হ্যালো বন্ধুগণ,👋
✳️আসসালামুয়ালাইকুম /আদাব,✴️
আজকে আমি @moshiur69 আমার বাংলা ব্লগ কমিউনিটিতে COVID-19 এর ৪র্থ টিকা প্রদানের অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি। আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে।
[তো চলুন শুরু করা যাক আজকের পোস্টটি]
[COVID-19 এর ৪র্থ টিকা প্রদান]
এই সেই বাচ্চাটি যিনি আমাদের পুরো নাজেহাল অবস্থা করে দিয়েছিল। ছেলেটি দেখতে অনেক কিউট ছিল এবং ওর কর্জকলাপ দেখে আমার হেসে পুরোপুরি পাগল হয়ে গেছিলাম।
এখানে যেই কার্ডটি দেখতে পাচ্ছেন এটি আমি ৩য় ডোজ দেবার পর অনলাইন থেকে বের করেছিলাম কিন্তু এখন আবার নতুন একটি বের করতে হবে।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ৪র্থ টিকাটি দেওয়া সম্পূর্ণ হয়েছে। এই ৪র্থ টিকাটি অনেক আগেই অনলাইন করতে পারতাম কিন্তু তখন আমার হাতে এই কার্ডটি ছিল না তাই করতে পারি নাই।
টিকা কার্ড অনলাইন করার নিয়ম:-
প্রথমেই আপনাকে এই এপ্লিকেশনে প্রবেশ করতে হবে। এরপর প্রথম অপশনটিতে ক্লিক করতে হবে।
এবার আপনার সামনে এমন একটি পেজ খুলবে। আপনি কিসের মাধ্যমে টিকা কার্ড রেজিস্ট্রেশন করেছিলেন সেটি সিলেক্ট করতে হবে। যেহেতু বাচ্চাদের টিকা দেওয়া হচ্ছে সেহেতু আমাদের জন্মনিবন্ধন অপশনটি সিলেক্ট করতে হবে এটি যদি বড়দের হতো এবং যদি এটি আইডি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হতো তাহলে এখানে এন.আই.ডি সিলেক্ট করতে হতো। সিলেক্ট করা হলে নিচের ফাঁকা ঘরটিতে কোড বসাতে হবে জন্মনিবন্ধন হলে জন্মনিবন্ধন এন.আই.ডি হলে এন.আই.ডি এবার নিচে যাচাই অপশনটিতে ক্লিক করতে হবে।
এবার আপনার সামনে একটি নতুন পেজ খুলবে এখানে আপনি দেখতে পাবেন আপনি কয়টি টিকা দিয়েছেন এবং কোন তারিখে টিকাগুলো দিয়েছেন এবং আপনার পরবর্তী টীকা কত তারিখে দিতে হবে সবকিছু এখানে উল্লেখ থাকবে। এখানে সবকিছু ঠিক থাকলে আপনাকে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে।
এবার আপনার সামনে নতুন একটি পেজ খুলবে এখানে আপনি কোন ডোজটি দিবেন সেটি উল্লেখ করা থাকবে। আবার এখানে আপনি আপনার টিকাটি পরিবর্তন করে নিতে পারেন এটি করতে আপনাকে ডোজের নিশি পরিবর্তন লেখা দেখবেন সেখানে ক্লিক করে আপনি আপনার টিকাটি পরিবর্তন করে নিতে পারেন। এবার আপনি নিজে দেখতে পাবেন টীকা পরিবর্তন করুন লেখা সেখানে ক্লিক করলে আপনার প্রধান সম্পন্ন হয়ে যাবে।
তো এভাবেই আমি আমার টিকা গুলো অনলাইন করে থাকি।
আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি মন্তব্য করে জানাবেন।
☘️আমার পরিচয়☘️
লাজুক খ্যাঁক" (Shy Fox)-এর জন্য ১০% বরাদ্দ।
এবিবি স্কুলের (abb-school) জন্য ৫% বরাদ্দ।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
✳️✴️🔰♻️✴️✳️
#Follow me(If you want)
#Vote me (as your wish)
#Resteem (Optional)
#Comment (Your great wish)
By @moshiur69
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট দেখে আমারও মনে পড়ল ঈদের আগে আমারও চতুর্থ ডোজের মেসেজ এসেছে, আমি ইগনোর করেছিলাম কারণ ঈদ ছিল চিন্তা করছি ভ্যাকসিনটা কি দিব নাকি আরো লেট করব, এখন মোটামুটি ফ্রি আছি আমিও হয়তো এটা নিয়ে নেব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া নিয়ে নিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চতুর্থ ডোজ সম্পূর্ণ করে ফেলেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। আপনি দেখছি অসুস্থ থাকার পরেও টিকা প্রদান করেছেন। বেশ কিছুদিন আগে আমিও চতুর্থ ডোজ শেষ করে ফেলেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো করেছেন ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন একটি অভিজ্ঞতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমাদের সকলের উচিত করোনা ডোজ সম্পন্ন করা। কারণ কখন না জানি আবার করোনা আক্রমণ সৃষ্টি হয় তাই আগে থেকে সঠিক সময়ে সঠিক সম্পূর্ণ বেড়েছে গ্রহণ করে সুরক্ষিত থাকা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া ঠিক বলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit