার তরল রেসিপি টি আপনাদের ভালো লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ 😍😍

আবার দেখা হবে ভিন্ন কোন আইটেম নিয়ে।ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।আল্লাহ হাফেজ🙋‍♀️🙋‍♀️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু, এগুলো কিন্তু এভাবে দেখাতে নেই, কারন এখন গরম কাল তাই এগুলো দেখলে নজর ঠিক রাখা সম্ভব হয় না পরে যদি পেটে ব্যথা করে আমাদের কোন দোষ দিতে পারবেন না, বলে দিলাম আগেই হি হি হি।

ভাইয়া কি যে বলেন খুব হাসি পাচ্ছে😆😆। তাহলে ভাইয়া চলে আসেন। খেয়ে আমার পেট ব্যথা না হওয়ার ব্যবস্থা করে যান। খুবই আনন্দদায়ক কমেন্ট পড়লাম।ধন্যবাদ ভাইয়া।

ইনস্ট্যান্ট লাচ্ছি ড্রিংকস রেসিপি সুন্দরভাবে তৈরি করেছেন আপু। লোভনীয় একটা রেসিপি‌। লাচ্ছি আমার অনেক পছন্দের। আপনি নিজে বাসায় তৈরি করাতে আরো অনেক ভালো দেখাচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

লাচ্ছি খেতে বেশ ভালোই লাগে। আমি খেয়েছিলাম একবার। ইনস্ট্যান্ট লাচ্ছি ড্রিংকস রেসিপি আসলে বাড়িতে বসেই আপনি দারুন একটি রেসিপি তৈরি করলেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

আপু,আপনার তৈরি ইনস্ট্যান্ট লাচ্ছি ড্রিংকস দেখেই মনে হচ্ছে খেতে অনেক অনেক মজাদার হয়েছে। গরমের মধ্যে আপনার তৈরি ইনস্ট্যান্ট লাচ্ছি ড্রিংকস খেলে অনেকটাই স্বস্তি পাওয়া যাবে। ইনস্ট্যান্ট লাচ্ছি তৈরির প্রক্রিয়া অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আসলেই মজার।আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

এই গরমে দারুন একটি লাচ্ছি রেসিপি শেয়ার করেছেন আপু খুবই মজা লাগে আমার কাছে। এই লাচ্ছি আমিতো রোজার মাসে প্রায় প্রতিদিনই খেয়ে থাকি আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে রেসিপিটি আবার নতুন করে শিখিয়ে দিলেন এবং মনে করিয়ে দিলেন ভালো লাগলো অনেক।

আমি ও রমজানে প্রায়ই খাই।আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

ওয়াও আপু লাচ্ছি ড্রিংকস রেসিপিটি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন যা ছিল খুবই অসাধারণ একটি রেসিপি আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

ইনস্ট্যান্ট লাসসি ড্রিংকস রেসিপি যেটা এই গরমে খেতে সবাই পছন্দ করে। আপনি খুব সুন্দর করে ড্রিঙ্কস রেসিপি তৈরি করেছেন ।আমার কাছে অনেক ভালো লাগলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

গরমের সময় পারফেক্ট একটি রেসিপি শেয়ার করেছেন আপু। আসলেই প্রচণ্ড গরমে যদি এটা খাওয়া যায় তাহলে একেবারে শরীর ঠান্ডা হয়ে যায়। ধন্যবাদ আপনাকে সময় উপযোগী রেসিপিটি শেয়ার করার জন্য

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

রেস্টুরেন্ট এ মাজহে মধ্যে লাচ্ছি খাই কিন্তু বাসায় এটা বানানোর রেসিপি করতে পারি না।অনেক সুন্দর ছিল রেসিপিটা বেশ গুছিয়ে সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

যে গরম পড়ছে লাচ্ছি পেলে আর ছাড়াছাড়ি নেই। বাড়িতে কখনো লাচ্ছি তৈরি করে খাওয়া হয়নি। তবে বাইরে অনেক খেয়েছি। লাচ্ছিটা দারুণ তৈরি করেছন। বেশ লোভনীয় ছিল।।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

বাহ গরমকালের জন্য একদম পারফেক্ট একটি শরবত। আসলে লাগছে খেতে ভালই লাগে কিন্তু বানাতে না পারার কারনে মাঝে মধ্যেই রেস্টুরেন্টে যেতে হয়। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ বানানোর উপায় গুলো বাতলে দেওয়ার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

গরমের দিনে লাচ্চি খাওয়ার মজাই আলাদা। আর আপনি ঘরোয়া উপায়ে কিভাবে লাচ্চি তৈরি করতে হয় সেটি আমাদের মাঝে তুলে ধরেছেন।
বেশ লোভনীয় ছিল সব মিলিয়ে।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

আপনাকেও স্বাগতম প্রিয় আপু মনি 🥰

এই গরমে আপনার লাচ্ছি টি দেখে সত্যিই খেতে ইচ্ছে করছে আপু ।দারুন বানিয়েছেন আপনি। সত্যিই আমার কিন্তু খুবই খেতে ইচ্ছে করছে। দেখতে বেশ সুন্দর হয়েছে ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের সামনে দেখিয়েছেন ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

একদম ফাইভ স্টার হোটেলের ড্রিংস এর মতন লাগছে। ডেকোরেশন টা অনেক সুন্দর হয়েছে। সেইসঙ্গে লাচ্ছির চেহারাই বলে দিচ্ছে এটা খেতে অনেক মজা হবে। ধন্যবাদ এই গরমে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।এটি আমার সামান্য চেষ্টা। পাশে থাকবেন।

আপনি ইনস্ট্যান্ট লাচ্ছি ড্রিংকস রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি খুবই চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য

image.png


লাচ্ছি রেসিপিটা সবসময় রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়া হয়েছে।বাসায় কখনো তৈরি করা হয়নি। আপনার প্রস্তুত করার লাচ্ছি রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হবে। রেসিপির পরিবেশনা অনেক ভালো লেগেছে আমার কাছে। ডিমের মধ্যে ঠান্ডা লাগছে রেসিপি ছবি দেখেই খেতে ইচ্ছা করছে আপু। কিন্তু এখন আমি বাসের মধ্যে।


image.png

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

জি ভাইয়া বাসায় প্রস্তুত করে দেখবেন ভালো লাগবে।

এই গরমে লাচ্ছির কোন বিকল্প নেই ।বেশ ভালই বানিয়েছেন । উপস্থাপনাও বেশ ভালোই ছিল ।

ভাইয়া অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি চমৎকার উৎসাহময় মতামত প্রদান করার জন্য।

আপনি খুবই চমৎকার ভাবে ইনস্ট্যান্ট লাচ্চি ড্রিঙ্ক রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই গরমের দিনে এরকম ড্রিঙ্কস রেসিপি দেখলে নিজেকে কন্ট্রোল করা খুবই দুষ্কর। যদিও এখন রমজান মাস তারপরেও ইফতারের পরে এরকম ড্রিঙ্কস খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এরকম একটি লাচ্ছি ড্রিংস শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য

এর আগে আমি অনেকদিন বাজার থেকে লাচ্ছি কিনে খেয়েছি কিন্তু আমি জানতাম না এটি কিভাবে তৈরি করতে হয়। আপনার তৈরি করা এই রেসিপিটি এর মাধ্যমে আমি জানতে পারলাম কিভাবে বাড়িতে লাচ্ছি তৈরি করতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটা জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য

তীব্র গরমে লাচ্চি খেতে বেশ মজা লাগে। আপনি দারুন ভাবে আপনার লাচ্চি তৈরি পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য

এই গরমের দিনে এই ধরনের লাচ্ছি ড্রিংকস আমার কাছে খুবই ভালো লাগে ।।আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।।
শুভকামনা রইল আপনার জন্য।।

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য