🎯টার্গেট ডিসেম্বর সিজন -২ এ পাওয়ার বৃদ্ধিতে আমার অংশগ্রহণ🎯||১০% @shy-fox||

in hive-129948 •  3 years ago  (edited)

PicsArt_01-13-07.21.03.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার, জানুয়ারি ১৩/২০২২

গত কয়েকদিন আগে @rex-sumon ভাই টার্গেট ডিসেম্বর সিজন ২ ঘোষণা করেছেন। এটা প্রত্যেকটি ব্যবহারকারীর জন্য অত্যন্ত ভালো দিক হবে বলে আমি মনে করি। কেননা আমরা যদি পাওয়ার আপ করার মধ্য দিয়ে আমাদের সক্ষমতা অর্জন করতে পারি তাহলে আমরা স্টিমিট এ দীর্ঘ সময় কাজ করতে পারবো।

আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে যে উদ্যোগ নেয়া হয়েছে এটি সত্যিই প্রশংসার দাবি রাখে। এমন একটি উদ্যোগের ফলে প্রত্যেকটি স্টিমিট ব্যবহারকারী পাওয়ার আপ করতে আগ্রহী হবে। আর বছর শেষে প্রত্যেকটি ব্যবহারকারী প্রচুর পরিমাণে স্টিম পাওয়ারের মালিক হতে সক্ষম হবে। একই উদ্দেশ্য নিয়ে আমিও টার্গেট ডিসেম্বর সিজন ২ এর জন্য একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।

PicsArt_01-06-03.21.44.png

আমার লক্ষ্যমাত্রা

পাওয়ার আপ করার আগে

Screenshot_2022-01-13-07-02-52-70_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

পাওয়ার আপ করার সময়

Screenshot_2022-01-13-07-03-13-46_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

_2022-01-13-07-03-35-97_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

পাওয়ার আপ করার পরে

Screenshot_2022-01-13-07-42-59-04_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

আপনারাও আমার মত টার্গেট ডিসেম্বর সিজন ২ এর জন্য আপনাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী পাওয়ার আপ করতে থাকুন তাহলে অবশ্যই বছর শেষে ভালো কিছু অপেক্ষা করবে আমাদের সবার জন্য।

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পাওয়ার বৃদ্ধি মানেই নিজের সক্ষমতা বৃদ্ধি। বেশ ভালো একটা এমাউন্টের স্টিম পাওয়ার আপ করেছেন। পাওয়ার আপ জন্য শুভকামনা। এবং ধন্যবাদ আমাদের সাথে পাওয়ার আপ পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য। আপনার পাওয়ার আপ পোস্ট দেখে অনেকেই অনুপ্রাণিত হবে।।

এত সুন্দর করে মতামত প্রকাশ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ভাইয়া

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

আসলে আপনি দারুন একটি উদ্যোগ নিয়েছেন। আমি আপনার উদ্যোগকে সম্মান জানায়। পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আপনি পাওয়ার আপ করেছেন। দেখে ভাল লাগল। আমাদের উচিত বেশি বেশি পাওয়ার আপ করা

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • পাওয়ার আপ মানে ক্ষমতা অর্জন। আপনি পাওয়া আপ এর মাধ্যমে আপনার ক্ষমতা বৃদ্ধি করেছেন। এতে আপনি আরো শক্তিশালী হচ্ছে। আপনার জন্য রইল শুভকামনা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাকে উৎসাহ প্রদান করার জন্য

টার্গেট ডিসেম্বরে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই ধারাবাহিকতার সাথে কাজ করে যান তাকে ডিসেম্বরে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন।শুভকামনা রইলো আপনার জন্য।

আমাদের সবার উচিত এমন ধারাবাহিকতা বজায় রাখা তাহলে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

আপনার পাওয়ার আপের এমাউন্ট দেখে খুবই ভালো লেগেছে। এভাবে যদি প্রতিনিয়ত পাওয়ার আপ করেন তাহলে আপনার লক্ষ্যে অতি তাড়াতাড়ি পৌঁছে যাবেন। পাওয়ার আপ আমাদের খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার মানে শক্তি, যার শক্তি যত বেশি তার ক্ষমতাও তত বেশি। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

স্টিমিট প্লাটফর্মে পাওয়ার আপ করাই একমাত্র উপায় নিজের সক্ষমতা বৃদ্ধির। অনেক বড় একটি টার্গেট নির্ধারণ করেছেন আপনি সিজন টু এর জন্য। ধারাবাহিকতার সাথে পাওয়ার আপ করে যান। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব আমার এই কাজের ধারাবাহিকতা বজায় রাখতে।

পাওয়ার বৃদ্ধি করা মনেই নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি একটি বড় এমাউন্ট স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। আপনার পাওয়ার বৃদ্ধি কে সাদুবাদ জানাই।আপনার পাওয়ার বৃদ্ধি করা দেখে আমিও উৎসাহ পাই। আশা করছি আপনি খুব শিঘ্যরই আপনার লক্ষে যেতে পারবেন।
শুভকামনা রইল। 🌹🌹🌹🌹

এত সুন্দর করে মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনি ভালো একটি পদক্ষেপ নিয়েছেন । আমাদের সবারই উচিত পাওয়ার আপ করে নিজেদের একাউন্টের শক্তি বাড়ানো । আপনার পোস্ট দেখে আশা করি আমার মতো অনেকে অনুপ্রানিত হবে । শুভ কামনা রইলো আপনার প্রতি

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর করে আমাকে উৎসাহ প্রদান করার জন্য

আপনি খুব সুন্দর একটা ভালো উদ্যোগে গ্রহন করছেণ। এভাবে পাওয়ার আপ করেন আর নিজের লক্ষে পূরণ করুন।অনেক শুভ কামনা রইল।

এত সুন্দর করে মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ