RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১১১

You are viewing a single comment's thread from:

আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১১১

in hive-129948 •  last year 

হৃদয়ের মাঝে লুকানো আছে
তোমার প্রিয় মুখের প্রতিচ্ছবি,
সকাল-সন্ধ্যা-সাঁঝের বেলায়
আমি ভালোবাসায় রাঙিয়ে রাখি।
তুমি হয়তো দূর অজানায়
রয়েছো আপন ঠিকানায়,
তবুও কল্পনার সীমানা ছাড়িয়ে
আমি চঞ্চল হৃদয়ের সমুদ্রে।

**শোনো, কাজল চোখের মেয়ে
আমার দিবস কাটে,
বিবশ হয়ে তোমার চোখে চেয়ে।

দহনের দিনে, কিছু মেঘ কিনে
যদি ভাসে মধ্য দুপুর
তবু মেয়ে জানে,
তার চোখ মানে
কারো বুক পদ্মপুকুর।**

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!