১০ আগস্ট ২০২২, বুধ বার
আসসালামু অলাইকু/নমস্কার
কবিতাঃ আত্মসমর্পণ
রচয়িতা- সাইদুর রহমান
আমি এক অপরাজেয় বীর
নেপোলিয়নের বিরাট সেনা বহর
হিটলারের অক্ষশক্তি
সালাউদ্দিন আইয়ুবীর গোয়েন্দা শক্তি
রোমান সাম্রাজ্য
সকল রাজ্য জয় করে আসা আমি এক মহাসম্রাট।
আমি কারো কাছে ভুল করিনি
এ জীবনে কাউকে সরি বলিনি
আমার কোন ভুল নেই
যেমন লেখা আছে ব্রিটিশ সংবিধানে।
আমি কভু কখনো কোন পরীক্ষায় করিনি ফেল
ব্যর্থতার ছোঁয়া আমাকে কখনো পায়নি
হতাশার করাল গ্রাস আমাকে নিমজ্জিত করতে পারেনি
শত্রুর রক্ত চক্ষু আমাকে ভীত সন্ত্রস্ত করেনি।
আমি সেই বীর মহানায়ক সেনাপতি নরপতি
আপাদমস্তকে তোমার সব শর্ত মেনে নিলাম
তোমারই কাছে করিলাম আত্মসমর্পণ
তোমারি কাছে সপে দিলাম নিজেকে
আমার সকল রাজ্যের অধিপতি হবে তুমি
বিনিময়ে তুমি শুধু আমার হবে।
তোমার হরিণীর চোখ আমাকে করেছে ঘায়েল
তোমার ভালোবাসার তীর আমাকে চরমভাবে করিল বিধ্বস্ত
তোমার মায়াবী হাসি আমার হৃদয়কে করেদিল ক্ষতবিক্ষত
তোমার নুপুরের ধ্বনি আমার পাষাণ হৃদয় তুলে ঢেউয়ের ঝংকার
তোমার উত্তপ্ত নিঃশ্বাস আমাকে করে উন্মত্ত
তোমার মেঘবরণ কালো চুলের ঘ্রাণ আমাকে করে আসক্ত
তোমার লাল ঠোঁট ভালোবাসায় রাঙাতে আমি নেশাগ্রস্ত।
তোমাকে নিয়ে পাড়ি দেবো নীলসাগর
তোমার জন্য পৃথিবীর সব রাজ্য জয় করতে পারি
হেলেনের ট্রয় নগরীর নেয় তোমার নগরী ধ্বংস হয়ে যাবে
তুমি যদি আমার না হও তবে আরেকটা রক্ত গঙ্গা বয়ে যাবে
তোমাকে না পেলে বেধে যেতে পারে তৃতীয় আরেক মহাযুদ্ধ।
তুমি শুধু আমার হও
তোমার জন্য শাহজাহানের মত গড়তে পারি তাজমহল
তোমার জন্য ছাড়তে রাজ সিংহাসন
তুমি সিম্পসন হলে আমি হব অষ্টম এডওয়ার্ড
তুমি শিরি হলে আমি হবো ফরহাদ
সুনীলের মতো করে তোমার জন্য
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনে দেব ১০৮টি নীলপদ্ম।
আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির কাজটি অবহ্যাত রাখতে পেরেছিলাম। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে । আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । আমি প্রতিদিন ভুল থেকে শিক্ষা নিতে চাই। প্রতিদিন একটু একটু করে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের পানে এগিয়ে যেতে চাই। আমার সমস্ত কর্ম তৎপরতা আমার স্বপ্নকে ঘিরে। এটা আমার আজন্ম সাধনা। আমার জন্য দোয়া করবেন।
দারুন আবৃত্তি ভাই। নিজের কবিতা আবৃত্তি করতে অনেক ভালো লাগে । এগিয়ে যান ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই চেষ্টা করছি ভালো আবৃত্তি করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া এই জন্য যে আপনি বেশি দারুন একটি কবিতা রচনা করেছেন এবং নিজ গলায় তা আবৃত্তি করে আমাদের শুনিয়েছেন। কবিতার মধ্যে বেশ দারুন দারুন কিছু শব্দ ব্যবহার করে কবিতাটি কে মনোমুগ্ধকর হিসেবে গড়ে তুলেছেন। আমার অনেক ভালো লাগলো আবৃত্তি শুনে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটির আবৃত্তি আপনার কাছে ভালো লেগেছে একথা জেনে খুব ভালো লাগলো ধন্যবাদ ভাই দোয়া করবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দারুন কবিতা লেখেন সেটা জানি।কিন্তু আবৃত্তি ও জে ভালো পারেন সেটা তো জানা ছিল না।যাইহোক আপনার কবিতা আপনার কন্ঠে শুনে ভালই লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই কবিতা লেখার পাশাপাশি কবিতাটা আবৃত্তি করার চেষ্টা করছে দোয়া করবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit