মামাতো বোনের বিয়ের সাজগোজের জিনিসপত্র

in hive-129948 •  2 years ago 

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা

আসসালামুয়ালাইকুম

প্রীতি ও শুভেচ্ছা

  • আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার আজকের ব্লগটি হচ্ছে কিছু বিয়ের সাজনি নিয়ে। কিছুদিন আগে আমার মামাতো বোনের বিয়ে হয়েছিল। মেয়েদের বিয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে বিয়ের সাজ গোজের জিনিসপত্র। আর বর পক্ষ যখন সাজগোজের জিনিসপত্র নিয়ে আসে তখন কনে পক্ষের সবাই অধীর আগ্রহে বসে থাকে সাজগোজের জিনিসপত্র কেমন হয়েছে দেখার জন্য।
  • কেননা সাজগোজের জিনিসপত্র যতটা সুন্দর হবে কনেকে সাজালে ততটাই সুন্দর লাগবে। আর আমার মামাতো বোনের বিয়ের সাজগোজের জিনিসপত্র কিন্তু খুবই ভালো মানের ছিল দেখে সবাই পছন্দ করেছে। সম্পূর্ণ বিয়ের কয়েকটি পর্ব আমি ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তাই আজ সাজগোজের জিনিসপত্র নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে।

GridArt_20230211_175004855.jpg

  • বিয়ের সাজের জিনিসপত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গোল্ডের গহনা। মেয়েদের সবচেয়ে পছন্দনীয় হচ্ছে গোল্ডের হার। আমার মামাতো বোনের বিয়েতে এই হার, কানের দুল, হাতের ব্রেসলেট ও আংটি একসাথে দিয়েছে যা আমাদের সবারই পছন্দ হয়েছে।

20230119_191205.jpg

  • এরপর প্রথম শাড়ি, সেকেন্ড শাড়ি এবং এগুলোর সাথে মিলানো গহনা ও হাতের চুড়ি এনেছে। যখন সবগুলো সাত-সচ্চার জিনিস একসাথে বের করেছে তখন সবাই একসাথে দেখে বেশ প্রশংসা করেছে।

20230119_191350.jpg

20230119_192232.jpg

20230119_191420.jpg

20230119_191850.jpg

  • সাজগোজের জিনিসপত্রের মধ্যে আরেকটি হচ্ছে হাতে পার্স রাখা। আগের দিনে হয়তো বিয়ের মধ্যে এত জিনিসপত্র দিয়ে হত না কিন্তু এখন মানুষ উন্নত হয়েছে ।তাই সবাই চায় উন্নতমানের জিনিসপত্র দিয়ে সবকিছু আকর্ষণীয় করে তুলতে। এছাড়াও কনের বোন ভাই মামা ফুফু সহ সকল আত্মীয়দের জন্য কাপড়-চোপড় আনা হয়েছে।

20230119_192047.jpg

20230119_191559.jpg

20230119_191731.jpg

20230119_191754.jpg

20230119_192019.jpg

  • সব ধরনের সাজগোজ শেষ করার পর আমার মামাতো বোনকে বেশ দারুন লাগছিল। একেবারে একজন পারফেক্ট বউ। আমি বেশ কিছু ছবি তুলে নিয়েছি।

IMG-20230121-WA0116.jpg

IMG-20230121-WA0117.jpg

IMG-20230121-WA0158.jpg

🌺 আশা করি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার মামাতো বোনের বিয়েতে আপনি অনেক মজা করেছেন। বিয়ে মানেই তো আনন্দ। আপনার মামাতো বোনের বিয়েতে অনেক সুন্দর সুন্দর মার্কেটিং করেছেন। হ্যান্ড ব্যাগটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সবগুলো জিনিসই আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

আসলে বিয়ে মানেই হচ্ছে আনন্দ। আর বিয়ের মধ্যে সব আত্নীয় একসাথে হওয়ার মজাই আলাদা। আর এই বিয়ের মার্কেটিং গুলো কিন্তু চমৎকার ছিল। হ্যান্ড ব্যাগটা আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগছে।

আপনার মামাতো বোনের বিয়ের সাজসজ্জার জিনিস দেখলাম, ভীষণ ভালো লাগলো। আর সাজানোর পর একজন পারফেক্ট বউয়ের মতো লাগছিলো। তবে আমি দোয়া করছি এই সাজসজ্জার মতো যেন তিনি একজন ভালো স্বামী পান।
ভালো গোছানো পোস্ট ছিলো আপু।

আপনার মামাতো বোনের বিয়ের জন্য বেশ ভালোই কেনাকাটা করলেন আসলে বিয়ের সময় প্রচুর পরিমাণে কেনাকাটা করা লাগে। সবকিছু মনে করে করে কেনা লাগে না হলে অনেক কিছুই থেকে যায়। সবকিছু পড়ার পর দেখছি আপনার মামাতো বোনকে বেশ ভালোই লাগছে। বিয়ের সাজ টাও অসাধারণ হয়েছে তার। আমার কাছে আপনার আজকের পোস্ট পড়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে। ভালোই ছিল আপনার আজকের পোষ্টের লেখার টপিক।

যেহেতু আপনার মামাতো বোনের বিয়ে ছিল তাই অনেক কিছুই কেনাকাটা করতে লেগেছে এমনিতে বিয়ে বাড়িতে প্রচুর কেনাকাটা করা লাগে। নিশ্চয়ই আপনার মামাতো বোনের বিয়েতে বেশ মজা করেছেন।সাজগোজ করার পর আপনার মামাতো বোনকে সত্যি অসম্ভব দারুন লাগছে। বিয়ে বাড়িতে কাটানো আপনার মুহূর্তগুলো আশা করছি খুব শীঘ্রই শেয়ার করবেন। আমি কিন্তু অপেক্ষায় বসে আছি।

আপু সাজ গোছ মেয়েদের প্রসংশা ৷ আপনার মামা তো বোনকে সত্যি অসম্ভব সুন্দর লাগছে ৷ আর বেশ বর পক্ষ অনেক কিছু এনেছে ৷ সর্বোপরি আপনার মামা তো বোনকে অনেক অনেক শুভেচ্ছা তার দাম্পত্য জীবনে সুখের হোক ৷

আগের যুগের মানুষ যেমন সাদাসিধে ছিল তেমনি তাদের চালচলনও সাধারণ! এতো সব জিনিসপত্র তখন ছিল, বাট ইউজ কম করতো! আধুনিকতার ছোয়ায় এখন সবকিছুই উন্নত হয়েছে। বিয়েতে দেখছি অনেক কেনাকাটা করেছেন আপু। আর আপনার মামাতো বোনকে বউ সাজে সুন্দর লাগছে, মাশাআল্লাহ 🌼। বিবাহ পরবর্তী জীবন যেন সুন্দর ও সুখময় হয় সেই কামনাই করছি ৃ

আপু আপনার মামাতো বোনের বিয়েতে অনেক মজা করেছেন।আর ফটোগ্রাফি গুলো কিন্তু বেশ ভালো করেছেন।মার্কেট করেছেন অনেক কিছুই তো সবগুলো সাজগোজের জিনিস দেখতে ভালো লাগছে ছবিতে।আপনার মামাতো বোনকে বউ এর সাজে সুন্দর লাগছে দেখতে।আগামী জীবনের জন্য অনেক শুভকামনা রইলো আপনার মামাতো বোনের জন্য।ধন্যবাদ আপু সুন্দর ব্লগটি শেয়ার করার জন্য।

আপু আপনার মামাতো বোনের বিয়ের সাজগোজের সব গুলো জিনিষ পত্রই অনেক সুন্দর হয়েছে। আপনার মামাতো বোন সাজুগুজু করার পর তাকেও খুব সুন্দর দেখাচ্ছে। হাতের পার্সটা বেশি সুন্দর ছিল। ধন্যবাদ আপু।