আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার , সেপ্টেম্বর ২৬/২০২২
প্রথমে আমি জানতে চাই আমাদের সবার প্রিয় টিনটিন বাবুর জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। দেখতে দেখতে আমাদের প্রিয় টিনটিন বাবু আজকে চার বছরে পদার্পণ করল। এটা দাদার পরিবারের সকল সদস্যদের কাছে যেমন আনন্দ উৎসবের মতো ঠিক তেমনিভাবে আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রত্যেকটি মানুষের কাছে এটা একটা উৎসবের মত। আজ থেকে চার বছর আগে আমাদের সকলের প্রিয় টিনটিন বাবু জন্মগ্রহণ করেছিল। তার জন্মদিন উপলক্ষে আমরা সন্ধ্যা থেকে অনেক সুন্দর ভাবে একটা স্পেশাল হ্যাংআউটের মধ্য দিয়ে সময় পার করলাম। আমরা ভার্চুয়াল ভাবে চেষ্টা করলাম আমাদের সকলের প্রিয় টিনটিন বাবুর জন্মদিনের পার্টিতে অংশগ্রহণ করতে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যদি না আসতাম তাহলে হয়তোবা এই সুযোগটা পেতাম না। দাদা এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির পরিবার আমাকে যে ধরনের ভালোবাসা দিয়েছে তা সত্যি অতুলনীয়।
এবার আসি আজকের পোস্টের প্রসঙ্গে। একটু ব্যস্ত সময় পার করার জন্য দীর্ঘদিন যাবত আমি আপনাদের মাঝে মেহেদি ডিজাইন শেয়ার করতে পারিনি এজন্য আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগে আমি এ রবিবারে মেহেদির ডিজাইন শেয়ার করার চেষ্টা করতাম কিন্তু আজকে সোমবার হওয়া সত্ত্বেও আমি আজকেই মেহেদির ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করছি। কিন্তু পরবর্তী রবিবার থেকে যথারীতি আবারও প্রত্যেক সপ্তাহেই মেহেদী ডিজাইন শেয়ার করব। তো চলুন আজকের মেহেদির ডিজাইনটি শুরু করা যাক..
ক্রমিক নম্বর | উপকরণের নাম |
---|---|
১ | কাগজ |
২ | জেল পেন |
৩ | মার্কার পেন |
🌷ধাপ - ০১🌷
মেহেদির ডিজাইনটি শুরু করার জন্য প্রথমে আমি একটি বৃত্তের মত অংকন করে নিয়েছি।
🌷ধাপ - ০২🌷
তারপরে আমার অংকন করা সেই বৃত্তটিকে একটি সুন্দর ফুলে রূপান্তরিত করে দিয়েছি
🌷ধাপ - ০৩🌷
এই ধাপটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে মেহেদি ডিজাইন তৈরি করতে হয়।
🌷ধাপ - ০৪🌷
তারপরে আমি মেহেদি ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নিচের দিকে বড় আকৃতির একটি পাতা অঙ্কন করে দিয়েছি।
🌷ধাপ - ০৫🌷
বড় আকৃতির পাতাটির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি এর মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে দিয়েছি।
🌷ধাপ - ০৬🌷
এই ধাপটিতে আমি আমার অংকন করা মেহেদি ডিজাইন এর উপরের দিকেও সুন্দর একটি পাতা অংকন করে দিয়েছি।
🌷ধাপ - ০৭🌷
বিভিন্ন ডিজাইন দেওয়ার পরে আবার অংকন করা মেহেদীর ডিজাইনটি তৈরি করা শেষ হয়ে গিয়েছিল।
🌷ধাপ - ০৮🌷
মেহেদির ডিজাইনটি অংকন করা শেষ হয়ে যাবার পরে আমি সেখানে আবার নিজের একটি স্বাক্ষর দিয়ে দিলাম।
খাতার উপরে অংকন করার ফলে এই মেহেদি ডিজাইন টি কেমন লাগছে তা আমি বলতে পারব না কিন্তু যদি আপনারা এটা হাতে পরিধান করে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর দেখায়। কারণ মেহেদির ডিজাইন এমনই একটা জিনিস সেটা হাতে পড়লেই তার সৌন্দর্য বুঝতে পারা যায়। আমার অংকন করা এই মেহেদী ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময় দেখা হবে নতুন কোন একটা পোষ্টের মাধ্যমে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
ওয়াও আপনার মেহেদি ডিজাইন অংকন দেখে তো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনি খুবই নিখুঁতভাবে এবং দক্ষতা সহকারে এই মেহেদির ডিজাইন অংকন করে শেয়ার করেছেন আমাদের সকলের মাঝে। খুবই সুন্দর ভাবে তুলে তুলে ধরেছেন আমাদের মাঝে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাই আপনার মেহেদি ডিজাইন করাটা অসাধারণ হয়েছে।আপনি অনেক নিখুঁতভাবে ডিজাইন করেছেন ও পাশাপাশি ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন। হাতে পড়লে সত্যি অনেক সুন্দর লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ খুব অসাধারণ মেহেদির ডিজাইন অংকন করেছেন। মেহেদি ডিজাইন অংকন আমার কাছে খুব ভালো লাগে দেখতে। তবে আপনার মেহেদি ডিজাইনটি অসাধারণ লাগলো আমার কাছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর ভাবে একটি মেহেদি ডিজাইন অংকন করেছেন। সুন্দরভাবে অঙ্কন করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর হয়েছে মেহন্দীর ডিজাইন টা। এটা হাতের উপরে পড়লে অ্যাঙ্গেল করে, খুব সুন্দর লাগবে। জাবড়া বেশী কাজ ভালো লাগে না। আমার বিয়ে তে আমার ইচ্ছে আছে হাল্কা মেহেন্দি পরার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি হাতের মেহেদি ডিজাইনের আর্টিস্ট খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। দেখে সত্যি খুব ভালো লাগলো। আসলে এই ধরনের আর্টিস্ট করতে অনেক সময় লাগে। এত সুন্দর চিত্রকর্ম আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit